নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
উৎসর্গ = প্রিয় লেখক হুমায়ূন আহমেদকে
অসীম শূণ্যে হারিয়ে যাওয়ার মানে কি আমি বুঝিনা
বুঝতে চাইলে হয়তো বুঝতে পারতাম
তবে বুঝতে চাওয়ার কোন ইচ্ছেই আমার ছিলনা।
সব কিছু বুঝতে চাওয়া সব কিছু বুঝতে পারার
কোন মানেই নেই আমার কাছে।
কারও কারও চলে যাওয়া
বড় অসস্তি এনে দেয় বুকের ভেতর।
বাড়ির পাশে দাড়িয়ে থাকা চির সবুজ বৃক্ষটিকে
যদি হঠাৎ দেখি আর নেই
তবে চারপাশটা কেমন শূণ্য মনে হবে?
আমার সেই সবুজ বৃক্ষটি
খুব ভাল বাসত বৃষ্টি বিলাস করতে
শ্রাবণের এই বৃষ্টির দিনে আমার সেই সবুজ বৃক্ষটিকে
আর আমার দৃষ্টির সীমানায় দেখছিনা।
তবে কি আমার আর বৃষ্টি বিলাস করা হবে না?
ভালবাসার বাধন দিয়ে
যত শক্ত করেই বাধিনা কেন
তবুও সেই বাধন ছিড়ে
কেউ কেউ চলে যায়
সব কিছুর উর্ধ্বে ।
আমার সবুজ বৃক্ষ
তুমি যেখানেই থাকো ভাল থেকো
শ্রাবণের বর্ষায় বৃষ্টি বিলাস কর।
আমিও আসছি বৃষ্টি বিলাস করতে
তোমার সাথে বৃষ্টি বিলাস করতে
আমি রাজি আছি
জাগতিক সব কিছুর উর্ধ্বে যেতে।
** এই কবিতাটি হুমায়ূন আহমেদ এর মৃত্যুর পরে কোন এক বর্ষার দিনে লেখা।
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনি বলেছেন,আপনার কবিতাও কিন্তু খারাপ পাইনি কোনদিন। একটা লেখকের সব লেখা ভাল হবে এমন কোন কথা নেই । ভাল মন্দ মিলিয়েই একজন লেখক । আপনার জন্য অনেক শুভ কামনা রইল।
২| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:২৮
আলোরিকা বলেছেন: দারুণ !
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আলোরিকা।
৩| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:০৪
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগলো, আহমেদ স্যার ভালো লিখেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য।
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার মন্তব্য পুরোটা বুঝিনি।
৪| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:২৬
অরফিয়াস বলেছেন: ভালো লিখেছেন!!!
এটা কি ইলেজি???
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বিলি ভাই। ইলেজি কিনা বলতে পারব না।
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: আরে আমি তো ছবি দেখেই বিলি ভাই বলছি! আপনি কি আসলেই বিলি ভাই নাকি অন্য কেউ?
৫| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:২৮
কানিজ ফাতেমা বলেছেন: কবিতাটির মাঝে প্যারা আকারে লিখলে সেটি আরেকটু মাধুর্য্য বাড়াতো । হুমায়ূন আহমেদ আমার ও প্রিয় ছিলেন ।
শুভ কামনা ।
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা কানিজ আপু।
৬| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪৪
অরফিয়াস বলেছেন: বাহ!!!!
আপনি বেটারে চিন্না ফালাইছেন দেখছি!!!!
আফনেরেও ফিরতি ধইন্না!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৭
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল কে আসল কে নকল এইটা নিয়েই তো সন্ধেহে থাকি।
৭| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক । আপনিও ভাল থাকুন।
৮| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১
অরফিয়াস বলেছেন: আজকাল কে আসল কে নকল এইটা নিয়েই তো সন্ধেহে থাকি।
সন্দেহে থাকা ভালা!!! তয় ভাই ব্রাদারদের আওতার বাইরে রাখা উচিৎ!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: সাথেই আছি আপনাদের আসল নকল পরে দেখা যাবে। শুভ কামনা রইল আপনার জন্য।
৯| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৩
অরফিয়াস বলেছেন: আসল-নকল!!!!! এসব কথা কন ক্যান ব্রো!!!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৫
মোস্তফা সোহেল বলেছেন: তুমি কিছু বোঝ নাই!!
১০| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৯
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন, অসাধারণ +++
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ ধ্রুবক আলো।
১১| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩১
অরফিয়াস বলেছেন: হয়তো বুঝি নাই!!!!! নয়তো বুঝেছি!!
বাই দ্য ওয়ে বেস্ট অব লাক সিনিয়র ব্রো!
