নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
এখন আর জানালার কাছে দাড়াইনা
খোলা আকাশ দেখার ইচ্ছে
কবেই হারিয়ে গেছে!
জানালার পর্দা ওড়ে
আর আমার মন বিবর্ণ কাটাতারে ঝুলে থাকে।
চেনা মানুষকে
কিছু সময়ের ব্যবধানে
অচেনা হয়ে যেতে দেখেছি।
তবু মাঝে মাঝে চোখ পড়ে যায়
পর্দা ওড়া জানালার মাঝ দিয়ে দূর আকাশে।
একটা দীর্ঘশ্বাসে
উড়তে থাকা জানালার পর্দা গুলো থমকে দাড়ায়
একটা জানালা কিংবা উড়তে থাকা জানালার পর্দা গুলো জানে
একটা দীর্ঘশ্বাসের কতটা ওজন।
ভুল করে কখনও জানালার কাছে এসে দাঁড়ালে
তাকাই না আকাশের দিকে
আকাশ কি জানে
কতটা ভালবাসি তাকে?
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। আপনার প্লাসে অনুপ্রানিত হলাম।
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দ্বিতীয় লাইণে বিবর্ণ হবে
ব্যবধানে হবে
কিংবা হবে
দাঁড়ালে হবে
শেষ চার লাইনের দ্বিতীয় লাইনে তাকাই না হবে
আমিও আকাশ ভালবাসি
খুব সুন্দর কবিতা
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৯
মোস্তফা সোহেল বলেছেন: বানানে আজকাল মনে হয় বেশিই ভুল করছি। ঠিক করে দিয়েছি আপু।
বানান নিয়ে সবসময়ই আমি কনফিউশনে ভুগি।
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ফাতেমা আপু।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০
ডার্ক ম্যান বলেছেন: চেনা মানুষকে
কিছু সময়ের ব্যবধানে
অচেনা হয়ে যেতে দেখেছি ।
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১
মোস্তফা সোহেল বলেছেন: চেনা মানুষ মাঝে মাঝে কি সহজে পর হয়ে যায় ভাবতেই খুব খারাপ লাগে। ধন্যবাদ আপনাকে।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার মন্তব্য ও প্লাসে
লাগল খুব ভালো
ধন্যবাদ অনেক
ধ্রুবক আলো।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪
রায়হানুল এফ রাজ বলেছেন: এই ভালবাসার মর্ম সে একদিন ঠিকই বুঝবে।
সুন্দর++++
২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: প্লাস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬
জুনিয়ার ব্লগার বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ভাইয়া ।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!
প্লাস!
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫২
সালমান মাহফুজ বলেছেন: চমৎকার লিখেছেন । মুগ্ধতা রেখে গেলাম ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ সালমান ভাই।
৯| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
আকাশ যদি জানতো কেউ কেউ আকাশটাকে কতোটা ভালোবাসে তবে মাঝে মাঝে সে মুখ গোমরা করে রাখতোনা । নীল শাড়ি পড়ে দিগন্ত জুড়েই থাকতো সারাটিক্ষন !
সুন্দর হয়েছে কবিতাটি । অল্প কথায় জানালার পর্দার মতো দুলিয়ে গেলেন আকাশের মতো একলা থাকার যন্ত্রনা ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২১
মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ জী এস ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১০| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সাজিয়েছেন ভাই এক মুহূর্তের ভাবনাটাকে। ভালো লাগলো অনুভব, ভালো উদাসী মনের উদাস ভালোবাসা।
শুভকামনা ভাই। বরাবরের মতোই সুন্দর কবিতা উপহার দিয়েছেন।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৩
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কিছুদিন ব্লগে কম দেখেছি ব্যস্ত ছিলেন মনে হয়? আপনার প্রতিও অনেক শুভ কামনা রইল ভাইয়া।
১১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা। আপনার মত করে সুন্দর করে হয়তো কখনই লিখতে পারব না।
১২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১২
শূন্যনীড় বলেছেন: ভাবনার গভীরতা আছে। ভালো লাগলো।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শূণ্যনীড়।
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫
মোস্তফা সোহেল বলেছেন: ফরিদ ভাইয়া অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা+++++++
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫
মোস্তফা সোহেল বলেছেন: বাবা এত্ত গুলা প্লাস ! ধন্যবাদ শাহরিয়ার ভাই।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৫
নাজমুন আহমেদ বলেছেন: চেনা মানুষকে
কিছু সময়ের ব্যবধানে
অচেনা হয়ে যেতে দেখেছি।
চমৎকার পঙক্তিগুলো।আপনার লেখা অসাধারণ লেগেছে।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কাছে লেখা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। ধন্যবাদ নাজমুন।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন:
না অাকাশ জানেনা
জানার কথা নয়
অনেকেই অাকাশের তলে হাজির হয়
অাবার মিলিয়ে যায়
ক'জনকে মনে রাখবে অাকাশ
তবে যারা নিখাদ ভালোবেসেছিলো
তাদের কথা ভুলতে পারেনা অাকাশ
কবিটা অনেক সুন্দর ছিলো।
শুভকামনা জানবেন কবি
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৮
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বাবু ভাই।
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
না অাকাশ জানেনা
জানার কথা নয়
অনেকেই অাকাশের তলে হাজির হয়
অাবার মিলিয়ে যায়
ক'জনকে মনে রাখবে অাকাশ
তবে যারা নিখাদ ভালোবেসেছিলো
তাদের কথা ভুলতে পারেনা অাকাশ
কবিতাটা অনেক সুন্দর ছিলো।
শুভকামনা জানবেন কবি
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫
জুন বলেছেন: আকাশ না জানলেও ক্ষতি নেই মোস্তফা সোহেল । আপনিতো জানেন আপনি তাকে কতটা ভালোবাসেন যা আপনার কবিতায় মুর্ত হয়ে উঠেছে । অসম্ভব ভালোলাগা রইলো ।
+
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: তা যা বলেছেন আপু আমি নিজে তো জানি তাকে কতটা ভালবাসি ,আকাশ না জানলেও হবে। অনেক ধন্যবাদ আপনকে ।
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩
নীলপরি বলেছেন: আকাশ কি জানে
কতটা ভালবাসি তাকে?
খুব ভালো লাগলো ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আকাশ কি জানে
কতটা ভালবাসি তাকে?
সুন্দর ++++