নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
এখন থেকে আর অভিমান নয়
তোমার থেকে সব অভিমান সরিয়ে দিয়েছি।
হয়তো তোমার দুঃসময়ে পাশে থাকা হয়নি
নাকি তোমার দুঃসময়ে
তুমি নিজেকে আড়াল করে রেখেছিলে আমর থেকে।
তোমার সব সুখের সময়ও কি পাশে ছিলাম বল
কিছু সুখ কি তুমি নিজেই উপভোগ করনি একাকী?
আমি যখনই আমার মত করে চলতে গেছি
তখন সম্মুখে ঠিকই তোমার ছায়া দেখেছি।
তুমি তো তোমার মত চলেছ
কই আমি তো কখনই তোমার মত করে
ছায়া হয়ে দাড়াইনি তোমার সম্মুখে।
অভিমান পুষে পুষে বুকের মাঝে
এক সমুদ্র অভিমান
বললেই কি আর সমুদ্র সমান অভিমান
বুকের ভেতর থেকে সরিয়ে দেওয়া যায়।
তাই ভাবছি থাকনা অভিমানগুলো বুকের মাঝে
কিছু না থাকার চেয়ে কিছু থাকা কি ভাল নয়?
এক সময় ঠিক পোষ মানবে বুকে জমা অভিমানগুলো।
এসো তবে তোমার কোন এক ভাললাগা সময়ে
তোমার মত করে
একটা মালা গেথে রাখব তোমার জন্য
শিউলি কিংবা বকুলের নয়
একটা তীব্র অভিমানের মালা।
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ একটি আটলান্টিক।
শুভ কামনা সবসময়।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
আরাফআহনাফ বলেছেন:
কোন এক ভালো লাগা সময়ে অভিমানের মালা ছিঁড়ে যাক - অবসান ঘটুক সব দু:সময়ের ।
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩
মোস্তফা সোহেল বলেছেন: বেশি অভিমান মনের মাঝে পুষে না রাখাই ভাল।
তবে তাই হোক কোন এক ভাল লাগা সময়ে সব অভিমানের অবসান হোক।
অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
তারেক_মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ তারেক ভাই।
শুভকামনা অহর্নিস।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
আখেনাটেন বলেছেন: চলুক মান-অভিমানের চিরায়ত ম্যারাথন তাবৎ প্রেমিক মনেতে...। বিজ্ঞজনেরা বলে এতেই নাকি আসল মজা ভালোবাসাবাসিতে...
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: আরে ভাইয়া আপনি!
অভিমানে ভালবাসা বাড়ে কিনা জানিনা।তবে বেশি অভিমান কিন্তু মনে অনেক কষ্ট দেয়।
বেশি অভিমান হয়তো এক সময় দূরুত্বও বাড়িয়ে দেয়।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
অনেক দিন আপনার কোন লেখা পাইনা।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০
জনৈক অচম ভুত বলেছেন: অভিমান থেকে যদি এমন কবিতা রচিত হয়, তাহলে অভিমানই ভাল।
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ভুত ভাইয়া আপনাকে আমার পাতায় দেখে চমকে উঠলাম!আশাকরি ভাল আছেন?
আপনার নতুন গল্প পড়তে চাই।
অনেক শুভকামনা রইল।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭
রোকসানা লেইস বলেছেন: অভিমান না করার এই উপলব্ধি ধারনাটা বেশ লাগল
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ রোকসানা আপু।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১
আখেনাটেন বলেছেন: অনেক দিন আপনার কোন লেখা পাইনা। -- অনেকগুলো লেখা রয়েছে কিন্তু পোস্ট করব করব করেও করা হচ্ছে না। নিউ ইয়ার রেজুলেশন নিয়ে একটি রম্য লিখলাম বছরের শুরুতেই পোস্ট করব বলে। কিন্তু কেন করলাম না, করছি না এ এক অদ্ভুত মনোজাগতিক...। ভয় হয় এভাবেই অাস্তে অাস্তে ভালোলাগার সামু থেকে হারিয়ে যাব কিনা?
