নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
ভাবিনা নিজেকে একটু তুচ্ছ
গুচ্ছ গুচ্ছ ভাবনার মাঝে
কত ভাবনাই তো অতি তুচ্ছ।
ডালপালা মেলে বিস্তৃত জায়গা জুড়ে
দাড়িয়ে আছে যে বৃক্ষটি
সে তো এক দিনেই এই পরিধি পায়নি।
অনেক প্রতিকুলতাকে উপেক্ষা করে
আজকে সে বিস্তৃত বৃক্ষ।
একদিন এই বৃক্ষটিই ছিল অতি তুচ্ছ।
ভাবনার জগতের সাথে
মেলাতে যায়না কখনও বাস্তবতার জীবনকে।
তুমি আমি হয়তো যাকে অতি তুচ্ছ ভেবে
ছুড়ে দেই নোংরা ডাস্টবিনে
সেটাকেই আবার মূল্যবান ভেবে
কেউ কুড়িয়ে নেয়।
মাঝে মাঝে নিজেকে অতলেই তলিয়ে যেতে দেখি
স্বপ্ন যে দেখি না তা নয়
আমাদের স্বপ্নেরও পরিধি আছে।
ভাবনা আর বাস্তবতা হয়তো কখনও মেলেনা
মিললেও সেটা কাকতালীয়।
তুমি তুচ্ছ ভেবে ছুড়ে দিলেও
কেউ হয় তো আবার আমাকে মূল্য দিয়ে কুড়িয়ে নেবে
এই স্বপ্নেতেও আর হানা দিওনা।
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: বুঝিনি শাহরিয়ার ভাই।
২| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
স্বপ্নের পরিধি নির্ণয়কারী হিসাবে আমাদের সোহেল ভাই “লবেল ফাইজ” দেওয়া হোক , জোড় দাবী !!
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: আমি লবেল ফাইজ পাওয়ার যোঘ্য ।
৩| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:২৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: তুমি তুচ্ছ ভেবে ছুড়ে দিলেও কেউ হয়ত কুড়িয়ে নেবে।ইচ্ছে এবং আকাঙ্ক্ষা দুটোই ভালো লেগেছে।স্বপ্ন নিয়ে লেখা ভালো লাগলো।কিন্তু কেনো জানি শিরোনাম টা যথার্থ মনে হয় নি।(শুধু আমার মনের কথা বললাম).
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৬
মোস্তফা সোহেল বলেছেন: ফয়েজ ভাই শিরোনামটা কি দিলে ভাল হত বললে পাল্টে দিতাম।
৪| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ তার স্বপ্নের সমান বড়,
আবদুল্লাহ আবু সাঈদ স্যারের একটি উক্তি।
আরো বেশি বেশি করে স্বপ্ন দেখুন এবং তা বাস্তবায়ণ করার চেষ্টা করুন। আশা করি, অতলে তলিয়ে যাবেন না ।
শুভ কামনা রইল।
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৮
মোস্তফা সোহেল বলেছেন: বড় বড় মানুষেরা কত কিছু বলে । সব কি আর আমাদের জন্য সত্য?
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
৫| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
তবে স্বপ্নের স এর নিচে ব গেলো গা কই?
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: বানানে কাঁচা তা তো জানেন আপু। ঠিক করে দিয়েছি।
৬| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
সপ্নের < স্বপ্নের, বানানটা কি এ ভাবে হবে না?
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক করে দিয়েছি।
৭| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: শিরোনাম টি তোমায় যার উদ্দেশ্যে লেখা তাকে তুচ্ছ করে একটি লাইন দিলে হয়ত সুন্দর লাগতো।
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: এত ভেবে আমি কবিতা লিখিনা। আর কাউকে উদ্দেশ্য করেও কবিতাটি লেখা নয়।
ধন্যবাদ ফয়েজ ভাই।
৮| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৮
বিজন রয় বলেছেন: আমাদের স্বপ্নেরও পরিধি আছে.......... কত বড় সে পরিধি?
