নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
অনেক দিন আগের ডায়েরীটা সে দিন খুলে দেখছিলাম। তখন ইন্টামিডিয়েটে পড়ি। টুক-টাক কবিতা লিখতাম। ওই বছরেই আমি প্রথম এবং সর্ব শেষ একটি পূর্নাঙ্গ ডায়েরী লিখি। প্রতিদিন কি করতাম তা পাঁচ ছয় লাইনে লিখতাম । আর মাঝে মাঝে কিছু কবিতা।সেই সব কবিতা থেকে কিছু কোন কাটছাট ছাড়ায় আপনাদের সাথে শেয়ার করছি।
** উষ্ণতা **
একটু হাত বাড়াও
ধরি তোমার হাতটি
একটু কাছে এসো
তোমাকে টেনে নেই বুকে ।
দেবে কি একটু উষ্ণতা
যে উষ্ণতার জন্য অপেক্ষা করেছি
অনেক- অনেক বছর।
জানি তোমার দেওয়া উষ্ণতাই হবে
আমার জীবনে শ্রেষ্ট পাওয়া।
** আমার কষ্ট **
এখন অনেক রাত
চারিদিকে নিস্তবদ্ধ।
এই নিশুতি রাতে আমি ছাড়া
আর কেই বা জেগে আছে?
হয়তো জেগে আছে আমারই মত কেউ
যাদের বুকে আমার মত অনেক কষ্ট ।
যে কষ্টের কথা কাউকে বলা যায় না
শুধু নিজের বুকেই লালিত হয়
সেই কষ্ট গুলি ।
কষ্টের কেই শেয়ার নেয় না
যার কষ্ট তাকেই বহন করতে হয়।
এই কষ্ট নিয়ে আমি জেগে থাকি
নইলে এত রাতে কেই বা জেগে থাকে
জেগে থাকলেও তারা চোর কিম্বা ডাকাত
তারা শুধু নিজ স্বার্থে জাগে
অন্যর কষ্টে শেয়ার করতে না।
** একটি বর্ষার দিন **
সকাল থেকেই অনবরত বৃষ্টি
থামবার কোন লক্ষন নেই
আকাশে যেন মেঘের রাজ্য
সূর্যের কথা এখন সে অকল্পোনীয়
মেঘের ওপারে সূর্য
কে দেবে এখন তাকে মূক্তি।
কেউ কেউ সূর্যের মূক্তি চাইছেনা
তারা হয়তো কবি সাহিত্যিক কিম্বা কোন বিলাসী ধনী
এরা বৃষ্টির শব্দে সুর ছন্দ খুজে পাই
আর যারা সূর্যের মূক্তি চাইছে
তারা শ্রমিক দিনমজুর
এরা বৃষ্টির মাঝে সুর ছন্দ খুজে পায় না
বৃষ্টির শব্দ এদের কাছে বড় বেসুর
কারন একটি বর্ষার দিনবর্ষার সুর ছন্দ মানে
তাদের কাছে একটি করুন দিন
অনাহারে থাকার দিন।
** মৃত্যু নিশ্চিত **
ছোট্ট একটি নদী
পার হয়ে যায় কত সহজেই
তারপর কিছু দূর হেটে চলা
সামনে বিশাল সমূদ্র
আমি পার হব কিভাবে ?
শুধু মাত্র দিতে পারব ঝাপ
এরপর মৃত্যু
আমি পারব না পার হতে
এই অথৈ সমূদ্র
মৃত্যু নিশ্চিত
আমি দিয়েছি যে ঝাপ।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতাটি পড়লাম দাদা। ভাল লেগেছে। প্লাসে অনুপ্রানিত হলাম।
২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ!!!!!!!!! প্লাস প্লাস প্লাস। অনেক অনেক অনেক সুন্দর।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাসে আমি অনুপ্রানিত হলাম। ধন্যবাদ আপনাকে।
৩| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৭
অতঃপর হৃদয় বলেছেন: শুধু ধন্যবাদ দিলে আমি নিবো বা সাথে আর কিছু দিবেন না ভাইয়া?
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ফেসবুক লিংকটা কি পেতে পারি? আসুন একদিন সময় করে চা -কফি খাওয়ার দাওয়াত রইল।
৪| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫
অতঃপর হৃদয় বলেছেন: অতঃপর আমি দিয়ে সার্চ করলেই পাবেন আমাকে।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪২
মোস্তফা সোহেল বলেছেন: প্রফাইল পিকে কি এটি লেখা, সৎ উপদেশের চেয়ে কোন উপহারই বেশি মূল্যবান নয়?
৫| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭
অতঃপর হৃদয় বলেছেন: না ওটা নয়। কিছুই লেখা নেই। দেখেন আরো ব্লগার রা এড আছে তো।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২
মোস্তফা সোহেল বলেছেন: আমি অন্য কোন ব্লগারের সাথে এ্যাড নেই । ফোন নং নাকি ই মেইল দিয়ে খোলা সেটা দিলে খুজে পেতাম সহজে।
৬| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
অতঃপর হৃদয় বলেছেন: আমি ব্লগে এগুলো শেয়ার করতে চাইনা তাই দিলাম না তখন তাছাড়া আগেই দিতাম। আপনার আইডি বলুন আমি এড করে নেব।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১
মোস্তফা সোহেল বলেছেন: [email protected] দিয়ে আইডি খোলা। এখানে যে ছবি ফেসবুকেও ওই একই ছবি।
৭| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সোনামণি বলেছেন: সুন্দর কবিতা লিখেন আপনি।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সোনামনি আপনাকে।
৮| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! খুব ভালো হয়েছে।
ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল।
৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
মোস্তফা সোহেল বলেছেন: হেনা ভাই আপনার মন্তব্য আমি অনুপ্রানিত হলাম। আপনাকেও অনেক ধন্যবাদ।
৯| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৬
প্রাইমারি স্কুল বলেছেন: অসাধারন ,খুব ভালোলাগছে।
১০| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে যারা পারে তারা অল্প বয়সেই পারতে শিখে। আপনার অল্প বয়সের কবিতা গুলো সে সাক্ষই দিচ্ছে।
অনেক অনেক ভালো লাগা রইল ভাই।
খুব সুন্দর করেই লিখেছেন। আমার কষ্ট বেশি ভালো লাগলো।
শুভকামনা রইল
১১| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৩
শায়মা বলেছেন: ভালোই তো হয়েছে ভাইয়ামনি!
অনেক অনেক ভালো!
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।
১২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
অনেক আগের লেখা কবিতা , তাই মোটামুটি হয়েছে বলা যায় ।
আপনার বর্তমানের কবিতাগুলি বেশ পরিপক্ক ।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৩| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:২২
সুমন কর বলেছেন: আমার কাছে, মোটামুটিই ছিল।
১৪| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্প বয়সের কবিতা গুলি পরিপুর্ন বয়সের কবিতার মত ভাল হইছে।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই।
১৫| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লাগলো ++++++
কবিতা কপি কারর বিধান থাকলে কপি করে নিতাম..........
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: কপি করুন মানা নেই।
১৬| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৬
খায়রুল আহসান বলেছেন: ইন্টামিডিয়েটে পড়া অবস্থায় লেখা হিসেবে বেশ ভাল হয়েছে কবিতাগুলো।
** আমার কষ্ট ** বেশী ভাল লেগেছে।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২২
বিজন রয় বলেছেন: অসমাপ্ত নির্বাসনে।
প্রথম প্লাস।