নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
চায়ের সাথে নাকি আড্ডা খুব জমে কিন্তু আমার বেলায় তা ভিন্ন।চা সামনে পেলে আমার শুধু মনে হয় সব আড্ডা ফেলে আমি শুধু চোঁখ বুজে চা খেয়েই যায়।
কিন্তু এই মূহুর্তে আমার সামনে সজীব ভাই বসে আছেন।তিনার সামনে বসে চুপচাপ চা খাওয়া কোন ভাবেই সম্ভব নয়।গত আট তারিখ থেকে তিনি আমাকে নাকি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন।আমার ছায়াও নাকি তিনি দেখতে পাননি এ কদিন।আরে আমার ছায়া দেখবেন কি করে আমি তো এ কদিন ঘর থেকেই বের হইনি।-
-কিরে কোন কথা বলছিস না কেন?শুধু গাধার মত চা খেয়েই যাচ্ছিস।
-কি আর বলব বল সজীব ভাই,আজকাল কথা বলাও পাপ।দেশে কি বাক স্বাধীনতা আছে বল?
-কেন তোর বাক স্বাধীনতা আবার কেড়ে নিল কে?
-থাক ও সব তুমি বুঝবে না।আমি এখন বিস্তারিত বলতে গেলে তোমার মাথা ধরে যাবে।
-তা বুঝব কেন সব কিছু তো তুই একাই বুঝিস।
-তা এখন বল ডেকেছ কি জন্য?
-ভাবছি দুইদিন পরে বই মেলায় যাব তুই যাবি আমার সাথে?
-ও হ্যা তোমার তো এবার বই মেলাতে বই বেরিয়েছে তা বইটার নাম যেন কি?
-বাহ তুই তো বইটার নাম জানিস আর এরই মধ্যে ভুলে গেছিস!
-কি করে মনে রাখি বল দেশে রোজ গেলে কত বড় বড় ইস্যু তৈরী হয় সে সব মনে রাখব নাকি বই মেলায় তোমার বই বেরিয়েছে তা মনে রাখব?
-তা সাম্প্রতিক কয়েকটি বড় ইস্যুর কথা বলতো?
-ওই আর কি খালেদা জিয়ার কেন জেল হল,মোমিনুল কেন টেস্ট ম্যাটে রান আউট হইল,প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি ইত্যাদি।থাক এসব, এবার বল তোমার বই বেচা কেনার খবর কি?সজীব ভাই মুখটা ভার করে বললেন,
-নারে তেমন কোন খবর নেই,এখনও পর্যন্ত এক কপিও বিক্রি হয়নি।
-বল কি সর্বনাশ! আজ বই মেলার তের দিন আর একটি বই বিক্রি হয়নি এখনও পর্যন্ত!! তবে তোমার ফেসবুক স্টাসে দেখলাম দ্বিতীয় মূদ্রন চলছে?
-এটা সত্য প্রথমে তো প্রকাশক একশো কপি মূদ্রন করেছিল পরে দ্বিতীয় মূদ্রনে দুইশো কপি।
-তা তোমার বইটার নাম কি যেন?
-খুচরো কাব্য। ( আমি মনে মনে কইলাম মানুষ বড় বড় কাব্যই পড়ে না তোমার খুচরো কাব্য কে পড়িবে সজীব ভাই )
-তা ওখান থেকে কি একটা কাব্য আমাকে শোনানো যায়?
-যাবে না কেন শোন একটা---
আমি নদী হয়ে
এ পারে বিলিন হই
আর তুমি
ওপারে গড় বসত!
-বাহ খুব সুন্দর তো।এমন খুচরো কাব্যর আবার ভাত হয়না।
-তুই বল এত যত্ন করে নিজের টাকা খরচ করে বই বের করে যদি এক কপিও বিক্রি না হয় তাহলে কার না দুঃখ লাগে।কত বন্ধুরে ফোন করে বললাম আমার বই বেরিয়েছে মেলায়।সবাই এক কথায় বলে বাহ খুব ভাল, তা আমার কপিটা পাচ্ছি কবে?
