নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
মা কথাটি মূখ দিয়ে উচ্চারন করলেই মনের ভেতরে কেমন যেন একটা প্রশান্তি বয়ে যায়।যখন বাড়িতে থাকতাম তখন কারনে অকারনে শুধু সারাদিন মা-মা করতাম।মা খিদে লেগেছে ভাত দাও,মা আমার সাদা শার্টটা কই,মা প্যান্ট খুজে পাচ্ছি না,মা আজ সন্ধ্যায় পিঠা বানাবে তো?মা পা ব্যাথা করছে,মা আজ কি রান্না করেছ?মা কাল কিন্তু আমি স্কুলে যাব না,মা আমার কাপড় গুলো গোছলের সময় ধুয়ে দিও,মা পড়তে ইচ্ছে করছে না আরও কত যে কথা কারনে অকারনে বলেছি।কিন্তু কোনদিন মাকে বিরক্ত হতে দেখিনি।মায়েরা বুঝি কখনও সন্তানের প্রতি বিরক্ত হয়না?
আজ নাকি বিশ্ব মা দিবস!মাকে নিয়ে প্রতিটি মানুষের কত কি লেখার আছে।সবাই হয়তো মনের কথা সে ভাবে বলতে পারেন না।কিন্তু মনে মনে ঠিকই মাকে নিয়ে অনেক কথায় ভেবে যান প্রতিটি ক্ষন।
আজ বিশ্ব মা দিবসে আমি আমার মাকে নিয়ে লিখতে বসিনি!মা ছাড়াও সবার জীবনেই কম বেশি মায়ের মত কেউ না কেউ থাকেন,সে ফুফু-খালা-চাচী কিম্বা বোন।
আমার জীবনেও এমন দুজন মানুষ আছেন যারা আমার কাছে মায়ের মতই।তাদের কাছ থেকে আমি মায়ের মতই স্নেহ -মমতা আর ভালবাসা পেয়েছি নিঃস্বার্থ ভাবে।এই দুজনের মধ্যে একজন আমার একমাত্র বোন।আমার বোন আমার চেয়ে বার বছরের বড়।আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমার সার্বক্ষনিক সেবা যত্ন করতে যাকে দেখেছি তিনি আমার বোন।একজন মা যেমন তার ছোট সন্তানকে কোলে পিঠে মানুষ করেন আমার বোনটিও আমাকে ঠিক সেভাবেই মানুষ করেছেন।
আমার কিছু লাগলে কখনও মায়ের কাছে বলতাম না সব সময় আপুর কাছে বলতাম।আপু আমার এটা লাগবে, আপু আমার ওটা লাগবে।আমি কখন স্কুলে যাব,কখন খাওয়া দাওয়া করব,কখন গোছল করব সব কিছু আপু দেখত।ছোট বেলায় আমি মায়ের সাথে কোথাও বেড়াতে গেছি এমন স্মৃতি খুবই কম।কোথাও বেড়াতে গেলেই আপুর সাথে যেতাম।
আমরা আগে চট্টগ্রামে থাকতাম।আমার যখন পাঁচ বছর বয়স তখন চট্টগ্রাম থেকে যশোরে গ্রামের বাড়িতে চলে আসি।আব্বা তখনও চট্টগ্রামেই থাকতেন।বাড়িতে আসার পর দুবার চট্টগ্রামে গিয়েছি বেড়াতে শুধু আপুর সাথে।একবার তো মাকে ছাড়া আপুর সাথে চট্টগ্রামে তিন মাস ছিলাম!আপু সাথে থাকলে আমি কখনই মাকে খুঁজতাম না।ছোট বেলায় আপুকে ছাড়া কিছু বুঝতামই না।
আপু সব সময় আমার পড়ালেখার ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন।পড়ায় ফাঁকিবাজির জন্য তাই আপুর কাছে মারও খেয়েছি কম বেশি।আপু কলপাড়ে নিয়ে আমার সারা শরীর সাবান দিয়ে ঘষে দিতেন।চোঁখে সাবানের ফেনা গিয়ে চোঁখ জ্বালা করত তখন আমি ভ্যা ভ্যা করে কাঁদতাম।
আপু বলতেন,চুপ কর সারা গায়ে দশ পর্দা ময়লা আর উনি গা ঘষতে দিবেন না।
আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আপুর বিয়ে হয়ে যায়।সে সময়ের অনুভুতি হয়তো লিখে বোঝানো আমার দ্বারা সম্ভাব নয়।আপু নির্ভরশীল একজন ছোট ভাই আপু ছাড়া যে কত অসহায় হয়ে পড়ে তা শুধু তারাই বুঝবেন যারা তার নিজ বড় বোনের সহচার্যে বড় হয়েছেন।
আমার কাছে মাঝে মাঝে মায়ের চেয়ে আপুকেই যেন অনেক বেশি কিছু মনে হয়।যে আপুকে ছাড়া আমার একদিনও চলত না সেই আপুর সাথে এখন বছরে দু একবার দেখা হয়!আপুর প্রতি ভালবাসা-শ্রদ্ধা আজও এতটুকু কমেনি।আপু আমার কাছে মায়ের মতই।
