নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কারও কারও উষ্ণতার জন্য
অপেক্ষা করে থাকতেও
মনের ভেতর কি যে সুখ
তা কি আর বুঝিয়ে বলা যায়?
অপেক্ষার অবসান ঘটিয়ে
হয়তো আসবে না কেউ
দু বাহু দিয়ে জড়িয়ে ধরে
কেউ কানের কাছে মুখ লাগিয়ে
ফিসফিসিয়ে বলবে না
কেমন আছ তুমি।
একাকী স্বপ্ন দেখার মাঝেও ভাবি
তুমি আছ উষ্ণতার বাহু মেলে আমার চারপাশে।
চরাচরে বিষন্ন ভাব থাকে যখন
তখন সুখ পাখিও ওড়ে না।
মনের দেওয়াল বেয়ে কেউ
দৌড়ে বেড়ায় প্রতি নিয়ত।
ভালবাসর উষ্ণতায়
উজ্জিবিত সর্বসময় হওয়া যায় না।
মন খারাপের বায়না ধরে
তোমার মনের খবর নিতে চাই
বোঝ তো সবই
তবু ভালবাসার উষ্ণতা
কেন যে দাওনা ছড়িয়ে
মনের অলিতে গলিতে।
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ব্লগ মাষ্টার।
২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই, লাইক রইল
শুভ সকাল
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: শুভ সকাল নয়ন ভাই।
৩| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৯
সামু পাগলা০০৭ বলেছেন: সরল আবেগে মাখামাখি কবিতাটি বেশ লাগল!
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল। ধন্যবাদ সামু পাগলা০০৭।
৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উষ্ণতায় বাহু মেলে....
ভাল লাগল।
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো +
একটু টাইপো ।। স্বপ্ন !!
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই। বানান ঠিক করে দিয়েছি।
৬| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
উষ্ণতার বাহু মেলে আজকাল আর কেউ থাকে কি ?
তবুও কবি কবিতা লিখে যায় যদি কখনও কারো বাহুবন্ধনে তা ধরা পড়ে ! বোঝেন তো সবই ।
সহজ শব্দে সুন্দর কবিতা ।
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: উষ্ণতার বাহু মেলে আজকাল আর কেউ থাকে কি ?
ভাইয়া কঠিন প্রশ্ন করে ফেললেন। উত্তর সহজ ভাবেই দেওয়া যায়।তবে বিস্তর বলতে গেলে তা এলোমেলো হয়ে যাবে।
সত্য এটাই আজকাল উষ্ণতার বাহু মেলে আর কেই বা থাকে কার জন্য।কেউ থাকেনা । তবু মন হয়তো স্বপ্ন দেখে।
ভাল থাকুন ভাইয়া।
৭| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: মনের দেওয়াল বেয়ে কেউ
দৌড়ে বেড়ায় প্রতি নিয়ত।
যে মনের দেওয়ালে দৌড়ে বেড়ায় সে যেন বাস্তবে ধরা দেয় আপনার জীবনে। কেমন আছেন, ইদ কেমন কাটলো ?
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: মনের দেওয়ালে দৌড়ে বেড়ানো মানুষকে কি ধরা এতই সহজ?
ভাল আছি মাইদুল ভাই।আপনি কেমন আছেন?
ঈদ খুব ভাল কেটেছে।আপনার?
৮| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৯
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: অপূর্ণ চাওয়া গুলোকে উষ্কে দিলেন,,,,
ভালো লেগেছে।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সকল চাওয়া পূর্ন হোক । অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
৯| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১
ধ্রুবক আলো বলেছেন: একাকী স্বপ্ন দেখার মাঝেও ভাবি
তুমি আছ উষ্ণতার বাহু মেলে আমার চারপাশে।
ওহ, একদম অসাধারণ । প্লাস+
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আমার সাধারন লেখা গুলো যে আপনার কাছে ভাল লাগে এটাই আামার বড় পাওয়া।
অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।
১০| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬
সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা। +।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০০
মোস্তফা সোহেল বলেছেন: আমার কবিতাটি আপনার কাছে মিষ্টি লেগেছে জেনে খুব ভাল লাগছে। কাছে থাকলে মিষ্টি খাওয়াতাম দাদা।
১১| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগলো +
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাসে অনুপ্রানিত হলাম।অনেক ধন্যবাদ ভাইয়া।
১২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০
কাছের-মানুষ বলেছেন: কারও কারও উষ্ণতার জন্য
অপেক্ষা করে থাকতেও
মনের ভেতর কি যে সুখ
তা কি আর বুঝিয়ে বলা যায়?
কবিতা ভাল হয়েছে।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কাছের মানুষ।
১৩| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর কবিতা । ভালো লাগলো । ++++
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।
১৪| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সুন্দর।
মনের দেওয়াল বেয়ে কেউ
দৌড়ে বেড়ায় প্রতি নিয়ত -- ভাল বলেছেন।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
১৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:১৪
ওমেরা বলেছেন: সুন্দর আছে কবিতাটা ।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ওমেরা।
১৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৫২
জাহিদ অনিক বলেছেন: আহ ! উষ্ণতা
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১০
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জাহিদ ভাই।
১৮| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১২
জুন বলেছেন: চরাচরে বিষন্ন ভাব থাকে যখন
তখন সুখ পাখিও ওড়ে না।
এতদিন ঝাক বেধে ঘুঘুরা এসে খাবার খেয়ে যেত । আজ দুদিন ধরে খাবার পরে থাকে । ওরা আর আসে না মোস্তফা সোহেল ।
অনেক ভালোলাগলো বিষন্ন কবিতাটি ।
+
১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১২
মোস্তফা সোহেল বলেছেন: আশা করি আপনার ঘুঘু পাখি গুলো আবার খাবার খেতে এসে আপনার মন ভাল করে দিবে।
১৯| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কবিতায় সুন্দর ভাবনা। আবেগময় কথাগুলো ভালো লেগেছে।
১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০০
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লিখেছেন ।