নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
অভিমান অনেক কষ্টের
তবুও মনের মাঝে অভিমান পোষা
এক অন্য রকম সুখেরই বলা যায়।
কেউ কি আর শখ করে অভিমান করে?
অভিমান আসে অগোচরে মনের মাঝে।
সুনামির সৃষ্টি না করুক
ছোট-খাটো একটা ঝড়তো বইয়ে দেয়
মনের মাঝে এই অভিমান।
আয়োজন করে তোমাকে কখনই ভালবাসিনি
তবে আয়োজন করে তোমার উপর
অভিমান করেছি প্রত্যেকটা দিন।
অভিমানে অভিমানে মনের ভেতর
জমে গেছে এক সমূদ্র অভিমান।
কি করে সরাবে
এই সমূদ্র সমান অভিমান?
ভালবাসা কখনই পারে না বুকের মাঝে
এক সমূদ্র অভিমানকে সরিয়ে দিতে।
০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান পুষিনা তারপরও মন থেকে অভিমানতো যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ নাগরিক কবি।
২| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৫৩
মানবী বলেছেন: "ভালবাসা কখনই পারে না বুকের মাঝে
এক সমূদ্র অভিমানকে সরিয়ে দিতে।"
- কার ভালোবাসা? যে অভিমান করেছে তার না যার উপর অভিমান করেছে তার?
যার উপর অভিমান, তার ভালোবাসা যদি সমুদ্র সমান অভিমান মুছে দিতে না পরে, তাহলে ভালোবাসা হয়না মনে হয়।
সুন্দর কবিতা, ভালো লেগেছে পড়ে।
ধন্যবাদ মোস্তফা সোহেল।
০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মানবী।আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না বলে দুঃখিত।
অভিমান কিন্তু যাকে ভালবাসি তার উপরই আসে। এক জন অচেনা অজানা মানুষের উপর কখনই অভিমান আসবে না।
জীবনে কিছু কিছু অভিমানে মানুষ তার খুব কাছের মানুষকে চির দিনের জন্য হয়তো হারিয়েই ফেলে।
৩| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৫৮
জুন বলেছেন: অভিমান মুছে গিয়ে ভালোবাসায় ভরে উঠুক আপনার মনের উঠোন থেকে বসতবাড়ী পর্যন্ত মোস্তফা সোহেল । অভিমানী কবিতায় অনেক ভালোলাগা রইলো ।
+
০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্য বাদ মন্তব্যের জন্য জুন আপু।
৪| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:১৯
ধ্রুবক আলো বলেছেন: অভিমান জমালে নিজের আরও ক্ষতি। ঝেড়ে ফেলে দিন
০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: তা যা বলেছেন। অনেক সময় অভিমান করতে না চাইলেও অভিমান চলে আসে এমনিতেই।
৫| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:০২
নীলকণ্ঠ পদাতিক বলেছেন:
আয়োজন করে তোমাকে কখনই ভালবাসিনি
তবে আয়োজন করে তোমার উপর
অভিমান করেছি প্রত্যেকটা দিন।
অভিমানে অভিমানে মনের ভেতর
জমে গেছে এক সমূদ্র অভিমান... অভিমানী লাইনগুলো অসাধারণ। ভালো লেগেছে।
০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ নীলকন্ঠ পদাতিক।
৬| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৩৩
রাফিন জয় বলেছেন: খুব সুন্দর হয়েছে
০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে রাফিন জয়।
৭| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:২৫
সুমন কর বলেছেন: অভিমান দূর হয়ে যাক। মোটামুটি লাগল।
০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
৮| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:০৭
মানবী বলেছেন: "লেখক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মানবী।আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না বলে দুঃখিত।"
- খুব ছেলেমানুষী জবাব হলো মনে হয়!! আপনার ব্যক্তিগত তথ্য নয় বরং কবিতায় কার ভালোবাসা বুঝানো হয়েছে তা স্পষ্ট নয় বলে এমন প্রশ্ন করা!
যাই হোক, ভালো থাকুন।
০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩২
মোস্তফা সোহেল বলেছেন: উত্তরটা,যে অভিমান করেছে। আপনিও ভাল থাকুন।
৯| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা আর প্রিয় মানুৃষের প্রতি অভিমান মিশানো নিজের মনের সাথে কথোপকথন, অনুভবে কাঙ্ক্ষিত স্বপ্ন কামনায় আরো ভালোবাসার গভীরে যাওয়ার ইচ্ছা। অনেক ভালো লাগলো ভাই। ভালোবেসে মেটেনা স্বাদ, কভু মিটবার নয়, থেকে যায় অপূর্ণ ভালোবাসা আর প্রেমিক হৃদয় সবযুগে, সবসময় ....!
অনেক অনেক ভালো লাগা রইল ভাই।
০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:২৪
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নয়ন ভাই। সব সময় পাছে আছেন দেখে অনেক খুশি হই।অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
১০| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবির মনের অভিমানের হাহাকার !
কবিতা সুন্দর হয়েছে +
০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:৫২
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান সব সামুতে ঢেলে দিচ্ছি শাহরিয়ার ভাই।
১১| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
অভিমান করোনা
তুমি কিছু বোঝনা !
এ যে শুধু মন নিয়ে
মনে মনে ছলনা ..............
০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: বাহ চামৎকার কাব্য কনা লিখে ফেললেন।
অভিমান না করাই ভাল শুধু শুধু মনের কষ্ট।
অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া।
১২| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ অভিমান সরাতে ইয়াজুজ মাজুজের বিকল্প নেই।
০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: হবে হয়তো।ধন্যবাদ ফরিদ ভাইয়া।
১৩| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:০৭
নীলপরি বলেছেন: তবে আয়োজন করে তোমার উপর
অভিমান করেছি প্রত্যেকটা দিন।
খুব ভালো লাগলো ।
০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৪০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।
১৪| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কবিতা! ভাল লাগা!
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।
১৫| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ব্লগ বাড়ি ঘুরে দেখে গেলাম। আপনিও অনেক সুন্দর কবিতা লিখেন।
১৫ ই মে, ২০১৭ দুপুর ২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুজন ভাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৪৭
নাগরিক কবি বলেছেন: অভিমান পুষে রাখতে নেই। সুন্দর হয়েছে।