নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
২০০৪ সাল তখন ইন্টারে পড়ি।সে সময় ডায়েরী লিখতাম।ওটাই ছিল আমার এখন পর্যন্ত প্রথম আর শেষ ডায়েরী লেখা।সে সময় কবিতা লেখার চেষ্টা করতাম।জানিনা সে গুলো আদৌ কোন কবিতা হত কিনা।অনেক দিন পরে পুরানো ডায়েরীটা দেখতে গিয়ে মনে হল সেই সব কবিতার কিছু আপনাদের সাথে শেয়ার করি।
এখনও মনের ভেতর অনেক কথার ভিড় জমে শুধু লেখা হয়না এই আর কি।
থাকে শুধু স্মৃতি।
শেষ হয়ে যায় সময় খুব তাড়াতাড়ি
এরই মাঝে কেউ স্বপ্ন দেখে ঘর বাধে
কারও স্বপ্ন স্বপ্নই থেকে যায়
ঘর বাধাটাও হয় নিরর্থক
এই সময়ের মাঝে কেউ রচনা করে কবিতা
কবিতা সে তো মনের প্রতিচ্ছবি
হৃদয়ের কোন থেকে বেরিয়ে আসা কথা
স্বপ্ন দুঃস্বপ্ন করে কেটে যায় এই সময়
তার মাঝে থাকে, থাকে শুধু স্মৃতি।
অর্পন
ঝর্না নিজেকে অর্পন করে নদীর কাছে
ফুল নিজেকে অর্পন করে ভ্রমরের কাছে
নদী নিজেকে অর্পন করে সাগরের কাছে।
পাহাড় নিজেকে অর্পন করে অরন্যর কাছে
বৃষ্টি নিজেকে অর্পন করে প্রকৃতির কাছে।
কবি নিজেকে অর্পন করে কবিতার কাছে
আমি আমাকে করেছি তোমার কাছে অর্পন।
সেই শীতের সকালে
হাড় কাঁপানো শীতের সকালে কুয়াশার সাদা চাদর পরে
গ্রামের মেঠো পথ ধরে হেটে গিয়েছি অনেক দূরে।
মাঠ ভরা হলদে সরিষা ফুল গুলি আমাকে স্বাগত জানিয়েছে বারবার
স্বাগত জানিয়েছে রাস্তার দুধারে ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দু।
এখনও শীত আসে আমাকে স্বাগত জানাতে অপেক্ষা করে হলদে সরষে ফুল আর শিশির বিন্দু
কিন্তু এই শহরের ব্যস্ততার মাঝে আমি হয়ে উঠেছি যন্ত্র মানব।
সেই শীতের সকাল আমার জীবনে আর ফিরে আসে না।
বিষাক্ত পদাচারনা
রাত এসেছে পৃথিবীর বুকে
রাতের রুপ কালো
তুমি এসেছিলে এক রাতে
তোমার পদচারনায় পৃথিবীটা হাপিয়ে উঠেছিল
পৃথিবীর বুকে কষ্ট হচ্ছিল।
তোমার নিঃস্বাশটা ছিল বিষাক্ত ভিষন বিষাক্ত
তুমি চলে যাও পৃথিবীটা বাঁচুক নতুন স্বপ্ন নিয়ে।
অদৃশ্য দেওয়াল
একটা অদৃশ্য দেওয়াল তোমার আর আমার মাঝে
মনের আয়নায় সে দেয়ালটা খুব স্পস্ট ভাবে দেখা যায়।
এ দেয়ালটা খুব মজবুদ একটা ভিত গড়েছে
যা হয়তো কোনদিনও ভাঙা যাবে না।
জানি আমি খুব ভালবাবেই এ দেয়ালটা কিসের
তুমি বল আমি শুনি
না বললে বলনা আমিই বলছি এ দেয়ালটা অভিজাত্যের
তুমি আগুনের স্ফুলিঙ্গ
তোমাকে ছুতে যাওয়া মানে আগুনকেই স্পর্শ করা
আগুনকে স্পর্শ করব আমি
অত ছেলে মানুষ আমি নয়।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩২
মোস্তফা সোহেল বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ মামুন ভাই।
২| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সবগুলো ভালো লিখেছেন বিষাক্ত পদচারণা
একটু বেশি ভালো লাগলো রইলো++
বাহ! আপনি তো দেখি অল্প বয়স থেকে ভালো কবিতা লিখতেন।
শুভ কামনা রইল।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা গুলো আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল শাহরিয়ার ভাই।
অল্প বয়সে মনে হয় আবেগ বেশি ছিল,আবেগ যত বেশি কবিতা তত ভাল
পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
৩| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩১
সিগন্যাস বলেছেন: অর্পন কবিতাটা বেশি ভাল লাগলো।ইন্টারের কবিতা।অনেক আগের
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: নিজের ভাললাগা জানিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
হু কবিতা গুলো অনেক আগের!
