নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কিছু ব্লগারের নাম নিয়ে কাব্য কনা = ০১
কিছু ব্লগারের নাম নিয়ে কাব্য কনা = ০২
আহা কি কনকনে শীত!এই শীতে এখনও বেশির ভাগ মানুষ লেপের নিচে আরামে শুয়ে আছে । আর আমি বসেছি সামু ব্লগের কিছু ব্লগারের নাম নিয়ে কাব্য কনা লিখতে। যদিও ব্লগারদের নাম নিয়ে লেখা-লেখি অনেকে পছন্দ করছেন না। তবে আমার মতে কিছু লিখলে কারও যদি ক্ষতি না হয় তাহলে সমস্যা কি?
যাই হোক যে কোন বিষয়ে পক্ষে-বিপক্ষে লোক থাকবেই আর পাছে লোক কিছু কথা বলবেই তাই বলে কি আমি কাব্য কনা না লিখেই বসে থাকব। মোটেও না তা হলে শুরু করি-
২৩/ ** প্রতিদিনই ব্লগটারে
দিচ্ছেন নাকি কাঁপাই
সবার প্রিয় ব্লগার উনি
** তালপাতার সেপাই **।
২৪/ ** জানতে পারি কার মনটা
করছেন আপনি চুরি
দুষ্টু-মিষ্টি ব্লগার ** নীলপরি**।
২৫/ ** বুকের মাঝে লুকিয়ে রাখেন
মনের যত ব্যাথা
আকাশের মত মন তার
** খোলা মনের কথা **।
২৬/** মূখে রুচি নাই
তবু সারাক্ষন খাই
ভ্রমন প্রিয় মানুষ তিনি
**শোভন শামস ** ভাই।
২৭/** আজ তার উড়তে
নেই কোথাও মানা
কবিতার জাদুকর
** ভ্রমরের ডানা **।
২৮/ দেখে মনে হয়
ছেলেটা খুব কাবু
খুব পরপকারী তিনি
** সামিউল ইসলাম বাবু **।
২৯/ দেখলে তারে
লাগে ভিষন মায়া
** শাহাদাৎ হোসেন ( সত্যের ছায়া) **।
৩০/ সমূদ্র তীরে কি আছে দেখার
শুধু বালি আর বালি
এটা নিয়েও করছেন গবেষনা
** ডঃ এম এ আলী **।
৩১/ নিয়মিত যদি না লেখ ব্লগে
দেব তোমার সাথে আড়ি
সব সময় ভাল থেকো
আপু ** ফাহমিদা বারী **।
৩২/ জীবন বাজী রাখেন তিনি
রাখতে অন্যর মান
ভাল থাকুন সব সময়
ভাই ** খায়রুল আহসান **।
৩৩/ প্রেম কাব্য লিখতে লিখতে
কেটে যায় কত রাত
ব্লগে উনি নতুন
** আবু রায়হান ইফাত **।
সবাইকে শীতের শুভেচ্ছা।
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: প্রফাইলে ছবিটা দেখলে মনে হচ্ছে মন খারাপ। ভাবি কি বকা দেয় সব সময়?
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: ৩২ নম্বরে নিজের নামটা দেখতে পেয়ে গৌরবান্বিত বোধ করছি। অশেষ ধন্যবাদ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০
একজন সত্যিকার হিমু বলেছেন: হাহাহা ।ভাল লাগছে খুব ।
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাবি থাকলে ত’ বকা দিবে! হা... হা...
ত’ আপনার দাপত্য জীবন ক্যারাম চলছে?
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: আমি ভাই এখনও লাড্ডু খাই নাই আপনার মতই
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১০
জুন বলেছেন: পাছে লোক কিছু কথা বলবেই তাই বলে কি আমি কাব্য কনা না লিখেই বসে থাকব।
এটাই আসল কথা মোস্তফা সোহেল। মজা লাগলো কাব্যকনা দেখে
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনি যে আমার পাশে আছেন এটা জেনে ভাল লাগল জুন আপু।ধন্যবাদ।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
অদ্ভুত ব্যাপার, আমার মন্তব্য যাচ্ছে না এই লেখায়।
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: এই তো মন্তব্য করে ফেলেছেন
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: আমিও দু'বার চেষ্টা করে মন্তব্য করতে পারিনি এ পোষ্টে।
আবার নতুন সমস্যা না কী!!!
