নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
সামুতে আমি বেশ কিছু কাব্য কনা লিখেছি যদিও সে সব তেমন কেউ পড়েনি।অনেক দিন থেকে ভাবছিলাম সামুর ব্লগারদের নাম নিয়ে কাব্য কনা লিখব। এই তো একটু আগে বেশ কিছু কাব্য কনা লিখে ফেললাম। ভাল হলে বলবেন আর খারাপ হলেও বলবেন।কাউকে ছোট করার কোন উদ্দেশ্য নেই । শুধুই আমার নিজের ভাল লাগা থেকেই এই কাব্য কনা গুলো লিখেছি। দয়া করে ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ কয়েক জন ব্লগারেন নাম নিয়ে লিখলাম, পরে আরও ব্লগারে নাম নিয়ে লিখব।
১/ বন বাদাড়ে ঘুরতে গিয়ে
থাকে না যার হুশ
উনি আমাদের সবার প্রিয়
** সাদা মনের মানুষ **।
২/ চলো দেখতে যায় ছিনেমা
অসাধারন কাহিনি
সাথে যাবে
আপু আমার ** সোহানী **।
৩/ মাঝে মাঝে পাইনা খুঁজে
জানতে পারি কি কেস
নিয়মিত লিখবেন ব্লগে
ভাইয়া ** আহমেদ জী এস ** ।
৪/ এবার তবে আসি
ভাল থাকবেন
** ঢাকাবাসী **।
৫/ অসাধারন গল্পের হাত যার
** হাতুড়ে লেখক **
নাম তার।
৬/ সামু থেকে সহজেই
টানবেন না ইতি
এভাবেই লিখতে থাকুন
** কামরুন নাহার বীথি **।
৭/ আর কোন কথা নয়
বাড়ি ফিরে চল
মন ভরে যায় যার কবিতায়
নাম ** ক্লে ডল** ।
৮/ জানো নাকি বাপু
দেখতে পরীর মত
** শায়মা ** আপু।
৯/ সামুতে লিখতে গিয়ে
কেটে যায় তার কত শত রাত
জানো নাকি নাম তার
** সামু পাগলা ০০৭ **।
১০/ ছড়ায়- ছড়ায়
জানান তিনি ধিক
ছড়ার রাজা তিনি
ভাই ** প্রামানিক **।
১১/ সামু ব্লগে তিনি
সবার চোঁখের মনি
আমাদের অতি প্রিয়
আপু ** আরজু পনি **।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া, কেস-বেশ-ঠেস অন্তমিলে সমস্যা হয়ে গেল না। অনু কাব্যতে অন্তমিল থাকতে হবে না হলে পড়তে ভাল লাগবে না। তারপরও আপনারটি খুব ভাল হয়েছে হা হা হা।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
সুমন কর বলেছেন: ভালোই হয়েছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ দাদা। আপনাকে নিয়ে একটা এখনই লিখে ফেলি-
উনি কবিতার বর
দাদা সুমন কর
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭
আরজু পনি বলেছেন:
আমিতো ভাবছিলাম আমার নাম না থাকলে পোস্ট বয়কট করবো
ছড়া লেখা একটা বিশেষ প্রতিভা মনে হয় আমার কাছে।
সেজন্যে সাধুবাদ রইল।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু। দোয়া করবেন যেন ভাল ভাল ছড়া লিখতে পারি।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
রানা আমান বলেছেন: চমৎকার হয়েছে ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রানা আমান
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: চাঁদগাজীকে ভুলে গেলেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: নারে ভাই ভুলিনি। এটা পার্ট ০১ । সামনে লিখব। একসাথে অত কাব্য কনা কি লেখা যায়।
উনায় নিয়ে লিখব আজই
প্রিয় ভাই চাঁদগাজী
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর ছড়া।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শোভন ভাই
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
কাবিল বলেছেন: সুন্দর!
ভাল লাগলো।
৪ নং শেষে দিলে কেমন হত?
