নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
আমরা সবাই চাই মনে প্রাণে সত্যবাদী হতে,কিন্তু মিথ্যা কথা না বললে আমাদের পেটের ভাত কিছুতেই যেন হজম হতে চায় না!
তাই আমরা অনেকে প্রতিদিনই কম বেশী মিথ্যা কথা বলি।আপনি বুকে হাত দিয়ে বলুন তো দিনে একটিও মিথ্যা কথা বলেন না?জানি,পারবেন না।
দিনে আমরা একটি নয় অজস্র মিথ্যা কথা বলি।সেই সকাল ঘুম থেকে উঠে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আপনি আমি অহরহ মিথ্যা কথা বলেই যাই।
তবুও বলছেন আপনি মিথ্যা কথা বলেন না!তাহলে তো আপনার বিরুদ্ধে সত্য কথা বলতেই হয়।
আপনি যখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত ঠিক তখনই আপনার স্ত্রী আপনার কাছে বায়না ধরে বললেন,অ্যাই,আজ অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা বাটিক প্রিন্টের শাড়ী আনবে কিন্তু।
সঙ্গে সঙ্গে আপনি বললেন,আমার কাছে টাকা নেই।এই যে আপনি বললেন,আপনার কাছে টাকা নেই,এটা আপনি মিথ্যা বললেন।
আপনার মানিব্যাগ হাতড়ে দেখুন তো একটি টাকা হলেও আছে কিনা?এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে বলতে পারতেন,আমার কাছে টাকা আছে কিন্তু যে টাকা আছে তা দিয়ে তোমার বাটিক প্রিন্টের শাড়ী কেনা যাবে না।
অফিসে যেতে দেরি হল।
আপনি তাড়াতাড়ি বলেন, স্যার জ্যামে পড়েছিলাম।
আর অফিসে কাজের মধ্যে কলিগদের সাথে অনেক মিথ্যা কথা তো বলেনই।
অফিস ছুটির পরে পুরনো বান্ধবীর সাথে দেখা।তাকে নিয়ে কোন রেস্তরাঁয় বসে গল্প করছেন।
ঠিক সে সময় আপনার স্ত্রী আপনার মোবাইলে কল করে জিজ্ঞেস করলেন,তুমি এখন কোথায়?
আপনি পাকা অভিনেতার মত বললেন,এই মাত্র অফিস থেকে বের হলাম।
রাতে বিছানায় শুয়ে প্রতিদিন স্ত্রীর সাথে কয়টি মিথ্যা কথা বলেন তার হিসাব করলে আপনি নিজেও আতকে উঠবেন।
কি,প্রতিজ্ঞা করছেন আজ থেকে স্ত্রীর সাথে সব সময় সত্য কথা বলবেন? খবরদার ,এমন ভুল মনের ভুলেও করবেন না!
১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ীর ভাত বন্ধ হয়ে যাবে নিশ্চিত।এবার ভাবছেন আপনাকে মিথ্যাবাদী হয়েই জীবন কাটাতে হবে?
আরে না, তাও না,ঘিলু খাটিয়ে কথা বললেই সত্যবাদী হিসেবে বেঁচে বর্তে থাকতে পারবেন আশা করি।
কি এবার স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন তো?
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: এ জন্যই অনেক দিন লিখে রাখার পরেও ড্রাফেই ছিল।
পড়ার জন্য ধন্যবাদ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
ভুয়া মফিজ বলেছেন: প্রতিদিনই অনেক মিথ্যা বলতে হয়। অতি সত্যকথা, এটা বাস্তবতাও বটে। আর সংসার তো সামলাতে হয় ডিপ্লোম্যাটদের মতো.... , কি আর করা!!!!!!
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: ওই আর কি ঘিলু খাটিয়েই চলতে হবে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: কোনো কিছুতেই আজকাল আমার হাসি পায় না।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
মোস্তফা সোহেল বলেছেন: এই লেখাটিতেও হাসির মত কিছু নেই।
লেখাটি পড়েছেন তার জন্য অনেক ধন্যবাদ রাজীব ভাই।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য !!
