নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
গতকাল বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সামুতে যে পরিমান লেখা এসেছে সত্যি বিষয়টা অনেক আনন্দের।সব লেখা না পড়লেও বেশিরভাগ লেখায় পড়া হয়েছে।ভালবাসা নিয়ে কবিতা-গল্প ও বিভিন্ন ধরনের লেখার মাধ্যমে প্রিয় ব্লগারগন ভালবাসা নিয়ে তিনাদের মত প্রকাশ করেছেন।
আজও দেখলাম বেশ কিছু লেখা ভালবাসা নিয়ে তাই ভাবলাম আমিও বাদ যাব কেন।ভালবাসা দিবস উপলক্ষে তাই কিছু কাব্য কনা শেয়ার করছি আপনাদের সাথে।
** সাত সকালে
ডাক দিল কে
আজ
ভ্যালেন্টাইন ডে।
** ভালোবাসা দিবসে
দিবে অনেক ভালোবাসা
এতো টুকু
করতে পারি আশা।
** পার্কে বসে
বাদাম বুট চিবায়
বয়স হয়ে যায় পার
তবু প্রেমের দেখা না পাই।
** আমার মনটা
হয়ে আছে অবশ
আজ
বিশ্ব ভালোবাসা দিবস।
** বাঁশে হয় বাশি
বলনা একটু ভালোবাসি।
** কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখোনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে ফুলে।
** হৃদয় দিয়ে হৃদয়
কজন চেনে
ভালোবাসা হয়না
দিবস মেনে।
** ফুল ফুটে আছে টবে
অপেক্ষায় আছি আমি
আসবে তুমি কবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১২
মোস্তফা সোহেল বলেছেন: ভাইরাস-৬৯,ভালবাসার অভাব নাই কিন্তু সত্যিকারের ভালবাসার আজকাল বড়ই অভাব।ভালবাসা যে আসলে কি তা আমিও ঠিক বলতে পারব না।
আমার কাব্যকনা আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫
সাহসী সন্তান বলেছেন: কাব্য কণা ভাল হইছে সোহেল ভাই। যদিও একটু লেট হয়ে গেছে তবে ব্যাপার না, এখনো ভ্যালেন্টাইনের ঘ্রাণ যায় নাই...
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: আমি লেট কুমার হইয়া গেলাম
তা যা বলেছেন,ভ্যালেন্টাইনের ঘ্রান এখনও আছে।
কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্যও অনেক শুভকামনা।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
ওমেরা বলেছেন: ভ্যালেন্টাইন কাব্যকনা ভাল হয়েছে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ ওমেরা।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
এম ডি মুসা বলেছেন: ভালবাসা শুভেচ্ছা ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও ভালবাসার শুভেচ্ছা মুসা ভাই।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার তো !!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: পার্থদা কাব্য কনা পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
তারেক ফাহিম বলেছেন: কাব্য কনায় ভালো লাগা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ ফাহিম ভাই।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯
কুঁড়ের_বাদশা বলেছেন: প্রেমের মরা জলে ডোবে না...
লে হালুয়া।
পড়িয়া লাইক প্রদান করা হইল।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: লাইক দিলেন কিন্তু লাইক কই গেল কুঁড়ে ভাই
প্রেমের মরা জলে ডোবে,আপনার নাম প্রেম রাইখা জলে ঝাপ দিয়া দেখেন।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনি তো লিখে ফেললেন ! আমি কিন্তু কিছু লিখি নাই !
কাব্য কণা ভাল লেগেছে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা ভাইয়া লিখেই ফেললাম!
কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: আরে বাহ দারুণ সোহেল ভাই। আসবে খুব তাড়াতাড়ি ধর্য্য ধরুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ তারেক ভাই।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩
সুমন কর বলেছেন: মজার ছিল। ভালো লাগল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫
ধ্রুবক আলো বলেছেন: অনুকাব্য সুন্দর হয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১
মোস্তফা সোহেল বলেছেন: অনুকাব্য পড়ার জন্য ধন্যবাদ ধ্রুবক আলো।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৩
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন ভালবাসানুকাব্য । ভালবাসা দিবসে ভালবাসা কারো জীবনে হয়ে যায় বহতা নদী , কেও কেও হাতে ফুল নিয়ে প্রিয়তমের কাছে যায় নুপুরের ঝুম ঝুম শব্দ তুলে , কারো কাছে এটা যেন ঝর্নার ছল ছল। কারো কাছে নৃত্তের ছলাকলা, কারো কাছে অন্ধকারে পূর্ণ দীপ্তিময় রমণী , ভালবাসা দিনে কেও হয় চঞ্ছলা হরিনী, কেওবা দৃষ্টি দীঘলা মেলে ঠোঁটের কোনায় এক ফোঁটা অভিমান নিয়ে ঘোর অন্ধকার রাতে জোনাকির নরম আলোয়,কুহকের মায়ায় আলেয়ার কায়ায় জোছনার দেবী হয়ে হয় অতন্দ্রিলা। তবে ভালবাসা যাই হোক না কেন , নীজের চোখে দেখা একটি ভালবাসারঘটনার কথা জীবনেও কোনদিন ভুলবনা। বছর কয়েক আগে, ভালবাসার একদিবসে রমনা পার্কে দেখা, অল্প বয়সি একটি দরিদ্র দম্পতি ( বেস ভুসা কথা বার্তায় মনে হয়েছে ) , মেয়েটি ছেলেটিকে জোর করে পারকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে আর ক্রমাগত একটু তীক্ষ সুরেই বলে যাচ্ছে ছোট লোকের বাচ্চা , পার্কে লয়ে ঘুরতে পাবেনাতো বিয়া করছিলে কেন , দেখস না মানুষে কেমনে বউরে ল্ইয়া পার্কে ঘুরে , বাদাম খায় , জালমুরী খায় , আর ছেলেটি বলেই চলেছে জানস না পার্কে ঘুরতে, বাদাম খাইতে , জালমুরী খাইতে টেহা লাগে, হেইডা দিব তোর কোন বাপে। এখন ভালবাসার ঠেলা বুঝেন ।
বসন্তের শুভেচ্ছা রইল ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: আলী ভাই,ওই কথাটাই হয়তো চিরন্তর সত্য,অভাব যখন দরজা দিয়ে ঢোকে ভালবাসা তখন জানালা দিয়ে পালাই।
খুব সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: অনু কাব্য পড়ে ভালো লেগেছে++
বসন্তের শুভেচ্ছা সোহেল ভাইয়া।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মনেও বসন্ত আসুক। ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা সম্রাট ভাই।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
পদাতিক চৌধুরি বলেছেন: ক্ষমা চেয়ে নিচ্ছি এমন পোস্ট দেরিতে পড়ার জন্য।আপনার কাব্যকন্যা বেশ রুপোসী।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে পড়েছেন তবুও পড়েছেন তো।
অনেক ধন্যবাদ ভাই।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮
কামরুননাহার কলি বলেছেন: আমার দুষ্ট-মিষ্টি ভাবিকে নিয়ে কি ভ্যালেন্টাইন ডে কোথায়ও গিয়েছিলেন ভাইয়া। নাকি সেইদিনও অফিস!!!!!!!!!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা দিবসে যদি সরকারি ছুটি থাকতো তাহলে আপনার ভাবিকে নিয়ে ঘুরতে বের হতে পারতাম।
সামনের বছর আমরা আন্দোলন করব যেন,ভালবাসা দিবসে সরকারি ছুটি থাকে।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া তাই করতে হবে, আন্দোলন করব। সামনের বছরে যেনে সরকারি ছুটির দেয় সরকার।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
জুন বলেছেন: মোস্তফা সোহেল ব্লগে অনিয়মিত থাকার জন্য সময়মত কাব্যকনায় ভালোলাগা দিতে পারি নি তার জন্য ভীষন দুঃখ প্রকাশ করছি
বিশেষ করে শেষ দুটোতো খুবই ভালোলেগেছে ।
এমন কনা নিয়মিত লিখতে থাকুন অনুরোধ রইলো
+
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: জুনাপি সময় করে যে আমার মত একজন নগন্য মানুষের লেখা পড়েন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।
আপনার কথা মনে থাকবে আপু।সময় করে এখন থেকে মাঝে মাঝে কাব্যকনা নিয়ে হাজির হব।
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: কাব্য কণা এতদিন পর পড়লাম।
ভাল হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই তবু পড়েছেন তো।আমি তাতেই খুশি।
২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
নীলপরি বলেছেন: অনিয়মিত থাকার কারণে পড়তে অনেক দেরী হয়ে গেলো ।
প্রতিটাই ভালো লেগেছে । ++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: তবু সময় করে আমার লেখা পড়েছেন এটাই অনেক বড় পাওয়া।
ধন্যবাদ নীলপরি।
২২| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার! শেষেরটা বেশি মনছোঁয়া।
ডঃ এম এ আলী এর মন্তব্যটা তেমন হয়েছে।
২৩ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩
ভাইরাস-69 বলেছেন: আজকাল সত্যিই কী সবার ভালবাসা বড্ডা অভাব নাকি? ভালবাসা আসলে কী? আমিও হয়তো তার সঠিক সংজ্ঞা দিতে পারব না, তবে গতকাল ব্লগে অনেকের লেখা পড়েছি, সেগুলো ছিল ভালবাসা দিবস নিয়ে রসিকতায় ভরপুর ও রুপকথার গল্পের মত। যেমনটা,আপনিও আজ আপনার ভালবাসানুকাব্যতে লিখেছেন।তবে আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে।