নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কামালকে পাত্রীপক্ষ দেখতে এসেছেন।পাত্রী পক্ষ থেকে মোট চার জন এসেছেন।কামালের খুব লজ্জা লাগছে মেহমানদের সামনে যেতে ।
এর আগে কামাল এভাবে কারও সামনে যায়নি। কামালের বয়স মাত্র বিশ বছর।এত অল্প বয়সে মা-বাবা কেন যে ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন সেটা কামাল বুঝতে পারছে না।
কি ব্যাপার এখনও লুঙ্গি পরে বসে আছিস কেন? মেহমানরা এসে বসে আছে তাড়াতাড়ি প্যান্ট-শার্ট পরে নে।
মায়ের কথায় সৎবিৎ ফিরে পায় কামাল। তারপর আলনা থেকে নতুন শার্টটা নিয়ে পরে।
প্যান্ট পরে ইন করে কামাল আয়নার সামনে দাড়ায়।কামালের নিজেকে নিজের কাছে একেবারে খারাপ লাগে না।কামাল ভাবে পাত্রী পক্ষ যদি তাকে পছন্দ করে ফেলেন, তাহলে কি মা-বাবা তার বিয়ে দিয়ে দেবে? কেন যে কামাল ছেলে হয়ে পৃথিবীতে জন্মেছিল বুঝতে পারে না।
কামাল পুরোপুরি রেডি হয়ে ড্রইং রুমে যায়। তিন জন বয়স্ক মহিলা ও এক জনের বয়স কম, এই হয়তো পাত্রী কমাল অনুমান করে।
তারপর মনে-মনে ভাবে, এর সাথে বিয়ে হলে খারাপ হবে না মা-বাবার চয়েজ আছে।
তোমার নাম কি?
ডান দিকের সোফায় বসে থাকা বয়স্ক মহিলা কামালের দিকে তাকিয়ে জানতে চাইলেন।
কামাল নরম গলায় তার নামটি বলল।
তা কিসে পড়?
এবার বাম দিকের সোফায় বসে থাকা মহিলাটি জিজ্ঞেস করলেন।
ইন্টারমিডিয়েট পড়ছি।
তোমার পায়ের কাপড়টা একটু উচু করতো, এমন কথায় কামাল লজ্জায় পড়ে গেল। বাম সাইডের মহিলাটি বলল, না মানে আজকাল অনেক ছেলেরই আর্সেনিক হচ্ছে তো তাই একটু দেখে নেওয়াই ভাল।ডান পাশের মহিলা কামালের পায়ের কাপড় কিছুটা উচু করে কি সব দেখল তারপর হাতের তলা দেখল।
কামালের মন হচ্ছে সে যেন হাটের পন্য।বাম সাইডের মহিলা আবার কামালের উদ্দেশ্যে বললেন, বাবা একটু হেটে দেখাও তো।
কামালের অনিচ্ছা থাকা সত্তেও মা-বাবার জন্য তাকে হাটতে হল ওদের সামনে।
শেষে তিনারা বললেন, ছেলে পছন্দ হয়েছে।এই বলে সেই মেয়েটিকে দিয়ে কামালের হাতে আংটি পরিয়ে দিল।কামালের এই বিয়েতে কোন মত নেই।মা-বাবা তাকে জোর করেই বিয়ে দিয়ে দিচ্ছেন।কামাল মনে-মনে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, কেন যে সে মেয়ে হল না।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে মনে হয় আপনার ভাল লেগেছে!
পড়ে আপনার অনুভুতি জানিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
মোস্তফা সোহেল বলেছেন: কামালের কত্ত দুঃখ আর আপনি হাসতাছেন!
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
এম ডি মুসা বলেছেন: মজা লাগছে লখক।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মুসা ভাই।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: পাত্রীর বয়স কত জানাইলেন না তো!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
মোস্তফা সোহেল বলেছেন: তাই তো! পাত্রীর বয়স কত তা তো আমিও জানিনা।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবনা খারাপ নয়। তবে এই রকম কোন কালেও হবে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মন্তব্যে করার জন্য অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই।
ভাল থাকুন।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল আমিত ভাবছি মেয়ে বিয়ে
দেওয়ার আগে পাত্রকে ব্লাড টেষ্ট করাব।
ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
মোস্তফা সোহেল বলেছেন: অবশ্যই ব্লাড টেষ্ট করাবেন। বলা যায়না কোন কিছুই!
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১১
মিরোরডডল বলেছেন: funny
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন । আমার জন্য ২০২২ সাল অনেক দেখি ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১
মোস্তফা সোহেল বলেছেন: শাহরিয়ার ভাই আপনার জন্য এমন কিছু হবে আশা করি।
তখনকার জন্য শুভ কামনা রইল।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই ২২০০ সালে বুঝি সবকিছু উল্টাপাল্টা হবে...!!
ভালো জানান দিছেন ভাই। ভালো লাগলো
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই এ দেশে উল্টাপাল্টা কত কিছুই তো হচ্ছে।
এমনটা হলে অবাক হওয়ার কিছু নেই।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
হারানোপ্রেম বলেছেন: jevabe social media te manus juke jasse tate 2200 sal a meye cele k dekbe bassbook a..
pant uchu kore dekte hobe na....
moja paisi..
