নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কেমন কেমন করে যেন
খুব একা হয়ে গেলাম
খুব যত্ন করে সঙ্গী বানালাম যাকে
তার নাম একাকিত্ব।
কতশত বাড়িয়ে দেওয়া হাতগুলি
এখন আর একটিও নেই
আশে-পাশে কেউ কেউ
হাত বাড়িয়ে বলে এসো বন্ধু হই।
বিশ্বাস ভঙ্গের মাঝেই
সকলে হয়তো সুখ খুঁজে পায়
তাই চারপাশে বিশ্বাস ভঙ্গের গল্পটাই বেশি।
মনের মাঝে বিশ্বাস ভঙ্গের গল্পটা
খুব গেথে গেছে
তাই আর কাউকে বিশ্বাস করে
মনের মাঝে বসায় না।
একা একা একাকিত্বের মাঝে
যে সুখ খুঁজে পেয়েছি
তা থাকবে হয়তো বহুকাল।
চন্দ্র রাতে চন্দ্রগ্রস্ত হয়ে
একা একা ডুব দেই
একটা রাতজাগা পাখি
তার গল্প বলে যায় একাকিত্বের
আমি বুঝি তার সঙ্গী হয়ে গেলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬
মোস্তফা সোহেল বলেছেন: অয়ন ভাই ধন্যবাদ।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১১
তারেক_মাহমুদ বলেছেন: একাকীত্ব বড়ই কষ্টের, তবে কিছু কিছু সময় একাকীত্ব ভাল লাগে ।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: একাকিত্ব কষ্টের তবে মাঝে মাঝে একা একা থাকতে ভালই লাগে এটা সত্যি।
ধন্যবাদ তারেক ভাই।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৭১-এর ভাবনাটা আরও গভীরভাবে আনা দরকার ছিল কবিতায়।
একাকিত্ব হবে।
কবিতা মোটামোটি হয়েছে।
সম্পতি আপনাদের যশোর রোড নিয়ে একটা কবিতা লিখছি।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১
মোস্তফা সোহেল বলেছেন: যশোরের রাস্তার পাশে যে গাছ গুলো আছে সে গুলি কেটে ফেলা হবে ভাবলেই খারাপ লাগে।
আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।আপনার কবিতাটি পড়ার অপেক্ষায় রইলাম মাইদুল ভাই।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১
কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো কবিতাটি।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ কলি আপু।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪
মিথী_মারজান বলেছেন: হাত ফিরিয়ে নিয়ে চলে যাওয়া আপনজনদের(!) চেয়ে সঙ্গী হিসাবে চাঁদ আর রাতজাগা পাখি অনেক ভাল।
আর একাকিত্বের সাথে বন্ধুত্ব করাই বরং বুদ্ধিমানের কাজ।
তবে আরো ভাল হবে যদি একাকিত্বও বিট্রে করে চলে যায়।
তাহলে আবার আনন্দমময় জীবন।
সুন্দর কবিতা ভাইয়া।
খুব সুন্দর হোক আপনার প্রতিটি সময়।
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০
মোস্তফা সোহেল বলেছেন: হাত ফিরিয়ে নিয়ে চলে যাওয়া আপনজনদের(!) চেয়ে সঙ্গী হিসাবে চাঁদ আর রাতজাগা পাখি অনেক ভাল।খুব সুন্দর বলেছেন মিথী আপু।
আমাদের সবার জীবনে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।রক্তের সম্পর্কের মানুষ গুলোও যখন দূরুত্ব তৈরী করতে চাই তখন কি যে একা লাগে।
ভাল থাকুন আপু।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: একাকিত্রই ভালো।
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
মোস্তফা সোহেল বলেছেন: হয়তো তাই!
ভাল থাকুন রাজীব ভাই।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২
আটলান্টিক বলেছেন: ভাইয়া একাকিত্বকে প্লাস দিসি
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাস পেয়ে অনেক ভাল লাগল।
ভাল থাকুন একটি আটলান্টিক।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
আরাফআহনাফ বলেছেন: খুব যত্ন করে বানানো সঙ্গী একাকিত্বকে ত্যাগ করাই ভালো।
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
মোস্তফা সোহেল বলেছেন: আরাফআহনাফ ভাই বুঝি একাকিত্বকে ত্যাগ করাই ভাল।তবুও মনের মাঝে একাকিত্বের ভিড় লেগে থাকে সব সময়।
ভাল থাকুন ভাইয়া।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
ধ্রুবক আলো বলেছেন: একাকীত্ব দূর করুন। কবিতা ভালো লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: শামীম ভাই একাকিত্ব দূর করতে চাইলেই কি তা দূর করে দেওয়া যায়?
আমাদের চারপাশে একাকিত্ব নিয়ে বাস করা মানুষের সংখ্যায় বেশি।
খুব ভাল থাকুন।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
কেউ কথা রাখেনা । তাই চাঁদের মতোই একাকী নিশিযাপন !
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি ভাইয়া আজকাল কেউ কথা রাখে না।
যেদিন সবাই কথা রাখবে সেদিন হয়তো মানুষের একাকিত্ব কিছুটা কমে যাবে।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন:
একাকিত্বকে ভালবাসার কবিতা। একাকিত্বের হৃদয় বিশাল !