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই আয়নাবাজি ছবির ডায়ালগ দিয়েছি।
১২| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪১
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর হয়েছে।প্যারা আকারে লিখলে আরও ভালো হতো।
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: কল্লোল দা আপনি অনেক দিন পরে আবার সামুতে এসেছেন খুব খুশি হয়েছি। আপনাকে অনেক মিস করতাম।
১৩| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৭
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ এক মানুষকে কবিতাটি উৎসর্গ করেছেন, অনেক ধন্যবাদ।
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: যাকে নিয়ে কবিতা লিখেছি তাকেই উৎসর্গ করেছি। ধন্যবাদ ধ্রুবক আলো।
১৪| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৮
ধ্রুবক আলো বলেছেন: অরফিয়াস হলো বিলিয়ার ভাই
১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: একাধিক নিক থাকা আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না।
১৫| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সেই বাধন ছিড়ে
কেউ কেউ চলে যায়
সব কিছুর উর্ধ্বে ।
বাহ সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:১৪
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
১৬| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা, দুঃখ ভারাক্রান্ত । উৎসর্গ যথার্থ ।
১৭ ই মে, ২০১৭ সকাল ৮:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: বেশির ভাগ মানুষ তো জন্মদিন অথবা মৃত্যু দিবসে স্মরন করে তাই আমি এখন অসময়ে লিখলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:২৮
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
বিলাসী কবিতা হুমায়ুন আহমেদ এর মতোই বৃষ্টি বিলাসী ।
ভাবে আর কথায় সঠিক লোকটির পাতেই উৎসর্গিত হয়েছে কবিতাটি ।
ভালো লাগলো ।
১৭ ই মে, ২০১৭ সকাল ৮:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: হুমায়ুন আহমেদকে নিয়েই লিখেছি তাই উৎসর্গ করেছি তাকে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
১৮| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুমায়ুন আহমেদ আমারও প্রিয় ছিলেন।
বৃষ্টি বিলাসী কে উতসর্গকৃত 'বৃষ্টি বিলাস' ভাল লাগলো ।
১৭ ই মে, ২০১৭ সকাল ৮:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাইয়া।
১৯| ১৬ ই মে, ২০১৭ রাত ১১:১৬
নীলপরি বলেছেন: আমিও আসছি বৃষ্টি বিলাস করতে
তোমার সাথে বৃষ্টি বিলাস করতে
আমি রাজি আছি
জাগতিক সব কিছুর উর্ধ্বে যেতে।
খুব ভালো লাগলো । ++++
শুভকামনা ।
১৭ ই মে, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাসে অনুপ্রানিত হলাম অনেক ধন্যবাদ নীলপরি।
২০| ১৬ ই মে, ২০১৭ রাত ১১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ++
১৭ ই মে, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
২১| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৪৫
সোহেল রানা শামী বলেছেন: আমি নতুন ব্লগার,,,, আমি কি করলে আমার পোস্ট গুলো সবাই পড়তে পারবে?? এ্যানিবডি হেয়ার টু হেল্প মি??
১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আমার লেখা যদি মিস করতে না চান তাহলে আপনাকে আমার অনুসরন করতে হবে।
আমার ব্লগে এসে দেখুন, আমার নামের নিচে অনুসরন করুন লেখা আছে । ওটাতে ক্লিক করলে হবে।তারপর থেকে আমাকে অনুসারিত ব্লগারদের মাঝে পাবেন।
আপনাকে সামুতে স্বাগতম।
লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২২| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৫৯
১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৫
মোস্তফা সোহেল বলেছেন: আচ্ছা লেখাটি পড়তেছি ভাইয়া।
২৩| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃক্ষ, বৃষ্টি, আর বৃষ্টিবিলাস....
বাহ!
বৃস্টি আমার খুব প্রিয়। যদিও বিলাসের সুযোগ এখন আর পাইনা
+++
১৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৬
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
২৪| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১৬
শূন্যনীড় বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো।
আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শূন্যনীড়।
২৫| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৬
মানবী বলেছেন: প্রিয় লেখকের প্রতি আপনার ভালোবাসার অর্ঘ্য ভালো লেগেছে পড়ে।
বৃষ্টির বিষন্ন বিলাসের জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মানবী আপু।
২৬| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১৩
জেন রসি বলেছেন: কবিতায় একটা চিরায়ত দার্শনিক ভাব আছে। ভালো লেগেছে।
১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৫১
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জেন রসি।
২৭| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কবিতা যে যথেষ্ট ভাল হয়েছে সেটা বলার অপেক্ষা রাখেনা আর পরীর চাকুরী (পর্ব-২) পোষ্ট করেছি যদি পড়েন। দুঃখিত, আমার লেখা প্রথম পাতায় যায়না বলে দাওয়াত দিতে হলো।
১৮ ই মে, ২০১৭ সকাল ৮:২৯
মোস্তফা সোহেল বলেছেন: পড়েছি ভাইয়া । মাঝে মাঝে দাওয়াত পেলে মন্দ কি। অনেক সময় ব্লগে সময় কম দেওয়া হয় তখন তো অনেক লেখা চোখের আড়ালে চলে যায়। ভাল থাকুন ভাইয়া।
২৮| ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । কেনো বৃষ্টি বিলাস করা যাবে না
অবশ্যই ভিজবেন অঝোর বৃষ্টিতে
১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২৯
মোস্তফা সোহেল বলেছেন: বৃষ্টি বিলাস করতে তো একজন মনের মত মানুষ চাই আপু।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কবিতা। ভালো লাগলো কবিতায় ভালোবাসার উপমা। মুগ্ধতা রইল।
আপনার কবিতাও কিন্তু খারাপ পাইনি কোনদিন। আপনার লেখা আরেকটার অপেক্ষা রইল মনে।
শুভকামনা জানবেন ভাই।