নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
তাপসী,
অনেক দিন লিখিনা তোকে তাই না?
কি করব বল সময় পায়না যে।তুই যে ভয়টা পাস সেটা হয়তো সত্যি হতে পারে।বিয়ের পরে তোকে লেখার সময় হয়তো পাব না।
বিয়ে বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমাদের অভিবাবকরা অতটা চিন্তিত নয়।
আজ কালকের অভিবাবকরা শুধু ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়েই ভাবে,
ভাবে তারা কি ভাবে প্রতিষ্ঠিত হবে।এই ভাবনার ভেতরে তারা তাদের সন্তানের একাকিত্তের কথা একবারও ভাবে না।
আমি দেখেছি আমাদের সমাজে বেশির ভাগ অভিভাবকরা ইসলামের অন্য সব আহকাম মানতে সন্তানদের তাড়া দিলেও বিয়ের ব্যাপারে কোন কথা বলে না।
অথচ নামাজ ও সিয়ামের মত কোরানে আল্লাহ বিয়ের কথাও বলেছেন।
থাক এসব কথা আমরা কোন দিন অভিভাবক হলে ভাল অভিভাবক হওয়ার চেষ্টা করব।তুই কি বলিস?
তোকে এখন কেন লিখিনা কি নিয়ে আমি ব্যাস্ত তা তো তুই জানিস।যত ব্যাস্তই থাকি না কেন তার মাঝেও তোকে লিখতে ইচ্ছে করে।চেষ্টা করব মাঝে-মাঝে তোকে লিখতে।
আজ আর লিখছি না।ভাল থাকিস।
শেষে একটা কাব্য কনা হয়েই যাক-
কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে-ফুলে।
২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা তাপসী।
২| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে-ফুলে।
তাপসী কি কখনো এ চিঠি পড়বে !!
২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: আমার সব লেখা চিঠি তাপসী পড়েছে ।
৩| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: তাপসী এখন কোথায়?
২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: তাপসী এখন তার নিজের বাড়িতে।
৪| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪
আখেনাটেন বলেছেন: তাপসীকে ভালোবেসে কোন এক যুবক
লিখেছিল তুষার কণার মতো উড়ে চলা
শ্বেত-শুভ্র চিঠি এক
দূর্বা ঘাসের ডগায় জমা শিশিরের মতো
স্বচ্ছ্ ও নির্মল।
২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আহা ! চিঠির যুগ শেষ । তাপসীকে চিঠিটা তারাতারি পোষ্ট করে দেন । সুন্দর হয়েছে চিঠিটা +
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: একাকিত্তের*
চিঠি খুব একটা মনে ধরেনি
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১
নীলপরি বলেছেন: এর আগেও এরকম একটা চিঠির পোষ্ট মনে হয় পড়েছি । ফিলিংস শেয়ারের এই চিঠিটাও ভালো লাগলো ।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।
৮| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিঠিপত্তর লেখার সময়গুলো মনে করিয়ে দিলেন ভাই।
ভালো লিখেছেন।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: চিঠির আবেদন এখনকার ছেলে মেয়েরা বুঝবে না নয়ন ভাই।
৯| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪
জুন বলেছেন: মোস্তফা সোহেল,
আজ কালকের অভিবাবকরা শুধু ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়েই ভাবে, এটা শুধু বড় বেলায় নয় ইদানীংকার বাবা মা বিশেষ করে মায়েরা শিশু জন্ম নেয়ার আগে থেকেই সুস্থ স্বাভাবিক জীবন নয়, তাদের ক্যারিয়ার নিয়ে ভাবতে বসে। আর নার্সারী থাকতেই সন্তানদের সহপাঠিদের সাথে বন্ধুত্ব নয়, এক নোংরা প্রতিযোগীতায় লিপ্ত হতে বাধ্য করে। নিজেরা যা করতে পারেনি তাই পাওয়ার জন্য সন্তানদের উপর চাপিয়ে দেয় ক্যারিয়ার নামক বোঝা।
তাপসীকে লেখা চিঠি পড়ে মুগ্ধ হোলাম, তবে আপনার কবিতাটিও ভালোলাগলো অনেক।
কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে-ফুলে।
+
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: জুনাপু আপনি সময় করে লেখাটি পড়ে এত সুন্দর মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।
সব সময় ভাল থাকুন।অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
১০| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬
ধ্রুবক আলো বলেছেন: আমরা কোন দিন অভিভাবক হলে ভাল অভিভাবক হওয়ার চেষ্টা করব।
প্লাস+ ইউনিক একটা কথা।
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯
রিএ্যাক্ট বিডি বলেছেন: তাপসী