কবিতারও কি পরিধি আছে?
++++
২৮ শে মে, ২০১৭ দুপুর ১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: মানুষের ভেতরেই তো বিভিন্ন স্তর আছে। সে রকম যেমন মানুষ তেমন সপ্ন আরকি।
কবিতার পরিধি আছে কিনা সেটা আমার চেয়ে আপনি ভাল বলতে পারবেন। কারন আপনি অনেক সুন্দর কবিতা লেখেন।
ধন্যবাদ বিজন দা।
৯| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:০৬
বিজন রয় বলেছেন: হা হা হা .......
স্বপ্নেরও পরিধি নাই, কবিতারও পরিধি নাই।
তবে অধিকাংশ মানুষ নির্বোধ, শুধু কবিরা ছাড়া।
কেন আছেন?
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা স্বপ্নের পরিধি নাই তবে মানুষের স্তর ভেদে সপ্ন গুলি ভিন্ন রকমের। সেই অর্থে পরিধি বুঝিয়েছি।
মানুষ তো মনে করে কবিরাই নির্বোধ! বাদবাকি সবাই চালাক।
আমি ভাল আছি । আপনি কেমন আছেন দাদা?
১০| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:২২
সত্যের ছায়া বলেছেন: সুন্দর লিখনি।
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সত্যের ছায়া।
১১| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:২৪
সত্যের ছায়া বলেছেন: আমাদের স্বপ্নেরও পরিধি আছে।
স্বপ্ন কে পরিধির মধ্যে আটকে রাখবেন না। আপনি স্বপ্নে অবাধ বিচরণ করবেন।
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: সপ্ন ভঙ্গের ভয়ে আর সপ্ন দেখা হয় না।
১২| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
@বিজন দাদা আপনি বলেছেন, তবে অধিকাংশ মানুষ নির্বোধ, শুধু কবিরা ছাড়া।
আমি তো আগে জানতাম শুধু কবিরা নির্বোধ হয়, কিন্তু আপনি দেখি বলে গেলেন উল্টা কথা ।
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: আমিও তো আপনার মতই জানতাম শাহরিয়ার ভাই।
১৩| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৪৯
ধ্রুবক আলো বলেছেন: অনেক প্রতিকুলতাকে উপেক্ষা করে
আজকে সে বিস্তৃত বৃক্ষ।
বেশ সুন্দর লিখেছেন কথাখানি। +++
কেউ হয় তো আবার আমাকে মূল্য দিয়ে কুড়িয়ে নেবে
এই স্বপ্নেতেও আর হানা দিওনা।
দিতেও পারে বলা যায়না, এরা অন্যের সুখ সৈহ্য করতে পারে না।
২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: মানুষ মানুষকে হিংসে করে এটা মনে হয় মানুষের সহজাত প্রবৃত্তি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ধ্রুবক আলো।
১৪| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫৪
বিজন রয় বলেছেন: @ শাহরিয়ার কবীর........... হা হা হা, একজন মানুষ ক'জন কবিকে চালাতে পারে? কিন্তু একজন কবি হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করে, ঠিক তো?
তাহলে কে নির্বোধ, মানুষ না কবি!!!!
ধন্যবাদ শাহরিয়ার ও মোস্তফা সোহেল।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:০২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কথা হয়তো ঠিক । তবে আমার মনে হয় সব কবির বেলায় এই কথা খাটবে না।
১৫| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: আমার সেই কবিতাটির কিছু অংশ তুলে ধরলাম আপনারদের জন্য...............
মানুষ আর কবির পার্থক্য কি??