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: কাব্য কনা লিখেছি শুধু কোনটার পরে কোনটা থাকবে ভাবিনি। মন্তব্যর জন্য ধন্যবাদ
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২
জুন বলেছেন: আমার প্রিয় ব্লগারদের নিয়ে আপনার কাব্যকনিকায় অসংখ্য ভালোলাগা রইলো মোস্তফা সোহেল ।
+
ব্লগে আছে একজন নাম তার জুন
দিন রাত ভেবেও তার পাইনি কোন গুন
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু। নিজেকে নিয়ে তো খুব সুন্দর কাব্য কনা লিখে ফেললেন। কি দারুন অন্ত মিল , জুন- গুন।
আমি ও একটা লিখেছি আপনা কে নিয়ে এখন বলব না। ০২ পর্বে দেখবেন। ধন্যবাদ।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
ক্লে ডল বলেছেন: ব্লগে সে কাব্য লিখে, যেন একখান Jewel,
সে আর কেউ নয়, আমাদের মোস্তফা সোহেল।
আপনার ব্লগে নিজ নামখানা দেখে আপ্লুত হলাম। ( আনন্দের আতিশয্যে গদগদ হওয়ার ইমো)
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১
মোস্তফা সোহেল বলেছেন: আমাকে নিয়ে আপনার কাব্য কনা দেখে আমিও আবেগে আপ্লুত হলাম। ধন্যবাদ ক্লে ডল।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন ++++
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই। পরের পর্বে আপনাকে নিয়ে লেখা কাব্য কনাটি দেখবেন
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কঠিন কিন্তু আয়াসসাধ্য কাজ
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগে আবার লজ্জাও পাই,,,,,,,,,,এতো এতো ভালো ব্লগারের মাঝে নিজেকে দেখতে ভালোলাগে, আর আমার নাম যতটা লিখছেন ততোটা আমি না বলে লজ্জা পাই।
শুভেচ্ছা জানবেন ভাই
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
মোস্তফা সোহেল বলেছেন: কি যে বলেন ভাই। ।আপনি অবশ্যই একজন ভাল ব্লগার। এটা সামুর সবাই জানে। শুধু নতুনরা বাদে। আপনিও অনেক শুভেচ্ছা জানবেন।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫০
সাদা মনের মানুষ বলেছেন:
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
সাদা মনের মানুষ বলেছেন: যেহেতু ১ নাম্বার দিয়া শুরু করছেন, আশা করছি সামুর বিখ্যাত সব ব্লগারের নামগুলো নিয়ে ক্রমান্বয়ে আপনার ছড়া চলতে থাকবে....শুভেচ্ছা।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রচেষ্টাটা দারুন !
চালিয়ে যান মোস্তফা সোহেল !
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
ধ্রুবক আলো বলেছেন: চমৎকার হইছে লেখা.... +++
এই পোষ্টে আমি নাই
মনে কিছু করি নাই....
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে নিয়ে লিখছি একটা এখন কমু না
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
হয়তো আপনার জন্য চর্চা হচ্ছে, আমরা নিজেরদের মাঝে কিছুটা পুলকিত হচ্ছি, ভালো; নিজের পরিচিত এলাকার বাহিরে, সাধারণ মানুষের জীবনকে তুলে ধরার চেস্টা করলে কাব্য অর্থময় হবে বেশী
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ গাজী ভাই
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
আমিই মিসির আলী বলেছেন: আজ যদি রেগুলার হৈতাম তাহলে একটা অনুকাব্য আমার ভাগ্যেও জুটতো।
কি বলেন?
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে মনে আছে মিসির আলী ভাই। আপনাকে নিয়েও লিখছি একটা
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
কাবিল বলেছেন: @ চাঁদগাজী, আমিই মিসির আলী কমেন্টে লাইক।
২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
জাহিদ অনিক বলেছেন: বাহ । খাসা হয়েছে । ছন্দে দ্বন্দে আনন্দে চলতে থাকুক ব্লগিং ।
মজায় মজায় ব্লগিং করি ।
ধন্যবাদ মোস্তফা সোহেল সাহেব
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক
২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
গোফরান চ.বি বলেছেন: দারুণ হয়েছে।
২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ প্রয়াস
উঠে এসেছে সামুর
সকল শ্রদ্ধেয় গুণিজনের
যতার্থ মুল্যায়ন,
যাদের অবদানে
আমরা পাই
একাধারে মুল্যবান
জান ও নির্মল বিনোদন ।
আমরা নবাগতরা পাই
অফুরন্ত অনুপ্রেরনা আর
ভবিষ্যতের জন্য মুল্যবান
দিক নিদর্শন ।
এ মহতি প্রয়াসের প্রতি
রইল প্রাণডালা অভিনন্দন ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ আলী ভাই
২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
এডওয়ার্ড মায়া বলেছেন: আমি না আমিই মিসির আলী বলেছেন- আজ যদি রেগুলার হৈতাম তাহলে একটা অনুকাব্য আমার ভাগ্যেও জুটতো।
কি বলেন?
