নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** ফুফুরা ঠিক মায়ের মত ***

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

আমি ছোট থাকতে যখন ফুফু আমাদের বাসায় বেড়াতে আসতেন তিনি তখন সকালে খুব মিষ্টি কন্ঠে সূরা আর রাহমান তেলাওয়াত করতেন।ফুফুর সেই মিষ্টি কন্ঠের কোরান তেলাওয়াত এখনও আমার কানে ভাসে।সূরা আর রাহমান মনে হয় ফুফু তেলাওয়াত করতে বেশি পছন্দ করতেন।فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?এই লাইনটাই আমার খুব ভাল লাগত।
আমার বাবারা এক ভাই দু বোন ছিলেন।আমার বড় ফুফু আমার জন্মের অনেক আগেই মারা গেছেন।ছোট থেকেই ছোট ফুফুকে দেখেছি তাই তখন থেকেই মনে করতাম আমার একটাই ফুফু।আমাদের গ্রামেই ফুফুর বিয়ে হয়েছিল।জামাই শহরে স্কুলের শিক্ষক ছিলেন সেখানেই বাড়ি করে থাকতেন তিনারা।
অনেক বড় সংসার ছিল ফুফুর,পাঁচ মেয়ে তিন ছেলে।ভাত কাপড়ের অভাব না থাকলেও নিত্য প্রয়োজনীয় অভাব ছিল ফুফুর সংসারে।আর সে কারনেই হয়তো আমাদের দিকে ঠিক অতটা খেয়াল দিতে পারেননি।আমার ফুফুর ছোট দুই মেয়ে আমার বয়সের কাছাকাছি ছিল।তাদের সাথে খেলার লোভে প্রায় ফুফু বাড়ি যাওয়ার আবদার করতাম কিন্তু পড়াশোনার জন্য মা যেতে দিতে চাইতেন না।ফুফু বাড়ি গেলে ফুফু হাতে টাকা দিতেন সেই টাকা দিয়ে দোকানে গিয়ে মিষ্টি কেনা ছিল আমার কাছে অনেক আনন্দের।ফুফুদের বাড়ি গেলে ফুফু কিছুতেই আসতে দিতে চাইতেন না।আসার সময় বার বার আমাকে বলতেন আবার তাড়াতাড়ি আসিস।আর ভাইকে বলবি আসতে।আমি বলতাম ফুফু তুমিও বেড়াতে যেও।তখন ফুফু একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন,গেলে দুএকদিন পরে চলে আসতে হয় গিয়ে কি করব বল?
আমিও সব সময় অপেক্ষায় থাকতাম ফুফু কখন আসবে।বেঁচে থাকতে বড় হয়ে যখন ফুফুর কাছে যেতাম তখন ফুফু একটা কথা বার-বার বলতেন,আমি মরে গেলে আমার কবরটা ভাইয়ের কবরের পাশে দিস।আমরা ফুফুর সে কথা গায়ে মাখতাম না।জীবনের প্রয়োজনে ব্যস্ততা বেড়ে গেলে আর আগের মত ফুফু বাড়ি যাওয়া হত না।যখন একটা চাকরি পেলাম তখন ফুফুর কাছে গেলে ফুফু হেসে বলত,তোর বেতনের টাকা দিয়ে আমার জন্য একটা শাড়ি কিনে দিস।আমি বলতাম কি শাড়ি নেবে ফুফু?ফুফু মিষ্টি হাসি দিয়ে বলতেন,তোর যেমন পছন্দ হয়।আমার ফুফু খুব হাসিখুশি একজন মানুষ ছিলেন।
শেষ যেবার দেখা করে এলাম তেমন কথা বলতে পারেননি।শুধু কাঁছিলেন।হয়তো বুঝে গিয়েছিলেন তিনার মৃত্যু খুব কাছে।
ফুফু তার ভাইকে খুব ভালবাসতেন।তাই মৃত্যুর আগে সবাইকে বলে গেছেন,মৃত্যুর পরে তিনার কবর যেন তার ভাইয়ের কবরের পাশেই হয়।
ফুফুর শেষ ইচ্ছৈ পূরন হয়েছে।তিনার ভাইয়ের পাশেই চির নিদ্রায় শায়িত হয়েছেন।
ফুফুর সাথে কত স্মৃতি মনে পড়ছে।বারবার একটি কথায় আমার কানে বাজে,আমি মরে গেলে আমার ভাইয়ের পাশে মাটি দিস।
ফুফু আমাকে যেভাবে ভাল বাসতেন সেটি একজন মায়ের প্রতি সন্তানের যেমন ভালবাসা থাকে ঠিক তেমনই।
যাদের ফুফু আছে তারা হয়তো বলতে পারবেন,ফুফুরা কেমন হয়। আমার সব সময়ই মনে হয়, ফুফুরা মায়ের মত।