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: আমার কোন সমস্যা হচ্ছে না অন্য লেখায় মন্তব্য করতে।সামুতে তো মাঝে মাঝে কত সমস্যাই হয়। যাক অবশেষে মন্তব্যতো করতে পেরেছেন আপু ।ধন্যবাদ।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি লাড্ডু না খেয়ে আমার মত অনেক কিছু মিসড করছেন।
এখন এগুলো না পারবেন কইতে আর না পারবেন সইতে!
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: আর দেরি না করে আসুন একসাথে লাড্ডু খেয়ে ফেলি।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
তাই তো দেখছি। কবিতাগুচ্ছ সুন্দর হয়েছে। আমি আগের গুলো পড়েছি। একসাথে করে একটা মেগাপোষ্ট দিয়েন তবে সবাইকে পাওয়া যাবে!
যাকগে-
আজ তার উড়তে
নেই কোথাও মানা
কবিতার জাদুকর
ভ্রমরের ডানা ।
-- জাদুগর বানায়ছেন, জাদুঘর বানান নি সে জন্য ধন্যবাদ!
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কথাটি মাথায় থাকল চেষ্টা করব পরে সব গুলো এক সাথে দিতে। আপনি আমার কাছে কবিতার জাদুকরই। তবে আপনার কবিতা নিয়ে একটা জাদুঘর অবশ্য বানানো যায়।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুধু কি লাড্ডুই খাবেন, রসগোল্লা খাবেন না, রসগোল্লা?
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: লাড্ডুটা কি বুঝি রসগোল্লা কি তা তো বুঝি না। না বুঝে কিছু না খাওয়াই ভাল ভাই
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার নাম কই?
পাগলা হইয়া যামু
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে নিয়ে তো আগের পোষ্টে লিখেছি ,ভুলে গেলেন শাহরিয়ার ভাই?
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮
খোলা মনের কথা বলেছেন: ** বুকের মাঝে লুকিয়ে রাখেন
মনের যত ব্যাথা
আকাশের মত মন তার
** খোলা মনের কথা **।
মুনের কতা ছব বুজে পেলচেন ভাইয়ু..... আমার মুনের কতা আপ্নেই শুদু বোজলেন....
সবাইকে নিয়ে সুচিন্তায় আপনাকে স্বাগতম... শুভেচ্ছা রইল
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০
মোস্তফা সোহেল বলেছেন: বুকের মাঝে সবাই কিন্তু কম বেশি ব্যাথা লুকিয়ে রাখে ভাইয়া
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
সামিয়া বলেছেন: হাহহা মজার ছড়া
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সামিয়া আপু
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: না ভুলিনি,
ছেঁকা খেয়ে ব্যঁকা হয়েছে যে বীর তার নাম-- শাহরিয়ার কবীর
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১
মোস্তফা সোহেল বলেছেন: তা ভাইয়া কয়টি ছ্যাকা খেয়েছেন তা কি জাতি জানতে পারে?
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
মনের দুঃখের কথা কি আর বলবো গুরু
সেই শৈশব থেকে যে শুরু ...........
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল ভাল । ছ্যাকা খেলে তো শুনি অভিজ্ঞতা বাড়ে আপনি অনেক এগিয়ে আছেন নিশ্চয়
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯
শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড!!!!
১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: শায়মা আপু ধন্যবাদ। ভাল আছেন নিশ্চয়?
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
হা হা হা !!
বেশ মজার!
