![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
শত তম টেস্টে বাংলাদেশের এ জয় এক ঐতিহাসিক জয়।অবশেষে বাঘের কাছে পরাজয় শিকার করে নিল সিংহের দল।দুই দিন ছুটি থাকায় খেলা দেখেই দিন কেটেছিল।বাংলাদেশের জয়ের ব্যাপারে গতকাল থেকেই আশাবাদী ছিলাম জয়ের ব্যাপারে। আজ সারাদিন নেটেই চোঁখ ছিল মাঝে মাঝে রাগে ও ভয়ে খেলা দেখিনি। এই বুঝি উইকেট পড়ে গেল। প্রথমেই তাড়াতাড়ি দুটি উইকেটের পতন হলে মনটা খারাপ হয়, পরে তামিম আর সাব্বিরের বড় পাটনারশীপে বাংলাদেশ দল অনেকটাই বিপদ কাটিয়ে উঠে।
মোসাদ্দেক আউট হলে আর দুই রান দরকার ছিল । তখন ব্যাটে আসে মিরাজ লেগে ঘুরিয়ে দিয়েই দুটি রান। মিরাজের হাত দিয়েই পেল বাংলাদেশ শত তম টেষ্টে বিজয়। বাংলাদেশ জিতেছে চার উইকেটে।
এক হোটেলে দাড়িয়ে শেষের খেলাটুকু দেখলাম। এই ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়ে রইলাম।
সব আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ যে শত তম টেস্টে জয় পেল তার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন।
আনন্দ হচ্ছে খুব তাই আর কিছু লিখছি না।
মিরাজকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ইয়া হু
২| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
সুমন কর বলেছেন: অভিনন্দন !!
৩| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫
অতঃপর হৃদয় বলেছেন: অভিনন্দন বাংলাদেশ!
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩
ক্লে ডল বলেছেন: ইয়া হু!!