নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
দিন যত যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ততই এগিয়ে আসছে।ইতি মধ্যে দেশের আনাচে-কানাচে নির্বাচনী হাওয়া বইতে শুরু করে দিয়েছে।নির্বাচন নিয়ে একেক জনের একেক রকমের মতামত।চায়ের দোকান গুলোতে নির্বাচনী হাওয়া সব সময় একটু বেশি বয়ে যায়।নির্বাচনী হাওয়া যখন সব যায়গাতে বইছে তখন আমাদের প্রিয় সামু বাদ যাবে কেন।সামুতেও এখন বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।নির্বাচন যত এগিয়ে আসবে এই হাওয়া ততই বাড়বে।
ইতি মধ্যে সামুতে নির্বাচন নিয়ে অনেক লেখালেখি শুরু হয়ে গেছে।একেক জন বিজ্ঞ ব্লাগার তাদের সুচিন্ত মতামত আমাদের সাথে শেয়ার করছেন।
দেশের আর সবার মত সামু ব্লগারদের মনেও একটাই প্রশ্ন এবার জাতীয় নির্বাচন সুষ্ঠ ভাবে হবে তো ?
এ সম্পর্কে সিনিয়র ব্লগার মি চান্দের তারার কাছে জানতে চাইলে তিনি বলেন,তার আগে বলেন গত নির্বাচন কি সুষ্ঠ হয় নাই?যদি কোন দল নির্বাচনে অংশ গ্রহন না করে তাহলে কি তার দায় ভার সরকারের?আরে আপনার কাছে জানতে চাইলাম এবার নির্বাচন সুষ্ঠ ভাবে হবে কিনা আর আপনিই উল্টা প্রশ্ন করে যাচ্ছেন!
মি চান্দের তারা- নির্বাচন সুষ্ট হবে মানে ১০০% নির্বাচন সুষ্ঠ হবে।এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠ না হলে আর কোন সরকারের আমলেই নির্বাচন সুষ্ঠ হবে না।
ব্লগার আখের গুড় বলেন,একটা নিরেপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কি ভাবে সুষ্ঠ হয় একটু ঠান্ডা মাথায় ভাবুন তো।একজন পাগলও দিব্যি বলতে পারবে চলমান সরকারের অধীনে নির্বাচন কখনই সুষ্ঠ হতে পারে না।জনগন একদিন নিশ্চয় জেগে উঠবে তখন সরকার পালাবার পথ খুঁজে পাবে না।
ব্লাগার আগডুম বাগডুম বলেন,নির্বাচন নিয়ে কি আর বলব ভাই,আমি আম পাবলিক আমার কথা কি কেউ শুনবে।তবে একটা কথা যে, যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে।
ব্লগার মুড়ির টিন বলেন,সরকারে উচিত তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া।সরকারের অধীনে নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ হবেই।
ব্লগার উনিশ-বিষ বলেন,সরকারের অধীনে নির্বাচন হলে আমি কোন সমস্যা দেখি না।সরকারের চাইতে যদি বিরোধী দল জনপ্রিয় হয় তাহলে তাদের জয় কি সরকার ঠেকিয়ে রাখতে পারবে।জনপ্রিয়তা যার জয় তার।
ব্লগার টুকটুকি বলেন, বর্তমান সরকার নারী অধিকার সম্পর্কে অধিক সচেতন তাই এই সরকারের জনপ্রিয়তা বেশি।এই জনপ্রিয়তায় কিছুতেই ধ্বস নামবে না।বিরোধী দল শুধুই ফালাফালি না করে নিার্বচনে অংশ নিক।দেখা যাবে কে জিতে।
ব্লগার আমপাবলিক বলেন, নির্বাচন নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই।এদেশের কোন রাজনৈতিক দল কি কখনও জনগনের কথা ভাবে?ভাবলে দুটো দল মিলে কাদা ছোড়াছুটি না করে মন প্রান দিয়ে জনগনের জন্য কাজ করে যেত।
ব্লগার নাদান বলেন, আমি এরশাদ কাক্কুকে অন্নেক লাইক করি।তিনি যদি এদেশের প্রধান মন্ত্রী হন তাহলে দেশটা তরতর করে এগিয়ে যাবে।এরশাদ কাক্কুর কোন বিকল্প নাই।সবাই মিলে এরশাদ কাক্কুকে ভোট দিন।
ব্লগার আজব দুনিয়া বলেন, যারা আগুন সন্ত্রাসী করে।প্রট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে কাবাব বানায় তাদেরকে এদেশে নির্বচন করতে না দেওয়াই উচিত।একটু ঠান্ডা মাথায় ভাবলে তাদেরকে কেউ ভোট দিবে না।
ব্লগার ময়লা পোতা বলেন, এদেশের জনগন আমলীগ-বিএপি থেকে বের হতে পারল না।ভাবছি হাসিনা- খালেদা না থাকলে এরা কারে ভোট দিবে?
