নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কবিতা নিয়ে সামুতে বেশ কিছু লেখা দেখলাম ইদানিং। তাহাদের দাবি সামুর পাতা নাকি লুতু পুতু মার্কা যত সব অখাদ্য কবিতায় ভরে যাচ্ছে।যারা এই সব কথা বলছেন তাদের বলতে চাই আপনারা ভাল কবিতা গুলোও দেখেন। আরে কবিতা সবাই ভাল লিখবে এটা কেমন কথা। একটা কবি তার সব গুলো কবিতার জন্য বিখ্যাত হননি গুটিকতক কবিতার জন্যই তিনি বিখ্যাত হয়েছেন। কবিতা ভালবাসে না এমন মানুষ কম। আর মনে মনে কবি নন এমন মানুষও কম।
আমাদের প্রিয় ব্লগাররাও সবাই কবিতা ভালবাসেন নিশ্চয়। কবিতা ভাল হচ্ছে না এই নিয়ে যখন রব উঠেছে তখন আমি হাজির হয়েছিলাম বেশ কয়েক জন ব্লগারের কাছে। শুনতে চেয়েছিলাম তাৎক্ষনিক তিনাদের মনে উদয় হওয়া কবিতার দুটি লাইন। সেই সব দুই লাইনের পদাবলী নিয়েই আমার আজকের আয়োজন। বেঁচে থাকুন কবি, বেঁচে থাকুক তার কবিতা।
** আহমেদ জী এস :- তোমার মনের ভেতর বাস করে আরেকটা মন
সেই মন শোনে না তোমারও বারন।
** আবু হেনা আশরাফুল :- ভেবেছিলাম শেষ হয়ে যাচ্ছি
এখন দেখি আমারই শুরু।
** সাদা মনের মানুষ :- মূগদ্ধ হয়ে দেখি পাহাড় পর্বত নদী
তবু হৃদয়ে ভাসে শুধু তোমার ছবি।
*** জুন :- দুঃখ পোষা একটা রোগ
আজকাল আমি হাসতে ভুলে গেছি।
** শাব্দিক হিমু :- হাজার নক্ষত্র দিয়ে তোমার নাম লিখতে গেলাম যেই
তখনই সূর্য উদিত হল।
** আমিই মিসির আলী :- অবশেষে বললে আমায় ভালবসো
বিশ্বাস হচ্ছে না রহস্যর গন্ধ পাচ্ছি।
** বিজন রয় :- বিকেক হারিয়ে গেছে
মানুষ্যত্বের খোঁজ করে লাভ কি?
** আরজু পনি :- খুব শীতের সকালে আমি তৈরী থাকি
কুয়াশার আদর নিতে।
** ক্লে ডল :- আর কষ্ট পাব না
একটা শব্দ অভিধান থেকে মুছে ফেল, বিশ্বাস।
আশা করি এই সব বিশিষ্ট কবিদের দুই লাইনের কবিতা গুলি আপনাদের ভাল লেগেছে। সামনে আরও কিছু কবির দুই লাইনের কবিতা নিয়ে হাজির হব আপনাদের সামনে । ভাল থাকুন সবাই । থাকুন কবিতার সাথে।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই পরের পর্বে নিশ্চয় আপনার দুই লাইনের পদাবলি দেখতে পারবেন।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
প্রামানিক বলেছেন: দুই লাইনের কবিতা নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। খুব ভালো লাগল। ধন্যবাদ
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
কানিজ রিনা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছান্তে ধন্যবাদ।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
জুন বলেছেন: জুন*** দুঃখ পোষা একটা রোগ
আজকাল আমি হাসতে ভুলে গেছি।
আপনার কবিতা পড়ে আমি হেসেই কুটিপাটি মোস্তফা সোহেল
খুব মজা পেলাম আপনার লেখায় ।
+
৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ জুন আপু
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
প্রথমেই আমার নাম !
চা কি আমি খাওয়াবো, না কি আপনি খাওয়াবেন ?????
তাৎক্ষনিক আমার মনে উদয় হওয়া কবিতার দুটি লাইন যা মনের কথা শোনেনা, তার সাথে মন যে কেন শোনেনা তার ফজিলত বর্ণনায় এক্ষনিক আরও দু'টি লাইন যোগ হবে ---
কি এমন কথা তারে বলা গেলনা
বুক ভরে রয়ে গেলো, মুখে এলোনা ................
৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লিখেছেন!
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
সবগুলো দারুন হয়েছে !