** গত ২০.১২.২০১৭ ইং তারিখে ভোরে আমার ফুফু মৃত্যুবরন করেন।
মহান আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।আমিন।

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহি রাজিউন

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: আমরা সকলেই আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফুফুর প্রতি আপনার অনুভূতি খুব নাড়া দিল।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

মোস্তফা সোহেল বলেছেন: মৃত্যুর পরে হয়তো মানুষ আরও বেশি করে উপলবদ্ধি করতে পারে মৃত ব্যক্তিটি তার কতটা প্রিয় ছিল।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

আটলান্টিক বলেছেন: ভাই ইমোশনাল হয়ে গেলাম লেখাটা পড়ে।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কি ফুফু আছে?আমার ফুফুর জন্য দোয়া করবেন।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

হাঙ্গামা বলেছেন: :(( আপনার অনুভুতিটা উপলব্ধি করার চেষ্টা করছিলাম। আল্লাহ আপনার ফুফুকে জান্নাতবাসী করুন। আমিন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

মোস্তফা সোহেল বলেছেন: আমিন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

কামরুননাহার কলি বলেছেন: আল্লাহ তাকে জান্নাত দান করুক।
আমার ও দুই ফুফু ছিলেন বড় ফুফু বেচে আছে । আর ছোট্ট ফুফু মারা গেছেন কিন্তু তার মৃত্যু আমি চোখে দেখতে পারিনি তাই এখনও আফসোস করি। কেনো ফুফুর সাথে শেষ বারের মতো দেখা করতে পারলাম না। খুব মিস করি ফুফুকে। আগে এতোটা করতাম না। এখন বড় ফুফু আছেন তাকেও কাছ থেকে ওটতা দেখতে পারিনা। কিন্তু সে আমার জন্য খুব কাদেন । আমি ঢাকায় চলে আসছি পড়া লেখা করার জন্য। তাই তার সাথে দেখা হয়না। গেলে খুব কাদেন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে-মাঝে সময় করে ফুফুর সাথে দেখা করে আসবেন।আপনার ছোট ফুফুর জন্য দোয়া রইল আল্লাহ তাকে জান্নাত দান করুক।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
আমার পাঁচ টা ফুপু।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই আপনি অনেক সৌভাগ্যবান।
আপনার ফুফুরা কি সবাই বেঁচে আছেন?

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

মিথী_মারজান বলেছেন: ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ্ আপনার ফুফুকে জান্নাতবাসী করুক, আমিন।

মন খারাপ লাগল ভাইয়া আপনাদের মমতামাখা স্মৃতিগুলো পড়ে।
আল্লাহ্'র রহমতে আমার চার ফুফু আছেন। প্রত্যেকেই এমন মমতাময়ী। আর মেজ ফুফুকে তো কখনো ফুফুই ডাকা হয়ে ওঠেনি। আম্মু ডাকি সবসময়।
ফুফুরা আসলেই মায়ের প্রতিরূপ হয়।
খুব সুন্দর একটা কথা বলেছেন। আপন মানুষেরা দূরে চলে গেলেই উপলব্ধি করা যায় তারা কতটা প্রিয় ছিল!

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: মিথী আপু,আপনি অনেক ভাগ্যবান।আল্লাহ আপনার ফুফুদের দীর্ঘজিবী করুন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

জাহিদ অনিক বলেছেন:



আমার চারটা ফুপু। তাদের মধ্যে সবার সাথে আমাদের খুব একটা যোগাযোগ ছিল না।যার সাথে বেশি দেখা হত,কথা হত, যিনি ফুপুদের মধ্যে সবথেকে বেশি ভাল ছিলেন তিনি কয়েকমাস আগেই মারা গেছেন।
বাকী ফুপুদের সাথে তেমন যোগাযোগ নেই।


আপনার ফুপু বিয়োগের কথা শুনে খারাপ লাগলো।
আপনারা তার পরিবারের সাথে থাকুন, তাদের সাহস ও সান্তনা দিন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সময় দূরে থাকার কারনেও ফুফুদের সাথে দূরুত্ব বেড়ে যায়।
কিন্তু মনের টান থাকে সব সময়।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


ফুফুর আদর পেয়েছেন, আপনার বাবার প্রতি ফুফুর ভালোবাসা, সব মিলে একটি অতি ঘনিষ্ট পরিবারের উদাহরণ, সুখের পরিবার।

আপনি ছোটকালেও আরবী বুঝতেন? এখন হয়তো বলতে পারেন?