ভালো থাকুন অাপনারা।
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: নিজের মন সত্যি এক অদ্ভুত জিনিস।
কোন এক কবিতায় লিখেছিলাম, আমার মনের ভেতরে বাস করে আরেকটা মন সেই মন শোনে না আমারও বারন।
মনোজাগতিন সব সমস্যা দূরে ঠেলে আমাদের পাশেই থাকবেন সেই কামনায় করি।একটু গা ঝাড়া দিয়ে একটা পোষ্ট দিয়েই ফেলুন দেখবেন অনেক ভাল লাগছে।আপনাদের মত অভিজ্ঞ ব্লাগাররা যদি হারিয়ে যায় তাহলে ব্লগ চলবে কেমন করে?
জানিনা কি কারনে আপনার সামু থেকে হারিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে।কারন যায় থাকুক আপনি আপনার ভাললাগার এই সামু থেকে হারিয়ে যাবেন না এই প্রত্যাশায় করি।লিখুন পড়ুন আর আমাদের সাথেই থাকুন।
আল্লাহ আপনাকে সব সময় ভাল রাখুন।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কিম্ব যদি আঞ্চলিক শব্দের ব্যবহার না হয় তবে কিংবা হবে।
ভালবাসায় অভিমান থাকবেই।
চলবেই মান-অভিমান।
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসায় অভিমান থাকবেই, ঠিকই বলেছেন মাইদুল ভাই।
মান অভিমান নিয়েই জীবন চলে।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই কবিতাটা একটু মোটামুটি হয়েছে।
এই কবিতা কি আপনার চলমান অস্থিরতার বহিঃপ্রকাশ?
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫
মোস্তফা সোহেল বলেছেন: না অয়ন ভাই এ কবিতা অনেক আগের লেখা।
অনেক দিন কিছু পোষ্ট করিনি তাই এই কবিতা দিলাম।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লেগেছে কবিতাটি ভাই। যাকে ভালো বাসা যায় তার প্রতি অভিমান ও করা যায়।
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার মানুষের প্রতিই তো অভিমান আসে সুজন ভাই।
অভিমান ভুলে সব ভালবাসার মানুষেরা অনেক ভাল থাকুক।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১
ধ্রুবক আলো বলেছেন: একটা তীব্র অভিমানের মালা! খুব অভিমান জমে গেছে...!
কবিতা ভালো লাগলো +।
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
মোস্তফা সোহেল বলেছেন: শামীম ভাই,কেন জানি আমার অভিমানটা একটু বেশি।এই অভিমানের কারনে কিছু কাছের মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গেছি।
ভাবি আর কোন অভিমান করব না।কিন্তু মন আমার কোন কথায় শোনে না।
শুভকামনা জানবেন সবসময়।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
বিজন রয় বলেছেন: ভালবাসা আছে বলেই মান-অভিমান আছে।
ফুলময় কবিতা।
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০
মোস্তফা সোহেল বলেছেন: হু বিজন দা,ভালবাসা আছে বলেই মান-অভিমান আছে।
ভালবাসার অপর নামই নাকি অভিমান।
তবে খুব বেশি অভিমান দূরুত্ব তৈরী করতে পারে।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিমান এবং ভালোবাসা পাশাপাশি বয়ে চলে। আর সেজন্য ভালোবাসা এত মিষ্টি।।
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার মানুষের প্রতিই অভিমান আসে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ ভাই।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ রাজীব ভাই।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
সামিয়া বলেছেন: বেশ ভাল লিখেছ ভাই।।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ সামিয়া আপু।
শুভকামনা রইল।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন আইডিয়াতো - অভিমানের মালা
অভিমান প্রেমকে গাঢ় করে। অনুভবে ফাক-ফোঁকর মিটে যায়! সম্পর্ক হয় গভীর।
হালকা অভিমান ভাল, বেশিতে আবার গণেশ উল্টে যেতেও পারে
ভাল লাগা +++
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০
মোস্তফা সোহেল বলেছেন: অভিমানের মালা!আরে আমি নিজেই তো কথাটি খেয়াল করিনি।অভিমানের মালা হলে তা ছোট হওয়াই ভাল।বেশি বড় অভিমানের মালা ভালবাসার রাস্তায় কাটা হতে পারে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো দারুন লাগলো ।
অভিমান থাকা মন্দ নয় ।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান থাকা মন্দ নয় এটা ঠিক তবে বেশি অভিমান না থাকায় ভাল।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ হাফসা আপু।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: অভিমানের কবিতা !