আমার জীবেন আরেকজন আছেন যিনি আমার কাছে মায়ের মতই।তিনি আমাকে নিজ সন্তানের মতই ভালবাসেন।তিনার সাথে আমার প্রায় এগারো বছরের সম্পর্ক।এই অতি মমতাময়ী মা হলেন আমার আমার বন্ধুর মা।
আমার ভাল মন্দের খোজ তিনি সব সময় রাখেন।আমি বাড়িতে গেলে আমার জন্য কবুতরে মাংস রান্ন করে প্রতিবারই খাওয়াতে ভুল করেন না ( উনি জানেন আমি কবুতরের মাংস পছন্দ করি)।আমার সব ব্যাপারেই খোঁজ-খবর রাখেন এবং পরামর্শ দেন।তিনাকে নিয়ে বিস্তারিত লিখতে গেলে লেখাটি অনেক বড় হয়ে যাবে তাই অন্য কোন দিন তিনাকে নিয়ে লেখার ইচ্ছে রইল।
আমার আপু আর বন্ধুর মা আমার কাছে যেন ঠিক মায়ের মতই!বিশ্ব মা দিবসে তাদের দুজনের প্রতি আমার অকৃত্তিম ভালবাসা-ও শ্রদ্ধা রইল
আপনাদের জীবনেও নিশ্চয় কেউ কেউ আছেন-ফুফু-খালা-কিম্বা বোন? তারা যেন ঠিক মায়ের মতই!
১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়েছেন ভাই?
২| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আফনেতো দেখি বড় মা কপাইল্যা!
ভাল ভাল কপালে থাকলে এমনি হয়! কেউ একজন মায়ের আদরের অভাবেই হা পিত্যেশ করে
আর কারো মায়ের মতো বোন, খালা, ফুপু কত্ত গুলান
(জাষ্ট ফান)
হুম মায়ের মতো বোন পাওয়া বড় ভাগ্য। সবার জন্য শুভেচ্ছা রইল অন্তহীন।
+++
১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: অনেকেরই তো ছোটবেলায় মা মারা যান।তারা কোন না কোন নারীর কাছে মায়ের আদরেই বড় হয়।
সত্যি মায়ের মত বোন পাওয়া ভাগ্যের ব্যাপার।
পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ভৃগু দা।
৩| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পৃথিবীর সব মারা ভাল থাকুক।
১৩ ই মে, ২০১৮ রাত ৮:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আমিও চাই পৃথিবীর সব মায়েরা ভাল থাকুক।ধন্যবাদ মাইদুল ভাই।
৪| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! ভালো লাগল লেখাটি পড়ে, যখন মা দিবসে সবাই মা কে নিয়ে লিখতে লেগেছে তখন আপনি মা এর মত আপন দুইজন মানুষকে নিয়ে এসেছেন আপনার লেখায়। আপনি ভাগ্যবান যে মা এর পাশাপাশি আরও দুইজন মা পেয়েছেন।
আপনার মা দের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।
১৩ ই মে, ২০১৮ রাত ৮:১০
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
১৩ ই মে, ২০১৮ রাত ৮:১১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৬| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:৫২
কামরুননাহার কলি বলেছেন: আপুর কথা গুলো খুবই ভালো লেগেছে। চোখে জল চলে আসছে যখন আপুরটা পড়লাম। আসলে আমার বড় আপু নেই । আমিই সবার বড় আপু।
১৩ ই মে, ২০১৮ রাত ৮:১৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনি আপনার ছোটদের নিঃস্বার্থ ভাবে ভালবাসুন।
বড় আপু হওয়াটাও তো ভাগ্যের ব্যাপার।
৭| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ভাল লাগলো আপনার আপুকে নিয়ে এই আবেগঘন পোষ্ট। বড় আপুরা মায়ের হয়, আপনার আপুর জন্য দোয়া রইলো।
১৩ ই মে, ২০১৮ রাত ৮:১৮
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ তারেক ভাই।
৮| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
কাওসার চৌধুরী বলেছেন: আপুকে নিয়ে লেখাটি বেশ ভাল লেগেছে।
১৩ ই মে, ২০১৮ রাত ৮:১৯
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ কাওসার ভাই।
৯| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: মায়ের মতো কেউ হয় না !!!!
