নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** বর্ষায় ভিজি
মনের কষ্ট গুলি খুঁজি।
** এত দিনে
করতে পারলাম আচ
প্রকৃত বন্ধু
আমাদের গাছ।
** কি করে বলি
আছি ভালো
এখন ফেসবুকের ইন বক্সেও
কেউ বলে না হ্যালো।
** মন থেকে বলছি
শোন ভাই
ভালবাসায় কোন
স্বার্থ থাকতে নাই।
** কি হবে কবিতা লিখে
পার করে রাত
কবিদের নাকি
নাই কোন জাত।
** বুকের ভেতর ভালবাসার
নেই যে কোন ঘাটতি
তোমায় ছাড়া যাচ্ছে কেটে
সকাল থেকে রাতটি।
** ঝুম বৃষ্টিতে
ভিজবে আমার সাথে
এক গুচ্ছ কদম
দেব তোমার হাতে।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩২
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্য ও পাঠে অনেক শুভেচ্ছা জানবেন।
২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কাজ করছেন কবিতায় কোন রাজনীতির গন্ধ নাই ।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩২
মোস্তফা সোহেল বলেছেন: হ মামা, আমি রাজনীতি পছন্দ করিনা।
৩| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৩
কামরুন নাহার বীথি বলেছেন:
সবগুলোই ভাল লেগেছে, তবে বর্ষার দু'টো বেশী ভাল!!!
** বর্ষায় ভিজি
মনের কষ্ট গুলি খুঁজি।
** ঝুম বৃষ্টিতে
ভিজবে আমার সাথে
এক গুচ্ছ কদম
দেব তোমার হাতে। --- চমৎকার!!
২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৬
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বীথি আপু।
অনেক ভাল থাকুন।
৪| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
ভালই লিখেছেন।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মন থেকে বলছি
শোন ভাই
ভালবাসায় কোন
স্বার্থ থাকতে নাই।
এ কালের ছেমড়িরা তা বোঝে নারে ভায়া।
অুনকাব্য সুন্দর হয়েছে +++
শুভ কামনা কবি।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২
ধ্রুবক আলো বলেছেন: সবগুলোতে +++++
খুব সুন্দর লাগলো।
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর করে কেমনে লেখেন ভাই!! সবগুলো খুব সুন্দর কথায় সাজিয়েছেন। ভালো লাগলো।
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল নয়ন ভাই।
৮| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সনেট কবি বলেছেন: খুব সুন্দর অনুকাব্য হয়েছে প্রিয় কবি।এখন আমারো চেষ্টা করতে ইচ্ছে করছে।
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: নাম বদলিয়েন দেখছি ফরিদ ভাই।
আপনিও কবিতা ভাল লেখেন।
৯| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১০| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কি হবে কবিতা লিখে
পার করে রাত
কবিদের নাকি
নাই কোন জাত।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: তাই তো সবাই বলে সেলিম ভাই।
১১| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
সনেট কবি বলেছেন:
মোস্তফা সোহেল
কবিতার সমারোহে ‘জীবন্ত বৈচিত্র’;
ফুটেউঠে ঝিকি মিকি তুলির আঁচড়ে
অবিরাম ছুটে চলা নদীর মতন
পর্বতের পদছুঁয়ে সাগরে গড়ায়।
মুগ্ধতার শিহরণ ছন্দের নন্দন
কাননের অলিগলি। কবির কবিত্বে
পরিস্ফুট একালের আবেগ তাড়িত
ভাললাগা গেঁথে আছে পরতে পরতে।
অনন্তের আকর্ষণে নিরন্ত লিখন
অনবদ্য কবি এক মোস্তফা সোহেল
অনুভুতি মনে যার সাজানো সকল।
সোন্দর্যের বিকিরণ সতেজ প্রাণেতে
স্তরে স্তরে অনুকাব্য, আবৃতি আনন্দ
গতিময় পদ্যপাঠে, আবেগ আপ্লুত।
২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সব সনেট কম বেশি পড়েছি ভাইয়া। আপনি ভাল লেখেন এটা সবাই জানে।
আমি সনেট লিখতে পারিনা।
আমাকে নিয়ে আপনি যে সনেট লিখেছেন তা খুব সুন্দর হয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। আশা করি সব সময় এভাবেই ভালবেসে পাশে থাকবেন।
আপনার দীর্ঘ জীবনের প্রত্যাশা করছি।
১২| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: সবগুলো ভালো লাগলো +++
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৪
নীলপরি বলেছেন: প্রতিটাই ভালো । শেষেরটা বেশী ভালো লাগলো ।