নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
চকচকে সোনালি রংয়ের সোনা দেখে মেয়েদের মন লোভে লালিয়ে উঠে।মজার মজার খাবার দেখে লোভী পেটুকদের যেমন জিভে লালা চলে আসে ঠিক তেমনই সোনা দেখে মেয়েদের মনে লালা চলে আসে।সোনা যদি পরার জিনিস না হয়ে খাওয়ার জিনিস হত তবে প্রতিদিনই এদের কে সোনা খেতে না দিলে এরা যেন মরেই যেত! অদ্ভুদ একটা টান এই মেয়েদের সোনার প্রতি। সোনা ছাড়া এরা যেন কিছুই বোঝে না। তাদের কে কিছু না দিলেও সোনা তাদের দিতেই হবে। বিয়ের সময় যে মেয়ে যত সোনা পায় সে মেয়ে তত খুশি হয়। সোনা বিহীন কোন মেয়ের বিয়ে হয়েছে কিনা সন্ধেহ। বিয়ের সময় মেয়েদের সোনা দেওয়া যেন বাধ্যতা মূলক। যে মেয়ের কাছে সোনা বেশি থাকে সে মেয়ের মূল্যও যেন বেশি।কোন মেয়ের যদি সোনা হারিয়ে বা ছিনতাই হয়ে যায় তবে তার যেন অর্ধেক জীবন বেরিয়ে যায়। মেয়েরা তার জীবন দিতে প্রস্তুত তবে সোনা দিতে নয়।
কোন মেয়ে অসুস্থ তার রোগ কিছুতেই সারতে চাচ্ছে না? দুই ভরি সোনা নিয়ে তার কাছে যান এবং বলুন এই সোনা শুধুই তোমার,দেখবেন সেই অসুস্থ মেয়েটি কেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে।আজকাল শহরে খুবই সোনা ছিনতাই হয়। সে কারনে মেয়েরা সোনার বিকল্প ইমিটেশন ব্যবহার করছে। এতে অবশ্য তারা খুব অসস্থিতেই আছে। কারন আসল সোনা পরে তারা অন্যকে দেখাতে পারছে না। মেয়েরা সোনার কথা শুনলে তাদের মাথা যেন ঠিক থাকে না।যে করেই হোক বছরে অন্তত একবার সোনা না কিনতে পারলে তারা যেন কিছুতেই সস্থি পায়না। তার উপর ডিজাইন নিয়েও অনেক তালবাহানা ।আজ এ কানের দুল ভেঙে ওই ভাবির কানের দুলের মত বানাতে হবে। কাল আবার ওটা ভেঙে আরেক ভাবির কানের দুলের ডিজাইনের মত করা।এমনই ভাবে চলে তাদের দিন।
সোনার যদি একটু কম দাম হত তাহলে মেয়েরা কেজি কেজি সোনা কিনে তা দিয়ে অলংকার বানিয়ে সারা শরীরে ঝুলিয়ে বসে থাকত।নাওয়া খাওয়াও লাগত না।কয়েক মাস আগে আমাদের এখানে একটি লোকাল পত্রিকায় পড়েছিলাম, দুজন মহিলা এক গ্রামে গিয়ে ইমিটেশন বের করে বাড়ির মহিলাদের কাছে দেখিয়ে বলল,আপা অনেক দূর থেইক্যা আইছি এই সোনা গুলি বিক্রি কইরা আবার বাসায় চইলা যামু।অনেকে বলল নেবনা। তারা বলল দাম খুব কম নেব।দাম কম শুনে তারা যে যা পারল আগে ভাগে কিনে নিল।পরে তারা সেই সোনা স্বর্নকারের কাছে নিয়ে গেলে স্বর্নকার বলল,এগুলো আসল নয়।তারপর তারা টাকা হারানোর শোকে কেঁদে কেটে আকাশ বাতাস ভারি করতে লাগল।
আপুদের বলছি,সোনা সোনা করে পাগল হবেন না। আপনাদের এই সোনা গহনা দিতে গিয়ে ভাই গুলো আমার বড়ই অসহায় হয়ে পড়েন।
সোনার বিকল্প ইমিটেশন ব্যবহার করুন।এতে করে আপনাদের সোনার চাহিদও কিছুটা পূরন হবে। আমার ভাইয়াদের ও পকেটের টাকা বাঁচবে।
২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না রাজীব ভাই। তবে এটা ঠিক স্বর্ন মেয়েদের আর্থিক সাপোর্ট দেয়।
ভাল থাকুন।
২| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১
মানিজার বলেছেন:
মুজা পেলাম ।
২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি রম্য করেই লেখা। মজা পেয়েছেন জেনে খুশি হইলাম মানিজার সাহেব।
৩| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১
রানা সাহেব বলেছেন: হাহাহা
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রানা ভাই।
৪| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪
শ্রোডিঙ্গার বলেছেন: হাাহাহা!
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬
ওমেরা বলেছেন: সব মেয়ে না তবে অধিকাংশ মেয়েরা। আমাদের ফ্যামেলীতে ,আমি ও এক ভাবী কোন অলংকার ব্যবহার করি না , আমার আপু মাঝামাঝি , আর আমার বড় ভাবী বছরে একবার না কয়েকবার তার কিনতেই হবে ।
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১
মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে অনেক মেয়েই সোনা গয়না পরতে পছন্দ করে না। বা এসব সোনা গয়না নিয়ে অত মাথা ঘামায় না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ওমেরা ওরফে আফরা আপু।
৬| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩
প্রশ্নবোধক (?) বলেছেন: এত দিনে বুঝলাম কেন মেয়েরা ফেডারেল রিজার্ভের মত আচরণ করে।
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্বর্ণ যেমন অলংকার তেমনি ভবিষ্যতের সম্বল।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫
সুমন কর বলেছেন: সব মেয়ে কিন্তু আবার স্বর্ণের প্রতি দূবর্ল নয়। যা হোক, ভালো লিখেছ। মজার ছিল।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
৯| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: রম্য ভাল লেগেছে, তবে ভাবছি, এত কিছু জানলেন কী করে?