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শোভন ভাই
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , এমনি করে লিখে যান সকলকে নিয়ে ।
শুভেচ্ছা রইল ।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: চেষ্টা করব ভাইয়া তবে নাম নিয়ে অন্তমিল খুজে পেতে সমস্যা হয় আরকি
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
ফাহমিদা বারী বলেছেন: বাহ বাহ! ভারী মজা পেলাম তো! তার চেয়েও বড় কথা, নতুন হলেও আমি আছি আর সবার ভীড়ে। অনেক ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল আপু
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭
জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ বেশ বেশ
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭
অতৃপ্তচোখ বলেছেন: মজার পোষ্ট। ভালো লাগলো প্রতিটি নামের সাথে মিলিয়ে ছন্দকথা।
শুভকামনা রইল
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
সোহানী বলেছেন: ওওওও আপনার জন্য সিনেমা রিভিউতো দেয়া হলো না....... ওকে নেক্সট্.....
ভালোলাগলো কাব্যকণা।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: সোহানী আপু আপনার সিনেমা রিভিউ পড়ার অপেক্ষায় আছি
২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ভালো লাগলো বেশ ।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি
২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪
চিন্তক মাস্টারদা বলেছেন: ভালই লাগলো!
মনে হইতেয়াছে,
কবির ডাইরিতে বেহুদা গো জায়গা নায়!
তাই আন্গ কোন কথা নাই।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে সব ব্লগারই সমান কেউই বেহুদা নয়।
২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ভালো, চলতে থাকুক এমন কাব্যগাথা
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০
মোস্তফা সোহেল বলেছেন: মনে হচ্ছে কয়েকদিন হারিয়ে গিয়েছিলেন? আবার কোন বন বেড়িয়ে এলেন ভাইয়া?
২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন:
২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০০
সাদা মনের মানুষ বলেছেন: আট তারিখ থেকে বার তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ছিলাম। পনের ও যোল তারিখ দুইদিন ঝটিটা সফরে চাঁদপুর, চট্টগ্রাম, কাপ্তাই, রাঙামাটি সফর করি। এই মাসে আরো দুয়েকদিন আমার উপস্থিতির হার কম থাকবে......তারপর আশা করি আপনাদের সান্নিধ্যেই কাটবে আমার।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭
মোস্তফা সোহেল বলেছেন: বাবা এত ঘোরাঘুরি করেন কেমনে? ক্লান্তি বলে মনে হয় আপনার কিছু নেই। যায় হোক ভাল করে ঘুরুন আর সেই সব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ছবি ব্লগ চাই খুব তাড়াতাড়ি।অনেক শুভ কামনা রইল ভাইয়া
৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮
শোভন শামস বলেছেন: মজা লাগলো কাব্যকনা দেখে , সুন্দর লিখেছেন, ধন্যবাদ ।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ শোভন ভাই
৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০
শোভন শামস বলেছেন: ভ্রমন প্রিয় মানুষ তিনি
**শোভন শামস ** ভাই।
মজা লাগলো কাব্যকনা দেখে , সুন্দর লিখেছেন, ধন্যবাদ ।মজা লাগলো কাব্যকনা দেখে , সুন্দর লিখেছেন, ধন্যবাদ ।
৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর। ভাল লেগেছে, ব্লগার ছড়াছড়ি !
১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার অনুকাব্যে
ছুয়ে দিলো দিল।
ভাই আমাদের সবার প্রিয়,
মোস্তফা সোহেল ।
৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার ছন্দ, কব্যে
ছুঁয়ে দিলো দিল।
ভাই আমাদের সবার প্রিয়,
মোস্তফা সোহেল ।
১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই
৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আইডিয়া তো!
১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর লিখছেন, আমি ব্লগে নতুন, পাশে থাকবেন।
৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
ভাবুক কবি বলেছেন: চমৎকার লিখেছেন
৩৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯
প্রামানিক বলেছেন: অসংখ্য ভালো লাগা জানিয়ে গেলাম ভাই
নামে নামে ছড়া লেখা তুলনা বিহীন তাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেখলে তারে
লাগে ভিষন মায়া
** শাহাদাৎ হোসেন ( সত্যের ছায়া) **।
যাক, এখনও নিরীহ গো-বেচারা টাইপের আছি।