-খুবই দুঃখ জনক ব্যাপার।চিন্তা করনা আমি আর তুমি তো বই মেলায় যাচ্ছি দুজনে দু কপি কিনলে দুটো বই তো বিক্রি হবে নিশ্চয়।
-তা তোকে এ-কদিন দেখলাম না যে?
ওই আর কি আট তারিখে খালেদা জিয়ার মামলার রায় ছিল তো তাই আর বের হই নি।
-রায় খালে জিয়ার আর তুই বাসা থেকে বের হসনি ঘটনাটা হাস্যকর না।
-হাস্যকর হবে কেন একজনের মামলার রায়ে দেশে যে ভাবে ধরপাকড় চলছে চারিদিকে, যে ভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে তাতে তো দেশে যুদ্ধ যুদ্ধ ভাব মনে হচ্ছে।
-সরকার হয়তো ঘটনাটা নিয়ে পরিস্থিতি একটু গুমোট করে ফেলেছে তাই বলে এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
-ঠিক আছে ঠিক আছে বাদ দাও এ সব, রাজনিতী আলাপ আমার ভাল লাগে না।বই মেলায় যাচ্ছি কবে বল?
-বললাম না দুই দিন পরে।
দেশে কি হল না হল আমার মত আমপাবলিকের অত ভেবে লাভ নেই।এদেশে আজ যেটা বড় ইস্যু দুদিন পরে সেই সব ইস্যু কেউ মনে রাখে না।
তার চেয়ে আমি বই মেলা নিয়ে ভাবি।মানুষ গাটির টাকা খরচ করে আজকাল বই বের করে সেই বই পাবলিক কেনে না।লেখকদের মনে কত খুচরো দুঃখ।
আমিও সজীব ভাইয়ের মত খুচরো কাব্য লিখব।দেখি তো চেষ্টা করে এখন একটা পারি কিনা-
নিজেই লেখক
নিজেই প্রকাশক
তবু হইনা বিক্রি বই
এখন আমি যাব কই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।বসন্তের শুভেচ্ছা রইল।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
তারেক_মাহমুদ বলেছেন: কষ্ট করে একটা বই লিখে নিজের গাটের পয়সায় ছাপিয়ে তাও যদি বিক্রি না হয় সেটা সত্যি কষ্টের।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬
মোস্তফা সোহেল বলেছেন: এ জন্য নিজের গাটের টাকায় বই না ছাপানো বুদ্ধিমানের কাজ।
মন্তব্যের জন্য ধন্যবাদ তারেক ভাই।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজে লিখক ,নিজে প্রকাশক, নিজে সেলসম্যান এ যেন জিয়া অরফানেজ মামলা।
যে বাদী সে তদন্তকারী, সে সাক্ষী,
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: জিয়া অরফানেজ মামলার ভারই সঙ্গা দিলেন ভাই।
সব জায়গাতেই আজকাল গোজামিল।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: শুভ বসন্ত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা রাজীব ভাই।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
বসন্ত এসে গেছে । মনটাকে রাখুন ফুরফুরে । গেয়ে যান খুচরো কাব্যের গান ।
শুভেচ্ছা বসন্তের --
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক অনেক বসন্তের শুভেচ্ছা ভাইয়া।
সব সময় ভাল থাকুন সে কামনায় করি।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
আখেনাটেন বলেছেন: -এটা সত্য প্রথমে তো প্রকাশক একশো কপি মূদ্রন করেছিল পরে দ্বিতীয় মূদ্রনে দুইশো কপি। -- হা হা হা। ভালো মার্কেটিং পলেসি।
এখন মনে হয় লেখক হওয়ার সাথে সাথে মার্কেটিং নিয়েও ভালোভাবেই ভাবতে হবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১
মোস্তফা সোহেল বলেছেন: এখন মনে হয় লেখক হওয়ার সাথে সাথে মার্কেটিং নিয়েও ভালোভাবেই ভাবতে হবে। তাছাড়া তো উপায় নাই ভাইয়া।
লেখাটি পড়ে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
পার্থ তালুকদার বলেছেন: বাস্তব সত্যটা কৌতুকের মাধ্যমে তুলে ধরেছেন। ভালো লাগলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্যে করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
সামিয়া বলেছেন: গাটির টাকা খরচ করে সবাই কি বই প্রকাশ করে বই বিক্রির জন্য ? কেউ কেউ তো আমার মতন আছেন বই বের করে নিজের পার্সোনাল লাইব্রেরীতে বই সাজিয়ে রাখার জন্য ।।
তাছাড়া বই বিক্রি হলেও প্রকাশক কয় টাকা ফিরিয়ে দেয় তার খোঁজ আর রাখে কে ভাই।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: এখন তো শুনি তাল গাছের মত প্রকাশক বেরিয়েছে টাকা দিলেই বই প্রকাশ করে দেয়।
গাটির টাকা উসুল হল কিনা তা লেখকই ভাল বলতে পারবেন।
তা আপু আপনার বই কেমন চলছে?নিশ্চয় এই প্রশ্ন করে আপনাকে লজ্জায় ফেলে দেইনি
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
কুঁড়ের_বাদশা বলেছেন: পড়িয়া বেপুক মজা পাইলুম !
