নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
আমি সেই নক্ষত্র
যে নক্ষত্রের আলো
আজও এসে পৌছায়নি পৃথিবীর বুকে।
অবজ্ঞা ভরে ছুড়ে দাও যদি
তাই আর গাথা হয়নি
বকুল ফুলের মালা।
হৃদয়ের দামে হৃদয় নিতে গিয়ে
তোমাকেই পাওয়া হল না।
স্বপ্নের হাটে আজও
স্বপ্ন করি বেঁচা-কেনা।
ধুম্র আশার জালে মজে আছি
তুমি আসবে ভালবাসবে
শেষে ছলনার মালা
দেখব আমার গলে।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই আপনকেও শীত সকালের শুভেচ্ছা।
সত্যি হৃদয়ের দামে হৃদয় পাওয়া খুবই কঠিন।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাহ! প্রথম অংশে দেখি বৈজ্ঞানিক কথাবার্তা।
"ধুম্র আশার জালে মজে আছি" হবে সম্ভবত। শেষ লাইনটায় কিছু ঠিক করতে হবে? দেখেন তো। বুঝা যাচ্ছে না।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুম হবে নাকি ধুম্র হবে আমিও সঠিক জানি না।তবে আপনারটাই ঠিক মনে হচ্ছে।
শেষ লাইনে কি সমস্যা আমি নিজেও তো ধরতে পারছি না।
ধুম্র আশার জালে মজে আছি
তুমি আসবে-ভালবাসবে
শেষে ছলনার মালা
দেখব আমার গলে।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
কামরুননাহার কলি বলেছেন: খুব সুন্দর।বাহ বাহ বাহ, “হৃদয়ের দামে হৃদয় দেও”
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: হৃদয়ের দামে হৃদয় পাওয়া খুব সোজা নয়।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ কলি আপু।
ভাল থাকুন।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: অয়ন ভাই ঠিক বলেছেন-ধুম্র হবে।
১ম ৩ লাইন অসাধারণ লাগলো।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: বানানটি ঠিক করে দিয়েছি মাইদুল ভাই।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মইদুল ভাইয়ের সাথে আমিও একমত। ১ম ৩ লাইন ফাটাফাটি।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: তুমি আসবে-ভালবাসবে
শেষে ছলনার মালা
দেখব আমার গলে।
ভাই ছলনার মালা পাওয়াদের সংখ্যাধিক্য দেখে .... জিনিসটার উপর বিতৃষ্ণা এসে যাচ্ছে।
কবিতা ভাল হয়েছে।
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার উপরে বিতৃষ্ণা আসলে হবে?
এত বিতৃষ্ণার পরেও প্রেম ভালবাসা থেমে থাকে না।
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
ভাল থাকুন সম্রাট ভাই।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫
প্রামানিক বলেছেন: ধুম্র আশার জালে মজে আছি
তুমি আসবে ভালবাসবে
শেষে ছলনার মালা
দেখব আমার গলে।
চমৎকার কথামালা। ধন্যবাদ
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
ভাল থাকুন।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
শাহিন বিন রফিক বলেছেন: খুব ভাল হয়েছে।
নতুন এলাম কি মন্তব্য করব ভাল বুঝতেছি না।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ রফিক ভাই।
নতুন এসে ভাললাগাটুকু জানিয়ে গেলেন এটাই তো অনেক কিছু।
ভাল থাকুন।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে +++
০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
ভাল থাকুন।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
ধ্রুবক আলো বলেছেন: সেই নক্ষত্রের আলো দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়ুক।
০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: হয়তো সেই নক্ষত্রের আলো কখনই পৃৃথিবীতে এসে পৌছাবে না।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাই।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
ধ্রুবক আলো বলেছেন: সব নক্ষত্রের আলো পৃথিবী পর্যন্ত পৌঁছে না, যেটুকু প্রয়োজন তাই পৌঁছায়। দেখবেন আপনার নক্ষত্রের আলো ঠিকই পৌঁছে যাবে।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আলো ভাই খুব সুন্দর বলছে।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ সুমন দা।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
মিথী_মারজান বলেছেন: সুন্দর, বিষণ্ণতার ছায়া।
কবিতায় ভাললাগা।
০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ মিথী মারজান।
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: হৃদয়ের বিনিময়ে হৃদয়
সে যে শ্রেষ্ঠ বিনিময়।
কবিতা কেমন হলো ।
০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০
মোস্তফা সোহেল বলেছেন: হৃদয়ের বিনিময়ে হৃদয় না পেলে হবে সেলিম ভাই।
কবিতা কেমন হল সেটা তো আপনিই বলবেন।
ভাল থাকুন।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০
ওমেরা বলেছেন: হৃদয় দিয়ে বেচা-কেনা হয় না ভাইয়া, বেচা-কেনা হয় কড়ি দিয়ে । কবিতা সুন্দর হয়েছে ভাইয়া ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি হয়তো হৃদয় দিয়ে হৃদয় বেচা-কেনা হয়না।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ওমেরা।
ভাল থাকুন।
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৮
এম আর তালুকদার বলেছেন: আপনার কবিতা ভাল লাগলো তাই আপনার জন্য একটা কবিতা রেখে গেলাম
কবিতা, “হৃদয়ের ভাবনা”
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
আপনার কবিতাটিও পড়লাম।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: সোহেল ভাই,আপনার কোন সাড়া শব্দ পাচ্ছি না!!! কেমন আছেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ভাবছিলাম আপনাকে নক করব কিন্তু তার আগেই আপনিই আমাকে নক করে ফেললেন!
জ্বী ভাই বেশ ভাল আছি।সময় পেলেই তো ব্লগে ঘুরাঘুরি করি তাহলে সাড়া পাচ্ছেন না এটা তো ঠিক না।
আসলে ভাই মাঝে-মাঝে ইজি কাজে এত বিজি থাকি যে আর তেমন আলাদা করে অন্যদের খোঁজ নেওয়া হয় না।
আপনি কি এফবি ব্যবহার করেন?]
ভাল থাকুন।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
নতুন নকিব বলেছেন:
সোহেল ভাই, আপনি কেমন আছেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় নকিব ভাই, আলহামদুলিল্লাহ,আল্লাহর রহমতে ভালই আছি।
আশা করি আপনিও অনেক ভাল আছেন?
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২
শাহরিয়ার কবীর বলেছেন: আমার যায়যায় দিন.... আছি !!!!!! আপনাকে ফেবুতে রিকু পঠানো হয়ে; ফেবু একটু চেক করুন!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: হু রিকু পাইছি।আশা করি মাঝে-মাঝে এফবিতে কথা হবে।( আমি এফবিতে কম আসি তো তাই মাঝে মাঝে কইলাম
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
ফারুক সৈকত বলেছেন: কবিতাটা পড়ে মনের অনেক কথার সঙ্গে লাইনগুলো মিলে গেল
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয়ের দামে হৃদয় পাওয়া যায় না ভাই, কেউ দেয় না মন হৃদয় বুঝে!! অন্যকিছু খোঁজে সবাই।
সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই। ভালো লাগলো কথাগুলো।
শুভ সকাল