নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
রোহিঙ্গা নিয়ে সমস্যার সমাধান কবে?
নয় লক্ষ ঢুকে পড়েছে এখনও আসছে রোহিঙ্গারা!সামনে আরও হয়তো আসবে।ছোট্ট একটা দেশে এত মানুষ ঢুকে পড়লে সে দেশের অর্থনীতি যে একটা বড় ধাক্কা খাবে তা যে কেউই বলতে পারবে।রোহিঙ্গ সমস্যার সমাধান কবে হবে তা কেউ বলতে পারে না।সাবাই আসছেন ভিক্ষার ঝুলি নিয়ে।রোহিঙ্গা যতদিন এ দেশে থাকবে তারা ভিক্ষা দিয়ে যাবেন।কিন্তু রোহিঙ্গাদের নিয়ে স্থায়ী সমাধান দ্রুত কি ভাবে করা যায় তা কেউই বলছে না।মায়ানমারের প্রতিবেশি দেশ চীন-জাপান-ভারত রোহিঙ্গাদের ব্যাপারে বড্ড উদাসীন।আমরা এখন সবাই উপর ওয়ালার উপর ভরসা করেই বসে আছি।তিনি নিজ হাতে যে দিন এই সমস্যার সমাধান করবেন সেদিনই এই সমস্যার সমাধান হবে। সেই দিনটি কবে তা কেউই বলতে পারবে না।
মানুষ কেন এত নির্মম!!!
সিলেটে রাজন হত্যার পরে এ দেশে আরও অনেক শিশুকেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে।এই তো ময়মনসিংহের শ্রীরামপুর গ্রামে গত সোমবার সাগর নামের এক কিশোরকে চুরির অভিযোগে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে।জানিনা সাগর নামের ছেলেটি কি চুরি করেছিল।কতই বা মূল্য ছিল তার।
তাই বলে চুরির জন্য একজন মানুষকে বেধড়ক পিটিয়ে হত্যা করবে!দেশে তো আঈন আছে,আঈন প্রয়োগের জন্য পুলিশ আছে।তাহলে কি চুরির অভিযোগে একজন মানুষকে মেরে না ফেলে পুলিশের কাছে দেওয়া যেত না?
এই সব ঘটনা পত্রিকার পাতায়,খবরে টিভির পর্দায় দেখলে খুব খারাপ লাগে।মনে একটা প্রশ্নই জাগে,মানুষ কেন এত নির্মম?
আগামীকাল ইত্যাদি
বুদ্ধি হওয়ার পর থেকেই ইত্যাদি দেখছি।বিশেষ কারন ছাড়া কোন ইত্যাদি দেখা মিস করিনা।হানিফ সংকেতের উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কঠিন।তবে অনেকে অভিযোগ করেন ইত্যাদি নাকি আগের মত জমে না। একটি অনুষ্ঠান দীর্ঘ দিন যাবত চালিয়ে গেলে তার দু একটি পর্ব একটু ডাউন হওয়াটাই স্বাভাবিক।তবে আমার কাছে কোন পর্বই খারাপ লাগে না। হানিফ সংকেত চেষ্টা করেন প্রতিটি পর্বের মাধ্যমেই মানুষকে অনেক বিষয়ে শিক্ষা দিতে।আমি বলব ইত্যাদির প্রতিদ্বন্দী শুধু ইত্যাদিই।
আপনার এই অতি প্রিয় অনুষ্ঠানটির নতুন একটি পর্ব প্রচারিত হবে আগামীকাল বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের পর।
সময় করে সকলেই দেখবেন আশা করি।
এই তো যাচ্ছে কেটে দিন!
দিন গুলো এখন যেন চলেও চলছে না। প্রতিটি পদক্ষেপ ফেলার আগে দশবার ভাবতে হয়।চারিদিকে দ্রব্য মূল্যের প্রতিযোগীতা চলছে।চালের বাজার অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়াতে সব কিছুর দাম উর্ধ্বমূখী।আটার দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ৮ টাকা।শাক-সবজির বাজারে তো আগুন।
এক জন সাধারন আয়ের মানুষ কি ভাবে চলবে এই বর্তমান বাজারে?