৪| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
সাহসী সন্তান বলেছেন: ডাইরিতে কি শুধু কবিতাই ছিল? আর কিছু ছিল না? সেগুলো সম্পর্কেও জাতি জানতে চায়...
এনিওয়ে, কবিতা সুন্দর হইছে! সব গুলোই ভাল! তবে স্পেসেফিক ভাবে 'অদৃশ্য দেওয়াল' শিরোনামের কবিতাটা আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে!
শুভ কামনা জানবেন সোহেল ভাই!
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: সাহসী ভাই, ডায়েরীতে বেশির ভাগ পৃষ্ঠাতেই কবিতা আছে।ডায়েরীতে তো অনেক কিছু লেখা আছে সেই সব জাতির সামনে উপস্থাপন করিলে জাতি হাসিয়া লুটোপুটি খাইবে।তবে সারাদিন কি করতাম তাই সংক্ষেপে লিখতাম বেশির ভাগ সময়।
ডায়েরীটা আমার সামনেই আছে।
যেমন লেখা আছে ঠিক তেমনটাই শেয়ার করছি।
১ জানুয়ারী ২০০৪ রোজ বৃহস্পতিবার।
আজ ইংরেজী নববর্ষের এই দিনে আমার জীবনে কোন স্মরনীয় ঘটনায় নেই।
আজ সকালে ঘুম থেকে উঠে মনেই ছিলনা যে আজ ইংরেজী নববর্ষ।মনে পড়ল তখন,যখন কাজল আমাকে নববর্ষের শুভেচ্ছা জানলো।আজ আমি কাউকে নববর্ষের শুভেচ্ছা জানায়নি।নববর্ষের এই দিনে অনেককেই দেখতে ইচ্ছে করছিল।কিন্তু কাউকেই দেখা হয়নি।আজ করেজে গিয়েছিলাম।রাতে রবি ভাইয়ের সাথে মোবাইলে কথা বলেছিলাম।আপা এখন আমাদের এখানে।
৩১ শে ডিসেম্বর ২০০৪ রোজ শুক্রবার।
সকালে বাজারে যায়।পত্রিকা কিনে বাসায় আসি।উপহার পড়ছিলাম ( ফান ম্যাগাজিন)।সারাদিন এক রকম করে কাটল।আজ বছরের শেষ দিন।
দেখতে দেখতে চলে গেল আরও একটি বছর।কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না।নতুন বছর সবার ভাল দিয়ে শুরু হোক।
এই বছরের সব কটা দিন সবার ভাল যাক।
খুশি তো সাহসী ভাই।খুশি না?
৫| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: ১ম আর শেষটি বেশি ভালো লাগল।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ সুমন দা।
৬| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৪
আখেনাটেন বলেছেন: কলেজে পড়াকালীন সময়ে সবারই কি একটি অতি অাবেগী মন থাকে? আমি নিজেও এরকম দুচারটা লিখেছিলাম ডায়েরীতে। কিন্তু দুঃখজনক সেই ডায়েরী আর খুঁজে পাওয়া যায় নি।
ভালো লাগল কিছু কিছু লাইন।
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: কলেজে পড়াকালীন সময়ে সবারই কি একটি অতি অাবেগী মন থাকে?