মানুষ স্নায়ুর চাপে ভােগে, কবি ভােগে না।
মানুষের হৃদয় স্পর্শ পায়, কবির পায় না।
মানুষ আবেগতাড়িত হয়, কবি হয় না।
মানুষ শাস্তি পায় না, কবি পায়।
কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না।
আলোতেই কবিতা থাকে স্বয়ং, অমানুষে নয়।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:০৭
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর লিখেছেন দাদা।
কবির হৃদয়ে আলো থাকে, মানুষের থাকে না।আহা এক জনমে কবি হওয়া দেখছি অনেক সৌভাগ্যের ।
১৬| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪
বিজন রয় বলেছেন: তবে আমার মনে হয় সব কবির বেলায় এই কথা খাটবে না।, না ঠিক না।
হা হা হা ............ কবির কোন জাত নেই।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:১৫
মোস্তফা সোহেল বলেছেন: কবির কোন জাত নেই এটা আমি মানিনা। কবিরও জাত আছে।
১৭| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭
কানিজ ফাতেমা বলেছেন: আমাদের স্বপ্নেরও পরিধি আছে- কবির আশাবাদিতা বাস্তবানুগ । ভালোলাগা রেখে গেলাম ।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ কানিজ আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
১৮| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা। +++++
আমরা যেন কাউকেই ছোট ভাবিয়া ভুল না করি।
শুভকামনা রইল ভাই।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৪২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাস পেয়ে সব সময়ই অনুপ্রানিত হই নয়ন ভাই। আমরা কাউকে ছোট ভাবতে চাইনা । কিন্তু মানুষের মনের ভেতরে মনে হয় অহংকার এমনিতেই চলে আসে। সবাই সেই অহংকারকে দমন করতে পারে না।
১৯| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৩২
আখেনাটেন বলেছেন: স্বপ্ন তো হওয়ার কথা লাগাম ছাড়া। কেন তারে বেঁধে রাখা?
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: স্বপ্ন দেখার আগে আমার মনে হয় নিজের অবস্থানটাও দেখে নওয়া ভাল।
মন্তব্যের জন্য ধন্যবাদ আখেনাটেন।
২০| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে প্রিয় কবি।
২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৩২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাই।
২১| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: ভালো লেগেছে। +।
২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৩২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা।
২২| ২৮ শে মে, ২০১৭ রাত ৮:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
@ বিজন দা , ঠিক বলেছেন আপনার কথায় যথেষ্টে যুক্তি আছে ! আর আপনার কবিতা আগেও পড়েছি, এখনো আবার কয়েক লাইন পড়ে গেলাম ।
ধন্যবাদ।
২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ।
২৩| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
মানুষ স্বপ্ন দেখে, অন্যের দেখানো স্বপ্ন কখনো কখনো বাস্তব হতে পারে, হয়তো!
২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ গাজী ভাই।
২৪| ২৯ শে মে, ২০১৭ রাত ২:৪৯
জেন রসি বলেছেন: সবই আপেক্ষিক।
২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে ভালবাসাও আপেক্ষিক মনে হয়।
২৫| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:০৭
নতুন নকিব বলেছেন:
সুন্দর কবিতা। অভিনন্দন প্রিয় কবিকে।
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে ও অনেক শুভেচ্ছা নকিব ভাই।
২৬| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৪
কানিজ রিনা বলেছেন: টুকাই কতটা মুল্যয়ন করে ডাষ্টবিন থেকে
কুড়িয়ে পাওয়া কোনও কিছু। কুকুর বা কাক
কি জানে ফেলে দেওয়া খেয়ে শুধু পেট
ভরায়।
প্রেম পরম আত্ব্যায় মহত্ব্য পায় নোংরা ধন
ডাষ্টবিনে ফেলে দেয়। টোকাই কাক কুকুর
ভাগে ভাগ বসায়।
আপনার লিখায় নিজের অভিব্যক্তি প্রকাশ।
লেখার মর্মারথ বহু রকম অন্তরায়।
খুব ভাল লাগল। ধন্যবাদ।
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল। ধন্যবাদ রিনা আপু।
২৭| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:০৮
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো। ++
৩০ শে মে, ২০১৭ সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৭ সকাল ১১:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
স্বপ্নের ............ শিরোনাম ।। দেখবেন ,,,, এ মন্তব্য ডিলিট !