নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
হয়তো ভাবতে পার ভালবাসা সহজ
প্রজাপতি কিংম্বা পাখি উড়তে দেখে
হয়তো ভাবতে পার তারা কত সহজেই উড়ে বেড়ায়।
তুমি কি পারবে অত সহজেই উড়তে?
যদি চাও তবে দিলাম দুটি ডানা
পারবে তো ডানায় ভর করে উড়তে
নাকি শেষে বলবে
আমি তো নই প্রজাপতি কিংম্বা পাখি।
ভেবে দেখেছ ভালবাসা কোথা থেকে আসে
যে ভালবাসে সেও কি জানে ভালবাসা কোথা থেকে আসে
কঠিন প্রশ্নই করলাম বুঝি?
জানতাম উত্তর দেবে শুনে হাসিনি
বললে তুমি ভালবাসা আসে বিশ্বাস থেকে
তাহলে বিশ্বাস আসে কোথা থেকে?
সেই পূরানো কথায় ফিরে যায়
ভালবাসা আসে স্বর্গ থেকে।
ভালবাসা যেখান থেকেই আসুক
ভালবাসারা ভাল থাকুক
দিবা-নিশি-অহর্নিশ।
১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:২৬
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তৌফিক ভাই।
২| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:১০
অশ্রুকারিগর বলেছেন: প্রচন্ড ভালো লাগল। ভালোবাসা ভালো থাকুক।
১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:২৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ অশ্রুকারিগর।
৩| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর প্রত্যাশা কবিতায়, ভালো লাগলো ভাই এবারো +++++
১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই।
৪| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসারা ভাল থাকুক
দিবা-নিশি-অহর্নিস।
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৫| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:০৪
বিজন রয় বলেছেন: ভালবাসা ভাল থাকুক দিবা-নিশি-অহর্নিস..............??
১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: বিজন দা জিজ্ঞাসা চিহ্ন দিলেন বুঝি নাই?
৬| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:১১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:৩১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
৭| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:১৫
ধ্রুবক আলো বলেছেন: বললে তুমি ভালবাসা আসে বিশ্বাস থেকে
তাহলে বিশ্বাস আসে কোথা থেকে?
একদম ইউনিক, অসাধারন লাগলো +++
১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। ধন্যবাদ ধ্রুবক আলো।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
৮| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:২৬
ধ্রুবক আলো বলেছেন: অহর্নিশ হবে অহর্নিস এর পরিবর্তে
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮
মোস্তফা সোহেল বলেছেন: বানানে আমি খুবই কাঁচা। ঠিক করে দিয়েছি ভাই।
৯| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: আজকের কবিতা কিন্তু মোটামুটি !
শুভ কামনা রইলো ।
১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: এত্ত এত্ত ভাল কবিতা কই পামু!
১০| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালবাসায় ভাল থাকুন।
১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন মাইদুল ভাই।
১১| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০৪
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
১২| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
সুখে থাকলে ভালো কবিতা আসে না, কিন্তু কষ্টে থাকলে খুব সুন্দর কবিতা হয় ।
১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে আমি মনে হয় সুখেই আছি। কি মজা। আইসেন আমার কাছে কিছু সুখ আপনারে দিমু শাহরিয়ার ভাই।
১৩| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: অবশ্যই। কেন নয় !! তারাতারি সুখ বিকাশ করুন ।
১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: অবশ্যই বিকাশ করমু তয় একটু সবুর করেন । সবুরে কি যেন ফলে।ডাবল লাভ হইব।
১৪| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
উম্মে সায়মা বলেছেন: কবিতা ভালো লেগেছে সোহেল ভাই। ভালো থাকুক ভালোবাসা.....
১৫ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা আপু।
১৫| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৯
খায়রুল আহসান বলেছেন: ভালবাসা আসে স্বর্গ থেকে - যিনি আমাদের ভালবেসে সৃষ্টি করেছেন, তাঁর ভালবাসাই মৌলিক ভালবাসা। সেটারই ভগ্নাংশ মাত্র আমাদের হৃদয়ে অবস্থান করে। সেটার কারণেই এত কিছু ঘটে যায়- এত আকর্ষণ বিকর্ষণের টানাপোড়েন চলে।
কবিতার ভাবনাগুলো ভাল লেগেছে।
২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯
তৌফিক বলেছেন:
ভালবাসা, ভাল থাকুক।
ভালবাসার মানুষটাও পাশে থাকুক।
ভাল লাগলো পড়ে,
অধম এই আমারে।