নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
গান গাইতে কে না ভাল বাসে? যার মূখে কখনও গান শোনেননি সেই মানুষটিও মাঝে মাঝে আপন খেয়ালে মনে মনে গুন গুনিয়ে গান গেয়ে ওঠে।
আর বাথরুম সিঙ্গারের তো আমাদের দেশে অভাব নাই। আমিও ওই বাথরুম সিঙ্গারদের দলেই। আজ পর্যন্ত কারও সামনে গলা ছেড়ে গাইতে পারিনি।
লজ্জা লাগে খুব। তবে মাঝে মাঝে মনে হয় গলা যায় হোক সবার সামনে গলা খুলে গেয়ে ফেলি একটা গান।
কবিতা টুকটাক লিখলেও কখনও গান লেখা হয়নি। দু একটি লেখার চেষ্টা করেছি তবে সে গুলো আদৌ কোন গান হয়েছে কিনা জানিনা।
আগে নিজের মনেই নতুন কথা বসিয়ে নিজের সুরে গান গেয়ে উঠতাম। নিজের এমন দক্ষতা দেখে নিজেই বেশ পুলকিত হতাম! আজ আপনাদের সাথে আমার লেখা একটি গান শেয়ার করছি। গানটি উৎসর্গ করছি আমার প্রিয় ব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন ভাইকে।
নয়ন ভাই গানটিকে আপনি কাটছাট করে আরও সুন্দর করতে পারেন কিনা দেখবেন। আর এটিকে সুর করে গেয়ে আমাদের সাথে শেয়ার করবেন।
ভাল থাকুন নয়ন ভাই।
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুজছি
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে আবার আমি বুঝছি
যে হারিয়ে যায় সে তো আর আসে না ফিরে
জীবনের পদচারনায় সেতো শূন্য।
এখন আর রাত জেগে হয়না দেখা
ওই আকাশের চাঁদ তারা
জীবন আমি ভাবতে পারিনা কিছুতেই তুই ছাড়া
তুই ছাড়া মন আমার ভরা শুধু শূন্যতায়।
কতনা প্রহর কেটেছে শুধুই তোর জন্য
ভাবতে পারিনি এ জীবনে তুই ছাড়া কিছু অন্য
শেষমেস তাই জীবন আমার ভরা শুধু শূন্যতায়।
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুজছি
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে আবার আমি বুঝছি
যে হারিয়ে যায় সে তো আর আসে না ফিরে
জীবনের পদচারনায় সেতো শূন্য।
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই নিজ প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে যাবেন সেই কামনায় করি।
মন্তব্যের জন্য শাহরিয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বড় দায়িত্ব দিয়েছেন ভাই! জানিনা আপনার কথাটি কতটুকু রাখতে পারবো। গানটি নিয়ে গেলাম, যদি গাইতে পারি কোনরকম তো নিজেকে ধন্য মনে করবো। দোআ করবেন।
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: দায়িত্ব বলছেন কেন নয়ন ভাই। গানটি লেখার পরে আপনার কথা মনে হয়েছিল।
আপনার কাছে কথা চাইছি না। ছোট ভাই হিসেবে আবাদর করলাম। না রাখলেও সমস্যা নাই।
৩| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি অনেক অনেক কৃতজ্ঞ ভাই, অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে।
এই ভালোবাসা আমি যেন ধরে রাখার যোগ্য হতে পারি, সে কামনাই করি স্রষ্টার কাছে।
আমি, যখন কোন সুর পাই, মানে মনের অজান্তেই কিছু সুর কখনো কখনো ঘুরে বেড়ায় মনে, তখন সেই সুর টুকুকে গানে রূপ দিতে সুরের সাথে কথা বসাতে থাকি, এভাবেই আমার গান হয়। আমি কোন সুরকার নই, কোন অভিজ্ঞতাও নেই সুর সম্পর্কীয়। তবে গানের জন্য অপ্রতিরোধ্য ভালোবাসা সেই ছোটকাল থেকেই। গান গাইতেই ভালো লাগে আমার।
আপনার গানটি নিয়ে গেলাম, চেষ্টা করবো নিজের মতো করে গাইতে। দোআ করবেন।
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: চেষ্টা করবেন এতেই আমি খুশি। তাড়াহুড়োর দরকার নাই।
আপনার মুড ভাল থাকবে যখন তখন সুর দেওয়ার চেষ্টা করবেন।
সামুর প্রতি সামুর সব লেখকদের প্রতি ভালবাসাটা যেন অটুট থাকে সে দোয়াই করবেন ভাই।
অনেক ভাল থাকুন।
৪| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাল ছাড়ো না বন্ধু আমার কণ্ঠ ছাড়ো জোড়ে....