২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ দারুন দারুন ---
২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
বিলুনী বলেছেন: যে সমস্ত ব্লগারদের পোস্ট পড়েছেন সে সমস্ত ব্লগার নিয়েই আছেন দেখে খুশী হলাম । ছয় বছর ছয় মাসে গড়ে ১২ টি মন্তব্যে বুঝা যায় অনেক লিখাই রয়ে গেছে অগোচরে, যেখানে গড়ে দিনে ৩০০ শত পোস্ট আসে সামুর পাতা জোড়ে , সঙ্গত কারণে অনেক ভাল লিখকই বাদ যাবেন গুণী ব্লগারের তালিকা হতে । মনে রাখতে হবে এ প্রচেষ্টার কারনে ভাল গুণী কোন ব্লগার যেন কস্ট না পান মনে । সামুর পাতায় হাজার হাজার গুণী লিখক আছেন কাকে বাদ দিয়ে কাকে নিয়ে লিখবেন !!!! । যাহোক ধন্যবাদ এই কঠিন শ্রমসাধ্য পরিশ্রমের জন্য । তবে এ লিখাটি প্রসঙ্গে চাদগাজীর ১৭ নং মন্তব্যটি সকলের সেরা সেকথা মনে বাজে ।
জয় হোক সাধারণ ব্লগারের যারা দিবানিশী বিনা প্রসংসায় সামুর পাতাকে রেখেছেন ভরে ।
তালিকায় থাকা ও যারা তালিকায় আসবেন না সকলের তরে রইল শুভেচ্ছা কারণ তারা তালিকায় না আসলেও সামুর পাতাকে নিয়মিতভাবে রাখবেন ভরে । অনেক সিনিয়র একজন শ্রদ্ধেয় ব্লগারের ব্যক্তিগত আংশিক মুল্যায়নে কেও যেন নিরাশ না হোন সেই কামনা রইল মনে ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে রেজিষ্টেশন করেছি অনেক আগে কিন্তু কখনই নিয়মিত আসা হয়নি।কারন ছিল না আসার । এখনও পর্যন্ত আমার নিজস্ব কম্পিউটার নাই যা থেকে আামি মাঝে মাঝে ব্লগিং করব। আর আমিও জানি ব্লগে অনেক গুনী ব্লগার আছেন। আমি সবাই কে সে ভাবে চিনি না। আর সবাই কে নিয়ে কাব্য কনা লেখাও সম্ভব না। আমি কাউকে খুশি কিম্বা দুঃখ দেয়ার জন্য এই পোষ্ট দেইনি। একান্ত নিজের ভাল লাগা থেকেই লেখাটি লেখা। কেউ বাদ গেলে দুঃখিত। আর সব নাম নিয়ে এত অন্তমিল আমার পক্ষে খুজে পাওয়াও কঠিন । আশা করি বুঝবেন।
২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৭
বিলুনী বলেছেন: ছয় বছর ছয় মাসে গড়ে ১২ টি মন্তব্যে এটি হবে ছয় বছর ছয় মাসে অন্যের লিখায় দেয়া মাসে গড়ে ১২ টি মন্তব্য দান হতে দেখা যায় অনেক লিখাই রয়ে গেছে অগোচরে । দয়া করে উপরের দেয়া লিখটির বাদ যাওয়া কথা গুলো একটু কষ্ট করে বুঝে নিবেন । ধন্যবাদ
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: অনেক লেখা পড়লেও সব লেখায় কি আর মন্তব্য করা সম্ভব?
২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮
শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন, ধন্যবাদ
শোভন শামস নামে আছে একজন
মাঝে মাঝে লিখে কিছু পড়ে কয়জন?