লাইক প্রদান করা হইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনার লাইক পাইয়া আমি ধন্য হইলাম কুঁড়ে ভাই।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
সামিয়া বলেছেন: অবশ্যই লজ্জায় ফেলে দিয়েছ ভাইয়া।আমার বই তো একটা পোকাও কিনবেনা। হুহুহু।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনার বই কিনে বুক রিভিউ লেখার ইচ্ছা আছে।
আশা করি পাঠক প্রিয়তা পাবেন।অনেক শুভ কামনা রইল।
নতুন লেখকদের জন্য মনে হয় বই মেলাটা অনেক চ্যালেজিং।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২
করুণাধারা বলেছেন: খুব ভাল লিখেছেন মোস্তফা সোহেল- আমি মাঝে মাঝেই ভাবি এত যে কবিতার বই নবীন কবিরা লিখছেন এগুলোর পাঠক কারা। আপনার লেখা পড়ে উত্তরটা অনেকটাই পেলাম, বাড়তি পাওনা রসিকতার ছলে লেখা পাঠের আনন্দ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: অনেকে নিজেই বই প্রকাশ করে ক্রেডিট নিতে চাই।মেলায় বই প্রকাশ করে গর্বের সাথে তা বলে বেড়ায়।এত এত নতুন বই প্রকাশ হচ্ছে তা কারা যে পড়ে তা আমারও জানা নেই।তবে একটা কথা আছে,ধারে কাটে না ভারে কাটে না আমার লেখা কাটে পোকায়।
লেখাটি পড়ে নিজের ভাল লাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি দারুন টপিকে লিখলেন, তবে লেখকে কেনো পচাইলেন ভাই। যদিও আমি জাত লেখন নয় আঁতে লাগ।কোন দিন যদি কোন প্রকাশক বই প্রকাশ না করে তাহলেতো নিজেকেই প্রকাশ হওয়া লাগবো তখন যদি এমন ঘটনাটি নিজের উপর বর্তায় তখন আপনার লিখাটা মনে পড়লে হয়তো আপনাকে কইষা দুইটা গালি দিবো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
মোস্তফা সোহেল বলেছেন: সমসাময়ীক বিষয় নিয়ে তাৎক্ষনিক লেখাটি লিখেছি।অত ভেবে লিখিনি।
লেখককে পচালাম বুঝি সুজন ভাই?আমিও তো লেখকদের দলেই তাই না?
এখনই দুইটা গালি দিয়ে রাখেন পরে আর দেওন লাগব না
লেখাটি পড়ে মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ সুজন ভাই।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০
প্রামানিক বলেছেন: লেখা মন্দ নয় ভালই লাগল। ধন্যবাদ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯
মোস্তফা সোহেল বলেছেন: কষ্ট করে লেখাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫
সৈয়দ ইসলাম বলেছেন:
বসন্তের আমেজকে আপনার এই লেখা মধুময় করে দিল। ভালো লাগলো ভায়ো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০
মোস্তফা সোহেল বলেছেন: সৈয়দ ভাই,দুদিন কই ছিলেন?আজ বসন্তের কোকিলের মত হাজির!
লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
তারেক ফাহিম বলেছেন: পাঠক কই,
সবাই অনলাইন নিয়ে ব্যস্ত।
সবাই লেখক।
বাসন্তি শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: পাঠকের চেয়ে লেখকের সংখ্যায় মনে হয় বেশি।আজকাল সবাই লেখক হইতে চাইলেও কেউ মনে হয় ভাল পাঠক হইতে চাইনা।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ফাহিম ভাই।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
ওমেরা বলেছেন: বই এর পাতা উল্টাতেই কষ্ট লাগে ,আবার পয়সাও খরচ করব নাকি!!
লিখাটা খুব মজাই লাগল ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: পয়সা খরচ একটা ব্যপার হতে পারে।অনেকের কাছে গাটের টাকা খরচ করে বই কেনার চেয়ে বই উপহার পেতেই পছন্দ করে।
লেখাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ ওমেরা।
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
উম্মে সায়মা বলেছেন: বাস্তবতা সোহেল ভাই। তবু লেখকের শখ হয় ছাপার অক্ষরে নিজের লেখা দেখার। সামিয়া আপু যেমন বলল।
লেখা পড়ে মজা পেয়েছি।
বসন্তের শুভেচ্ছা!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: হু সায়মা আপু বাস্তব বড়ই কঠিন।তবে প্রকাশরা ভাল লেখা ছাপার ব্যপারে হয়তো নতুনদের বেলায় অবহেলা করে যার কারনে নিজের টাকায় বই প্রকাশ করতে হয়।আপনাকেও বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা।
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা.............. গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজে লিখক ,নিজে প্রকাশক, নিজে সেলসম্যান এ যেন জিয়া অরফানেজ মামলা।
ঠান্ডা চা উইথ সোহেল............ দারুন লাগলো।
... আরে আরে বই বের করে কেউ কি কোটিপতি হতে পেরেছে?? একমাত্র হুমায়ুন আহমেদ ছাড়া। প্রথম ১০-১৫ টি বই বের করবেন নিজের গাটের পয়সায় তারপর তার হাজার কপি বিলি করবেন নিজের বাবার দাদার পয়সায় তারপর কয়েক কপি বিক্রি হবে ছেলে মেয়েদের পয়সায় .....। এটাই লেখক জীবনের স্বার্থকতা। যা লিখা কিছু পড়লাম নতুন লেখকদের ক্ন্দন অবস্থা।...হাহাহাহা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: সোহানী আপু,প্রকাশকরা যদি তাদের নিজ কাজটি দায়িত্বের সাথে করতেন তাহলে হয়তো অনেক নতুন ভাল ভাল লেখকদের নিজের গাটের টাকায় বই বের করতে হতনা।
তবু যারা গাটের টাকায় বই বের করছে তাদের সবার জন্যই শুভ কামনা।
মন্তব্যে জন্য অনেক ধন্যবাদ।বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা।
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:১১
মলাসইলমুইনা বলেছেন: কঠিন রসিকতা হয়েছে ...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে তো ভাইয়া স্যরি বলতে হয়........
