নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
সবাই কি মরে গেছে?
কতদিন কারও ফোন পাইনি
না একটা মেসেজ।
ফেসবুকের ইনবক্সেও এখন আর
কেউ বলে না হাই-হ্যালো।
একটা দিন শুরু হয়ে
কি অবলিলায় শেষ হয়ে যায়!
দিনের পেছনে দৌড়ানো
না শেষ হয়না আমার।
আজকাল বেশ ধুলো জমেছে
এই আমার মনের উপর।
মাঝে মাঝে ভাবি কি আছে আমার?
না কিছু নেই কেউ নেই।
চারিদিকে অনিঃশেষ শূন্যতা।
তবু অভিমান হয়
অদৃশ্য কষ্টেরা জমাট বাধে বুকে।
কেউ কি খুঁজেছে আমায়
কোন দিন কেউ খুঁজবে?
হয়তো সবাই মরে গেছে
নাকি আমিই মরে গেছি!
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১
মোস্তফা সোহেল বলেছেন: ঠিকই বলেছেন,কেউ মরে যায়নি সবাই বেঁচে আছে আমিও বেঁচে আছি।
মনে হয় আমাদের মন মরে গেছে।
সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন কলি আপু।
২| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও আপনার মতই ভাবছি।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
মোস্তফা সোহেল বলেছেন: কাকতালিয়ভাবে আমাদের দুজনার ভাবনা তাহলে মিলে গেল দেখছি!
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার প্রশ্ন গুলো আমারো প্রশ্ন।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই এই সব প্রশ্নের উত্তর দিলে খুশি হতাম।
তবে এই প্রশ্ন গুলো যখন আপনারও তখন আর উত্তর কি ভাবে দিবেন।
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১
মনিরা সুলতানা বলেছেন: না সবাই সময়ের ক্রীতদাস ।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫
মোস্তফা সোহেল বলেছেন: মানুষ কি এই সময়ের ক্রীতদাস থেকে কোনদিন মূক্তি পাবে না?
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ মনিরা আপু।
৫| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: সবাই কি মরে গেছে?
কতদিন কারও ফোন পাইনি
না একটা ম্যাসাজ।
ফেসবুকের ইনবক্সেও এখন আর
কেউ বলে না হাই-হ্যালো।
ফেসবুক লাগবে ক্যালা ব্লগেই হ্যালো বলে দিলাম মেয়াবাই!!
একটা দিন শুরু হয়ে
কি অবলি শেষ হয়ে যায়!
দিনের পেছনে দৌড়ানো
না শেষ হয়না আমার।
আস্তে আস্তে কুড়েমি করে দৌড়ালে শেষ হইবো কেমতে !! জোড়ে দৌড়ানে শুরু করেন!!
আজকাল বেশ ধুলো জমেছে
এই আমার মনের উপর।
মাঝে মাঝে ভাবি কি আছে আমার?
না কিছু নেই কেউ নেই।
চারিদিকে অনিঃশেষ শূন্যতা।
ওই যে কইলাম কুড়েমি ভাব!! ধুলো তো তাই জ্বলবোই!! আর ধুলোর মধ্যে কি কেউ আইবো সো শূন্যতার ব্যাপারটাও প্রমাণিত!!
তবু অভিমান হয়
অদৃশ্য কষ্টেরা জমাট বাধে বুকে।
কেউ কি খুঁজেছে আমায়
কোন দিন কেউ খুঁজবে?
হায়রে অভিমান!! অভি মান করলে আমগো কি অভি মান করবোই বা ক্যালা!! অভির মায় কি লাড্ডু খাইতে বারন করছে দাঁত পোকায় কাটবো বইল্লা!! যাউগ্গা অভির কথা বাদ তারচেয়ে নিচের দিকে আগাই একটু!!....
হয়তো সবাই মরে গেছে
নাকি আমিই মরে গেছি!