আপনার বেশি করে গান রেকর্ড করেন আমরা তা শুনে মন ভাল করি।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের জন্য দোয়া করবেন শাহাদাৎ ভাই।
৫| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সোহেল ভাই, আমি সুরকার নই, তবু গাই, শিল্পীদের গান যেমন মুখস্থ করে গাই, তেমনি নতুন কোন নিজের সুরে কথা সাজিয়েও গাই। জানিনা, কতটা হয়, আপনাদের ভালো লাগা আমাকে উৎসাহ প্রেরণা দিয়ে অনুপ্রাণিত করে, তাই হয়তো নতুন সৃষ্টি করতে আগ্রহী থাকি। আপনার গানটির কথা গুলো খুব সুন্দর সাজিয়েছেন, বেশি কিছু কাটছাট করতে হয়নি।
সেতো শূন্যই থেকে যায়
_মোস্তফা সোহেল
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে
আবার আমি খুজছি,
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে
আবার আমি বুঝছি।।
যে হারিয়ে যায়-
সে তো আর আসে না ফিরে।।
জীবনের পদচারনায় সেতো শূন্য,
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।
এখন আর রাত জেগে হয়না দেখা
ওই আকাশের চাঁদ তারা,
জীবন আমি আর ভাবতে পারিনা
কিছুতেই তুই ছাড়া।।
তুই ছাড়া মন আমার ভরা শুধু শূন্যতায়।
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।।
কতনা প্রহর আমার কেটেছে
শুধুই তোর জন্য,
ভাবতে পারিনি এই জীবনে
তুই ছাড়া কিছু অন্য।।
শেষমেস জীবন আমার ভরা শুধু শূন্যতায়।
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়...।।
হারিয়ে যাওয়া মানুষ গুলোকে
আবার আমি খুজছি,
হারিয়ে যাওয়ার ব্যাথাটাকে
আবার আমি বুঝছি।।
যে হারিয়ে যায়
সে তো আর আসে না ফিরে।।
জীবনের পদচারনায় সেতো শূন্য,
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়।। "--- এরকম সাজিয়েছি একটি সুরের সাথে। সুরটি গেয়ে শুনাবো আজই আশা করছি ভাই। দোআ করবেন।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই আমার কথায় আপনি যে গানটিতে সুর দেওয়ার চেষ্টা করছেন তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৬| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২
উম্মে সায়মা বলেছেন: বাহ! শোনার অপেক্ষায় রইলাম....
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: আশা করি আপনার অপেক্ষার অবসান খুব দ্রুতই হবে।
৭| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: এটা তো কবিতা হয়ে গেল
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাতে সুর দিলেও অনেক কবিতাও গান হয়।
৮| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৮
চিটাগং এক্সপ্রেস বলেছেন: সেই সুরের অপেক্ষায় রইলাম
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০১
মোস্তফা সোহেল বলেছেন: আশা করি নয়ন ভাই দ্রুতই আপনার অপেক্ষার অবসান ঘটাবেন। ধন্যবাদ।
৯| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১০
সুমন কর বলেছেন: হুম !!
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৩
মোস্তফা সোহেল বলেছেন: গানের কথা ভাল লাগে নাই বুঝি দাদা?
