নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
২০০৪ সালে তখন ইন্টারে পড়তাম। সে সময় প্রতিদিন ডায়েরি লিখতাম। ওটাই ছিল আমার প্রথম এবং শেষ ডায়েরি লেখা। সে সময় কবিতা লিখতাম টুকটাক। পুরানো ডায়েরিটা অনেক দিন পরে হাতে পেয়ে তার থেকে কিছু কবিতা আপনাদের সাথে শেয়ার করছি। কবিতায় কোন পরিবর্তন করিনি।
** কল্পনা **
আমার কল্পনা গুলি
একেবারে ছোট ছোট নয়
আবার একেবারে বড় বড় নয়
আমি কল্পনা করতে ভালবাসি
আমার কল্পনা গুলি মাঝারি
মাঝরি কল্পনা গুলো ভাল
এই মাঝারি কল্পনার মাঝে অনেক আনন্দ আছে
কল্পনা হয় মনে মনে
মনের পর্দায় কল্পনা গুলি খুব ছচ্ছ ভাবে দেখা যায়।
একে বারে আয়নার মত
কল্পনা হয় সুখের-দুখের
সবাই সুখের কল্পনা করতেই ভালবাসে
দুখের কল্পনা করে আনন্দ নেই।
কল্পনা করেই বা কি লাভ
কল্পনা তো সত্যি হয় খুব কমই
কারন কল্পনা তো শুধু কল্পনাই।
** শান্তি **
নির্মল শান্তিতে ভরিয়ে দাও
এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত।
যে দিকে তাকাবে ভালবাসার দৃষ্টি দিয়ে তাকাবে
দেখবে সব কিছু কত সুন্দর
কত নির্মল উচ্ছাস।
কে বলে পৃথিবীতে শান্তি নাই
আছে, শান্তি আছে
মায়ের কোলে শান্তি
বাবার স্নেহে শান্তি
মাটির বুকে শান্তি
পৃথিবীটা যে শান্তির অফুরন্ত উৎস।
** স্বার্থপর **
আমি কেমন জানি আচ্ছন্ন ছিলাম
সহসা কে যেন দিল ডাক
সেই ডাকে আমার আচ্ছন্ন কেটে গেল
আমি তাকালাম তাকে দেখার জন্য
সে দিন আমি দেখেছিলাম তোমাকে
তুমি আমাকে জাগিয়েছিলে
হ্যা তুমিই আমাকে জাগিয়েছিলে
এক অন্ধকার জগৎ থেকে
তুমি আমাকে শিখিয়েছিলে
ভাল বাসার অমৃত সুধা পান করতে
সেই ভালবাসার অমৃত সুধা পান করে
আমি শিখেছিলাম অন্যকে ভালবাসতে।
** দূরত্ব **
দুর নক্ষত্রের দিকে আমি তাকিয়ে আছি
আমি ডাকছি তাকে সে আমার ডাক শুনছে না।
আমি তার সাথে কথা বলছি
সে আমার সাথে কথা বলছে না।
শুধু সে আমার দিকে তাকিয়ে মিট মিট করছে
হয়তো বা ওটাই ওর কথা বলা
আমি তার কথা শুনতে পাচ্ছি না।
আমার পাশে যেমন অনেক মানুষ
কিন্তু আমার মনের কথা শোনার মত কোন মানুষ নেই
তারার পাশে যেমন অনেক তারা
হয়তো বা ওরও কেউ নেই ওর মনের কথা শুনবার।
আমরা সবাই এখন এমনই
সবাই খুব কাছাকাছি আছি
অথচ একজনের মনের কথা অন্য জনের শোনার সময় হয়না।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
২| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩
ধ্রুবক আলো বলেছেন: শেষের টা অসাধারণ +++
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১
মোস্তফা সোহেল বলেছেন: সাধারন একটি কবিতা আপনার কাছে অসাধারন লেগেছে জেনে ভাল লাগল।
৩| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪
ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনি লেখা চালিয়ে যান বন্ধ কইরেন না!
আগামী বই মেলায় আপনার বই দেখার আশা রইলো।
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: এখন আর তেমন লিখি না ভাই। টুক টাক চেষ্টা করি আরকি। এক সময় শখ ছিল , সপ্নও দেখতাম বই মেলায় বই বের হবে আমার। এখন এসব আর মনে হয় না। বই বের হওয়ার কথা মনে হলে হাসি পায়। কি হবে বই বের করে। তার চেয়ে এই তো ভাল ব্লগে টুক টাক লিখি। নিজের বুকে জমা হওয়া কষ্ট গুলো আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে লেখা
১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু।
৫| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬
অতঃপর হৃদয় বলেছেন: অল্প বয়সেই এত ভালো কবিতা যে লিখে, সে যে বড় হলে আরো কত ভালো কবিতা লিখবে তা কেবল সৃষ্টিকর্তাই জানে!!!
লেখালেখি সবাই পারে না। এটা সৃষ্টিকর্তার দান।
১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: লেখালেখি সবাই পারে না এটা সৃষ্টি কর্তার দান, এটা আমি মানি। তবে আমি চেষ্টা করিনা। আজকাল লিখতে একদম ভাল লাগে না। ধন্যবাদ অতঃপর হৃদয়।
১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ও হ্যা আপনার ম্যাসেজ এখনও পাইনি কিন্তু।
৬| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর এবারের কবিতা গুলিও। অনেক ভালো লিখেছেন। আমার কাছে সবগুলো কবিতাই ভালো লাগলো, অসাধারণ।
অনেক অনেক ভালোবাসা রইল আপনার কবি মনের প্রতি।
শুভকামনা সবসময়।
১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কষ্ট করে পড়েছেন বলে ধন্যবাদ।
৭| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০
ক্লে ডল বলেছেন: শেষেরটা বেশি ভাল লেগেছে।
১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০
মোস্তফা সোহেল বলেছেন: অন্যদের মত হারিয়ে যাবেন না মাঝে মাঝে ব্লগে আসবেন।
৮| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
ধ্রুবক আলো বলেছেন: বুঝতে পেরেছি যে আপনি কষ্টগুলো শেয়ার করেন তবুও চেষ্টা চালিয়ে যান, শুভ কামনা রইলো,
আমি শত সমস্যা থাকার পরেও লেখালেখি চালিয়ে যাই, ব্লগে লেখা পড়ি। আশা ছাড়তে হয় না।
৯| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
সুমন কর বলেছেন: মোটামুটি হয়েছিল। লিখতে থাকুন।
অ.ট.: ২০০৪ সালে তখন ইন্টারে পড়তেন। তাহলে আপনাকে, তুমি করে বলা যায়, নাকি?
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: কোন সমস্যা নাই সুমন দা। আপনি আমাকে তুমি করেই বলবেন। ব্লগে কেউ তো কোনদিন তুমি করে বলেনি। আপনি তুমি করে বললে খুব খুশি হব।
১০| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। খুব ভালো লাগল। ধন্যবাদ
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬
স্কুলবয় বলেছেন: শান্তি আছে শান্তি,
মায়ের কোলে শান্তি।
সত্যিই শান্তি।
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৫
আরিয়ান রাইটিং বলেছেন: চমৎকার লেখা।খুব ভাল লাগলো।