এলডের ব্রো এই দুইলাইনেতো মাগার আম্রেই ডর লাগাইয়া দিসেন!! এখটু খোঁজ লই দেখেনতো বিলি আইমিন মুই আছি নাকি গেছি!!!!!
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: হা হা হা। বিলি ভাইয়া এমুন একখান দুখের কবিতায় আপনি যা রম্য করিলেন তাহাতে না হাসিয়া পারিলাম না
দুঃখ তো ওই একখান, ব্লগে দু একজন হাই হ্যালো বলিলেও ফেসবুকে কেউ হাই হ্যালো বলে না।
বিলি ভাই আমি গ্রামের পুলা তো তাই পুষ্টি কম,জোরে দৌড়ামু কেমনে কন?
মনের ধুলো ঝাড়ার জন্য কি কোন ঝাড়ু হবে আপনার কাছে?
আমি জানি অভি ভাল পোলা হেই মান করতেই পারে না।
খাড়ান মিঃ কান্ডনাথা ডাক্তররে পাঠাইতাছি হেই কইয়া দিব আপনি আছেন না এই পৃথিবী ছেড়ে গেছেন।
৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি কিন্তু মরে যাইনি,শুধুমাত্র অনুভুতিহীন রোবট হয়ে রয়েছি।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ,সোহেল ভাই।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: আমার একটা রোবট খুব দরকার।যারে দিয়া আমি আমার সব কাজ করামু।আইবেন নাকি আমার কাছে?
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ,সোহেল ভাই। হায় হায় এই এত্ত বড় কমেন কি কুঁড়ের বাদশা করছে!!!
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন।
৭| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২
ওমেরা বলেছেন: একেবারে সত্য কথা ভাইয়া। আমাদের এখানে যে সেন্টাল ইষ্টিশন আছে ওখানে একটা জায়গা আছে মানুষের খুব ভীর থাকে আমি ওখানে আসলে কিছুক্ষন দাড়িয়ে দেখি মানুষ শুধুই ছুটছে আর ছুটছে কারো দিকে তাকানোর কারো একটু সময় নেই।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: মৃত্যু না আসা পর্যন্ত এই সব মানুষের ছুটে চলা কখনও শেষ হবে না।
ছুটে চলা মানুষ গুলো কি সবাই অনেক সুখী?
কবিতা পাঠ ও সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ওমেরা।
ভাল থাকুন।
৮| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬
ধ্রুবক আলো বলেছেন: সবাই বেঁচে আছি। শুধু একটু ব্যস্ত হয়ে গেছে। সময় তো সব সময় এক রকম থাকে না।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা ধ্রুবক আলো ভাই আমরা সবাই বেঁচে আছি তবে মনে হয় সেটা প্যালাইজড মানুষের মতই।
যে ব্যস্ততা মানুষে মানুষে সম্পর্ক নষ্ট করে দেয় সেই ব্যস্ততার আসলে কতটুকু দাম আছে?
সময় গুলো নিশ্চয় বদলে যাবে।মানুষে মানুষে সুসম্পর্ক বজায় থাকবে সব সময়।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৯| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় প্যারায় ২য় লাইনে অবলি দিয়ে কি বোঝানো হয়েছে ? নাকি শব্দটির বানান ভুল।
না ভাই কেউ মরেনি, আপনি, আমি, আমরা সবাইতো ব্লগেই আছি।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: অবলিলায় হবে। ঠিক করে দিয়েছি মাইদুল ভাই।
ঠিক বলেছেন কেউ মরেনি।আমরা সবাই বেঁচে আছি।
ভাল থাকুন মাইদুল ভাই।
১০| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
বিলিয়ার রহমান বলেছেন: ফেসবুকে আম্রে এডাইয়া দেন!! ফ্রি টাইম পাইলে হ্যালু কমুনে!!
আর এখন ভাই হরলিক্সের যুগ তাই গেরামের দোহাই দিয়া পুষ্টির প্রশ্নে ছাড় পাইবেন নাহ!!
