নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
এক বড় ভাইয়ের ফেসবুক ওয়ালে লেখাটি দেখলাম। এই বিষয়টা নিয়ে লিখতে চেয়েছিলাম কিন্তু লিখব লিখব করে আর লেখা হয়ে উঠেনি। তাই লেখাটি আপনাদের সাথে শেয়ার করছি।
গ্রামীণফোনের 'মা' অ্যাড দেখে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন?
বাংলালিংকের 'দেশ দেশ দেশ' দেখে নিজের ভিতর দেশপ্রেম জেগে উঠছে?
এয়ারটেলের 'সোনামণি যাদুমনি' দেখে নিজেকে স্মার্ট ভাবছেন?
কম ভাবুন। সত্য হল, আপনাকে নিয়ে ভয়ংকর নোংরা ব্যবসা করে যাচ্ছে এইসব আবেগ দেখানো মোবাইল অপারেটর।
আপনার পরিশ্রমের দ্বারা অর্জিত টাকা শুষে শুষে নিচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক।
ইন্টারনেট সেবার নামে মহাচুরি ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে। ভুক্তভোগী আপনি, আপনার পরিবার। অথচ আপনি কিছুই টের পাচ্ছেন না।
এক জিবি ইন্টারনেট কিনতে কতো টাকা ফেক্সিলোডের দোকানে দিয়েছেন, মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি-
গ্রামীণফোনের গ্রাহক হলে দিয়েছেন- ২৭৪ টাকা।
বাংলালিংকের গ্রাহক দিয়েছেন- ২০৯ টাকা।
রবি ও এয়ারটেলের গ্রাহকরা দিয়েছেন যথাক্রমে ২১৩ টাকা ও ২০৯ টাকা।
টেলিটকের জন্য লেগেছে - ১৮০ টাকা।
অথচ পিলে চমকানো তথ্য হচ্ছে এক জিবি ইন্টারনেট কিনতে প্রতিটি মোবাইল অপারেটরদের লেগেছে- ২৬ পয়সা!
জি, ঠিক দেখছেন। শুধুমাত্র ২৬ পয়সা।
২৬ পয়সা দিয়ে তারা ইন্টারনেট কিনে আমাদের কাছে বিক্রি করছে- ২৭৪ টাকা!
অর্থাৎ, ২৬ পয়সার মাল আপনি কিনছেন ২৭৪ টাকা দিয়ে!
ভয়ংকর! l
ফলে সরকারীভাবে ইন্টারনেটের দাম কমলেও সুফল ভোগ করতে পারছে না বাংলাদেশের মানুষ।
অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব মতে গতবছরের একটি সংবাদ থেকে জানা যায়, মোবাইল কোম্পানিগুলোর কাছে প্রায় ৫ হাজার কোটি টাকার কর পাওনা রয়েছে। অর্থাৎ, তারা টাকা শুষে নিচ্ছে বিনিময়ে পাওয়া করও দিচ্ছে না।
বর্তমানে দেশে ৬ কোটি ৩১ লাখ মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। এতো গুলো মানুষকে স্রেফ বোকা বানিয়ে পকেট কেটে যাচ্ছে সোনামণি যাদুমনি খ্যাত মোবাইল অপারেটরগুলো।
নিজেদের বোকা ভাবতে লজ্জা লাগলেও সত্য হচ্ছে আমরা বোকা। প্রতিনিয়ত বোকা বনে যাচ্ছি।
আমাদের বোকা বানিয়ে আমাদের পকেট কেটে প্রতি বছর শত শত কোটি টাকা পাচার করে যাচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক,রবি, এয়ারটেল, দেশীয় কোম্পানি হিসেবে আছে টেলিটক।
প্রতিবাদ হোক, জোর প্রতিবাদ হোক এই মহাচুরির বিরুদ্ধে।
যে ফেসবুক চালাতে গিয়ে আপনাকে বোকা বানাচ্ছে দেশের মোবাইল অপারেটরগুলো সেই ফেসবুকেই তৈরি হোক তীব্র প্রতিবাদ।
মোবাইল ডাটার দাম কমাতে হবে। দামি একটাই।
দাবী আদায়ে এগিয়ে আসুন।
Rafiuzzaman sifat
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: এই সব ডাকাতের বিরুদ্ধে কি সরকার কোন ব্যাস্থা নিতে পারে না।
২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
প্রতিবাদ হোক, জোর প্রতিবাদ হোক এই মহাচুরির বিরুদ্ধে।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আমাদেরকেই সোচ্চার হতে হবে।
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই অনেক সুন্দর একটা তথ্য দিলেন ভাই। নিজেকে শুধু বোকাই মনে হচ্ছে না, চরম বেকুবও মনে হচ্ছে। ২৬ পয়সার মাল ২৭৪ টাকায় কিনে চলেছি। অসম্ভব লস। সাত সাল থেকে আমি নেট চালাই। এগারো সাল থেকে জিবি কিনি। কোন কোন মাসে ছয় জিবিও কিনেছি। সব খরচ করেছি ইউটিউব গুগলি ফেসবুক। কষ্ট লাগছে এখন। এখন প্রতিমাসে চার পাঁচবার ১২৯ টাকার প্যাকেজ কিনছি। আমাদের দেশের সরকার যদি ভাবতো তো আমার এতবেশি টাকা নেট কিনতে যেতো না।
আমার তো না কিনেও উপায় নেই!! কি করতে পারি?