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আমার বাবার প্রতি ফুফুর যে ভালবাসা ছিল তা আমাকেও অবাক করে।
আমি খুব ছোটবেলা থেকেই আরবি পড়া শিখেছি।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার ফুফু আটজন। তিনজন গত হইছেন (তাদের বিগত আত্মা শান্তিতে থাকুক)। বাড়ি থেকে যখন দৌড়ানি খেতাম তখন কোন না কোন ফুফুর বাড়িতে চলে যেতাম। অপরাধ কম করলে কাছের ফুফুর বাড়ি। বেশি করলে তুলন মূলক দূরের ফুফুর বাড়ি। এখন আর বাড়ি থেকে দৌড়ানি খাইনা তাই কাজের ব্যস্ততায় তত একটা যাওয়া হয়না।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: শাহাদাৎ ভাই আপনিও অনেক ভাগ্যবান জীবনে এতগুলো ফুফু পেয়েছেন।
আসলে সময়ের সাথে ব্যস্ততা বেড়ে যায় তাই নিকট আত্বীয়দের বাসায় তখন হয়তো কম যাওয়া হয়।
সময় করে ফুফুদের সাথে দেখা করবেন।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ফুপু'রা ,খালা 'রা নরম পলিমাটির মত হন , মায়ের মত হন ।
আমার দুই ফুপুর একজন কে আমি দেখি ই নাই ছোট ফুপুর কেবল শান্ত দিঘীর মত চোখ মনে পরে ।

আল্লাহ আপনার সহ আমাদের ফুপুদের সবাই কে জান্নাত নসীব করুন ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই ফুফুরা-খালারা ঠিক মায়ের মতই স্নেহ করেন।
আল্লাহ তাদেরকে পরকালে শান্তিতে রাখুন।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অতীতের মতো ফুফুদের আদর এখন
আর ততটা অনুভূত হয়না! কেমন যেন
মেকি মেকি ভাব। আমরা ফুফুদের কাছে
যে রকম আন্তরিকতার সাথে আদর উপভোগ
করতাম বর্তমান প্রজন্ম ততটা পায়না বলেই আমার ধারণা।
আগের ফুফুদের আদর ছিলো অকৃত্তিম আর বর্তমানটা ফরমালিন
দেওয়া আদরে ভর্তি। জানিনা আপনারা সেটা অনুভূব করেন কিনা।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোস্তফা সোহেল বলেছেন: এখন বর্তমানে সব জায়গাতেই মেকি ভালবাসা চলছে হয়তো।
আপনার চোঁখে কি পড়েছে জানিনা।অনেক সময় আর্থিক সমস্যার কারনে ফুফুরা হয়তো তার ভাইপো ভাইজিদের মন মত কিছু করতে পারেন না।
আমার আপুকে দেখেছি কি পরম মমতায় আমার ভাইয়ের ছেলেদের আদর করেন।সেই আদর করার মধ্যে আমি কখনই মেকি ভাব দেখিনি।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার প্রকাশ।
ফুফু'রা মায়ের মতোই হয় এতে কোন সন্দেহ নাই।

আল্লাহ্ আপনার ফুফুকে জান্নাতবাসী করুক কামনা রইল

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: একদম ঠিক নয়ন ভাই,ফুফুরা মায়ের মতই হয়।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: আহা, ফুফু!
আমার বড় ফুফুর বাড়িতে অনেক অনেক দিন পর আব্বুর সাথে যাই। গেলেই ছোট্ট শিশুর মতো অভিমানী গলায় বলে উঠেন, "এখন বড় হয়েছিস, তাও নিজে নিজে একটু আসতে পারিস না!"
কি খাওয়াবেন তা নিয়ে এমন ছোটাছুটি শুরু করেন যে, মনে হয় যদি পারতেন নিজের কলিজা কেটে ভুনা করে খাইয়ে দিতেন! বড় বেশী মায়া! আমার মেজ ফুফু, সেজ ফুফুও তা-ই। ছোট ফুফু যখন মারা গেছেন আমি তখন খুব পিচ্চি। আম্মুর মুখে শুনেছি, সারাদিন কোলে করে রাখতেন। আমার কাঁথা, কাপড় পর্যন্ত বাইরের কাউকে ধুতে দিতেন না। বলতেন নাকি "আমার ছেলের কাপড় যে কেউ ধুতে পারবে নাকি!"
মেজ ফুফু এখনো বাসায় এলে যাওয়ার সময় কেঁদে দেন। যেন বাপের বাড়ি থেকে বিদায় নিচ্ছেন! ফুফু, ফুফা, ফুফাতো ভাই-বোন... আসলে এক জীবনে এত এত শুভাকাংখী পেয়েছি!

