নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** এসেছে আবার
প্রানের বই মেলা
দেখতে-দেখতে
যায় বেলা।
** জ্ঞানের আলো বই
ধরার সময় কই।
** এখন বই পড়ি নেটে
সময় গুলো
আনন্দে যায় কেটে।
** হ্যালো তুমি কই
চলো বই মেলায়
কিনব অনেক বই।
** কাজের চাপে
চলে যায় দম
সময় পায়না তাই
বই পড়ি কম।
** বাঙালী হিসেবে
করতে পারি বড়াই
ভাষার জন্য
শুধু আমরাই করেছি লড়াই।
** বুকে আছে
অনেক আশা
বাংলা আমার
মায়ের ভাষা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
মোস্তফা সোহেল বলেছেন: তবু সময় করে মাঝে মাঝে বই কিনি ও পড়ি ভাইয়া।
পড়তে ভাল লাগে, ভাল লাগে নতুন নতুন বই কিনতে।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: বুকে আশা অাছে বলেই বেঁচে থাকা, বেঁচে থাকা মানেই দৌড়!
তবু বই কিনবো!!
শুভসকাল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২০
মোস্তফা সোহেল বলেছেন: বই কেনার অভ্যাসটা আমাদের ঠিকঠাক রাখা উচিত।
শুভ সকাল বিজন দা।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২০
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাজীব ভাই।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ছবি আপু।
আপনার নতুন পোষ্ট পাইনা অনেক দিন!
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
ছোট ছোট কাব্য কণা
পড়ে পেলাম বেশ মজা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল অয়ন ভাই।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
পার্থ তালুকদার বলেছেন: বই কিনার জন্য উৎসাহজনক পোস্ট।
ভাল হয়েছে ভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ পার্থ দা।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ তারেক ভাই।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫
জাহিদ অনিক বলেছেন:
বই মেলার শুভেচ্ছা জনাব
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও বই মেলার শুভেচ্ছা।
এবারও বইমেলায় যাওয়া হবে না
গেলে হয়তো আপনাদের সাথে দেখা করতে পারতাম।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
নীলপরি বলেছেন: বই পড়াতে উৎসাহিত করার মতো কবিতা । ভালো লাগলো ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: এখন মানুষ বই পড়া কমিয়ে দিয়েছে।
কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ নীলপরি।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: জ্ঞানের আলো বই/ধরার সময় কই- স্যাটায়ারটা মনে ধরছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
"এখন বই পড়ি নেটে
সময় গুলো
আনন্দতে যায় কেটে..."
আপনার এই
কাব্য কনা ঘেটে
দেখলুম বই কেনার সাথে
এমন কথা যায়নাগো মোটে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
মোস্তফা সোহেল বলেছেন: এখন অনেকে নেট থেকে পিডি এফ নামিয়ে বই পড়ে না ভাইয়া।
তবে এটা ঠিক নেটে পড়ে মজা আমি নিজেই পাই না।বইয়ের গন্ধ শুকে বই পড়তেই বেশি মজা।
আজকাল বইয়ে যত না পড়ি তার চেয়ে বেশি নেটেই পড়া হয়।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: সত্য বলেছ, ভালো লাগা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মন্তব্যে করেছেন তার জন্য অনেক ধন্যবাদ সুমন দা।
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
জাহিদ অনিক বলেছেন:
কেন কেন !! যাওয়া হবে না কেন বই মেলায়!!!!!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
মোস্তফা সোহেল বলেছেন: ছোটখাটো একটা চাকরি করি তাহাতে মন মত ছুটি নেওয়া যায় না।
আরও অনেক সমস্যার কারনে যেতে পারি না।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: পড়িলে বই আলোকিত হই না,পড়িলে বই অন্ধকার রই।
ভালো লাগা রেখে গেলাম সোহেল ভাই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯
মোস্তফা সোহেল বলেছেন: দারুন বলেছেন শারিয়ার ভাই।বই না পড়লে সত্যি আমরা অন্ধকারেই রয়ে যায়।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
প্রামানিক বলেছেন: বই মেলা নিয়ে ছন্দ ছড়া অনেক অনেক ভালো লাগল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: প্রামানিক ভাই কাব্যকনা পড়ার জন্য ধন্যবাদ।
বই মেলায় গেলে আপনার সাথে চা খেতে পারতাম।
যাব কোন একদিন তখন আশা করি দেখা হবে।
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
ধ্রুবক আলো বলেছেন: ভালো বলেছেন।
বই মেলায় একদিন দেখা হবে, কিবলেন ভাই?!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: সেই প্রত্যাশায় কতদিন বছর কেটে যাচ্ছে।
আল্লাহ চাইলে নিশ্চয় একদিন দেখা হবে শামীম ভাই।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
জনৈক অচম ভুত বলেছেন: বই কেনাকাটা চলুক, বই পড়া চলুক।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২
মোস্তফা সোহেল বলেছেন: বই কেনা আর পড়ার মাঝে যে সুখ যারা বই কেনে না ও পড়ে না তারা বুঝবে না।
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সুন্দর অনু কবিতা
ভালো ওই ছবিটা
চেষ্টায় হয় জয়
কেটে যায় ভয়
লেখায় থাক চেষ্টা
মিটুক মন তেষ্টা।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও তো সুন্দর একটা অনু কবিতা লিখে ফেললেন!