রিপোর্টার সামুর বিশেষ প্রতিনিধি পাপী বান্দা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: আপনার মজা লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ সূর্যলোক।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: মজার পোষ্ট, ময়লা পোতা নামটা পছন্দ হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ময়লা পোতা নামে মনে হয় একটা জায়গার নামও আছে তারেক ভাই।
পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
সূর্যালোক । বলেছেন:
একটু পড়ে দেখবেন? ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে দেখব ভাই।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা-- দারুন রিপোর্টতো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
মোস্তফা সোহেল বলেছেন: রিপোর্ট ভাল বলায় পাপী বান্দা কিন্তু বেজায় খুশি হয়েছে সুজন ভাই।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মজা পাইলুম
।
হে তারা ভালোই গভেষক।।। গভেষণা এগিয়ে চলুক
।।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২
মোস্তফা সোহেল বলেছেন: কাজ নাই তো তাই গভেষনা করতেছে।গভেষনায় শামিল হওয়ার জন্য আপনেরে ধন্যবাদ।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
পুলক ঢালী বলেছেন: হা হা হা ভাই পাপী বান্দা
আপনার রিপোর্ট চমৎকার হয়েছে। আমজনতার আসলে নির্বাচন নিয়ে ভাবার কিছু নাই তারা পেলে বড়জোর আটি টুকু চুষতে পারে আমি আমজনতা শুধু গোলমালের ভয়ে আছি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: আসলেই পুলক ভাই আমজনতার নির্বচন নিয়া ভাবার কিছু নাই।
আপনার মত আমি আমজনতাও শুধু গোলমালের ভয়ে আছি।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
সোনালী ঈগল২৭৪ বলেছেন: হা হা হা , মজার পোস্ট
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: পোষ্ট পড়ে আপনার মজা লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ সোনালী ঈগল।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আঙ্গুরপোতা নাম শুনেছি ময়লা পোতা শুনিনি। আপনার কাল্পনিক নিক গুলো সুন্দর লাগলো।
আরেকটু রসালো হলেই মিষ্টির স্বাদ পাওয়া যেত।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
মোস্তফা সোহেল বলেছেন: হু বুঝছি মাইদুল ভাই।তাড়াহুড়োর কারনে মিষ্টি কম হয়ে গেছে।
একটু মিষ্টি দিয়ে পড়ে নিয়েন
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
রাকু হাসান বলেছেন: হহাহাহাহা ব্যাপক হাস্য রসে রসালু । যেমন নাম তেমন রির্পোটার । পাপী বান্দা এখন তো পাপী পাঠক হয়ে গেলাম ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: পাপী পাঠককে লাল সালাম।
লেখাটি পোষ্ট করে আমি পাপী হলাম কিনা বুঝতে পারতাছি না।রাকু ভাই আমাকে একটু বলবেন পাপী হলাম কিনা?