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আমরা সারাজীবন বাঁশই খেয়ে যাব।
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: ২৬ টাকায় কিনে ২৭৬ টাকা বিক্রি করে আর আমরাও বোকার মতন কিনি কি এক মগের মুল্লুক পাইছে!
আমরা যদি সত্যি সচেতন হতাম তাহলে এমন করতে পারেনা। ভারতের জনগণ কোনদিনই এরকম মেনে নেবে না।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: আমাদেরকে সচেতন হতে হবে ।
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
ধ্রুবক আলো বলেছেন: একই অপারেটর থেকে ফোন কল চার্জ ফ্রি, যেমন জিপি টু জিপি। কিন্তু আমরা এখানে কল চার্জ দেই।
০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: আমরা অভাগা জাতি। কি আর বলব।
৬| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২
আহা রুবন বলেছেন: আপনার পোস্ট পড়ে নিজেকে কেবল বোকা না রাম ভোদাই মনে হচ্ছে।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১
মোস্তফা সোহেল বলেছেন: আহা বরুন
অবস্থা আমাদের করুন।
৭| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫
জুন বলেছেন: সত্য হল, আপনাকে নিয়ে ভয়ংকর নোংরা ব্যবসা করে যাচ্ছে এইসব আবেগ দেখানো মোবাইল অপারেটর।
সত্যি বলতে কি এসব এডগুলো আমাকে কখনো টানে নি । একে তো চিল চিৎকার করে ঝগড়ার টোনে কথা বলা , হিংসা,ছোট মন আর নীচতাকে প্রশ্রয় দেয়া । একই গলার ব্যবহার আর সর্বোপরি পরিবেশ দুষন, শব্দ দুষন । মনে আছে গ্রামীনের সেই এডটার কথা মোস্তফা সোহেল ? মায়ের ধমক খেয়ে মেয়েটি কথা জমানোর জন্য বোতলগুলোকে পুকুরে ফেলে দিল ? এসব দেখে কি শিখছে আমাদের বাচ্চা কাচ্চারা ? যেখানে সেখানে ময়লা ফেলা !
আমাদের বোকা বানিয়ে আমাদের পকেট কেটে প্রতি বছর শত শত কোটি টাকা পাচার করে যাচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক,রবি, এয়ারটেল, দেশীয় কোম্পানি হিসেবে আছে টেলিটক
আমাদেরও দোষ আছে । নীচে নামতেই দেখি পাঁচ ড্রাইভার পাশাপাশি বসে পাঁচ মোবাইল কানে অন্য মানুষের সাথে বেহুদা আলাপ করছে । আগের দিন হলে তারা নিজেদের মধ্যে গল্প করতো ।
ভালোলাগলো আপনার কথাগুলো ।
+
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১০
মোস্তফা সোহেল বলেছেন: জুন আপু সুন্দর মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ। এই কথাটি ঠিক বলেছেন, দোষ আমাদেরও আছে।
৮| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫
অতঃপর হৃদয় বলেছেন: সহমত আপনার সাথে।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১
সুমন কর বলেছেন: ইদানিং কল রেটের খরচও তো বেড়ে যাচ্ছে...... অন্য দেশে কমে আর আমাদের দেশে বাড়ে !!
প্রতিকার চাই।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: চার্জ আবার সাথে সার-চার্জ বোঝেন দাদা।
১০| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আহা রুবন ভাইয়ের মন্তব্য পড়ে বেপুক মাজা পেলুম।
১১| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
তীব্র প্রতিবাদ হোক । ওদের এভাবে পকেট কাটতে দেওয়া যাবে না ।
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে।
১২| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১
সিনবাদ জাহাজি বলেছেন: সত্যিই তাই।
আমাদের কাধে বন্দুক ফুটাচ্ছে কোম্পানিগুলো
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: আসলেই তাই। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের বোকা বানিয়ে আমাদের পকেট কেটে প্রতি বছর শত শত কোটি টাকা পাচার করে যাচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক,রবি, এয়ারটেল, দেশীয় কোম্পানি হিসেবে আছে টেলিটক।
১০০% সহমত। এরা রীতিমতো ডাকাত।