এই কথাটির উত্তর তো আপনিই ভাল বলতে পারবেন ভাইয়া।ওই সময়টা সদ্য কৈশর পার হয়ে যৌবনে পদার্পন করে মানুষ।তাই হয়তো আবেগ বেশি কাজ করে।মনে অস্থিরতাও বেশি আবার আবেগও বেশি।
কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
৭| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার অল্পবয়সের কবিতাই এত সুন্দর! মুগ্ধ হলাম আপনার কাব্যপ্রতিভায়! সবকটি কবিতাই সুখপাঠ্য। দু'একটা টাইপো আছে ঠিক করে দিন। শুভকামনা!
২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:১৪
মোস্তফা সোহেল বলেছেন: সম্রাট ভাই কবিতা পড়ে নিজের ভাললাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভ কামনা আপনার জন্যও ।
৮| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:১৪
সাহসী সন্তান বলেছেন: ভাই খুশি হইছি, কিন্তু খুশি কইরা কৌতুহল তো আরো বাড়াইয়া দিলেন! কাজল কে?
আমি ভাবি নাই আপনি নিজের ডায়েরির লেখা এভাবে উঠাইয়া দিবেন। আমি তো জাস্ট মজা করছিলাম আরকি। তবে সত্যিই ভাল লাগছে! আবারও শুভ কামনা আপনার জন্য!
২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে যারা আছেন তাদেরকে আমার আপনজনই মনে হয়।যদিও কথাটি সবাই হয়তো সে ভাবে বিশ্বাস করবেন না।
মজা করে বলেছেন বুঝেছি।কিন্তু তারপরও কিছুটা শেয়ার করতে ইচ্ছে হল তাই শেয়ার করলাম।
কাজলকে চিনলেন না!!!
ওইযে কবিতা পড়েননি?
বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই!
৯| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:১৮
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
জীবনের অপরিনত একটা বয়সের লেখা হলেও কবিতাগুলো অপরিনত নয় মোটেই ।
"অর্পন" টা বেশী ভালো তারপরে " বিষাক্ত পদচারণা " ।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৪
মোস্তফা সোহেল বলেছেন: সে সময়ে মনে আসা কথা গুলো কবিতার মত ডায়েরীতে লিখে রাখতাম আরকি।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
১০| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: মানুষ বাঁচে কেন ! বাঁচার আসলে লক্ষ্য নাই, উদ্দেশ্যও নাই । জীবন সমুদ্র আছে, তীর নাই । ঢেউ আছে হয়তো কোথাও কেউ নাই । তবুও বাঁচে, বাঁচার আনন্দে বাঁচে ।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতার মত বলে গেলেন রাজীব ভাই!
ভাল লাগল।
১১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩
কাছের-মানুষ বলেছেন: এত আগে কলেজে পড়া কালীন সময়ের কবিতা হলেও দারুন লিখেছিলেন।
সেই বয়সটা অনেকটা আবেগের, সেই সময়ের লেখা কবিতা পড়ে ভাল লাগল।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা গুলো পড়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
১২| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:১৩
করুণাধারা বলেছেন: ইন্টারে পড়াকালীন সময়ে ভাবনা এত পরিণত ছিল, মোস্তফা সোহেল!!
শেষ হয়ে যায় সময় খুব তাড়াতাড়ি
এরই মাঝে কেউ স্বপ্ন দেখে,
কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায়
ঘর বাঁধাটাও হয় নিরর্থক।
চার লাইন একেবারে পরিণত ভাবনা, কোন কিশোরের লেখা বলে মনেই হয় না। বাকি কবিতাগুলোর প্রতিটিই খুব ভালো লেগেছে।
অনেক শুভকামনা।
২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:০৫
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে কবিতা গুলো পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ আপু।
তখন ১৭-১৮ বছর বয়স যুবকই বলা যায়।
হয়তো ভাবনা গুলো কিছুটা পরিনত ছিল।কেউ কেউ বসয়সের তুলনায় ভাবনেতে কিছুটা পরিনত হয়।
১৩| ২৮ শে জুন, ২০১৮ ভোর ৪:৩৩
কাওসার চৌধুরী বলেছেন: সোহেল ভাই, ইন্টারে পড়ার সময়ে লেখা কবিতা হলেও বেশ পরিণত মনে হলো। বিশেষ করে "অদৃশ্য দেওয়াল" কবিতাটি। আর (৪) কমেন্ট বেশ মনে ধরেছে!!