খুব খারাপ লাগলো।
মহান আল্লাহ, আপনার ফুফুকে বেহেস্তবাসী করুন। দোয়া করবেন, যেন আমার ফুফুরাও ভালো থাকেন। ইহকালে ও পরকালে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনি অনকে সৌভাগ্যবান ইরফান ভাই।দোয়া করি আপনার যে ফুফুরা বেঁচে আছেন তারা যেন দীর্ঘজীবি হন।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

এম. হাবীব বলেছেন: পুরোনো সুখ স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার একজনই ফুফু ছিলেন, অনেক আগেই মৃত্যু বরণ করেছেন। যতটুকু মনে পড়ে অনেক আদর করতেন । আপনার বর্ণনার মতই অনেকটা যা প্রায়ই মিস করি। উভয় ফুফুর জন্য দোয়া থাকল।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ আপনার ফুফুকেও জান্নাতুল ফেরদাউস দান করুন।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বর্তমান ফুফুদের কথা বলেছি,
আমরা আমার ফুফুদের কাছ থেকে
যে আদর পেয়েছি বর্তমানে আমার
সন্তানেরা আমার বোনদের কাছ থেকে
ততটা পাচ্ছেনা এটা নির্দিধায় বলতে
পারি। আর্থিক অনটনে আন্তরিকতার ছেদ
পড়তে পারেনা।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমান ফুফুদের তাহলে তো ডিজিটাল ফুফু বলতে হয়।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

তারেক ফাহিম বলেছেন: অামার দুই ফুফু'র মাঝে ছোট ফুফুর সাথে এমন যোগাযোগ হতোনা, বড় ফুফুর সাথে অনেকটা হয়।
ছোটবেলায় অামার প্রিয় বেড়ানোর স্থান হল ফুফুদের বাড়ী।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ফুফুরা সবসময় ভাল থাকুন সে কামনায় করি।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মরুচারী বেদুঈন বলেছেন: ১২ নং মন্তব্যের সাথে সহমত।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১

মোস্তফা সোহেল বলেছেন: এখন বর্তমানে সবাই হয়তো নিজ স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: সব ফুপুরা বেঁচে আছেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই আপনার ফুফুদের দীর্ঘায়ু কামনা করছি।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

পলক শাহরিয়ার বলেছেন: ফুফুরা ঠিক মায়ের মত। কথাটা দারুণ বলেছেন। আমার ফুফু মারা গেলেন গত বছর। হৃদয় ছুয়ে গেল আপনার লেখা।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ফুফুরা মায়ের মতই।আমার কাছে সেটাই মনে হয়।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ্ আপনার ফুফুকে জান্নাতবাসী করুক,আমিন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আমিন। ধন্যবাদ শাহরিয়ার ভাই।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার একটা ফুফু ছিল ওনি আমি জন্মের পূর্বেই গত হয়ে গিয়েছিলেন, তার কথা শুধু দাদীর মূখেই শুনেছি। বাবার চাচাতো, মামাতো, খালাতো বোনদের অনেক আদো পেয়েছি আর তখন মনে করতাম যদি আমার ফুফু থাকতো কতোইনা আদোর করতো। আপনার ফুফুর স্মৃতিচারণ সত্যিই আমাকে আবেগী করে দিয়েছে। অাপনর ফুফুকে আল্লাহ ওপাড়ে ভালো রাখেন যেনো।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আমি মনে করি ফুফু থাকা সৌভাগ্যের।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব কম ফুফুরাই এরকম হয়। আজকাল তো ফুফু রা থাকলে সে ঘরে ঝামেলা বেশী হচ্ছে...