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার লেখাটি পড়ে মজা লেগেছে জেনে ভাল লাগল।
ভাল থাকুন।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
আবদুল মমিন বলেছেন: আরে ভাই এটার জন্য ২২০০ যাওয়া লাগবেনা অলরেডি শুরু হয়ে গেছে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
মোস্তফা সোহেল বলেছেন: ঠিকই বলেছেন ভাই, অলরেডি শুরু হয়ে গেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
উদাস মাঝি বলেছেন: এইডা কুন দ্যাশের আইন ?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: এইডা সব সম্ভবের দেশের আঈন!
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
আখেনাটেন বলেছেন: বেশ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরকম হইলে ছেলেরা বিয়েই করবে না। আত্মমর্যাদা বলে কিছু একটা আছে ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কপালে যেন এমন হয় সে কামনায় করছি অয়ন ভাই।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
হা হা হা
চমৎকার কল্পোনা
পড়লাম ভালোলাগলো
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল বাবু ভাই।
ভাল থাকুন।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: হাহাহা...........এমনটি আগেও পড়েছিলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: এই থিমে অনেক লেখায় আছে সুমন দা।
আমি লেখাটি লিখেছি দশ বছরও আগে মনে হয়।
অনেক দিন পরে লেখাটি সামনে পড়ল তাই শেয়ার করলাম।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫
গড়াই নদীর তীরে বলেছেন: রোকেয়া বেগমের "সুলতানার স্বপ্ন" বাস্তবায়ন করে দিলেন নাকি? তা এত দেরীতে কেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: রোকেয়া বেগমের সুলতানার স্বপ্ন লেখাটি আমার পড়া নেই।
সুলতানার স্বপ্ন পুরন হরে তো ভালই।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাবলীল লেখা। ২২০০ সালে ছেলেরা এরকম হবে? বেগম রোকেয়া তাঁর গল্পেও ছেলেদের এরকম দেখিয়েছেন আমি বইটা পড়ি নি তবে এর উপর একটা নাটক করা হয়েছিল, সেটা দেখেছি।
হাত ভালো আপনার।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্যে করার জন্য অনেক ধন্যবাদ খলিল ভাই।
২২০০ সালে ছেলেদের কপালে কি আছে জানিনা।
তবে বর্তমানে বিয়ে করতে গেলে ছেলেদের তো অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৬
খালিদ হাসান মিলু বলেছেন: এত বিনুদুন কই রাখবো ভাই? আসলে সেই সময় আসতে মনে হয় আর বেশিদিন নেই যেখানে ছেলেরাই হবে হাটের পণ্য। হাহাহা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: এত্ত বিনোদন কই আর রাখবেন মিলু ভাই, সব সামুতে ঢেলে দিন।
ভাল থাকুন।
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
নীলপরি বলেছেন: অসাধারণ ভাবনা । ভালো লাগলো ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।
ভাল থাকুন।
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
জাহিদ অনিক বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাত ভালো আপনার।
উনি লেখার হাত বুঝিয়েছেন। আমি সেটা বুঝব কেন ! আপনার হাত ভাল, যেকোন দিন কোন পাত্রী পক্ষ এসে আপনার সুন্দর হাতেও আংটি পড়িয়ে যেতে পারে !
রম্য ভাল লাগলো ভাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: অনিক ভাই, কথা কিন্তু সত্য আমার হাত ভাল মানে অনেক সুন্দর। ওই যে কারও চোঁখ সুন্দর,কারও দাঁত সুন্দর,কারও ঠোট সুন্দর,কেউ সামনে থেকে সুন্দর,কেউ পেছন থেকে সুন্দর। আর আমার শুধু হাত সুন্দর!
কিন্তু আমার কপাল খুবই খারাপ।আপনি যেহেতু বলেছেন কেউ আংটি পরিয়ে যেতে পারে তবে তাই যেন হয়। আমি আংটি পরার অপেক্ষায় রইলাম।
রম্য ভাল লেগেছে জেনে ভাল লাগল।
খুব ভাল থাকুন।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । সুইট রিভার্স !!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
ওমেরা বলেছেন: সে সময় তো আর থাকব না -- গল্পে আবস্থা জানা হল ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: বর্তমান অবস্থা দেখেই মানুষ ভবিষৎ বিষয়ে আগাম ধারনা করে।
ভাল থাকুন আফরা আপু।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
ধ্রুবক আলো বলেছেন: পুরো বিপরীত ঘটনা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল শুনি আয়োজন করে মেয়ে দেখার মত করে ছেলেও দেখা হয়।
২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোস্তফা ভাই, আপনার কাহিনী তো বললেন না। আপনাকে দেখতে আসে নাই পাত্রীপক্ষ?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
মোস্তফা সোহেল বলেছেন: নারে ভাই, আমি যখন পাত্রীদের বাসায় গেছিলাম তখনই পাত্রী পক্ষ আমাকে দেখে নেয়।
২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: হা হা হা, বেশ মজার ভাবনা তো!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে আপনি মজা পেয়েছেন জেনে অনেক ভাল লাগল ভাইয়া।
অনেক ভাল থাকুন।
২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
ধ্রুবক আলো বলেছেন: ভাই যে যুগ আসছে, এমন ঘটনা ঘটে স্বাভাবিক।
জাগো গো পুরুষ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: পুরুষরা আর জাগবে না।
তারা জেগেই ঘুমিয়ে পড়েছে।
২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭
ডার্ক ম্যান বলেছেন: ঐ সময়ে বিয়ে প্রথা থাকবে কিনা সেটাও চিন্তার বিষয়।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: এখনও তো লিভটুগেদার হচ্ছে অহরহ।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রচলিত ধারার বিপরীত চিন্তার গল্প মন্দ নয়।