কবিতা ভালো হয়েছে ++
শুভ কামনা রইল।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা রইল শাহরিয়ার ভাই।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
সোহানী বলেছেন: ভালোলাগলো ++++++++++
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: সোহানীপু,আপনার এত্তগুলা প্লাস পেয়ে আমি খুবই আনন্দিত।
শুভকামনা আপনার জন্য।
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: সুমনদা,কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
আপনার কবিতা পড়তে চাই।
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: চমৎকার!
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভ্রমরের ডানা ভাই।
২২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১১
শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগল কবিতাটি।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ রফিক ভাই
শুভকামনা রইল।
২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: অভিমান ভালো না, প্রতিনিয়ত নিপীড়ন করে।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই রুপক ভাই।অভিমান প্রতিনিয়ত নিপীড়ন করে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
করুণাধারা বলেছেন: খুবই ভাল লাগল।
+++++++++
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: আপু কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আশাকরি আপনি অনেক ভাল আছেন?
২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
আজকাল কিন্তু ছড়া কম লিখছেন।আপনার কাছ থেকে বেশি বেশি ছড়া চাই।
২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫
নতুন নকিব বলেছেন:
পঞ্চম লাইনে 'আমায়' কে 'আমার', বারতম লাইনে 'দাড়ায়নি' কে 'দাড়াইনি', চৌদ্দ এবং পনেরতম লাইনে 'সমূদ্র' কে 'সমুদ্র' এবং সতের ও উনিশতম লাইনে 'অভিমান গুলো' কে 'অভিমানগুলো', করে দিলে ভাল হত।
বেশ সুন্দর কবিতা। অভিমানের মালা! বাহ! ব্যতিক্রমী চিন্তার প্রকাশ!
অনেক ভাল থাকুন।
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: নকিব ভাই,বানান আমি খুব বেশি ভুল করি।চেষ্টা থাকে বানান যেন ভুল না হয় তারপরও হয়ে যায়।যাকে বলে বানানের উপরে স্বল্প জ্ঞান।
সব ঠিক করে দিয়েছি।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা সব সময়ের জন্য।
২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
জাহিদ অনিক বলেছেন:
অভিমান পুষতে গেলেই জ্বালা
কখন যে ছোট ছোট অভিমানগুলো সব বড় বড় পাহাড় হয়ে যায়!!!
কবিতা ভাল লেগেছে মোস্তফা সোহেল ভাই।
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
মোস্তফা সোহেল বলেছেন: অনিক ভাই,ঠিকই বলেছেন অভিমান পুষতে গেলেই জ্বালা।
অভিমান বেশিক্ষন না রাখাই ভাল।
কবিতা ভাল লেগেছে জেন অনেক ভাল লাগল।
আপনার কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
আটলান্টিক বলেছেন: কবিতাটা আবার পড়লাম ভাইয়া।ভাল লাগা জানবেন।
আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬
মোস্তফা সোহেল বলেছেন: পুনরায় এসে কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন ভাই।
মাথায় কিছু লেখা আছে দেখি কবে লিখতে পারি।
দোয়া করবেন আমার জন্য।
৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
নীলপরি বলেছেন: অভিমান কাব্য ভালো লাগলো । ++++
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ নীলপরি।প্লাস পেয়ে ভাল লাগল।
আপনার নতুন কবিতা পড়ার অপেক্ষায়।
৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: অভিমানের মালা গেঁথে রাখবেন? বেশ তো!
অভিমানের কবিতা ভাল লাগলো।
'অভিমান, আদর, আবদার' -- শব্দগুলো বাঙলা ভাষার অলঙ্কার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া কয়েক দিন আপনাকে ব্লগে কম দেখেছি,আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন?
সত্যি, অভিমান, আদর, আবদার' -- শব্দগুলো বাঙলা ভাষার অলঙ্কার।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২
আটলান্টিক বলেছেন: অসাধারণ কবিতা ভাইয়া।+++++++