তবে লেখাটিকে রম্য তকমা দেওয়া
ঠিক হয়নি। এই লেখাকে রম্য ভেবে নিলে
পাঠক রম্য লেখা পড়ার আগ্রহ হরিয়ে ফেলবে।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
মোস্তফা সোহেল বলেছেন: রম্য কথাটি বাদ দিয়ে দিলাম নূর ভাই।
রম্য লেখা অবশ্যই খুব মজার হতে হবে।যা পড়ে পাঠক প্রান খুলে হাসবে।
লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
কানিজ রিনা বলেছেন: সত্য কথা বলে বিরায়ানী খেলাম। ছেলেকে
বল্লাম বাবা গ্যাস নাই রান্না করব কিভাবে।
বলল আচ্ছা কিছুক্ষন পর দেখি বিরায়ানীর
প্যকেট হাতে ছেলে হাজির বৌমাও খুশি।
আপনার শিরোনাম ঠিকনা। সত্য কথা বলরে
কানা আধার রাতে মিলবে দানা। মিথ্যা বলতে
বলতে মানুষ কখন মিথ্যার উপর নির্ভরশীল
হয়ে পড়ে নিজেও বুঝেনা। ধন্যবাদ,
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
মোস্তফা সোহেল বলেছেন: সত্য কথা বলরে কানা
আধার রাতে মিলবে দানা। ভাল বলেছেন।আমাদের সব সময়ই সত্য বলা দরকার।
লেখাটি পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কানিজ আপু।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে রম্য মনে হয়নি !!! এটাই প্রতিদিনে বাস্তবতা।। তবে হ্যাঁ, শত লোকের ভাত নেই ।।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৮
মোস্তফা সোহেল বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন শাহরিয়ার ভাই।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২
মনিরা সুলতানা বলেছেন: কিছু বালি না মিশালে কি হয় !!!
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৯
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে কিছু বালি মিশিয়েই চলব মনিরা আপু।
অনেক ভাল থাকুন।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ সব পরামর্শ দিয়েছেন ভাই!!!
সবই সত্যানুসন্ধান মূলক কথা
ভালো লাগা রইল ভাই
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনিও অনেক ভালবাসা জানবেন।
লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
সাব্বির আলম মেহেদী বলেছেন: প্রতিদিন অহরহ মিথ্যে বলছি!! তবুও আমাদের হুশ হয় না। সত্য বলার হুশ ফিরে আসুক সকলের। সেটাই প্রত্যাশা....
বাস্তবতা নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ সাব্বির ভাই।
ভাল থাকুন।
১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
সুমন কর বলেছেন: না, আমি মিথ্যে বলিনা। সত্যটাই বলে দেই, এ কারণে অনেকে আমাকে পছন্দ করে না। এতে আমার কোন কিছুই মনে হয় না। তবে, "ভালো আছি" -- এ মিথ্যেটা মুখ দিয়ে প্রায়ই বের হয়ে যায়। এটাও বাদ দিয়ে দিচ্ছি, চেষ্টা চলছে।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আমিও চেষ্ট করি সব সময় সত্য বলতে।কিন্তু অনেক সময় হয় না। ইচ্ছে থাকা সত্তেও মুখ থেকে মিথ্যা বেরিয়ে যায়।
ভাল থাকুন সুমন দা। আর আপনার চেষ্টা সফল হোক সে কামনায় করছি।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
হাতকাটা হাকিমুল বলেছেন: অবস্থা বুঝে মিথ্যা বলা জায়েজ আছে ব্রাদার
১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: কথাটি জানা ছিল না।
ধন্যবাদ ভাই।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
হাতকাটা হাকিমুল বলেছেন: উখে
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, সোহেল ভাই।
যে কোন প্রকারে হোক, মিথ্যা থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। মিথ্যা 'উম্মুজজুনূব' মানে, পাপের মা।
ভাল থাকুন।
১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: কৌতুক করেও মিথ্যা বলতে নেই এটাতো জানি।তবে মিথ্যা থেকে আজকাল বেঁচে থাকা যেন অনেক কঠিন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন নকিব ভাই।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । বাস্তব ।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন নীলপরি।
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কথা ঘুরিয়ে বললেও তা প্রায় মিথ্যার সমতূল্য হয়।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১
মোস্তফা সোহেল বলেছেন: তাও ঠিক।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: মানুষ এত মিথ্যা বলে প্রতিদিন যে সত্যকে তারা আজকাল মিথ্যায় ভাবে।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন আপু।
আমরা রোজ এত মিথ্যা বলি যে সত্য কথাকেও মিথ্যাক বলে মনে হয়।
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: মিথ্যা সকল অপরাধের মা। সুতরাং মিথ্যা বলা বন্ধ করলে পাপ কমবে। চিত্তের শান্তিও বাড়বে। তবে, অনেক সময় অবস্থা বুঝে মিথ্যার আশ্রয় নিতে হয়। যদিও মিথ্যা সর্ব অবস্থাতেই অন্যায়। ধন্যবাদ। আপনার সুন্দর পোস্টের জন্য।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
ধ্রুবক আলো বলেছেন: ভাই এগুলা পুরান কথাবার্তা, ডিজিটাল যুগ আধুনিক নতুন কিছু লিখুন।
নির্বাচনের আগে প্রার্থীরা সুন্দর করে যে প্রতিশ্রুতি দেয় তা কি করে ভুলে গেলেন?
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: নির্বাচনের আগে প্রার্থীরা সে প্রতিশ্রুতি দেয় তা কি করে ভুলি বলেন ভাই।
সবই মনে থাকে।চেষ্টা করব নতুন কিছু নিয়ে লিখতে ।
অনেক ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রম্য হিসেবে ভাল হয় নাই মোস্তফা ভাই।