ধূলো ঝাড়ার জন্য ঝাড়ুর কি দরকার তার থেকে আফনের হোল বডি (মোন সহ আরকি) ঝাড়া মারেন। তাইলে গ্রাভিটিই ঝাড়ার কাজ সেরে দেবেন!!
ও হ্যা কান্ডনাথা ডাক্তার বাবুরে একটু তাড়াতাড়ি আইতে কইয়েন!! আসার সময় কইয়া দিয়েন যেন ট্রেন বা বাসে না আহে!! কারন আমগো দেশে এইগুলান যে সেবা দেয় তাতে কবে নাগাত পৌছান গেরান্টি নাই!!
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ফেসবুকের লিংক না দিয়া এডাইতে কইলেন!! মানুষ এমুন ক্যান
শাকসবজির যা দাম তাই কিনতে গিয়া শ্যাষ আবার হরলিক্স কি কিনুম স্বপ্নে?
অনেক চেষ্টা করেও মন ঝাড়া মারতে পারিলাম না।একদিন সাক্ষাতে মন ঝাড়া দেওয়ার কোশন নিশ্চয় শিখাইয়া দিবেন।
যতই রাত হোক ঠিক বেলায় বেলায় ডাক্তর সাব ফৌছে যাইবেন।
১১| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
জাহিদ অনিক বলেছেন:
সবাই মর গেছে ভাই সবাই। কেউ আর বেঁচে নেই।
আপনার ফেসবুকটা দিয়েন, আমি হ্যালো বলবো
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় জাহিদ ভাই মাঝে মাঝে তো তাই মনে হয়, সবাই মরে গেছে।মনে হয় আমি নিজেই মৃত।
কথা বলতে গেলে অনেক কথায় বলা যায় কিন্তু ব্লগে ব্যক্তিগত কিছু বলতে চাইছি না।
আমার অন্য কোন পোষ্টে আপনার ফেসবুক লিংকটা দিয়েন।
আর না হলে [email protected] লিখে সার্চ দিলে পাবেন আমাকে।
তবে মনে হয় ফ্রন্ড রিকোয়েস্ট অপসন বন্ধ আছে পারলে একটা ম্যাসেজ দিয়েন।
আমি ফেসবুক একটু কম বুঝি।ব্লগে যে ছবি ফেসবুকের প্রপিকে একই ছবি।ভাল থাকুন।
১২| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮
সাহসী সন্তান বলেছেন: কবিতা ভাল হইছে! যখন মনের মধ্যে অতিরিক্ত হাহাকার আইসা ভিড় করতে থাকে, তখন আমারও খুব ইচ্ছা করে- যদি কিছু দিনের জন্য মইরা যাওয়া যাইতো। তাইলেই মনে হয় ভাল হইতো...
আমি "একটা দিন শুরু হয়ে, কি অবলি শেষ হয়ে যায়!"- এই দুইটা লাইন বুঝি নাই। অবলি মানে কি?
কবিতায় ভাললাগা! শুভ কামনা জানবেন!
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
মোস্তফা সোহেল বলেছেন: মনের ভেতরে হাহাকার শুরু হলে কতকিছুই তো করতে ইচ্ছে করে।তবে মনে হয় সবারই মরে যেতে ইচ্ছে করে।
অবলি না ওটা হবে অবলিলায় মিসটেক হয়ে গেছে। আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
১৩| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩
ওমেরা খালা বলেছেন:
ওমেরা
ওমেরা খালার সাথে যোগাযোগ করতে চাইঃ
[email protected]
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে কাঁদা ছোড়াছুড়ি থেকে দয়া করে বিরত থাকুন।
আলতু ফালতু নিক তৈরী করে ব্লগের পরিবেশ নষ্ট করবেন না।
১৪| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোস্তফা ভাই, এই ওমেরা খালা নামের অদ্ভুত জীব কি শুরু করল!
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: কি আর বলব অয়ন ভাই।ব্লগের পরিবেশ নষ্ট করা ছাড়া এদের মনে হয় কোন কাজ নেই।
১৫| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন কবিতা।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়েছেন দেখে ভাল লাগল।
অনেক ভাল থাকুন।
১৬| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিলি ভাইয়ের কথা শুনে তো আমারও কেমন সন্দেহ হচ্ছে। আছি কিনা কে জানে?