২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:০৭
মোস্তফা সোহেল বলেছেন: কাওসার ভাই,কবিতা গুলো ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ২৮ শে জুন, ২০১৮ ভোর ৬:২৪
সোহানী বলেছেন: ওরে বাপরে বাচ্চা বয়সে ও তো দেখি ভালোই পাক্কা ছিলেন
ভালো লাগলাে বাচ্চা বয়সের কবিতা।
২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা বাচ্চা বয়সে বেশী পেকে গেছি আপু।অল্প বয়সে পাকলে তার অবস্থা খারাপ হয় আর কি
কবিতা পাঠ ও মন্তব্য আন্তরিক ধন্যবাদ।
১৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতার মত বলে গেলেন রাজীব ভাই!
ভাল লাগল।
অনেক ধন্যবাদ।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:০৬
মোস্তফা সোহেল বলেছেন: আবারও ধন্যবাদ রাজীব ভাই।
১৬| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৫
সনেট কবি বলেছেন: কবিতায় মন ছুঁয়ে যায়।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ফরিদ ভাই,কবিতা পড়ে নিজের ভাললাগা টুকু জানিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
আশা করি আপনার শরীর ভাল আছে?
১৭| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:০০
নতুন নকিব বলেছেন:
বাহ! দারুন ছিল তো সেসময়ের লেখা কবিতাগুলো!
শেআর করায় মোবারকবাদ।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:০৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৮| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:০৯
নতুন নকিব বলেছেন:
শুধু পড়বো কেন! লাইক দিয়েছি তো কবিতার এই পোস্টে!
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: লাইক দেওয়ার জন্য আরও আরেক বার ধন্যবাদ প্রিয় নকিব ভাই।
১৯| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩
তারেক ফাহিম বলেছেন: সবগুলো কবিতাই অনেক সুন্দর।
উচ্চ মাধ্যমিকে পড়ুয়া অবস্থায় কবিতা শুনে আরও ভালো লাগলো।
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ ফাহিম ভাই।
২০| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:০২
জুন বলেছেন: ছোটবেলা আই মিন বুদ্ধি শুদ্ধি হবার পর থেকেই আপনার মতই আমারো ডায়েরী লেখার খুব শখ ছিল। তাতে কবিতা গল্প দিনপঞ্জী কিছুই বাদ যেতোনা লেখালেখি থেকে। আর সেই শখ থেকেই সামুতে আগমন শুভেচ্ছা স্বাগতম এ বিষয়ে আমার এক বছর পুর্তি পোষ্টে বিশদ লিখেছি সোহেল । পড়ে দেখতে পারেন, খারাপ লাগবে না কথা দিলাম সামহ্যোয়ারে আমার জীবনের শ্রেষ্ঠ একটি বছর
থাকে শুধু স্মৃতি আর অদৃশ্য দেয়াল আপনার ডায়েরীতে লেখা এদুটো কবিতা আমার কাছে অনেক বেশী ভালোলেগেছে মোস্তফা সোহেল
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩০
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটিতে লাইক আগেই দিয়েছিলেন।বুঝেছিলাম ব্যস্ততার কারনে কমেন্ট করেননি।ভেবেছিলাম আবার এসে কমেন্ট করবেন আর কাকতালীয় সেটাই হল।আপনার শেয়ার করা লেখাটি পড়ে মন্তব্য করে এসেছি।
কবিতা পড়ার জন্য আরও একবার আন্তরিক ধন্যবাদ।
২১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি আগেও বেশ ভাল লিখতেন। ডায়েরি পড়ে খুব ভাল লাগল।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ ডানা ভাই।
আগে লিখতে পারতাম যা হয় কিছু এখন্ আর লিখতে পারিনা।
২২| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সামু পাগলা০০৭ বলেছেন: নতুন আড্ডাঘর ও বাস্তব জীবনের ব্যস্ততায় আসতে দেরী হয়ে গেল। কিন্তু অবশেষে পড়ে ফেললাম! আপনি অনেক আগে থেকেই আবেগ মিশিয়ে, গুছিয়ে লেখেন। প্রতিটি কবিতায় ভিন্ন ভিন্ন স্বাদ পেলাম।
পোস্টে অবশ্যই লাইক।
ওহ! এখন তো আপনার ল্যাপটপ আছে, বেশি বেশি করে লিখবেন প্লিজ। ব্লগকে আপনি অনেককিছু দিতে পারবেন।
শুভেচ্ছা।
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: মেম সাহেব,জানি অনেক ব্যস্ত থাকেন।তারপরও সময় করে যে এসেছেন তাতে অনেক খুশি হয়েছি
হু এখন ল্যাপটপ মোবাইল সবই আছে কিন্তু আলসেমিও যে আছে অনেক বেশি
লিখতে ইচ্ছে করে না।
অনেক ভাল থাকবেন।
২৩| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
অবশ্য কুটিকালে ভিত রচিত না হলে বড়কালে ততটা জোয়ার আসেনা!