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: হয়তো ননদ ভাবীর দন্দের কারনে ভাইপো ভাতিজিরা ঠিক মত আদর পাচ্ছে না।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

সুমন কর বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি।

ভালো লিখেছো।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

শাহিন-৯৯ বলেছেন: আমার ছোট ফুফু আমাকে বাবা বলে ডাকে, বলে তুই আমার কালাচাঁদ বাপ, কালাচাঁদ আমার দাদার নাম।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনি অনেক সৌভাগ্যবান।

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার কোন ফুপু নেই।

আপনার ফুপু যেন বেহেশতবাসী হয়।

অনেক সুন্দর একটা লেখা পড়লাম।

ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহ্ আপনার ফুফুকে জান্নাতবাসী করুক।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: আমিন।ধন্যবাদ লিটন ভাই।

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

নতুন নকিব বলেছেন:



আল্লাহ পাক আপনার ফুফুকে জান্নাতবাসী করুন। তার কবরকে জান্নাতুল ফিরদাউছে পরিনত করুন। আমীন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আমিন।ধন্যবাদ নকিব ভাই।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

পালক পালক বলেছেন: আল্লাহ আপনার ফুপি কে জান্নাতবাসী করুক। ঠিকই বলেছেন ফুপিরা মায়ের মতন। আমার দুইজন ফুপি আর আমি তাদের অনেক ভালবাসি। বিশেষ করে ছোট ফুপি। যিনি নিঃসন্তান। আমাকে সে নিজের মেয়ের মতই স্নেহ করেছে আর ছোট বেলা থেকে আমি তার কাছেই বড় হয়েছি। এখনও আমার সব ভাইবোনদের থেকে আমাকে একটু বেশি আদর করেন। যখন বলি ওরা তো আমাকে হিংশা করবে তখন তার একটাই উত্তর। তুইতো আমার মেয়ে।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আপু আপনি সত্যি অনেক সৌভাগ্যবান।
সব সময় এমনই করে ফুফুর ভালবাসা পান সে কামনায় করি।

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

জুন বলেছেন: আপনার প্রিয় ফুপুর মৃত্যুর কথা শুনে দুঃখ পেলাম মোস্তফা সোহেল । আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক ।আমার ফুপুকে দেখার বা তাদের আদর পাবার সৌভাগ্য হয়নি । আমার জন্মের আগেই প্রথম সন্তান হতে গিয়ে মারা গিয়েছিলেন তিনি । আমার ও আমার স্বামীর পরিবারে খালা, ফুপু, মামা, চাচারা দুই পক্ষই ভাস্তা- ভাস্তি, ভাগনে- ভাগ্নীদের অসম্ভব আদর করে থেকে। যার থেকে কখনো বঞ্চিত হয়না আমাদের সন্তানরা।

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

মোস্তফা সোহেল বলেছেন: সন্তান হতে গিয়ে কোন নারীর মৃত্যু সত্যি অনেক দুঃখজনক।
আপনার ফুফুর জন্যও দোয়া করি আল্লাহ উনাকে পরকালে ভাল রাখুন।

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আটলান্টিক বলেছেন: সোহেল ভাই আপনাকে দেখছিনা কেন?

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: একটি আটলান্টিক,আমাকে না দেখে খোঁজ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।আশা করি ভাল আছেন?
আসলে আমি অফিসের ফাঁকে যেটুকু সময় পায় তখন সামুতে সময় কাটায়।তাই শুক্র শনি আমাকে ব্লগে দেখেননি।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

আকতার আর হোসাইন বলেছেন: আপনার মাতৃসম ফুফুকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন সেই দোয়া করি

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আকতার ভাই।

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

পার্থ তালুকদার বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনার স্নেহময়ী ফুফুকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন!
আমার আব্বার মৃত্যুর খবর পেয়ে আমার ছোটফুফু জ্ঞান হারিয়ে ফেলেন এবং ১৮ দিন পর নিজেও ইন্তেকাল করেন।
দেখুন, আপনার এ লেখাটা পড়ে প্রায় সবাই তাদের নিজ নিজ ফুফুদের কথা ভেবেছেন, তাদের কথা এখানে শেয়ার করেছেন। কারণ, আসলেই ফুফুরা মায়েদের মতই হয়ে থাকেন।
পোস্টে ভাল লাগা + +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে আমার এই পোষ্টে চোঁখ বুলিয়েছেন ও আমার ফুফুর জন্য দোয়া করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
দোয়া করি আপনার বাবা ও ফুফুকেও আল্লাহ রাব্বুল 'আ-লামীন জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
আগে ভাই-বোনদের মাঝে যে অকৃত্তিম ভালবাসা ছিল এখনকার ভাই-বোনদের মধ্যে হয়তো অতটা ভালবাসা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.