লেখা ভালো লাগল। +।
১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১৮
মোস্তফা সোহেল বলেছেন: মায়ের মত কেউ হয়না এটাই সত্য।তাই তো শিরোনাম দিয়েছি,তারা যেন ঠিক মায়ের মত!
লেখা পড়ার জন্য ধন্যবাদ সুমন দা।
১০| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মা'কে নিয়ে সুন্দর একটা লেখা পোষ্ট করেছেন ভাই, ভালো লাগলো আপনার কথোপকথন।
সকল মা'দের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুভকামনা আপনার জন্য
১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইল নয়ন ভাই।
১১| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:২১
করুণাধারা বলেছেন: এই লেখাটা পড়ে নতুন একটি জিনিস জানলাম, মোস্তফা সোহেল- মা ছাড়াও আমাদের জীবনে এমন অনেকে থাকেন যারা আমাদের মায়ের মতো ভালোবাসেন। এরা কোন প্রতিদান দাবি না করলেও, এদের ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ও শ্রদ্ধা দিতে হবে।
আপনার মা, মায়ের মতো বন্ধুর মা, এবং আপনার বড় আপু- সকলেই ভালো থাকুন, শুভকামনা রইল।
১৪ ই মে, ২০১৮ সকাল ৮:২১
মোস্তফা সোহেল বলেছেন: অনেকের জীবনেও মায়ের মত স্নেহ-মমতা দিয়ে কেউ কেউ পাশে থাকেন।যারা কোন প্রতিদান চান না।
লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
১২| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন। প্রতিটি নারীরই আসলে একটা মা সত্ত্বা থাকে। এজন্যে শুধু নিজের সন্তান নয়, অন্যের সন্তানকেও অনেক সময় পরম মমতায় আগলে রাখে। আমার খালারাও আমাকে সন্তানের মতো ভালোবাসে। আপনার লেখার সাথে তাই রিলেট করতে পারি।
তবে হ্যাঁ, মা মাই! জন্মদাত্রী মায়ের স্নেহ মমতা সবকিছু অন্যরকম। কেউ কাছাকাছি যেতে পারে, কিন্তু একেবারে সেই জায়গাটা নিতে পারেনা। বিশেষত যদি মা বেঁচে থাকে তবে তো না ই।
সম্মান জানাই পৃথিবীর সকল মা এবং মায়ের মতো অসাধারণ মমতাময়ী নারীদের।
সুন্দর পোষ্টের জন্যে ধন্যবাদ।
ভীষন ভালো থাকুন।
১৪ ই মে, ২০১৮ সকাল ৮:২৩
মোস্তফা সোহেল বলেছেন: সামুপাগলা,এটা ঠিক মায়ের মত করে হয়তো কেউ ভালবাসতে পারেন না।তবে যারা মায়ের মত ভালবাসেন তাদের ভালবাসায় কোন ভেজাল থাকেনা।
এইসব মানুষ গুলোও নিঃস্বার্থভাবেই কাউকে না কাউকে ভালবেসে যান।
সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
আপনিও ভিষন ভাল থাকুন।
১৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫০
মিথী_মারজান বলেছেন: মা তো অতুলনীয় সন্দেহ নাই, তবে এটা ঠিক চারপাশে আরো অনেক মমতাময়ী থাকে যারা মায়ের মত করেই ভালোবাসতে জানেন।
খুব ভালো লাগলো আপনার আপু আর বন্ধুর মায়ের মমত্ববোধ জেনে।
আমাদের ভাইবোনদেরও অনেকগুলো মা।
মা, ফুফু, চাচী, এমনকি দাদীও আমার একজন খুব প্রিয় মা।
এখন আবার আরেকটা কিউটি মা হয়েছে।
আমার মেয়ে, ছোট্টরূপে মায়ের আরেক সুন্দর প্রতিমূর্তি।
বড় বোনেরা আসলেই মায়ের আরেক রূপ।
আপনার মা, বড় আপু, আর (বন্ধুর মা) আন্টির প্রতি শ্রদ্ধা রইলো।
ভালোবাসা আর শ্রদ্ধা পৃথিবীর সকল মায়ের প্রতি।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: কারও সন্তান হলে সে কিন্তু তার সেই সন্তানকে মা-বাবা বলেই ডাকে।নিজের সন্তানদের প্রতি সবাই হয়তো নিজের মা-বাবার প্রতিচ্ছবি দেখতে পান।
আমি খুবই লাকি যে আমার আপুকে আমি পাশে পেয়েছি।
আপনার মেয়ের জন্য অনেক আদর-ভালবাসা আর শুভকামনা রইল মিথী আপু।
সুন্দর একটি আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৪| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৫
নীলপরি বলেছেন: লেখাটা মন ছুঁয়ে গেলো ।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্যে করার জন্য আন্তরিক ধন্যবাদ নীলপরি।
১৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার আপুকে নিয়ে আবেগ জড়ানো সুন্দর পোষ্ট ।
সকলের জন্য শুভ কামনা রইলো .....
মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা রইল।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই।
আপনার জন্যও অনেক শুভকামনা রইল।
১৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
আপনি ভাগ্যবান । একজন নয়, তিন তিন জনের মাতৃসম আদর- স্নেহ আপনি পেয়েছেন ।
সামু পাগলা০০৭ ঠিকই বলেছেন - প্রতিটি নারীরই আসলে একটা জননী সত্ত্বা থাকে ।
প্রতিটি নারীর ভেতরেই জাগ্রত থাকেন একজন "মা" ।
১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া,আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।
লেখাটি পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
১৭| ১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৮
পুলক ঢালী বলেছেন: আপনার সুন্দর স্মৃতি কথন পড়লাম সুন্দরভাবে মনের কথাগুলি উপস্থাপন করেছেন আবেগীয় বর্ননা। আমি মা ছাড়াও মামীর আদর ভালবাসা খালার স্নেহ মমতার পরশ পেয়েছি। সব নারীর ভিতরেই মাতৃরূপ লুকিয়ে থাকে তবে জন্মদাত্রী মা নিজের শরীরের বিন্দু বিন্দু রক্ত এবং বহু অসুবিধা ভোগ করে একজন সন্তানকে গর্ভে তিলে তিলে বড় করে তোলেন এবং প্রসবের সময় তীব্র কষ্ট ভোগ করেন এবং মাঝে মাঝে মৃত্যু বরনও করেন সন্তানকে জন্ম দিতে গিয়ে তাই মা ইইই সেরা।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬
মোস্তফা সোহেল বলেছেন: পুলক ঢালী ভাইয়া,মা অবশ্যই সেরা।কিন্তু মা ছাড়া অন্য কারও কাছ থেকে মায়ের মত ভালবাসা পেলে মন্দ কি?
সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৮| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৭
ভুয়া মফিজ বলেছেন: বিশ্ব মা দিবসে বিশ্বের সকল মা এবং ''মায়ের মত'' -দের প্রতি আন্তরিক শ্রদ্ধা।
আপনার স্মৃতিচারনমূলক ব্যতিক্রমধর্মী লেখাটা খুবই ভালো লাগলো।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১২
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে মন্তব্যে করেছেন দেখে অনেক ভাল লাগল মফিজ ভাই।
অনেক শুভকামনা রইল আপনার জন্য।
১৯| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: জীবনে কিছু ব্যক্তি থাকে, মা না থাকলে মায়ের অভাব টা পুরন করে দেয়।
সকল মায়ের প্রতি ভালোবাসা রইল
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: জীবনে মায়ের স্নেহ নিয়ে পাশে থাকার মত কিছু মানুষ থাকা ভাল।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২০| ১৬ ই মে, ২০১৮ সকাল ৮:২৭
আকিব হাসান জাভেদ বলেছেন: ভাই বোনের মায়া মমতার শেষ আশ্রয় স্থল হলেন মা । মা শব্দটা সবচেয়ে মধুর । মধুর শব্দটা আরো মধুর হয় যদি একটা বোন থাকে। সুখ দু:খ আগলে রেখে মা বোনের তুলনা বিবৃতি দিয়ে শেষ করা যাবে না । সুন্দর লিখেছেন ।
১৬ ই মে, ২০১৮ সকাল ৮:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আকিব ভাই।
২১| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:০১
ধ্রুবক আলো বলেছেন: মায়ের মত কেউই হয় না। নারী হয়তো মায়ের মত ভালোবাসতে পারে।
১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
২২| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন মোস্তাফা সোহেল !!
