নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
ভেবেছিলাম আর দুঃখ পাব না
তবু রামধনুর রং গুলো আর বদল হলনা।
গাছ থেকে ঝরে পড়ে শুকনো পাতা যেমন
দুঃখ তেমন ঝরে পড়েনা।
হৃদয়ে-হৃদয়ে ধাক্কা খেলে কি
দুঃখ আরও বেড়ে যায়?
আহত মনে ব্যাথা পেলে
ব্যাথা বুঝি আরও বেশি লাগে?
বড় শখ করে আমাকে বলেছিলে
আর লিখনা দুঃখের কবিতা।
কত-শত কবি তা লিখে গেছে সেই কবে
তুমি বরং সুখের কবিতা লেখ।
আমি থমকে গেলে কখনও
কবিতা আমায় বাঁচার পথ দেখায়
একটা কবিতা লিখতে বসে
ঝুপ করে ঝরে পড়ল দুঃখগাথা।
কবিতা লেখা থাক
আমি বরং ঘুড়ি উড়াই
এখন দেখি দুঃখের নাটাই আমার হাতে।
১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে বেশিরভাগ দুঃখের কবিতায় আসে।আমি কয়েকদিন চেষ্টা করেছিলাম একটা সুখের কবিতা লিখতে কিন্তু পারিনি।
ধন্যবাদ তাকরেক ভাই।
২| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
কামরুননাহার কলি বলেছেন: বড় শখ করে আমাকে বলেছিলে
আর লিখনা দুঃখের কবিতা।
কত-শত কবি তা লিখে গেছে সেই কবে
তুমি বরং সুখের কবিতা লেখ।
অসাধারণ অনুভব ভাইয়া।
১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ কলি আপু।
৩| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অর্থবহ হয়েছে।
+++
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ মাইদুল ভাই।
৪| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১০
কামরুল হুদা দুর্জয় বলেছেন: ভালো লিখেছেন।
আমি অনেক চেষ্টা করছি দুঃখের কবিতা লিখতে। কবিতাই লিখতে পারছিনা।
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯
মোস্তফা সোহেল বলেছেন: চেষ্টা করে যান নিশ্চয় লিখতে পারবেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ কামরুল ভাই।
৫| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০০
নীলপরি বলেছেন: কবিতার শব্দগুলো মন ছুঁয়ে গেলো । ++++++
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ নীলপরি।
৬| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: যতদিন বেঁচে থাকবেন ততদিন দুঃখ থেকে মুক্তি পাবেন না।
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
মোস্তফা সোহেল বলেছেন: মৃত্যুই পারে মানুষকে সব দুঃখ থেকে মূক্তি দিতে।
৭| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হৃদয়ে-হৃদয়ে ধাক্কা চমৎকার শব্দ চয়ন।
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ গিয়াস ভাই।
৮| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন সুখের গান লিখেন।
কবিতা চমেৎকার হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: সুখের গান লেখা কি কষ্টকর নয়?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ ভাই।
৯| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
১০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ সুমন দা।
১১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: বেশি বেশি কবিতা লেখেন ভায়া
ঘুড়ি খালি অন্যর আকাশে উড়ে!!
কবিতা ভাল হয়েছে++
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা শাহরিয়ার ভাই ঘুড়ি খালি অন্যর আকাশেই ওড়ে!
আপনার কবিতা পড়িনা অনেক দিন।নতুন কবিতা পোষ্ট করুন।
১২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৫
ওমেরা বলেছেন: কবিতাটা শুভ্র স্নোর মত সাদার,আকাশের মত নীল, পানির মত স্বচ্ছতার এক অন্যরকম ভাল লাগল । অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে আপনার ভাললাগা টুকু জানিয়ে গেলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ ওমেরা আপু।
১৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাটাইটা আঠার মত আটকে যায়, শত চেষ্টা করেও ছাড়ানো যায় না।
কবিতা খুব সুন্দর হয়েছে সোহেল ভাই।
১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
মোস্তফা সোহেল বলেছেন: চেষ্টা করলে একদিন হয়তো দুঃখের নাটাইটা হাত থেকে সরে যাবে।
কবিতা পাঠে অনেক ধন্যবাদ সম্রাট ভাই।
১৪| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দু:খ যে সুখ চিনার সহায়ক। দু:খ পেলেই পরে সুখের প্রকৃত স্বাধ অনুধাবন করা যায়। কবিতা ভাল লেগেছে মিঞা ভাই।
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০
মোস্তফা সোহেল বলেছেন: বুঝেছি সুজন ভাই।
কবিতা পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
১৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৮
জাহিদ অনিক বলেছেন: দু:খের নাটাই তবু আছে হাতে, সময়সুযোগ করে হ্যাচকা টানে সূতা গুটিয়ে নিন।
কবিতা ভালো লেগেছে
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১
মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ ভাই,কবিতা পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
১৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪০
ধ্রুবক আলো বলেছেন: দুঃখের নাটাই আজন্ম হাতেই থাকে, কিন্তু নিয়ন্ত্রণে থাকে না। দুঃখ জীবনের অংশই।
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১২
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
১৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪
বিলিয়ার রহমান বলেছেন: শেষ স্তবক ছাড়া কবিতাটা দুর্দান্ত ছিলো মেয়াবাই!
+++
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ বিলি ভাই।
১৮| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: "একটা কবিতা লিখতে বসে
ঝুপ করে ঝরে পড়লো দুঃখগাথা" - এরকমটি বোধ হয় সব কবিরই কখনো না কখনো হয়ে থাকে।
কবিতা ভাল লেগেছে। + +
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১
মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও কবিতাটি পড়ে মন্তব্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
১৯| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সৈয়দ তাজুল বলেছেন: ঘুড়ির চেয়ে কবিতা সুন্দর হয়েছে।
দুঃখ ভুলে ভাল থাকুন সবসময়।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ তাজুল ভাই।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো, সুখের কবিতার বড়ই অভাব।
শুকনো পাতা হবে একটু কারেকশন প্রয়োজন।