নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কবেই তো ছুড়ে ফেলে দিয়েছ
উত্তাল সমূদ্রে
এখন আবার ভয় দেখাচ্ছ
ফেলে দেবে মাঝ নদীতে।
সৃষ্টির সেরা জীব তুমি মানব
তাই বলে ভেবনা
তুমি এমনিতেই হবে সৃষ্টির সেরা।
অনেক ত্যাগ তিতিক্ষা
আর স্বার্থের জলান্জলি দিয়ে
তবেই না তুমি মানব।
যদি দৃষ্টি না হয় সুন্দর
তবে সে দৃষ্টিতে সুন্দরও হয় অসুন্দর।
যদি পরকে ভাবতে পার আপন
তবে পরও হতে পারে
প্রানের স্পন্দন।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
২| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৪
ভবঘুরে যাত্রি বলেছেন: যদি পরকে ভাবতে পার আপন
তবে পরও হতে পারে
প্রানের স্পন্দন।
ভালো লেগেছে লাইন টা।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল
৩| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৫
ভাবুক কবি বলেছেন: মোরাল ভাল লেগেছে, লাইন উল্লেখ করলাম না।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাবুক কবি
৪| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: মোস্তফা সোহেল,
ভালোই হয়েছে!
লাইক!
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: বিলিয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ
৫| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪
সামিয়া বলেছেন: ''যদি পরকে ভাবতে পার আপন
তবে পরও হতে পারে
প্রানের স্পন্দন''
বুঝলাম।
কিন্তু আপন যখন পর হয়ে যায় ভাই???
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনি একটু বলে দিন না আপু
৬| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবেই তো ছুড়ে ফেলে দিয়েছ
উত্তাল সমূদ্রে
এখন আবার ভয় দেখাচ্ছ
ফেলে দেবে মাঝ নদীতে।
কথায় কথায় ছোটখাটো মান-অভিমানের ধর্মঘট ব্যপার না !
খুব ভালো লিখেছেন ।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
৭| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
যদি পরকে ভাবতে পার আপন
তবে পরও হতে পারে
প্রানের স্পন্দন।"- অসাধারণ কবিতা ভাই। পুরোটা কবিতাই সুন্দর হয়েছে। ভালো লাগা রইল ভাই।
কবির প্রতি শুভকামনা সবসময়।
০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্রতিও অনেক শুভ কামনা রইল
৮| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবিতার ভাব অনেক ভালোলেগেছে।
তবে শেষের লাইন গুলা অারো ভালোহতে পারতো।
কবিতাই লাইক।
৯| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:০৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১০| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৫
নাগরিক কবি বলেছেন: ভাল...
১১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে। শেষ স্তবকটা একটু বেশী।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৃষ্টির সেরা জীব তুমি মানব
তাই বলে ভেবনা
তুমি এমনিতেই হবে সৃষ্টির সেরা।
অনেক ত্যাগ তিতিক্ষা
আর স্বার্থের জলান্জলি দিয়ে
তবেই না তুমি মানব। সুন্দর!!!!
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
ধ্রুবক আলো বলেছেন:
যদি দৃষ্টি না হয় সুন্দর
তবে সে দৃষ্টিতে সুন্দরও হয় অসুন্দর।
++++
কথা খানি খুব সুন্দর