১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১৬
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ মনিরা আপু।
২৩| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫৩
জুন বলেছেন: মোস্তফা সোহেল ভাগ্যবান তো আপনি অবশ্যই। এমন মা খালা আর বোনের আদরে শাসনে স্নেহময় পরিবেশে দিন কাটাচ্ছেন তা কয়জনের ভাগ্যে জোটে? আমার মা তো কবেই মারা গেছেন যখন আমি মাত্র স্কুলের গন্ডি পেরোচ্ছি। তারপর এক খালা ছিল যে আমার মায়ের মতই স্নেহে আদরের চোখে দেখতো। এমন কোন জন্মদিন যায়নি উনি সাত সকালে আমাকে উইশ করেনি, গিফট দেয়নি। সেই খালা তিন বছর আগে ঠিক আমার জন্মদিনের ভোরে পরপারে চলে গেলেন হঠাত করে। আমি যখন তার ফোনের আসায় বসে আছি তখন ফোন আসলো তবে আমার জন্য এক হাহাকার ময় দু:সংবাদ নিয়ে। এখন আর মায়ের মত ভালোবাসার কেউ নেই।
আপনার লেখাটি পড়ে মনটা কেমন করে উঠলো সেই দুজনার জন্য। অনেক অনেক ভালোলাগা রইলো সোহেল।
+
১৮ ই মে, ২০১৮ রাত ৯:০৯
মোস্তফা সোহেল বলেছেন: জুন আপু আমি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান মনে করি।আমার আপু আর বন্ধুর মায়ের জন্য দোয়া করবেন।
আপনার মা আর খালার জন্য দোয়া করি মাহান আল্লাহ যেন তিনাদের জান্নাতুল ফেরদাউস দান করেন।
আপনি অনেক ছোট বেলায় মাকে হারিয়েছেন জেনে অনেক খারাপ লাগল।
মা-বাবা চিরদিন কেউ বেঁচে থাকেন না তবু্ও মন মানতে চাই না কিছুতেই।
২৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭
শামচুল হক বলেছেন: আপনার বোন এবং বন্ধুর মায়ের আদরের বর্ননা ভালো লাগল। আপনি সৌভাগ্যবান ব্যক্তি। ধন্যবাদ
২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২২
মোস্তফা সোহেল বলেছেন: হু সত্যি আমি সৌভাগ্যবান।লেখাটি পড়ে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শামচুল ভাই।
২৫| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৪৫
প্রামানিক বলেছেন: বড় বোনরা ছোট ভাইদের যে আদরে রাখে তা কল্পনা করা যায় না। আমি যে এখন অনেক বড় হয়েছি সেটা আমার বড় বোন মনে হয় ভুলেই যায়, এখনও রাস্তা পথে দেখা হলে দোকান থেকে কেক হলেও কিনে দিয়ে বলবে, কেকটা খেয়ে এক গ্লাস পানি খেয়ে নে। তার এই আদরের তুলনা নাই। ধন্যবাদ মোস্তফা, তোমার বড় বোনের স্মৃতিচারণ পড়ে আমার বড় বোনের কথা মনে পড়ে গেল।
২৩ শে মে, ২০১৮ সকাল ১০:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া,লেখাটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য।
২৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২
স্ব বর্ন বলেছেন: সুন্দর লিখেছেন অনেক ভালো লাগল লেখাটা।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ।
২৭| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা পড়েই বুঝতে পারছি, বিয়ের পরে আপনার জন্যেও নিশ্চয়ই আপনার ভালবাসার আপুর বুকটা ফেটে যেত!
ভালবাসা, স্নেহ মমতার লেখা পড়তে সব সময়ই ভাল লাগে। তাই এ লেখাটাতে ভাল লাগা + + রেখে গেলাম।
৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৮
আবু আফিয়া বলেছেন: আসলে মায়ের ভালবাসা অকৃত্রিম।
সকল মার প্রতি রইল শুভকামনা