কবিতা ভাল লেগেছে ।
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: একাকিত্বকে না চাইলেও হয়তো মনে মনে অনেকেই একাকিত্বকে ভালবাসে।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন।
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
জাহিদ অনিক বলেছেন:
চলুন, একা থাকি যতদিন ইচ্ছে-------------
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ অনিক ভাই,একা থাকতে চাইলেই সব সময় একা থাকা যায় না।
তবে মনে মনে একা থাকা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি।
ভাল থাকুন।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শিরোনাম দেখে মনে হয়েছে হয়ত কোন গল্প পড়তে যাচ্ছি কিন্তু পরে দেখলাম কবিতা। সুন্দর লিখেছেন।
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: গল্প লিখতে গেলে অনেক লিখতে হয় তাই বেশ কিছু গল্প লেখা থাকলেও তা টাইপ করতে ইচ্ছে করে না।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮
নতুন নকিব বলেছেন:
একাকিত্বের কবিতা ভাল লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ নকিব ভাই।
ভাল থাকুন।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
মানুষের ভারে দেশের মাটি ঢেবে যাচ্ছে, তবুও মানুষ একাকিত্বে ভুগছে এখানে
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া,এটা ঠিক যে মানুষের ভারে এদেশ মাটিতে দেবে যাচ্ছে তবুও মানুষ একাকিত্বে ভুগছে।
এর পেছনে সবচেয়ে বড় কারন আমি মনে করি এখনকার মানুষ অতিরিক্ত স্বার্থপর।
নিজের স্বার্থকে উপেক্ষা করতে পারলে হয়তো আমাদের একাকিত্ব কেটে যাবে।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
কুঁড়ের_বাদশা বলেছেন: একাকিত্বের গল্প পড়িয়া লাইক প্রদান করা হইল।
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
মোস্তফা সোহেল বলেছেন: কষ্ট করিয়া লাইক প্রদান করিবার জন্য ধন্যবাদ কুঁড়ে ভাই।
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
জুন বলেছেন: কবিতাটি পড়ে ভাবলাম একাকীত্ব নিয়ে কিছু লিখবো কিন্ত স্ক্রল করে নীচে আসতেই ব্লগার চাঁদগাজীর মন্তব্যটি পড়ে মৃদু একটি হাসি চলে আসলো ঠোটের ফাঁকে। এত কম জায়গায় এত মানুষ তারপর ও আমরা সবাই একাকী দ্বীপের মত বিচ্ছিন্ন এক একজনা থেকে এটাই সত্য।
মনে দাগ কেটে যাবার কবিতাটিতে অনেক ভালোলাগা ।
+
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: জুনাপু,গাজী ভাইয়ের কমেন্ট গুলো একটু অন্য ধাচের হয় বলতে পারেন।গাজী ভাই কঠিন বাস্তব বাদী মনে হয়।
তবে গাজী ভাই যা বলেছে তা ১০০% ঠিক বলেছেন।আমাদের চারপাশে এত মানুষ তারপরও আমরা দিন শেষে একাকিত্বে ভুগি।
আগের মত এখন আর মানুষের মাঝে হৃদ্যতা নেই।সব কেমন যেন মেকি মনে হয়।
একাকিত্ব নিয়ে একটা লেখা লিখে ফেলুন।আপনার সেই লেখাটি পড়ার অপেক্ষায় রইলাম।
খুব ভাল থাকুন আপু।
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো, তবে একাকীত্ব না।
ধন্যবাদ
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: একাকিত্ব কারই বা ভাল লাগে?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১
পার্থ তালুকদার বলেছেন: একা থাকা ভাল নয়
কবিতা ভাল হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: একা না থাকলেও অনেক সময় মনের মাঝে একাকিত্ব বাসা বাধে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
তারেক ফাহিম বলেছেন: একাকিত্ব অামার ভালোই লাগে।
সহ্য হয়ে গেলো।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: তবে একাকিত্বকে বেশি প্রাধান্য দিবেন না।
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: দিন শেষে সবাই একা.............
+।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি সুমন দা দিন শেষে আমরা সবাই একা।
তারপরও কিছু প্রিয় মানুষ জীবনে আছে বলেই বেঁচে থাকা সুন্দর মনে হয়।
ভাল থাকবেন।আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
একাকিত্ব বিলাস মন ছুঁয়ে গেছে!
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১
মোস্তফা সোহেল বলেছেন: আপনি কবিতাটি পড়েছেন এতেই আমি অনেক খুশি।
ভাল থাকুন ভ্রমরের ডানা ভাই।
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইচ্ছে করে একা থাকা যায়না। যখন একা মনে হবে চোখ বন্ধ করে দেখুন আপনি একা কিনা? খুঁজুন আধারে কেহ দাঁড়ায়ে তারে, শুনুন কে বলিতে চায় কথা। তবে কেন মিছে একাকিত্বের জয়গান।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
মোস্তফা সোহেল বলেছেন: না সুজন ভাই একাকিত্বের জয়গান গাইতে চাইনা।
একাকিত্ব থেকে বেরিয়ে যে কয়দিন বাঁচি আনন্দের সাথেই বাঁচতে চাই।
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ছবি আপু।
২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+
আশা করি ভালো আছেন।
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ শাহরিয়ার ভাই।
জ্বী ভাই আল্লাহর রহমতে ভালই আছি।
২৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: একাকীত্বেরও আনন্দ আছে।
২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০
মোস্তফা সোহেল বলেছেন: একাকিত্বের আনন্দটা মনে হয় ক্ষনিক সময়ের।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একাকিত্ব হবে।