২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: রম্য আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল ভাইয়া।
এত কিছু কি করে জানলাম তা আমি নিজেই জানিনা।
লেখাটি অনেক আগে লেখা।
ভাল থাকুন ভাইয়া।
১০| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: মেয়েরা চিরকাল স্বর্ণের প্রিতি দুর্বল। এক প্রকার ভাল লেগেছে।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
১১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯
সোহানী বলেছেন: হায় হায় এটা কি বললেন.... সব মেয়েদেরতো দেখি একই দাড়িপাল্লায় ফেলে দিলেন।
মূলত মেয়েরা সম্পদ হিসেবে স্বর্নকে দেখে। এবং বিয়েতে স্বর্ন নেয়ার পিছনে যে কারন তা হলো, মোটামুটি আমরা বা ভারতীয় মেয়েরা স্বামীদের উপর ডিপেন্ড করে। নিজস্ব আয় থাকে না বললেই চলে তাই বিয়েতে তা নিয়ে নিজস্ব সম্পদ গড়ার চেস্টা করে। তাই এটাকে অনেকটা প্রীতি হিসেবেও ধরা যায়। তবে অনেক মহিলাদের এটা একটা নেশা যাদের অঢেল টাকা আছে। স্বর্ন এর ভরি এখন কত? জানা নাই... ৫০ হাজারের উপরতো বটে..... এটা শখ হিসেবে নেয়ার সামর্থ্য কতজনের আছে? খুব কম। তাই ইমিটেশনই ভরসা।
২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: সোহানী আপু, এটি রম্য তা আমি বলেছি।
তবে এটা তো অস্বীকার করার উপায় নাই মেয়েরা সোনার পাগল।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন প্রামানিক ভাই।
১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
কালো আগন্তুক বলেছেন: হাহাহা। পড়ে মজা পেলাম। বেশ মৌলিক টপিক বটে!
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
নীলপরি বলেছেন: সবাই একরকম না । তবে আপনার লেখাটা ভালো লাগলো ।
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: সবাই এক রকম এটা আমিও কিন্তু বলিনি।
লেখাটি পড়ে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ নীলপরি।
শুভ কামনা জানবেন সব সময়।
১৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা বাবু ভাইয়া।
১৬| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে, সুন্দর বলেছেন ভাই। আসলেই ৯৯% মেয়েদের সোনার প্রতি লোভ অতিরিক্ত।
তবে, আমি এক ব্যতিক্রম অভিজ্ঞতা জানাতে চাই। আমার অভাগা বৌ-এর বিবাহ হইছে সোনা ছাড়া! সোনা ছাড়া বলতে শুধু নাকফুল ছিল স্বর্ণ, তাও নানীর কিনে দেয়া। আমি কিছুই দিতে পারিনি সেদিন শুধু তিনবার কবুল দেয়া ছাড়া! পনেরো বছর বিয়ে করেছি, এক ছেলে এগারো বছর চলছে। আজ পর্যন্ত বৌ কোনদিন স্বর্ণালংকার কেনার বায়না ধরেনি। আমার বৌয়ের কপলা খারাপ আমার মতো একজন বেরসিক স্বামী পেয়েছে......!!
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: আপনি যদি বেরসিক হন ভাই তাহলে কোন মানুষের মাঝেই রস নাই। এত কাব্য-গান যে রচিতে পারে সে বেরসিক হয় কি করে?
যায় হোক আপনি খুব লাকি ভাবিকে পেয়ে।
আপনার ছেলের নামটা জানতে পারি?
অনেক আদর আর ভালবাসা তার জন্য।
১৭| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছেলের নাম অবশ্যই জানতে পারেন ভাই
আরিফ শাহরিয়ার আমি 'জয়' নামেই ডাকি, ছেলের স্কুলের বন্ধুরা তাকে 'আকাশ' নামে ডাকে।
দোআ করবেন ভাই।
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: খুবই সুন্দর নাম।
দোয়া করি জয় যেন খুব খুব এক জন ভালো মানুষ হয়।
১৮| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: স্বর্ণের এতই দাম?
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: এখন তো মনে হয় স্বর্নের দাম একটু বেশিই বিজন দা।
তবে যাদের অনেক টাকা আছে তাদের কাছে দাম কিছুই নয়।
১৯| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
মেয়েদের জন্য স্বর্ণ হলো সামান্য নিরপত্তা; অনেক মেয়ে হয়তো না জেনেই সেই নিরপত্তাটুকু পাওয়ার জন্য উৎগ্রীব
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ঠিকই বলেছে গাজী ভাই।
অনেক ভাল থাকুন।
২০| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ..... রম্য ভালো লেগেছে !!
ভালো আছেন নিশ্চয় !!
২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: এই তো কেটে যাচ্ছে দিন!
রম্য আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল শাহরিয়ার ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: মেয়েদের স্বর্ণ পছন্দ কারন- এটা ভবিষ্যতের চাবি।