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৬
জাহিদ অনিক বলেছেন:
হুম্ম !! সজীব ভাইএর জন্য দুঃখ প্রকাশ।
আপনার কি বই বের হবে শীঘ্রই ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: এমন সজীব ভাইয়ের অভাব নাই।
হ্যা আমার বইও বের হবে এবং আমার গাটের টাকাতে।তবে শীঘ্রই নয় বই বের হতে হতে মরেও যেতে পারি।
জাহিদ অনিক ভাই,বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল।
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩
ধ্রুবক আলো বলেছেন: কবিতার বই কেউ কেনে না। আজকাল মানুষ প্রচারণা দেখে, যেই লেখকের প্রচার বেশি তারই বই কেনে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো,প্রথমেই আপনাকে বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা।
কবিতার বই কেউ কেনে না এটা হয়তো কিছুটা ঠিক তবুও কম বেশি কবিতার বই বিক্রি তো হয়।
প্রচারেই তো প্রসার তাই মানুষ প্রচারনার ক্ষপ্পরে পড়ে প্রতারিত হয়।
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫
মলাসইলমুইনা বলেছেন: না না আপনার লেখাটা ঠিকই আছে |আমিই পরিষ্কার করে বলতে পারি নি |লেখকের দুঃখটা মনে করে মনে হলো কঠিন রসিকতার কথা ! আপনার সজীব ভাই লেখা না দেখলে এটা সুলিখিত রম্য | কিন্তু উনি পড়লেই কিন্তু এটা সিরিয়াস এলিজি হয়ে যেতে পারে |সেটাই বলতে চেয়েছিলাম | অনেক ধন্যবাদ |
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: পুনরায় এসে আরও সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: সত্যি কথা!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: বিজন দা কেমন আছেন?
বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল।
২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
বই মলোতে আসেন আজকে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০
মোস্তফা সোহেল বলেছেন: আমি ঢাকার বাইরে থাকি বিজনদা।
বই মেলায় যাওয়ার ভিষন ইচ্ছে থাকলেও যেতে পারিনা
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন করে বলতে নেই হা হা হা
খুচরো আলাপে ভাললাগা
লিটন ভাযার মন্তব্য অসাম
বাসন্তী আর ভ্যলেন্টাইন প্যাকেজ শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২
মোস্তফা সোহেল বলেছেন: অমন করে বলতে চাইনি লিখতে গিয়ে হয়ে গেছে
লিটন ভাই জিনিয়াস, উনার পক্ষে এমন মন্তব্য করা কোন ব্যপারই নয়।
আপনাকেও ভালবাসা দিবসের শুভেচ্ছা ভাইয়া।
২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ জমজমাট আড্ডা,
ভালো লাগলো ভাই।
শুভ বসন্ত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: আরে নয়ন ভাই!
আপনাকেও বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল ভাই।
২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সাম্প্রতিক বিষয় নিয়ে ভালো খোচা মার্কা লেখা! এভাবেই লিখে যান। সরকারের মাথামোটা বলদ গুলার এসব স্যাটায়ার বোঝার ক্ষমতা নেই হয়ত। নির্বিঘ্নে লিখে যান।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা থাকল
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা মুসা ভাই।
২৯| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩২
মাআইপা বলেছেন: বাহ্ ভালই তো ১ এর মধ্যে ২
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭
মোস্তফা সোহেল বলেছেন: আরে ১ এর ভেতর দুই পাইলে সবাই তো বলবে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল
৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: বই বিক্রী হলেও বিক্রীর টাকা সঠিক হিসেব অনুযায়ী প্রকাশকদের কাছ থেকে আদায় করাটা একটা কঠিন কাজ। তার চেয়ে বরং গাঁটের টাকা খরচ করে কম সংখ্যায় বই বের করাই উত্তম। বন্ধু বান্ধব আর শুভানুধ্যায়ীদের মাঝে যারা লেখকের মনের আশাটা বুঝতে পারে, তারা কয়েকটা টাকা পানিতে ফেলে লেখককে উৎসাহিত করতে পিছপা হয় না। তবে তাদের সংখ্যাটা নেহায়েতই কম হয়ে থাকে।
গিয়াস উদ্দিন লিটন আর সোহানী এর মন্তব্যদুটো (৩ ও ১৮ নং) ভাল লেগেছে। +
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
৩১| ০৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: "ধারে কাটে না ভারে কাটে না আমার লেখা কাটে পোকায়" (১১ নং প্রতিমন্তব্য) - কথাটা রসিকতা করে বলা হলেও, নবীন লেখকদের জন্য এটাই চরম বাস্তবতা।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
আটলান্টিক বলেছেন: হা হা হা হা
মজা পেলাম ভাই।