চারিদিকের পরিস্থিতি দেখে নিজেকে বড়ই অসহায় মনে হয়।তবুও বলতে হয়।
এই তো যাচ্ছে কেটে দিন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধ্যবাদ নয়ন ভাই।
আমরা দিন দিন অমানবিক হয়ে যাচ্ছি।
দেশে আঈনের প্রয়োগ যদি যথাযথো হত তবে মনে হয় এই সব নির্মম ঘটনা বার বার ঘটত না।
সুন্দর একটা দিনের প্রত্যাশায় আছি।
জানিনা সেই দিন কোন দিন দেখে যেতে পারব কিনা।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
উদাস মাঝি বলেছেন: এক পোস্টেই এত সমস্যার কথা তুলে ধরলেন,
আরে ভাই আমরা এমনিতেই যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি_ সেখানে আবার আপনি আঘাত করলেন !
পারলে ২-১টা আশার কথা-কিছু প্রাপ্তির কিংবা,মন ভাল করার কথা বলেন
ইত্যাদি আর আগের মত ভাল্লাগে নাহ-
ভাল থাকবেন সোহেল ভাই
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
মোস্তফা সোহেল বলেছেন: উদাস মাঝি, আশার কথা লিখলে তখন হয়তো বলতেন,চারিদিকে এত সমস্যা এর মাঝে আপনি আশা দেখেন কেমনে।
যায় হোক আমি সমস্যার কথা লিখলাম আপনি বা অন্য কেউ হয়তো আশার কথা লিখবেন।
এত এত নিরাশার মাঝে আশা আর দেখতে পাই নারে ভাই।
ভাল থাকুন।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
তারেক ফাহিম বলেছেন: এত সমস্যা এক পোষ্টে!
আলাদা করে কিছু লিখলে সাথে কিছু মশলা দিলেইতো 3টি পোষ্ট দিতে পারতেন।
তবে বুঝা যায় আপনি যে পাকা ব্লাগার।
ধন্যবাদ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: ফাহিম ভাই মাত্র তো কয়েকটি সমস্যার কথা বলেছি।
আর সবার লেখার ধরন তো এক নয়।একেক জনের লেখার ধরন একেক রকমের।
আমাকে পাকা ব্লাগর বলে লজ্জা দিলেন ভাই।
ভাল থাকুন।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
উদাস মাঝি বলেছেন: চারিদিকে এত সঙ্কট এই হতাশার মাঝে
ফেবুকে আমার ১৫০জন ফ্রেন্ড পুর্তি হইসে (আলহামদুলিল্লাহ্&zwnj
এইডা একটা আশার ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: প্লিজ এ্যাড মি!
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
নিরাপদ দেশ চাই বলেছেন: এই সমস্যা সমাধানের দ্বায়িত্ব বাংলাদেশ সরকারের। রোহিঙ্গাদের ইউজ করে বিদেশী অনুদান লুটপাঠের মনোবাসনা যদি ত্যাগ করতে পারে তবেই এই সমস্যার সমাধান হবে নতুবা না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যপারে অব্যহত চাপ দিতে হবে জাতিসংঘকে। চীন রাশিয়ায় গিয়ে তাদেরকে পাশে জন্য রাজী করাতে হবে। এখন পর্যন্ত শুনিনি যে রাসিয়া বা চীনের সাথে বাংলাদেশ সরকার কথা বলার উদ্যোগ নিয়েছে। মালেশিয়া, তুরস্ক , ইন্দোনেশিয়ার মত শক্তিসালী মুস্লিম দেশগুলো যেহেতু পাশে ত্থাকার আশ্বাস দিয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। মিয়াম্মারের সুচীর যেহেতু কোন পাওয়ার নাই তাই তার সাথে কথা বলে সময় নষ্ট করার মানে নাই। মিয়ান্মারের সেনাবাহিনীকে সঠিক রাস্তায় আনতে হলে এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিশ্বকে একাট্টা করতে হবে। ডক্টর ইউনুসকে প্রধান্মন্ত্রীর বিশেষ দুত বানিয়ে বিভিন্ন দেশে পাঠালে এই আলোচনার প্রক্রিয়া অনেকাংশেই সহজ হয়ে আসবে।