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৬
মোস্তফা সোহেল বলেছেন: শোভন ভাই আপনার কাব্য কনাটিও দারুন হইছে । আপনি ও চেষ্টা করেন পারবেন
২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫২
খোলা মনের কথা বলেছেন: আমিই মিসির আলী বলেছেন: আজ যদি রেগুলার হৈতাম তাহলে একটা অনুকাব্য আমার ভাগ্যেও জুটতো।
কি বলেন?
মোস্তফা সোহেল ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি। রেগুলার- ইররেগুলার সবাই কে সমান চোখে দেখার জন্য।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৪
মোস্তফা সোহেল বলেছেন: সবাই আমার কাছে সমান। কেউ বাদ গেল মানে এই নয় আমি তাকে ভাল চোখে দেখি না। এই লেখাটা শুধুই লেখা
৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৮
কয়েস সামী বলেছেন: বাহ! ভাল লাগল।
৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫
পিকাচু বলেছেন:
আমিই মিসির আলী বলেছেন: আজ যদি রেগুলার হৈতাম তাহলে একটা অনুকাব্য আমার ভাগ্যেও জুটতো।
কি বলেন?
৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
আবু রায়হান ইফাত বলেছেন: বাহ, ভালোই লিখছেন পড়ে ভালো লাগলো
৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
ফাহাদ জুয়েল বলেছেন: ভালো লাগলো ।
৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
সামিয়া বলেছেন: ভীষণ কিউট হয়েছে ছড়া গুলো।।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু
৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৭
বিলুনী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য । আপনার জবাবের সাথে সহমত । ভাল থাকুন এ কামনা রইল ।
৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
অরুনি মায়া অনু বলেছেন: বাহ বেশ লিখেছেন প্রিয় ব্লগারদের নিয়ে।
৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫
সোহানী বলেছেন: আচ্ছা হয়ে যাক ছিনেমা (সিনেমা বুঝে নিলাম)। তবে আমার পছন্দ এ্যানিমেশান...... কবে কখন আওয়াজ দিয়েন।
আসছি নেক্সট সোহানী রিভিউ নিয়ে (রাজন রিভিউকে টেক্কা দিতে নয় কিন্তু)............
স্মরণে কৃতজ্ঞতা।
৩৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: ১ আর ১১ নম্বরের দুটো বেশী ভাল হয়েছে।
৩৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
শায়মা বলেছেন: ৮/ জানো নাকি বাপু
দেখতে পরীর মত
** শায়মা ** আপু।
হায় হায়
তাই তো তাইতো!!!!!
৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
৪১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১
কামরুন নাহার বীথি বলেছেন: ৬/ সামু থেকে সহজেই
টানবেন না ইতি
এভাবেই লিখতে থাকুন
** কামরুন নাহার বীথি **।
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১
মোস্তফা সোহেল বলেছেন: এত সুন্দর ফুল গুলি দেখে মন ভরে গেল। ধন্যবাদ আপু
৪২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই কাজে কখনো
দিবেন না ইস্তফা
শুভ কামনা জানবেন
সোহেল মোস্তফা ।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: এত এত অন্তমিল কই যে পাব ভাইয়া মাথা খারাপ
৪৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
অতৃপ্তচোখ বলেছেন: দিয়ে যান ভালোবাসা সহব্লগারদের নিয়ে এহেন।
মজার ছন্দ লেখায় অভিনন্দন ভাই মোস্তফা সোহেল।।
শুভকামনা রইল। চলতে থাকুক সামু প্রেম
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: সাথেই থাকুন, আপনার জন্যও অনেক শুভ কামনা রইল
৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১
প্রামানিক বলেছেন: মেধাবী ব্লগার মোস্তফা সোহেল
দেখালো কি খেল
প্রিয় প্রিয় ব্লগারের নামে ঢালল তেল
ধন্যবাদ জানিয়ে গেলাম অঢেল।
চমৎকার হয়েছে ভাই সোহেল। খুব ভালো লাগল।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রামানিক ভাই। আমি যতই ছড়া লিখি না কেন আপনার কাছে তা নস্যি
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
বাহ্............. খাসা হয়েছে ।
আমার নাই কোনও কেস
কাজে-কামে আছি বেশ,
যেটুকু সময় পাই
তাতেই দেই ব্লগেতে ঠেস ...