নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
বুকের ভেতরটা ভার হয়েই আছে
ভালবাসা গুলোকে বাষ্পায়িত করে
উড়িয়ে দিতে পারতাম যদি শূন্য
তবে রঙিন প্রজাপতির মত
সদানন্দে ঘুরে বেড়াতে পারতাম।
অভিমানও জ্বালায় আজকাল
বুকের ভেতরটাকে ক্ষত বিক্ষত করে রোজ।
অভিমান ভালবাসা বাড়ায় কিনা জানি না
তবে তোমার প্রতি এক বিন্দু ভালবাসাও
কমাতে পারেনি এই অভিমান।
তবে দূরুত্ত বাড়তে কতক্ষন?
তবু সুখ খুজে পায় তোমার উপর অভিমানে
তাই আয়োজন করেই অভিমান করি তোমার উপর।
আচ্ছা তুমি অভিমান করনা আমার উপর
নাকি অভিমান বলে কিছু নেই তোমার?
একদিন সব অভিমান ঘুচিয়ে
আমি হব কোন এক অচিন পুরের যাত্রী
জানি সঙ্গী হবে না
তবু অভিমান কর আমার উপর
ভালবেসে বুকে না রাখ আপত্তি নেই
তবু মনে সুখ পাব এই ভেবে
অভিমানেই রেখেছ আমায়
বুকের মাঝে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বাবু ভাই
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +
শুভ কামনা রইল ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!!
কিছু টাইপো (যেমন :- দূরুত্ত, খুজে ইত্যাদি) আছে । ঠিক করে নিয়েন!
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভাই। মুগ্ধতা রইল কবিতায়।
শুভকামনা সবসময়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর চিন্তা।
ভালোলাগা রেখেগেলাম