নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
স্বপ্ন নেই চোঁখে
ওদের আজ আর স্বপ্ন নেই চোঁখে
তুলতুলে গালে পড়েছে
হায়েনার বিষাক্ত নখের আচড়।
যে হাত খেলা করত বল নিয়ে
সে হাত এখন খেলা করে বোমা আর বারুদ নিয়ে।
ওদের নাকে আর আসে না
প্রান জুড়ানো সুরভিত ঘ্রান।
ওরা এখন ঘ্রান পাই বারুদের
পচাগলা লাশের।
যে চোঁখে দেখার কথা ছিল প্রবাহ মান নদীর স্রোত
সেখানে ওরা দেখে রক্ত ধারা।
ওদের জীবনে এখন নেই সোনালী সকাল
উদাস দুপুর পড়ন্ত বিকেল
নেই জোসনা ভরা রাত্রি।
মাছরাঙার স্বপ্ন
এই পথ হেটে হেটে
আমি এগিয়ে যাই অনেক দূরে
সম্মুখে বিষাদের কালো ছায়া
পাহাড় আছে একটা কষ্টের নীল পাহাড়।
দূরে খেলা করে শান্ত নদী
তার প্রতি ঢেউয়ে ঢেউয়ে বুনন হয় কত স্বপ্ন!
মাছরাঙার চোঁখে স্বপ্ন
ভেসে ওঠা মাছটাকে গিলে খাবে
ডুব দেয় ভেসে ওঠা মাছ
ডুবে যায় মাছরাঙার স্বপ্নটাও।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ মবিন ভাই।
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি এগিয়ে যায় অনেক দূরে =< এখানে *যাই* হবে।
পাহার আছে একটা কষ্টের নীল পাহাড় =< প্রথমে পাহাড় হবে।
তার প্রতি ঢেওয়ে ঢেওয়ে বুনন হয় কত স্বপ্ন! =< *ঢেউয়ে* তো হওয়ার কথা।
কবিতা কি দুইটা? নাকি একই কবিতা?
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই,বানানে আমি খুবই কাঁচা।
বানান গুলো ঠিক করে দিয়েছি।
কবিত দুটিই।
বানান ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক ভাল থাকুন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লিখেছেন ।+
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: সেলিম ভাই আপনার প্লাস পেয়ে ভাল লাগছে।
ভাল থাকুন।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: দূরে খেলা করে শান্ত নদী
তার প্রতি ঢেউয়ে ঢেউয়ে বুনন হয় কত স্বপ্ন!
খুব ভালো লাগল। ধন্যবাদ
০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭
আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আবু আফিয়া।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০
ধ্রুবক আলো বলেছেন: দুইটাই খুব সুন্দর কবিতা। প্রথমটা খুব মর্মস্পর্শী। ++++
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০
মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো, কবিতা দুটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
আর প্লাস দিয়ে আরও অনুপ্রানিত করে গেলেন।
অনেক ভাল থাকুন।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি বেশ সুন্দরভাবে লিখেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই এইটা বলতে ভুইল্যা গেছিলেন!!
৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: দূরে খেলা করে শান্ত নদী
তার প্রতি ঢেউয়ে ঢেউয়ে বুনন হয় কত স্বপ্ন!
এদুটি লাইন খুবই সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: ভালা লেখছেন!!!
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
মোস্তফা সোহেল বলেছেন: আরে বিলি ভাইয়া!!
অনেক দিন পরে আপনাকে দেখে খুব ভাল লাগল।
তা মাঝে মাঝে হারিয়ে যান কোথায়?
১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: হাড়িয়ে গিয়ে বাসায়ই থাকি আরকি!! হা হা হা!
বিজি........ বিজিরে পেয়ারকা সিনিয়র ব্রো!!!
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: সবাই দিন শেষে নিজ বাসায় হারিয়ে যায়।
ব্যস্ততার মাঝেও সময় করে মাঝে মাঝে আসবেন আমাদের মাঝে সে প্রত্যাশায় করি।
ভাল থাকুন।
১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই বার বার আসবো!! ফুল টাইম না হলেও হাপ টাইম, তাও সম্ভব না হলে কোয়াটার টাইম....। ব্লগিং তো চলবেই!!
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের ভালবাসার টানে নিশ্চয় আসবেন।
শুভ ব্লগিং। ব্লগিং চলতেই থাকুক........................
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: সুমন দা কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
অনেক দিন আপনি লেখেন না?
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০
জুনিয়ার ব্লগার বলেছেন:
কবিতা ভালো লেগেছে ++++
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
আপনার প্লাস পেয়ে অনেক ভাল লাগছে।
ভিষন ভাল থাকুন জুনিয়ার ভাই।
১৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুইটা না একটা কবিতা- এটা নিয়ে দ্বিধায় ছিলাম। তাই খেয়াল ছিল না।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কম পড়েন তাই হয়তো এই বিভ্রাট!