সরকার দশ লাখ রোহিঙ্গার সাথে খাওয়া ভাগাভগি করার যে প্রস্তাব দিয়েছে তা বুমেরাং হবে সরকারের জন্য। অলরেডী কক্সবাজারের পর্যটন ব্যবসা লাটে উঠার সম্মুখীন হয়েছে।এখনো রোহিঙ্গাদের জন্য যতটুকু সহানুভুতি মানুষের আছে দুদিন পরে তা থাকবে না। তখন মানুষ বেপরোয়া উঠবে। অপরাধ বারবে যা দেশের জন্য কোনভাবেই মঙ্গলজনক নয়। মিয়ান্মার অল্রেডী রাখাইনে রোহিঙ্গাদের গ্রামগুলো দখল নিয়ে সেখানে অন্য কার্যক্রম শুরু করে দিয়েছে। এখনই যদি তাদের বাধ্য না করা যায় তবে আর কোন্দিনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ডাঃ ইউনুসকে তো মনে হয় প্রধানমন্ত্রী দেখতেই পারেননা।
সহানুভুতি মানুষের কয়দিন থাকে আর।নিজেরা সমস্যায় পড়লে তখন আর সহানুভুতি দেখাবে কে।
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
ওমেরা বলেছেন: সমস্যা থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে ।
একজন খৃস্টানের মুখে শুনেছিলাম ,আল্লাহ এমন কোন সমস্যা সৃষ্টি করে নাই যার কোন সমাধান নেই ।আমরা মানুষেরা সমাধানের পথে গিয়ে সমস্যাকে বেশী জটিল করে ফেলি ।
ধন্যবাদ ভাইয়া ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: এটা ঠিক বলেছেন, আমারা সমস্যাকে বেশি জটিল করে ফেলি।
রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সরকারকেই সব কিছু করতে হবে।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর লেগেছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
মানবতার জয় হোক !!!
দেশে যা শুরু হয়েছে না ; ভাবতে ভীষণ কষ্ট লাগে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে মানুষের ভেতর থেকে মানবতা উঠে যাচ্ছে।
মানবতার জয় হয়তো অনেক দূরে।
দেশের অবস্থা এখন হ-য-ব-র-ল।
ভাল থাকুন শাহরিয়ার ভাই।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চলেন, আম্রিকা যাইগা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: তাই যামু অয়ন ভাই।
আম্রিকা অনেক ফাইন জায়গা তাইনা?
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: রোহিঙ্গারা আমাদের দেশের জন্য সমস্যা না। আশীর্বাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
মোস্তফা সোহেল বলেছেন: এই ইস্যুতেই তো কত কিছুর দাম বেড়ে গেল।
আশীর্বাদ হইলে তো ভাল রাজীব ভাই।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফাইন না হইলে সবাই যায় কেন? ভাল কথা ,আপনি ত বিবাহিত। কেম্নে যাবেন তাইলে?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আমি বিবাহিত এইটা শুধু আড্ডা পরিবার জানে। আমি বিবাহিত এইটা জানাইয়া আমার ডিমান্ড কমায় দিয়েন না অয়ন ভাই!
আগে তো নিজে যায় তারপর না হয় বৌরে সাথে নিমু।
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওহ, জানতাম না। এটা সহ আগের মন্তব্য ডিলিট করেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
মোস্তফা সোহেল বলেছেন: সমস্যা নাই, বিয়া নিয়া একটা পোষ্ট দিমু ভাবতাছি।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
জাহিদ অনিক বলেছেন: দিন তো কেটেই যাচ্ছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা জাহিদ ভাই দিন তো আর থেমে থাকবে না!
চলেই যাবে।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
উদাস মাঝি বলেছেন: ভাই ভীষণ অন্যায় করেছেন ,আমি খুবি গোস্বা হইছি ।
বিয়ে করলেন একটা বার খবরও দিলেন নাহ !!