কবিতা ভাল হয়েছে সোহেল ভাই।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আছেন কিনা সেটা জানতে মনে হয় ডাংতারের কাছে যেতে হবে।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক শুভেচ্ছা সম্রাট ভাই।
খুব ভাল থাকুন।
১৭| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: সবাই মরে নি, তবে আমরা একদিন সবাই মরে যাবো।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা রাজীব ভাই কেউ মরিনি আমরা, একদিন মরে যাব।
তবে এখন মানুষ গুলো মনে হয় মরার আগেই অনেকবার মরে যায়।
১৮| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
রাসেল উদ্দীন বলেছেন: দুনিয়াটা-ই স্বার্থের জায়গা। প্রয়োজন না থাকলে কেউ কারো খবর রাখে না।
আনার প্রতি সমবেদনা জানাচ্ছি...
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
মোস্তফা সোহেল বলেছেন: রাসেল ভাই এইটাই আসল কথা, দুনিয়াটাই স্বার্থের জায়গা।
প্রয়োজন না থাকলে কেউ কারও খোঁজ রাখে না।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৯| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
সামিয়া বলেছেন: কেমন এলোমেলো ভাব কথামালায়!!
কবির মন কি বিক্ষিপ্ত???
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: কবিদের মন কি কখনও শান্ত থাকে সামিয়া আপু?
মন একটু বিক্ষিপ্ত ছিল।আজকাল মনে অনেক কথায় আসে ।যে টুকু আসে সবই এলোমেলো।
ভাল থাকুন।
২০| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
বয়স বেড়ে গেছে?
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: তাওতো কম হল না! হিসেবে অর্ধেক বয়স শেষ।
প্রফাইল ছবি দেখেও অনুমান করতে পারেন।
২১| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
কতদিন কারও ফোন পাইনি
না একটা মেসেজ ( "ম্যাসাজ" শব্দটির উচ্চারণ অন্য অর্থ বহন করে । মুছে দিয়ে মেসেজ / মেসিজ লিখলে ঠিক হয় )
- তখনই কেবল
মনে পড়ে তাকেই প্রবল ।
ভয় করে , বড় ভয় করে
সকল রাত্রি জুড়ে
তাই খুঁজে ফিরি মনের দেরাজ .........
আবার -- কেউ কি খুঁজেছে আমায় ?
কোনদিন কেউ খুঁজবে ?
- না, শুধু বুঝবে
আচমকা প্রথম থেকে
কেউ একজন নেমে গেলে
দ্বিতীয় কিম্বা তৃতীয়তে
রাতের বিরহতে
নতুন আগন্তুকের বুকে
মুখ গুজবে ..........
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: মেসেজ-ই হবে, ঠিক করে দিয়েছি ভাইয়া।
খুব সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২২| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আলাই বালাই!
কি সব কন মিয়া ভাই
মরা মাইনসে ব্লগিং করে আজিব দুনিয়া
আবার কবিতাো লেখে হা হা হা
তোমারে কেউ খুঁজেনা ভেবে কষ্ট নিওনা বন্ধু
তুমি যাকে খুঁজেছ -তার ধ্যনেই না হয় বয়ে যাক জীবন!
পাওয়া না পাওয়ার শর্তহীন
ভাল থাকুন সবসময়, শুভকামনা
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: ভুত-পেত্নী ব্লগিং করিতে পারিলে মরা মানষে পারবে না কেন ভৃগু ভাইয়া?
শুধু ভালবেসেই যেতে হবে।ভালবাসার বিনিময়ে ভালবাসাও প্রত্যাশা করা যাবে না।তাহলেই অনেক ভাল থাকা যাবে।
তবে সেটা কি সম্ভব?
