নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
আরেকটা বসন্তের আশায়
একটা জীবন পেরিয়ে এলে
তবু আসে কি বসন্ত?
আশায় আশায় বুক বেধে
শুধু ভাঙে বুক
এ ভাঙন এড়িয়ে যায় সব চোঁখ।
জীবনটা শত পৃষ্ঠায় আবর্ত
প্রতি পৃষ্ঠার ভাজে ভাজে
যে টুকুও সুখ থাকে
তা হারিয়ে যায় শত দুঃখের ভিড়ে।
প্রতিটি পৃষ্ঠা মাড়িয়ে
শেষ পৃষ্ঠাতেও ছিল না
সুখের কোন চিন্হ
তবে কি সুখ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
যে পৃষ্ঠাটা অদৃশ্য।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ ফাতেমা আপু।
২| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: জীবনটা শত পৃষ্ঠায় আবর্ত
প্রতি পৃষ্ঠার ভাজে ভাজে
যে টুকুও সুখ থাকে
তা হারিয়ে যায় শত দুঃখের ভিড়ে।
বাহ! খুব সুন্দর লিখেছেন +
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাস পেয়ে অনেক ভাল লাগল শাহরিয়ার ভাই।
অনেক ভাল থাকুন।
৩| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১০
কানিজ ফাতেমা বলেছেন: শেষ লাইন দুটি অনবদ্য-উদাহরণযোগ্য ।
অনেক অনেক ভাল লাগা রইল ।
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মন্তব্যে করার জন্য অনেক ধন্যবাদ কানিজ ফাতেমা আপু।
৪| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৭
ধ্রুবক আলো বলেছেন: তবে কি সুখ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
যে পৃষ্ঠাটা অদৃশ্য।
হ্যা ভাই, সেই পৃষ্ঠার অস্তিত্ব নাই!! শুধুই মরীচিকা!!
আর এ জীবনে বসন্ত.....!!!! হতাশান্ত
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
ভাল আছেন নিশ্চয়?
সুখের কথা বলে আর লাভ নাই । সুখ আমার কাছে আপেক্ষিক বিষয় মনে হয়।
৫| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খানি অন্যরকম হয়েছে ++++++++
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাস পেয়ে অনেক ভাল লাগল ভাই।
৬| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই, সুন্দর কথাগুলোই বলেছেন কাব্যরসে। মুগ্ধতা রইল ভাই।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
৭| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সোহেল ভাই, কেমন আছেন। ভালো থাকুন এই কামনাই করি।
ভাই, 'সাগর' নিয়ে সহজ সরল ভাষায় একটা গান লেখেন, আমি চেষ্টা করেও সাগর নিয়ে পারতেছি না। সুর পরে দেখা যাবে। যদি লেখেন তো জানাইয়েন।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২২
মোস্তফা সোহেল বলেছেন: জ্বী ভাই আল্লাহর রহমতে ভালই আছি।
আপনিও নিশ্চয় ভাল আছেন। আর আমি সবসময় কামনা করি আপনি অনেক ভাল থাকেন।
সাগর নিয়ে গান লিখতে গেলে তো সাগরের কাছে যেতে হবে।
তবে কুয়াকাটায় দেড় বছর আগে গিয়েছিলাম তখন মাথায় খুব সুন্দর কিছু কথামালা এসেছিল কিন্তু তা লিখে না রাখায় হারিয়ে গেছে।
আমার মনে অনেক লেখায় আসে কিন্তু আলসেমি করে লেখা হয় না। তাই অনেক লেখায় মনে এসে হারিয়ে যায়।
আপনি যখন বলেছেন তখন অবশ্যই চেষ্টা করব। তবে থিম নিয়ে আমি কখনও লিখিনি।
আর গানের পোষ্টে কিন্তু বলেছিলাম আমি গান তেমন লিখতে পারিনা।
ওই গানটাই ছিল আমার প্রথম গান।
যাইহোক আপনি আমার কথা মনে করে যে গান লেখার কথা বলেছেন তার জন্য নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে।
না এই ব্লগের কেউ এই সোহেলের কথা নিরবে মনে করে ও ভাবে।
ভাল থাকুন নয়ন ভাই। চেষ্টা করব যদি লিখতে পারি তবে অবশ্যই জানাবো।
আমার জন্য দোয়া করবেন।
৮| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: সুখগুলো অদৃশ্য বলেই ভাল । যে যার মত করে দৃশ্যায়ন করে নিতে পারে !
কবিতা ভাল লেগেছে ।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
৯| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
আশা করি ভাল আছেন?
১০| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
নীলপরি বলেছেন: তবে কি সুখ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
যে পৃষ্ঠাটা অদৃশ্য।[/sb
শেষের লাইন গুলো দারুন । ++++
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:১০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ নীলপরি।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে মোস্তফা ভাইয়া