নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১লা বৈশাখ আসতে এখনও বেশ কিছুদিন বাকি। কিন্তু ইতিমধ্যে চারিদিকে বৈশাখের আমেজ চলে এসেছে। দোকানে দোকানে শুরু হয়ে গেছে বৈশাখী পন্য বেচা-কেনা।অনেকে আগে থেকেই ইলিশ কিনে ফ্রিজে রেখে দিচ্ছেন পরে দাম বাড়তে পারে বলে। পেপার পত্রিকা গুলিও বৈশাখ নিয়ে লেখা শুরু করে দিয়েছে। বৈশাখে কি করবেন কি খাবেন কোথায় যাবেন আরও কত কি।
থাক ও সব কথা, বৈশাখ আসার আগেই চারিদিকে বৈশাখের আমেজ এসে গেছে যখন তখন আমিও বসে থেকে কি আর করি। বৈশাখের আগেই তাই আপনাদের সাথে একটি বৈশাখী কবিতা শেয়ার করছি। ১লা বৈশাখে ইচ্ছে থাকা সত্তেও ব্লগে হয়তো আসতে পারব না। সবাই কে অগ্রীম বৈশাখী শুভেচ্ছা রইল।
** বৈশাখী ঝড়ে **
প্রচন্ড তান্ডব আর উন্মাদনা নিয়ে
আবার এল বৈশাখ
তুমি কি মজা পাও বল
আমার সাথে করে এত রাখ-ঢাক।
বৈশাখে উঠে
প্রচন্ড বেগে ঝড়
আমার মনে সাধ জাগে
হতে তোমার বর।
বৈশাখের আকাশে জমে
মেঘ আধার কালো
আমার জীবনে এস তুমি
ভরিয়ে দিতে আলোয় আলো।
বৈশাখে যখন হয়
প্রচন্ড বেগে বজ্রপাত
ঘুম ভেঙে যায়
তখন দেখি অনেক রাত।
ঘুম আসে না আর ভয়ে
হঠাৎ দেখি প্রকৃতির মাঝে
চাঁদের আলো
পড়ছে চুয়ে চুয়ে
কথা দাও তুমি
রইবে সারাজীবন আমার সাথে
ভয় পায়না যতই আসুক
বৈশাখী ঝড় পাছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ হেনা ভাই।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। আপনাকেও আগাম বৈশাখী শুভেচ্ছা।
হেনাভাই যা যা ক'লো
কথা মোর একি;
কোবতেটা তুমি বেশ
ভালা লিখো দেখি।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২
মোস্তফা সোহেল বলেছেন: জ্ঞান বাড়ে
পড়লে বই
হেনা ভাইয়ের মত
লিখতে পারি কই।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩০
সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর।
আগাম বৈশাখী শুভেচ্ছা
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। খুব সুন্দর কথামালায় সাজিয়েছেন বৈশাখী কাব্য। মুগ্ধতা রইল ভাই আপনার অগ্রিম শুভেচ্ছায়।
আপনাকেও অগ্রিম পহেলা বৈশাখী শুভেচ্ছা দিয়ে গেলাম। শুভকামনা সবসময়।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনার সু মন্তব্যে প্রীত হলাম। আপনিও অনে শুভকামনা জানবেন।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
বৈশাখী তান্ডবের আগাম শুভেচ্ছা ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩
সুমন কর বলেছেন: অগ্রীম বৈশাখী শুভেচ্ছা রইল ......
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা সুমন দা।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++ খুব সুন্দর হয়েছে, আপনাকেও বৈশাখের অগ্রিম শুভেচ্ছা।
আর সে কথা দিলো কি না তা জানাবেন অবসরে। শুভ কামনা
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬
অতঃপর হৃদয় বলেছেন: অপ্স!!!!!!!
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯
মোস্তফা সোহেল বলেছেন: এখনও কিন্তু ফ্রেন রিকোয়েস্ট পাইনি?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। আপনাকেও আগাম বৈশাখী শুভেচ্ছা।