নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ ** শখ **
অঙ্কুরোদগোমীত হয়ে
মৃত্তিকার বুক চিরে
আকাশের দিকে উর্ধ্বমূখী হতে চাইনি।
শখ হয়েছিল সূর্যকে দেখার
আর তাই মৃত্তিকার বুক চিরে
আকাশের দিকে উর্ধ্বমূখী হয়েছি।
এখন আমার প্রতিটি ক্ষন কাটে ভিশন ভয়ে
রোজ আমার দিকে দৃষ্টি দেয়
কত শত খুনীর চোঁখ।
২/ ** প্রকৃত শিক্ষা **
বিদ্যার সাগরে ডুব দিয়েও
তুমি এখনও বোঝ
না বিদ্যা কি ?
বিদ্যা মানুষের শক্তি
বিদ্যা হলো বোধ বুদ্ধি
আবার অল্প বিদ্যা ভয়ঙ্কর।
শিক্ষার আলোয় এখন সবাই আলোকিত
তবুও প্রকৃত শিক্ষা খুজে বেড়ায়
মানুষের হৃদয়ের গহীনে।
০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আলী ভাই। ছবি গুগল থেকে নেয়া।
২| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৬
প্রথমকথা বলেছেন: ভাল লাগল কবি।
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রথম কথা।
৩| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৩
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ কাব্য +++++++
০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
৪| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:০০
চাঁদগাজী বলেছেন:
শিক্ষা সময়োপযোগী হতে হবে, না হয় সারাক্ষণ পেছনে থাকতে হবে।
০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৬
মোস্তফা সোহেল বলেছেন: আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু প্রকৃত শিক্ষিত কি হচ্ছি?
৫| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৩
ওমেরা বলেছেন: শখ আর প্রকৃত শিক্ষা দুইটাই খুব ভাল লেগেছে । ধন্যবাদ ভাইয়া ।
০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ওমেরা।
৬| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪০
মানবী বলেছেন: "শখ হয়েছিল সূর্যকে দেখার
আর তাই মৃত্তিকার বুক চিরে
আকাশের দিকে উর্ধ্বমূখী হয়েছি"
- খুব সুন্দর!!
কাকতালীয় ভাবে আমারও ইদানীং সখ হয়েছে সূর্যকে দেখার :-)
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল।
অফটপিক:: আপনি আমাকে তারাবীহ নামায নিয়ে পোস্ট দিতে বলেছিলেন। পোস্ট দেবার মতো বিস্তারিত জ্ঞান নেই, তবে যেটুকু জানি তার সারমর্ম টা এই পোস্টে মন্তব্যের ঘরে জানিয়েছি। আপানকে জানানো প্রয়োজন মনে হলো।
০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য প্রথমে ধন্যবাদ মানবী আপু।
ঘর থেকে মনে হয় অনেক দিন বের হওয়া হয় না? আপনার সখ খুব তাড়াতাড়ি পূরন হোক।
নতুন নকিবের পোষ্টে আপনার মন্তব্যটি আমি পড়েছি আপু।
৭| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৩
সুমন কর বলেছেন: ১মটি ভালো লাগল।
০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
৮| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:২০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা ।
০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।
৯| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লাগলো +
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:১১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
১০| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০২
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: শিক্ষার আলোয় এখন সবাই আলোকিত
তবুও প্রকৃত শিক্ষা খুজে বেড়ায়
মানুষের হৃদয়ের গহীনে।
যথার্থ সত্যি বলেছেন ভাই মোস্তফা সোহেল।
মা’কে নিয়ে একটি কবিতা লিখেছি। সময় পেলে দেখে আসার অনুরোধ রইল।
০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মিন্টু ভাই । অবশ্যই দেখছি ভাইয়া।
১১| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:৪৩
নস্ট জীবন বলেছেন: দারুণ লিখছেন ভেই
০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।
১২| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি, আল্লাহর আকার না থাকা বিষয়ে একটা পোষ্ট দিয়েছি। আপনার আপত্তি উপরে থাকা দরকার মনে করে বিষয়টি আপনাকে জানালাম।
০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: দেখতেছি ভাইয়া।
১৩| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: শখ ভালোলাগলো।
০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
১৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৩৮
কুঁড়ের_বাদশা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ভাইয়া ।
০৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা ।
ছবিতে দেখা গাছ ও জায়গাটি খুব চেনা মনে হচ্ছে ।
শুভেচ্ছ রইল