নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীর প্রতি রইল আমার সম্মান ও আন্তরিক শুভেচ্ছা।
** তার সাথে
বাধা ছিল নাড়ি
মা আমার জীবনে দেখা
সেরা নারী।
** দিন শেষে
রাত আসে নেমে
নারীর প্রতি সহিংসতা
থাকেনা তবু থেমে।
** খুব অল্পতে নারীর প্রতি
কাঁপেনা হাত তুলিতে
নারীর প্রতি আমাদের সম্মান
সে যে মূখের বুলিতে।
** নারীরা সবই চালাই
প্লেন থেকে গাড়ি
সব কিছু সামলায় একা
বাহির হতে বাড়ি।
** সমাজে পুরুষেরা সব
দেখায় কত ভান
নারীকে তারা দেয়না
প্রাপ্ত সম্মান।
** সমাজ থেকে হয়নি এখনও দূর
অন্যায় অবিচার
কবে পাবে নারী তার
সমান অধীকার?
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৪
মোস্তফা সোহেল বলেছেন: আপু কেমন আছেন?নারীদের নিয়ে যতই লিখি না কেন মা-বোনদের ভালবাসা নিয়ে লেখা শেষ করা কি সম্ভব?
প্রতিটি নারী তার প্রাপ্ত সম্মান পাক সে কামনায় করি।
অনেক শুভ কামনা রইল আপু।
২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার, সকল নারীদের প্রতি শ্রদ্ধা।
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
৩| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
কামরুননাহার কলি বলেছেন: চমেৎতকার হয়েছে ভাইয়া প্রথম চার লাইন আমার কাছে প্রিয় মনে হয়েছে। তাই প্রিয়তে রাখলাম ভাইয়া।
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কলি আপু।
৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন। ভালোলাগা।
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৭
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সম্রাট ভাই।
৫| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫
মলাসইলমুইনা বলেছেন: সুন্দর ! প্রথম কাব্যকণাটুকু (প্রথম চার লাইন) সবচেয়ে ভালো লেগেছে |
০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া পড়েছেন জেনে ভাল লাগল।
৬| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬
ওমেরা বলেছেন: সমান অধিকার চাইনা ভাইয়া প্রাপ্যটুকু দিলেই খুশী থাকব ।
কাব্যকনা ভাল লেগেছে । ধন্যবাদ ভাইয়া ।
১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: কব্যকনা পড়ার জন্য ধন্যবাদ ওমেরা আপু।
৭| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
৮| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্য কণা ভাল হইছে---
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ লিটন ভাইয়া।
৯| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩
জাহিদ অনিক বলেছেন:
আহ ! দারুণ কাব্যকণা।
নারী দিবসের শুভেচ্ছা (লেট লতিফ)
১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৪
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় মানুষের শুভেচ্ছা সব সময়ই টাটকা!
১০| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭
নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে প্রতিটা কাব্যকণা । ++++
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও সময় করে পড়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ নীলপরি।
১১| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কাব্য কথা +
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৫
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।
১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: নারী দিবসের কবিতাটি চমৎকার হয়ছে। আপনার নতুন পোস্টের জন্য অপেক্ষায় আছি। ভাল থাকবেন, মোস্তফা সোহেল ভাই।
৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটি পড়েছেন জেনে ভাল লাগল কাওসার ভাই।
শুভকামনা রইল আপনার জন্য।
১৩| ০৮ ই জুন, ২০১৮ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: নারীদেরকে সম্মান জানিয়ে লেখা এ কবিতা ভাল লেগেছে। সবচেয়ে বেশী ভাল লেগেছে কবিতার প্রথম স্তবকটি। + +
প্রথম মন্তব্যটিও (করুণাধারা এর) ভাল লেগেছে। +
০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৫০
মোস্তফা সোহেল বলেছেন: কাব্য কনা গুলি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল ভাইয়া।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০
করুণাধারা বলেছেন: অজস্র ধন্যবাদ। আপনার জন্যও রইলো শুভেচ্ছা।
অল্প কথায় ছোট ছোট ছড়ায় চমৎকারভাবে নারীর প্রতি সম্মান জানিয়েছেন। সবচাইতে ভালো লাগলো মায়ের প্রতি আপনার ভালবাসা ও সম্মানবোধ। আশা করি পরবর্তী প্রজন্মের মধ্যে আপনার এই মনোভাব সঞ্চারিত করে দেবেন। ভালো থাকুন।