আপনার কুটিকালের লেখায়্ও বেশ জোয়ার ছিল
+++
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯
মোস্তফা সোহেল বলেছেন: মনের ভেতর আসা কথা গুলি ডায়েরীতে লিখে রাখার চেষ্টা করতাম ভৃগু দা।
এ গুলো কতটুকু কবিতা তা আমি জানিনা।
জোয়ার টোয়ার বুঝি না।তবে আমার সবই মনে হয় ভাটা।
কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
২৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০১
ধ্রুবক আলো বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। সব গুলো কবিতাই অসাধারণ।
০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটি পড়ে যাওয়ার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ধ্রুবক আলো।
২৫| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৭
নীলপরি বলেছেন: প্রতিটা কবিতাই খুব ভালো লাসলো । শেষেরটা তো অসাধারণ । +++++++
শুভকামনা
০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: নীলপরি আমার প্রায় প্রতিটি পোষ্টে এসে যে ভাবে উৎসাহ দিয়ে যান তার জন্য ধন্যবাদ দিলে কম হবে।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
২৬| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৯
মিথী_মারজান বলেছেন: বাহ্!
ঐ বয়সেই কত সুন্দর করে লিখেছেন কবিতাগুলো!
এখন আবার নিয়মিত হতে চেষ্টা করুন কবিতায়।
অর্পণ আর অদৃশ্য দেওয়াল বেশি ভালো লাগলো।
বাকীগুলোও সুন্দর ভাইয়া।
পুরোনো ডায়রীর স্মৃতি কবিতাগুলোতে অনেক অনেক ভালোলাগা রইলো।
০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: এখন আর কেন জানি মাথায় কিছু আসে না।জোর করে তো আর কবিতা হয় না।
সময় করে লেখা গুলো পড়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ মিথী আপু।
২৭| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯
জাহিদ অনিক বলেছেন:
স্মৃতির বুক হাতড়ে যেন খুজে পেয়ে অবাক ভালোবাসা তোমাকে করতে গিয়ে অর্পন দেখেছি হিমশীতল রক্তে আমাদের থকমে গেছে পথচলা, মধ্যখানে অদৃশ্য দেয়াল।
০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭
মোস্তফা সোহেল বলেছেন: বাহ, চারটি কবিতা পড়ে এক লাইনে এত সুন্দর করে কবিরাই বলতে পারে!
সুন্দর একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় অনিক ভাই।
২৮| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
২০০৪-০৫ সাল থেকেই কবিতা লিখে যাচ্ছি নিয়মিত।
সুজন ভাইয়ের সাথে কি ফোনে কথা হয়েছে ?
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: হু সুজন ভাইয়ের সাথে কথা বলেছি।
২৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২২
সামিয়া বলেছেন: অসাধারণ
২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সামিয়াপু।
৩০| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ৫টি কবিতা আপনার ডায়েরী থেকে তুলে এনে এখানে আমাদের জন্য রেখে গিয়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ।
সবগুলো কবিতাই ভালো হয়েছে, আমার ভাললাগার বিবেচনায় সাজাতে বললে এভাবে সাজাবোঃ
প্রথম
দ্বিতীয়
পঞ্চম
চতুর্থ
তৃ্তীয়
পোস্টে অষ্টাদশতম ভাললাগা রেখে গেলাম। + +
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪০
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে আমার পুরানো লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৬
কাইকর বলেছেন: সুন্দর। লাইক দিলাম ভাই