আপনিও অনেক ভাল থাকুন।
২৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: কারো খোঁজের জন্য অপেক্ষা না করে নিজেই খোঁজ করুন । হয়তো অন্যরাও আপনার মতোই অভিমান করছে । কবিতা ভালো লাগল
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কেউ খোঁজ না করলেও আমি ব্যক্তিগত ভাবে অনেকেই খোঁজ নেই।
তবে কেউ কেউ যখন সেই খোঁজের মূল্যটুকুও দিতে চাইনা তখন কেমন লাগে?
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন হাফসা আপু।
২৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: সবাই মরে যায় নি.....ব্যস্ত হয়ে গিয়েছে।
ভালো হয়েছে।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ব্যস্ততা কারও পিছু ছাড়ছে না।ব্যস্ত থাকতে থাকতেই সবাই একদিন মরে যাবে।
ধন্যবাদ সুমন দা।অনেক ভাল থাকুন।
২৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০
এফ.কে আশিক বলেছেন: মোস্তফা সোহেল ভাই কেমন আছেন ?
নূর-ই-হাফসা আপুর মন্তব্যের সাথে সহমত পোষণ করছি।
শুভকামনা আপনার জন্য...।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: আশিক ভাই এই তো ভালই আছি ।দিন গুলো কেটে যাচ্ছে।
আপনি কেমন আছেন।
হাফসা আপু ঠিকই বলেছেন।তবে আপনি অনেকের খোঁজ নিলেও এদের মাঝে কেউ কেউ আপনার খোঁজ কোন দিনই নিবেনা।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
২৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অভিমান ভরা মনের প্রকাশ করেছেন ভাই।
দূরে থাকলেই মনের থেকে দূরে থাকা যায় ভাই!! আপনি তো মনের বাসিন্দা, মনের ভিতরেই আপনার বসবাস। আপনাকে কি ভুলে থাকা যায়!! কেবল কর্মব্যস্ততা দূরে সরিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে ভাই।
আছি ভাই, থাকবোই
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০
মোস্তফা সোহেল বলেছেন: মনের মানুষরা দূরে থাকলেও মনের ভেতরেই থাকে তারা।ভালবাসার মানুষকে কি কখনও মন থেকে দূর করে দেওয়া যায়?
তবু কর্মব্যস্ততা আমাদে সব কিছু ভুলিয়ে দেয়।
অনেকে হয়তো তাই ভুলও বোঝে।
নয়ন ভাই সব সময় কামনা করি আপনি অনেক ভাল থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
২৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা কেহই মরে যায়নি শুধু বদল হয়েছে জীবন ধারা। জানতে কি চেয়েছেন কভু বাতাসের কাছে, নদী ও প্রকৃতির সবুজের কাছে কতটুকু বদলিয়েছে সবি যখন আগের মতো তবে কমতি কিসের?
আমি আপনি শুধুই বিনীময় খোঁজি হৃদয়তা ফেরী করে যাই বাজারে বাজারে, পথে বা ঘাটে।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই খুব সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন সব সময় সে কামনায় করি।
২৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
কোথাও কেউ নেই যেন অনুভব হলো ! চমৎকার কবিতা ।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে তাই মনে হয়,যেন কোথাও কেউ নেই।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন।
২৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭
এম আর তালুকদার বলেছেন: বেঁচে আছি !?