পড়ার জন্য অনেক ধন্যবাদ কাফি ভাই।
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
সোহানী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ** কাজের চাপে
চলে যায় দম
সময় পায়না তাই
বই পড়ি কম।
তবুও বই কিনতে হবে
সময় পেলেই পড়তে হবে
যতদিন র'বে দম।
এর চেয়ে সত্য আর কিছু নেই। অনুকাব্যে ++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
মোস্তফা সোহেল বলেছেন: তবে এটা তো ঠিক যে অনেকে ইচ্ছা থাকা সত্তেও পুরানো দিনের মত আর বই পড়তে পারেন না।
অনুকাব্য পড়ার জন্য অনেক ধন্যবাদ সোহানীপু।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য ধন্যবাদ মাইদুল ভাই।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো আপনার বাণী গুলো। সত্যতা আছে সবগুলোতেই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ নয়ন ভাই।
২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৮
মিথী_মারজান বলেছেন: আপনার কোন জিনিষটা আমার কাছে সবচেয়ে ভালোলাগে জানেন ভাইয়া!
আপনার সরলতা।
আপনার কাব্য কণাগুলো এর জলজ্যান্ত প্রমাণ।
এতটা সরল মনে লেখা কোনকিছু আমি অনেকদিন কোথাও পাইনি।
ভাল থাকুন।
সুন্দর থাকুন।
আর আজীবন এমনটাই থাকুন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭
মোস্তফা সোহেল বলেছেন: মিথী আপু,আমার মাঝে সরলতা আছে কিনা জানি না তবে আমি ভনিতা করতে পারিনা।
চেষ্টা করি ভাল হয়ে চলতে।দোয়া করবেন সব সময় যেন একজন ভাল মানুষ হয়ে বেঁচে থাকতে পারি।
আপনার সুন্দর মন্তব্যে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল।
২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
ভাষার মাসে চমৎকার প্রাসঙ্গিক কাব্য কনা ....
শুভ কামনা !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
মোস্তফা সোহেল বলেছেন: মনিরা আপু পড়ে মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।
আপনার জন্যও অনেক শুভকামনা রইল।
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন ।
তবে বয়স বাড়ার সাথে সাথে কি বই পড়ার ধৈর্য্য কমে যায়?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২০
মোস্তফা সোহেল বলেছেন: বয়স বাড়ার সাথে সাথে মানুষের সব শক্তিই কমে যায়।এটা প্রকৃতির নিয়ম।
হয়তো ধৈর্য ও।
কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ হাফসা আপু।
২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩
আটলান্টিক বলেছেন: ভাইয়া আমিও এখন রিয়েল বই পড়ার চেয়ে পিডিএফ বেশি পড়ি
তবু রিয়েল বই পড়ার মজাটাই আলাদা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই রিয়েল বই পড়ার মজাই আলাদা।
২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১
অপ্সরা বলেছেন: ভীষন ভীষন ভীষণ ভালো লাগা!!!!!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২
মোস্তফা সোহেল বলেছেন: শায়মাপু আপনাকেও ভীষন ভীষন ধন্যবাদ।
২৭| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:২১
খায়রুল আহসান বলেছেন: বই নিয়ে লেখা কাব্যকনা ভালো হয়েছে।
২৩ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ** কাজের চাপে
চলে যায় দম
সময় পায়না তাই
বই পড়ি কম।
তবুও বই কিনতে হবে
সময় পেলেই পড়তে হবে
যতদিন র'বে দম।