নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
আছি যোগাযোগহীন তাই বলে বলনা
মনে করিনা তোমাকে
রক্তের প্রতিটি বিন্দুতে উচ্চারিত হয় যে নাম
তা কি করে ভুলি বল?
তুমিওতো আর আমাকে মনে করনা
নাকি মন খারাপ হলে ভাব আমাকে নিয়ে
যাই কর যেটাই কর ভুলে যেতে চাও যদি
তবে ভুলে যাওয়ার আগে ঠিক তোমার মনের মাঝে কড়া নাড়বই।
ভুলে যাব ভুলে যেতে চাই মুখে এগুলো বলা যত সহজ
মন থেকে আসলে মুছে ফেলা কঠিনই বলব।
তারপরও মানুষের সহজাত প্রবৃত্তি ভুলে যাওয়া
তাই ভয়ও হয় মাঝে মাঝে সত্যি ভুলে যাও যদি!
আমিও চেয়েছি কোন এক অভিমানে তোমাকে ভুলতে
পেরেছি আর কই?
সেই ঘুরে ফিরে বার-বার তোমার ছবি
আরও বিশাল বড় ক্যানভাসে ভেসে উঠে মনের মাঝে।
মাঝে-মাঝে আকাশটাকেই ক্যানভাস বানিয়ে
তোমার ছবি তাতে একে দেই।
তুমি আমি আমরা কেউই এই পৃথিবীতে স্থায়ী নয়
তারপরও মান অভিমান নিয়েই আমাদের জীবন।
একদিন ঠিকই সব যোগাযোগ বন্ধ হবে
যে দিন এই নশ্বর পৃথিবীতে তুমি আমি কেউ একজন হয়তো থাকব না
তখন না হয় থেকো যোগাযোগহীন।
ভালবাসায় কি শুধু বুকে ধরে রাখে
অভিমানও ধরে রাখে শক্ত করে মনের ভেতর
ভালবাসাকে আরও প্রসারিত করতে।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৫১
মোস্তফা সোহেল বলেছেন: সেইটা কবি সাহেব আপনিই ভাল বলতে পারবেন।
প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই।
২| ২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫৯
সুমন কর বলেছেন: চাইলেই কি ভুলে থাকা যায় !!
কবিতা এবার মোটামুটি লাগল।
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন দা।
৩| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: তুমি আমি আমরা কেউই এই পৃথিবীতে স্থায়ী নয়
তারপরও মান অভিমান নিয়েই আমাদের জীবন।
সত্যি
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই।
৪| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫
আখেনাটেন বলেছেন: ভালবাসায় কি শুধু বুকে ধরে রাখে
অভিমানও ধরে রাখে শক্ত করে মনের ভেতর
ভালবাসাকে আরও প্রসারিত করতে।---ভালো লিখেছেন।
অভিমান তাতেই হয়, ভালোবাসা যাতে রয়......+++
২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান তাতেই হয়, ভালোবাসা যাতে রয়.....ঠিক বলেছেন আখেনাটেন । অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১:০০
নীলপরি বলেছেন: অভিমানও ধরে রাখে শক্ত করে মনের ভেতর
ভালবাসাকে আরও প্রসারিত করতে।
ভালো লাগলো । ++++++++
২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি। আপনার প্লাসে অনুপ্রানিত হলাম।
৬| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আবেগী কবিতা ভালা লাগল ভাইজান
২৯ শে মে, ২০১৭ দুপুর ২:০০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ছবি আপু।
৭| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:০৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো +++
আসলে চাইলেও সব কিছু ভুল যায় না।
৩০ শে মে, ২০১৭ সকাল ৮:৫১
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো। ভাল থাকুন সব সময়।
৮| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:২৯
ধ্রুবক আলো বলেছেন: নতুন নকিব ভাইয়ের নতুন পোস্টে আপনার কমেন্ট দেখলাম, আমি একটা কমেন্ট করে এসেছি যদি একটু দেখতেন।।
পোস্টটা আপনাকে উৎসর্গ করেছে, এর কারণ আসলে বুঝতে পারলামনা।
৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: নকিব ভাইকে আগের পোষ্টে আমি অনুরোধ করেছিলাম তারাবীর নামাজ নিয়ে দলীল ভিত্তিক একটি পোষ্ট দিতে । তার কারনেই হয়তো আমাকে পোষ্টটি উৎস্বর্গ করেছেন।
আপনার কমেন্ট এখনই দেখছি।
৯| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৪৮
তাসনুভা তাবাসসুম নাবা বলেছেন: "রক্তের প্রতিটি বিন্দুতে উচ্চারিত হয় যে নাম
তা কি করে ভুলি বল?"
তীব্র
৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪১
ধ্রুবক আলো বলেছেন: নবী করীম সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম মাটির ধারাই সৃষ্টি করেছেন আল্লাহ্ তায়ালা, তবে উনার ভেতর নূর আছে।
রাসূল (সঃ) নূরের তৈরী এ কথা নিয়ে অনেক বিভ্রান্তি এ দেশে তৈরি করে ফেলেছে কিছু জ্ঞানহীন মানুষ। ভাই এইজন্য কোনোরূপ তর্কে যাই না।
এমএআলী ভাইয়ের পোস্টে আপনার কমেন্ট দেখে।
১১| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:১০
ধ্রুবক আলো বলেছেন: ভাই, ফরিদ উদ্দিন আহমেদ ভাইয়ের পোষ্টে কমেন্ট করেছি যদি দেখতেন।
০৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: দেখছি ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালবাসায় কি শুধু বুকে ধরে রাখে
অভিমানও ধরে রাখে শক্ত করে মনের ভেতর
ভালবাসাকে আরও প্রসারিত করতে।
এটা তো ভালবাসার ক্ষেত্রে এনালগ সিগন্যাল কিন্তু
ডিজিটালেও কি এটার গ্রহন যোগ্যতা আছে !!!