১০| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার গানটা আমি গেয়েছি, ভালো গাইতে পারিনি। গান আরো গাইলে সুরটা আরো ভালোভাবে ঠিক হবে।
সেতো শূন্য- সেতো শূন্যই থেকে যায়
সময় হলে একবার শুনার নিমন্ত্রণ।
আমি তো সুরকার বা কণ্ঠশিল্পী কোনটাই নই, তবুও নিজের মতো করেই গেয়ে রাখি আমার গানগুলি। আপনার গানটি সত্যিই খুব সুন্দর লিখেছেন। কোন প্রফেশনাল সুরকার ও কণ্ঠশিল্পী দ্বারা রেকর্ড করলে সুন্দর একটা হতে পারে। ধন্যবাদ আপনাকে সুন্দর গান উপহার দেয়ার জন্য। কৃতজ্ঞতা আপনার ভালোবাসায়।
২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আমি সময় করে আপনার গানটি শুনব। আমি অফিসের পিসিতে ব্লগিং করি।
আপাতত মোবাইল নাই।
এখন একটু বিজি পরে কথা হবে।
১১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই আগের আপলোড করা গানটি ডিলিট করে দিয়েছি।
আপনার গনটি- হারিয়ে যাওয়া মানুষ গুলোকে আবার আমি খুঁজছি
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: একটু পরেই মোবাইলে ডাউনলোড করে গানটি শুনব নয়ন ভাই।
১২| ২৫ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: নয়ন ভাইয়ের জন্য শুভকামনা।
অাপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা
ভালো থাকুন সব সময়।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ বাবু ভাই।
১৩| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০৯
কামরুন নাহার বীথি বলেছেন:
সোহেল ভাই এর লেখা আর নাঈম ভাই এর সুর দু'টোই ভাল লেগেছে।
সোহেল ভাই বলেছেন সবাই মিলে গান গাইতে।
কিন্তু তিনি নিজেই এখনও শুরু করেননি!!
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪২
মোস্তফা সোহেল বলেছেন: আমি বাথরুম সিঙ্গার এটাতো আগেই বলেছি বীথি আপু।
আমি অনেক আগে থেকেই গাওয়া শুরু করে দিয়েছি।
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
১৪| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের কথা ও সুর দুটোই ভালো লাগলো। অভিনন্দন গীতিকার এবং সুরকার ও গাওয়ক উভয়কে।
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: গানের কথা ভাল হয়েছে কিনা জানিনা তবে নয়ন ভাই খুব সুন্দর গেয়েছেন।
১৫| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২০
প্রামানিক বলেছেন: দুইজনকেই ধন্যবাদ জানাই, তবে গানটি শুনতে পেলাম না কারণ ওপেন হচ্ছে না।
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
১৬| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২
প্রামানিক বলেছেন: আবার চেষ্টা করার পর গানটি ওপেন হয়েছে এবং পুরোটাই শুনলাম। খুবই ভালো লাগল। ধন্যবাদ
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১০
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই সত্যি অনেক ভাল গেয়েছেন।
১৭| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, সুন্দর গান, সুন্দর সুর ও কন্ঠ। গীতিকার এবং সুরকার ও শিল্পীকে অভিনন্দন!
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আসলেই অনেক সুন্দর গেয়েছেন ভাইয়া।
১৮| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫
খায়রুল আহসান বলেছেন: উদ্যোগটাও সুন্দর তো বটেই। সবাইকে নিয়ে গান গাওয়ার এ শুভ উদ্যোগকে স্বাগত জানাই।
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
১৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৮
নীলপরি বলেছেন: লিরিকটা ভালো লাগলো ।
গানটা শুনলাম । সুরটা সুন্দর । আর উনি গেয়েছেনও খুব ভালো ।
আপনাদের দুজনকেই শুভকামনা ।
২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল নীলপরি।
২০| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০
ধ্রুবক আলো বলেছেন: দুজনকেই শুভ কামনা ও অভিনন্দন।
আপনাদের কষ্ট সফল হোক।
২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল বেশ ব্যাস্ত থাকেন । ঝড়ের বেগে আসেন আবার দেখি ঝড়ের বেগে চলে যান।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: নয়ন সাহেব একদিন দেশের বিখ্যাত গীতিকার হবেন।ওর গানগুলো মোটামুটি আমার ভালো লাগে। তবে, সে চেষ্টা করলে, আরো ভালো গান লিখতে পারবে ।
শুভ কামনা ।