নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কবিতা কারইবা ভাল লাগে না? এই কথাটি একদম ভুল। কবিতা পছন্দ করেন এমন লোকের যেমন অভাব নাই।আবার ঠিক তেমনই কবিতা অপছন্দ করেন এমন লোকেরও অভাব নাই। অনেকে তো কবিতা নাম শুনলেই দৌড়ে বাঁচেন।আমার বন্ধুদের বেশির ভাগই ক্লাসের পাঠ্য বইয়ের কবিতা ছাড়া বাইরের একটি কবিতা কোন দিন পড়েছে কি না সন্ধেহ।আমি ছোট বেলা থেকেই কবিতা পড়তাম। আব্বা বেঁচে থাকতে বলতেন খবরের কাগজ পড়বে তাহলে জ্ঞান বাড়বে। বাইরের কবিতা বলতে তখন খবরের কাগজের কবিতাই বুঝতাম।মাঝে মাঝে দু একটি কবিতা পেতাম। তার বেশির ভাগই বুঝতাম না। এখনও যে কবিতা বুঝি তা নয়। কবিতা আমি ঠিক তেমন ভাল বুঝি না । তারপরও কবিতা পড়তে ভাল লাগে। একটি কবিতা পড়ে মনের ভেতর যে অনুভূতি হয় সেটা বর্ননা করা আমার জন্য বেশ কঠিনই বলব। সব ভাল লাগা যেমন প্রকাশ করা যায় না তেমনই আমার কবিতা পড়ে ভাল লাগলে কেন ভাল লাগল এটা জানতে চাইলে আমি বলতে পারব না। ব্লগে আসলেই কবিতা দেখলে তাতে চোঁখ বুলাতে চেষ্টা করি। সামুতে বেশ কিছু ব্লগার কি অসাধারন সব কবিতা লেখেন।আমি তাদের কবিতা পড়ে বিষ্মিত হই। আমিও টুকটাক কবিতা লিখি।যখন এই সব ভাল কবিদের কবিতা দেখি তখন আমার আর ব্লগে কবিতা দেয়ার সাহস হয় না। কিছু কিছু কবিতা মনের ভেতর অনেক ভাবনার রেস রেখে যায়।কবিতা আমার প্রান এটা বলব না । তবে কবিতা আমাকে মাঝে মাঝে অনেক কিছু দিয়ে যায়। আমি হয়তো নতুন ভাবে বাঁচতে শিখি কবিতার কাছে।
আজ আমার ভাল লাগা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি আপনাদের ও ভাল লাগবে।
** ভঙুর সময় **
= শাহাবুদ্দীন নাগরী =
তুমি ভাঙতে চাইলে
আমি না করলাম
অথচ পায়ের চাপে ভেঙে গেল দরজার চৌকাঠ
হাতে ধরতেই খুলে পড়ল জানালার মজবুত ফ্রেম
কিছু ধরতে এখন ভয় পাচ্ছি, ভেঙে যাওয়ার ভয়
ধরো টেবিলে রাখা এক গ্লাস জল যদি ধরি
জল কি ভেঙে যাবে? নাকি গ্লাস?
কলম ভেঙে যাবে
কবিতার শব্দ গুলো ঝুর ঝুর করে ঝরে পড়বে গাথুনী ভেঙে।
তুমি ভাঙতে চাইলে
আমি না করলাম
এখন সম্পর্কের সুতোয় হাত ছোয়াতে ভয় পাচ্ছি
যদি ভেঙে যায় মাকড়সার জাল!
জালের ফাঁক দিয়ে এখনও দেখা যাচ্ছে ঝরঝরে জোসনা।
বাতাসের স্রোত ঠেলে উজানে উড়ে যাচ্ছে পাখিদের ভাষা
শাবনের মেঘ থেকে গলে গলে পড়ে যাচ্ছে গভীর ক্রন্দন।
তুমি ভাঙতে চাও
আমি না বলি না
কিচ্ছু যায় আসে না
সময় হলে সব কিছু ভেঙে যায় ভাঙতে হয় না।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সময়ের প্রয়োজনে অনেক কিছু ঙেঙ্গে যায়, আবার গড়ে উঠেও নতুন করে।
ভাঙ্গা গড়া নিয়েই এই দুনিয়া, তাই এক পাশটা দেখলে হবে না।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
ভাঙার অদ্ভুত কবিতা । ঈশশশশশশশশশশশশশশ অমন করে যদি লিখতে পারতুম !
শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেখা দেখলে ভাইয়া আমারও মনে হয় ইস এমন করে যদি আমিও লিখতে পারতাম।ধন্যবাদ আপনাকে ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭
নিয়াজ সুমন বলেছেন: আপনার কবিতার খাতায় হাতেকড়ি হোক। ভাল লেগেছে আপনার প্রিয় কবিতাটি। শুভ কামনা
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইয়া
কবিতায় ভালো লাগা রইল...।।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার প্রিয় কবিতা পড়ে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: কিচ্ছু যায় আসে না
সময় হলে সব কিছু ভেঙে যায় ভাঙতে হয় না। - চমৎকার!