যাইহোক তারপরেও জানাতে পারতেন, তাও জানান নাই
অয়ন ভাই না জানালে তাও তো জানতাম নাহ ! যাই হউক ছেলে মেয়ের বিয়েতে
যেন দাওয়াত পাই, বিসয়ডা মনে রাইখেন
০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনার লগে তো আমার বিয়ের আগে পরিচয় হয় নাই।
ঠিক আছে ছেলে-মেয়ের বিয়েদে দাওয়াত অবশ্যই পাইবেন।
১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
দিন কেটে যাবে, নৃশংস বিলীন হবে, আবার জাগবে প্রজন্মের পর প্রজন্ম। এ যেন মহাকালের অলিখিত নিয়ম ! কারো থাকবে নিষ্ঠুরতার সাথে সখ্যতা, কারো মানবতার সাথে বন্ধুত্ব ।
সমসাময়িক নিয়ে আপনার লেখাগুলো ভাল হচ্ছে । ভাল লাগছে ।
০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ভিষন ভাল থাকুন।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০০
ধ্রুবক আলো বলেছেন: চারিদিকে সমস্যা সব প্রকট হচ্ছে। অদূর ভবিষ্যতে কি হবে আল্লাহ্ ভালো জানেন।
রোহিঙ্গা সমস্যা নিয়ে সবাই উদাসীন।
ইত্যাদি আমিও মিস করি না।
এইতো দিন যাচ্ছে কেটে, তবে খুব কষ্টে।
০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: কষ্টের শেষে সস্তি আসবে এই আশা নিয়েই বেঁচে থাকি।
আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
সুমন কর বলেছেন: বাস্তবিক লেখা। ভালো লিখেছ।
০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
ভাল থাকুন।
১৯| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন: সোহেল ভাই ব্যস্ত ???
০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: একটু আছি। আজ মাস ক্লোজিং রিপোর্ট দিতে হবে বসকে।
তিনদিন ছুটি শেষে অফিস খুলল তো।
কিছু বলবেন শাহরিয়ার ভাই? আড্ডাতে বলেন ।
২০| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগে একটা কবিতা মুক্তি দিয়েছি .......দেখুন চলে কিনা !! না হলে হাইড করে দেই ।।
২১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৪
সোহানী বলেছেন: রোহিঙ্গা নিয়ে সমস্যার সমাধান কবে?......... কখনই হবে না। আমাদের জনস্রোতে মিশে যাবে।
মানুষ কেন এত নির্মম!!!....... অভাব, আগ্রসন মনোভাব, হতাশা, রাজনৈতি সামাজিক অস্থিরতা, বিজাতীয় কালচারের আগ্রাসন এ আমরা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি।
আগামীকাল ইত্যাদি................ ইত্যাদি আমার সবসময়ই হট ফেবারিট।
এই তো যাচ্ছে কেটে দিন!.......... আসলে আমাদের অসীম ধৈর্য্যের বলে কেটে যাচ্ছে দিন।
০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: সোহানী আপু লেখাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভিষন ভাল থাকুন।
২২| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রচণ্ড দেশপ্রেম আছে আপনার।
লেখাটিই তার প্রমাণ।
অনেক সুন্দর পোস্ট।
আমার শুভেচ্ছা আর ভালবাসা নিন।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯
মোস্তফা সোহেল বলেছেন: নিজ দেশকে সবাই খুব ভালবাসে ভাইয়া।আমিও তার বাইরে নয়।
লেখাটি পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আপনিও অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই। পোষ্ট পড়ে ভালো লাগলো, প্রতিটি ক্ষেত্রেই সুন্দর কিছু বিষয়ে সুন্দর মনোভাব প্রকাশ করেছেন।
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করার জন্য চেষ্টাশীল বর্তমান বাংলাদেশ সরকার, আমাদের সরকারের পাশে দাঁড়ানো উচিৎ। নয়তো রোহিঙ্গা একটা বড় সমস্যা হয়ে দেখাদিবে ভবিষ্যৎ-এ।
ময়মনসিংহের সাম্প্রতিক ঘটনাটি আমাকে কাঁদিয়েছে ভাই, আমার কবিতায় সাগরকে স্মরণীয় করে রেখেছি। মানুষ কতটা নির্মম হতে পারে দিনদিন আমরা বুঝতেছি! আমরা এমন অমানবিক জঘন্যতা দেখে কিছুদিন একটু সরগরম থাকলেও ভুলে যাই, তাই আবারো কোন অমানবিকতা আমাদের স্মরণ করিয়ে দেয়।
সাগর হত্যার খুনিদের ফাঁসি চাই.....
এইতো যাচ্ছে কেটে দিনের পর দিন.....