মনযোগের ও অভাব লক্ষ করা যাইতেছে।
শিরোনাম গুলো কিন্তু বোল্ট করা ছিল।
আমি নিজে কবিতা টুকটাক লিখলেও কবিতা খুবই কম বুঝি।
আসেন দু ভাই গলাগলি করি।
১৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিরোনাম দেখছি। কবিতা কম পড়া হয়। এত কঠিন শব্দ বুঝি না। আসেন কোলাকুলি করি।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭
মোস্তফা সোহেল বলেছেন: আমার কবিতা যদি কঠিন হয় তাইলে ভ্রমরের ডানা,বিদ্রোহী ভৃগু,শাব্দিক হিমু ইনাদের কবিতা পড়লে তো অজ্ঞান হইয়া যাইবেন।
কঠিন কবিতা লিখতে গেলে বাংলা শব্দে অধিক জ্ঞান থাকতে হয়।আমার সেই জ্ঞান নেই বললেই চলে।
থাক সব কবিতা।আসেন দু ভাই কোলাকুলি করি।
১৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর মিয়া, আপনের কবিতা কঠিন বলি নাই। কবিতা না বুঝলে প্রথম কমেন্টেই বলে দেই। কোলাকুলি আড্ডাঘরেই হোক সবার সাথে।
১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫
ওমেরা বলেছেন: তবু ভাইয়া ওরা স্বপ্ন দেখে , একদিন অন্ধকার রাত্রির অবসান হয়ে সোনালী ভের আসবেই তাই এরা বেঁচে থাকে ।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি সত্যি যেন ওদের জীবনে একটা সুন্দর দিন আসে।
ধন্যবাদ ওমেরা ।
১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তোমার ভাই আমার ভাই
মোসো ভাই মোসো ভাই।
মোসো ভাইয়ের পোস্টখানা
আলোচিত পাতায় করছে আনাগোনা।
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই আলোচিত পাতা কারে কয়?
২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসম্ভব ভালো লাগার মতো দুটি কবিতা উপহার দিয়েছেন। মুগ্ধতা কবির কথামালায়
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
২১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
জাহিদ অনিক বলেছেন: সত্যিই চোখে স্বন নেই !
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই অনিক ভাই।
শুভ কামনা রইল।
২২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতাদ্বয় পড়ে মুগ্ধ হইলাম।
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই কবিতা পড়ার জন্য ধন্যবাদ ।
২৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০০
উম্মে সায়মা বলেছেন: কবিতা ভালো লেগেছে সোহেল ভাই......
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ সায়মা আপু।
২৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১
মলাসইলমুইনা বলেছেন: খুব ভালো লাগলো কবিতা | প্রথমটা একটু বেশি ভালো লাগলো মনেহয় |
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ।
২৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮
এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মুসা ভাই।
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগের হোম পেজের ডানদিকে দেখেন আলোচিত ব্লগ লেখা। আপনি কি জানতেন না নাকি ঢং করলেন?
০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই এই আলোচিত পাতা নিয়েই তো সামুতে কত্ত কিছু হয় শুনেছি।
এটা নিয়ে অনেকের সমস্যার অন্ত নেই।
যায় হোক আলোচিত পাতা প্রসঙ্গ বাদ দেন।একটু মজা করেছি আপনার সাথে।আপনি সামুতে নতুন তাই হয়তো অনেক কিছুই জানেন না।
আমিও অনেক দিন ধরে সামুতে থাকলেও অনেক কিছু জানিনা।
সামুতে লিখছি ,আপনাদের মত কিছু মানুষের সাথে পরিচিত হয়েছি এটাই বড় কথা।
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনেক কিছু কেন, আমি কিছুই জানি না বলতে গেলে। আজকে একজনরে জিগাইলাম ব্লগিং সিন্ডিকেট কি। উত্তর পাইলাম। এখন ভাবতাছি সুলেমানি ব্যান এর কথা কারে জিগামু। আমি অবাক হইছিলাম আপনি আলোচিত পাতার কথা জানেন না দেখে। এখন না বুঝলাম সমস্যা হয় দেখে ওটা নিয়ে মজা করলেন।আপনি এই দুইদিন কই ছিলেন?
২৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+++++
২৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি আপনকে মেইল দিয়েছিলাম !!! কিন্তু তার জবাব এখনো পাইনি !!! আপনি কি আমার কোন মেইল পেয়েছেন?
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: মেইল ওপেন করা হয়নি শাহরিয়ার ভাই।আচ্ছা দেখে নেব।
৩০| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০২
নীলপরি বলেছেন: দুটো কবিতাই ভালো লেগেছে । +++++
শুভকামনা ।
১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
৩১| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: মাছরাঙার চোঁখে স্বপ্ন
ভেসে ওঠা মাছটাকে গিলে খাবে
ডুব দেয় ভেসে ওঠা মাছ
ডুবে যায় মাছরাঙার স্বপ্নটাও। ভয়ঙ্কর ভাল লাগা।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ মাহবুবুল ভাই।
৩২| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬
এম ডি মুসা বলেছেন: ভালো হয়েছে
৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮
আলমগির কবির বলেছেন: ভালো লাগলো ভাই
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২
ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর!