নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
মন ভেঙে দিয়েছ বলে
আমি ইচ্ছে করেই জাহান্নামে যাইনি
তাই হয়তো ভাবছ
আমি জান্নাতেই আছি।
এই নাগরিক জীবনে
আমি নগরায়ন করি
অইচ্ছা ভুল ত্রুটি নিয়ে।
মনের ভেতরে কেউ এক জন
রোজ রোজ দন্দ্বে ফেলে দেয় আমায়
আমি যুদ্ধ করি
মন কিম্বা আমার সাথে।
নিজের সাথে নিজের যুদ্ধ
কে হারে কে জেতে?
জানতে চাও যা
তা বলি অগোচরে
তুমি মন না বুঝলেও
তা অনায়াসেই ভাঙতে পার।
জাহান্নামে না যেয়েও
জ্বলে পুড়ে অঙ্গার হওয়া যায়।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা। তুমি করে বলায় আমি কিন্তু খুব খুশি।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
আগে জানতাম, প্রেমের মরা জলে ডুবে না ! এ এখন দেখি আগুনেও পুড়ে !
কবিতা সুন্দর হয়েছে ।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: আরও কত কি দেখবেন শাহরিয়ার ভাই। ধন্যবাদ ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬
TaবিZ FaরুK বলেছেন: এতটুকু একটা কবিতা, এর শিরোনামে বানান ভুল, ভেতরেও বানান ভুল কয়েকটা। হাস্যকর।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২
মোস্তফা সোহেল বলেছেন: না হেসে বানান কোথায় কোথায় ভুল হয়েছে সেটা তো বলতে পারতেন। কারও ভুল দেখে হাসাহাসি বা হাস্যকর বলা সেটাও তো একটা হাস্যকর ব্যাপার। আর আমি বানান একটু কম পারি। ভুল গুলো শুধরে পড়ে নিবেন। ভুল কবিতা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জাহান্নামে না যেয়েও
জ্বলে পুড়ে অঙ্গার হওয়া যায়। এবং তা’ মনের আগুনে।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন ফরিদ ভাই। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কল্পনার প্রেমে পড়ে, এখন নিজেই একজন কাল্পনিক কবি হয়ে গেলাম ! বাস্তবতার স্বাদ পেলাম না।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪
মোস্তফা সোহেল বলেছেন: সব সময় বাস্তবতার স্বাদ পাওয়াটাও কিন্তু খুব বেশি ভাল নয়। কিছু জিনিস কাল্পনিক হয়ে থাকাটায় কি শ্রেয় নয়?
৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, আজকের কল্পনা আগামী দিনের কিছু বাস্তবতাও ঘটে ! বুদ্ধিমানরা সবসময় খানিক সামনে পিছনে চিন্তা করে , বর্তমান শুধূ কোন কিছুর দর্শনে চলে যায়।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: হুম ঠিক বলেছেন।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮
হাতুড়ে লেখক বলেছেন: আমি ইচ্ছে করেই জাহান্নামে যায়নি
যায়নি না হয়ে যাইনি হবে।
দন্দে/দ্বন্দ্বে।
কিম্বা/কিংবা।
আরো রয়েছে মেবি।
বানানে আরো যত্নশীল হউন।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: বানান নিয়ে আমি একটু দ্বিধা দন্দ্বে ভুগি বেশি যার কারনে আরও বেশি ভুল হয়ে যায়। আপনাকে ধন্যবাদ।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সব কথা ভাই। অনেক সাহসী কথামালা দিয়ে সাজানো কবিতা।
ভালো লাগলো আপনার মানসিক জোর দেখে। শ্রদ্ধা রাখি।
শুভকামনা জানবেন সবসময়।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক শুভ কামনা জানবেন নয়ন ভাই।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯
ধ্রুবক আলো বলেছেন: শেষের দুই লাইন খুব ভালো লিখেছেন ++
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮
রোকসানা লেইস বলেছেন: অন্য রকম ভাবনা। ভালোলাগল
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রোকসানা আপু।
১১| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১
অতঃপর হৃদয় বলেছেন: 'আমি জাহান্নামে যাইনি, কিন্তু জ্বলে পুড়ে শেষ হয় গেছি'
কবিতা ভালো লাগলো।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ হৃদয় ।
১২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফাতেমা আপু।
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬
জুন বলেছেন: জাহান্নামে না যেয়েও
জ্বলে পুড়ে অঙ্গার হওয়া যায়।
কথা সত্য মোস্তফা সোহেল
ভালোলাগলো বিরহের কবিতা ।
+
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: জুন আপু আপনার মন্তব্যে আমি অনুপ্রানিত হলাম। আপনার কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল । ধন্যবাদ।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭
করুণাধারা বলেছেন: নিজের সাথে নিজের যুদ্ধ
কে হারে কে জেতে?
মাত্র ছয়টা শব্দ ব্যবহার করে চমৎকার কথা তৈরি করেছেন।
+++
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাসে অনুপ্রানিত হলাম । ধন্যবাদ।
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
মাঝে মাঝে এমনটাই সত্য হয়ে ওঠে --
মনের ভেতরে কেউ এক জন
রোজ রোজ দন্দ্বে ফেলে দেয় আমায়
আমি যুদ্ধ করি
মন কিম্বা আমার সাথে।
সুন্দর লিখেছেন । ভালো লাগলো ।
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া মন্তব্যর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
সুন্দর কবিতা +++
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ স্বপ্নের ফেরিওয়ালা।
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫
বিলিয়ার রহমান বলেছেন: মোস্তফা সোহেল ,
জাহান্নামেেইচ্ছে করে যাননি ভালেঅ কথা!
তবে অনিচ্ছায়ও যেন না যান!
প্লাস!
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: আরে বিলিয়ার ভাই গতকালই আপনার কথায় ভাবছিলাম। কয়েকদিন যাবত মিসিং মিসিং লাগছিল। ভাল আছেন নিশ্চয়?
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২
সিনবাদ জাহাজি বলেছেন: আমি যুদ্ধ করি
মন কিম্বা আমার সাথে
দারুন
+++
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সিনবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১
সুমন কর বলেছেন: বিরহের আগুন কবিতায় জ্বলছে....
ভালো লিখেছ।