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: বেঁচে থাকাটাই আমার কাছে বড় আশ্চর্য মনে হয়।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ তালুকদার ভাই।
৩০| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৫
অর্ক বলেছেন: ফেসবুকে বিরিয়ানি'র সিরিয়াস টাইপ দাওয়াত দিয়ে একটা স্ট্যাটাস দেন, তারপর দেখবেন, সবাই দিব্যি বেঁচেই আছে! হা হা হা। বেশ ভালো লাগলো কবিতা। নিজের অভিজ্ঞতা থেকে বললাম, খাওয়া ছাড়া বন্ধুত্ব জমে না, থাকে না।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০
মোস্তফা সোহেল বলেছেন: দুনিয়াটাই তো এমন,দিতে পারলেই ভাল না দিতে পারলে আপনি খারাপ।
তবে খাওয়া দাওয়া ছাড়া আজকাল নিপাট বন্ধু মনে হয় পাওয়াটা সৌভাগ্যর।
৩১| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মরিনাই সবাই স্বৈরাচার হইয়া গেছিগা ।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১
মোস্তফা সোহেল বলেছেন: মামা স্বৈরাচার নিপাত যাক।
৩২| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন কবিতা ।
শুভ কামনা রইল ।।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল শাহরিয়ার ভাই।
৩৩| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
ফয়সাল রকি বলেছেন: ওয়াই ফাইটা চালু করেন এবার।
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
মোস্তফা সোহেল বলেছেন: তাই করতে হবে।ধন্যবাদ রকি ভাই।
ভাল থাকুন।
৩৪| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
আমি তুমি আমরা বলেছেন: সমস্যা আমাদের শরীর বেঁচে আছে, বাস্তবতার চাপে মনটা আর বেঁচে নেই
২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর বলেছেন।
বাস্তবতা আসলেই অনেক কঠিন।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বড্ড অভিমানী কবিতা।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা ভাইয়া।মাঝে-মাঝে খুব অভিমান হয়।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
শামচুল হক বলেছেন: অভিমানের কবিতা ভালো লাগল।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শামচুল ভাই।
৩৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমি আপনাকে খুঁজে গেলাম। সাথে নতুন লেখাকেও।
২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
মোস্তফা সোহেল বলেছেন: যতটুকু সময় পায় ব্লগেই থাকি।
আমাকে খুঁজে যাওয়াতে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আশা করি আপনি ভাল আছেন?সময় পেলে নিশ্চয় নতুন লেখা আবার পোষ্ট করব।
আপনার লেখা আমি সময় করে পড়ি।
ধন্যবাদ।
৩৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
জুন বলেছেন: বুকের ভেতর ঘা মেরে যাওয়া এক অদ্ভুত আবেগময় কবিতা মোস্তফা সোহেল । অসংখ্য ভালোলাগা রইলো অভিমানী কবিতায় কেউ কোথাও নেই ।
+
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: জুনাপু কেমন আছেন?অনেক দিন নতুন পোষ্ট পাচ্ছি না কিন্তু।
কোন লেখা লিখলে সেটাতে আপনার উপস্থিতি মনে অন্যরকমের আনন্দ দেয়।
কবিতা পড়ে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে তাই মনে হয় কোথাও কেউ নেই।ভাল থাকবেন।
৩৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
জুন বলেছেন: আমি ভালো আছি মোস্তফা সোহেল । লিখবো লিখবো করেও লেখা হয়ে ঊঠছে না কেন জানি । তবে খুব শিগগিরই একটা কিছু লিখে হাজিরা বজায় রাখবো ভাবছি । কেন জানি কবিতা লিখতে ইচ্ছে করছে কদিন থেকে, তবে স্বরস্বতী ঠাকুরন অধরাই থেকে যাচ্ছে
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: আপনি কবিতা লিখলে আশা করি তা খুব সুন্দর কবিতায় হবে।
লিখে ফেলুন তাড়াতাড়ি।আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
৪০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আমরা সবাই আছি কবি, আপনি হতাশ হবেন না।
অনেক ভাল লিখেছেন।
ভাল লাগা ও মুগ্ধতা রইল।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: তবুও মাঝে মাঝে হতাশ হতে হয়।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ মাইনুল ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
কামরুননাহার কলি বলেছেন: কেউ মরে যায়নি সবাই বেচে আছে,
আপনেও বেচে আছেন।
হয়তো সময়ের অভাব, সময়ের ব্যস্ততা,
কেউ কারো নয়, সবাই সবার মতো করে ঘুরে বেড়ায়।
কখনো সময় হলে হয়তো একটু উকি মেরে দেখে।
ওটাকেই ধরে নিবেন “এ আমার পরম পাওয়া”।