নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/যতটুকু আছে হৃদয়ে ভালবাসা
ঠিক ততটুকুই ভালবাসি
আরও বেশি ভালবাসতে চাই।
যতই দেব ভালবাসা ফুরাবে না
অথৈ সাগর থেকে
যতই নাও না কেন আচলা ভরে জল
কমাতে পারবে তার গভীরতা?
হৃদয়ের মানুষের কাছে
বল কি আর চাওয়ার থাকে
তবুও ভালবাসার বিনিময়ে
যদি চাই ভালবাসা
তবে আমায় কি তুমি বলবে স্বার্থপর?
২/ অজস্র ভুলের মাঝে
আমার বসবাস
ভুল দিয়ে জীবন গড়া এই আমার
যখনই একটু শুদ্ধতা খুঁজি
ভুল গুলি সব আটকে রাখে
বধন সহ ধরতে যায় শুদ্ধতা
তবুও আমি পারি না
ভুলের গন্ডি পেরতে।
৩/দুঃখের দামে সুখ নয়
সুখ কিনি সুখের দামে
বিসর্জিত আমার বিবেক
খোঁজ রাখিনা রক্তের সম্পর্ক
বিতর্কিত সম্পর্কে আগ্রহ বেশি
মনে অনবরত ক্ষয়
তবু সুখী হতে চাই একাকী।
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
অরুনি মায়া অনু বলেছেন: অণু কবিতাগুলো ভাল লেগেছে।