নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
হৃদয় আজ কতদিন হয়ে গেল জানিস
তোর বেলি গাছে এখনও কত ফুল ফোটে
তোর শিউলি গাছ শরতে মনের আনন্দে গন্ধ ছড়ায়
তোর বকুল গাছের ফুল দিয়ে
গায়ের ছেলে-মেয়েরা মালা গাথে
আমিও তোর জন্য মালা গাথি
তার কতক শুকিয়ে গেছে
আর কতক এখনও সতেজ আছে
কিন্তু তুই তো এলিনা।
আচ্ছা মানুষ ওপারে গেলে বুঝি
আর ফিরে আসে না?
না আমি বিশ্বাস করিনা
তুই আসবি।
আমি আর তুই গায়ের বিলে নৌকা চালাব
শাপলা তুলব পদ্ম তুলব
গামছায় করে ছোট মাছ ধরব
আম গাছে ঢিল মেরে আম পাড়ব
শালিকের বাসায় হানা দিয়ে তার বাচ্চা ছিনিয়ে আনব।
বিস্তৃত মাঠে দাড়িয়ে
শেষ বিকালের লাল সূর্য মামাকে টা-টা দেব।
চাঁদনী রাতে আমাদের বারান্দায় বসে
চাঁদের সাথে কথা বলব।
তুই বলবি, চাঁদ আমার সাথে কথা বলছে
আমি বলব, না চাঁদ আমার সাথে কথা বলছে।
এমনই করতে করতে দুজন ঘুমিয়ে পড়ব
তুই চলে আয় তাড়াতাড়ি
তুই ছাড়া যে আমি বড়ই এক।
১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৮
রিকতা মুখাজীর্র্ বলেছেন: বোধহয়,বিস্তৃত মাঠ বোঝাতে চেয়েছেন,সেটা ঠিক করে নিন আর আপনার প্রিয়জন ফিরে আসুক এই কামনা করি,ভালো থাকুন
১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৯
মোস্তফা সোহেল বলেছেন: মাঠই হবে । আসলে আমি একটু তাড়াহুড়ো করি তাই টাইপো থাকে। বানান তো ভুল থাকেই। অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮
রিকতা মুখাজীর্র্ বলেছেন: লেখা তে বানান ভুল থাকলে আমারও লিখে মজা আসে না।
৪| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু
৫| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫
মানবী বলেছেন: অসাধারন!
কবিতার হাহাকার আর শূণ্যতার আবেদন ছবিটির আবেদনকে ছাড়িয়ে গেছে।
ধন্যবাদ মোস্তফা সোহেল।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
৬| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে। দারুণ কবিতা।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা। আমার ভালো লাগলো। কবিতায় অনুভূতি গুলো খুব সুন্দর সাজানো হয়েছে। ভালোবাসা এমনই হয় বুঝি, যুগের পর যুগ ধরে মন আকাশে দেয় উঁকি।
অনেক অনেক ভালোবাসা ভাই।
শুভকামনা সবসময়।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৫
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনার সু মন্তব্যে প্রীত হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ।
৮| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫
ধ্রুবক আলো বলেছেন: একাকীত্ব মানুষকে অনেক কিছুই শেখায়।
লেখা ভালো হয়েছে, ++
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১০| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: মোহমায়া বিষাদময়
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭
সিনবাদ জাহাজি বলেছেন: আপনার বিশ্বাস পূর্নতা পাক