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই অদ্ভুত অদ্ভুত নামগুলো কই থেকে আসলো!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
মোস্তফা সোহেল বলেছেন: সামুতে তো অদ্ভুদ নামের নিকের অভাব নাই।একটু খেয়াল করলেই বুঝবেন।
ধন্যবাদ প্রভা।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নাম গুলো আগামীর আগত বিগত লোক। তাহারা কাউকে তেল মারছে। কাউকে বাশ দিয়েছে।। ইহাই তাহাদের গভেষণা
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
মোস্তফা সোহেল বলেছেন: এদেশে তো তেল মারা আর বাঁশ দেওয়া লোকের অভাব নাই।
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
সনেট কবি বলেছেন: মজার পোস্ট
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ফরিদ ভাই।
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
রাকু হাসান বলেছেন: লেখক বলেছেন- পাপী পাঠককে লাল সালাম।
লেখাটি পোষ্ট করে আমি পাপী হলাম কিনা বুঝতে পারতাছি না।রাকু ভাই আমাকে একটু বলবেন পাপী হলাম কিনা?
হাহাহাহাহা নাহহহ এইয়া ন বলেন ,ঠিকাচ্ছে তয় আমরা সবাই তো কোনো না কোনো ভাবে পাপী বান্দায় ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: একদম ঠিক বলেছেন হাসান ভাই,আমরা সবাই কোন না কোন ভাবে পাপী বান্দায়।
পুনরায় এসে মন্তব্যের করে যাওয়ার জন্য আরেকবার ধন্যবাদ।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, শেখ হাসিনা ও বেগম জিয়া না থাকলে, মানুষ ভোট দিতে যাবে না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: গাজী ভাই,আপনি রাজনিতী বিষয়ে ভাল বোঝেন।তাই এইটার উত্তর আপনিই ভাল দিতে পারবেন।
গতবার আমি ভোট দেইনি।আমাদের গ্রামের মানুষ ১০% ভোট দিয়েছিল কিনা সন্ধেহ।
আমাদের বাড়ির পাশেই ভোট কেন্দ্র।অত বড় একটা গ্রামে ভোট কেন্দ্র ছিল ফাকা।
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: নির্বাচন নিয়ে সারাদেশ ভাবছে, আর সামু ভাববে না???
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: তাই তো রাজীব ভাই সামু না ভাবলে হবে। সামুর ব্লগাররা নির্বাচন নিয়ে ভাবা অলরেডি শুরু করে দিয়েছে।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগার আমপাবলিক বলেন, নির্বাচন নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই। এদেশের কোন রাজনৈতিক দল কি কখনও জনগনের কথা ভাবে? ভাবলে দুটো দল মিলে কাদা ছোড়াছুটি না করে মন প্রান দিয়ে জনগনের জন্য(দেশের জন্য) কাজ করে যেত।
ব্লগার ময়লা পোতাবলেন, এদেশের জনগন আমলীগ-বিএপিথেকে বের হতে পারল না।
আমি মতও এমন।
নিকগুলো খুব মজার। আমপাবলিক নামে ব্লগে আসলেই নিক আছে। http://www.somewhereinblog.net/blog/public154
আর ময়লা পোতা খালনা শহরের একটা জায়গার নাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
মোস্তফা সোহেল বলেছেন: আমারও মনে পড়েছে,ময়লা পোতা খুলনাতে আছে।বাহ বিশিষ্ট ব্লাগারদের সাথে আপনার মতও মিলে গেল দারুন ব্যাপার!
কত নিক আছে সামুতে।মিলে গেলে কাকতালীয়।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: টাইপো খুলনা।
দেখা যাক, এবারের নির্বাচনে ব্লগারদের কীরুপ হাল হয়। ১৪র মত নাকি আলাদা...
মাঠের নির্বাচনী লড়াই যেমনই হোক। ব্লগের ক্যাচাল-প্যাচাল আমি খুব উপভোগ করি।
পুনশ্চঃ সামুর মাঠে আমিও থাকবো..
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
মোস্তফা সোহেল বলেছেন: আরে আপনি লিখতে ভুল করলেও আমি পড়তে ভুল করব না।
নির্বচনে কি হাল হয় তা দেখতে আমাদের নির্বচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বেশি ক্যাচাল অবশ্য আমার ভাল লাগে না।
সামুর মাঠে আমিও আছি।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
রঞ্জন রয় বলেছেন:
পাপী বান্দার রিপোর্ট পড়ে দূষিত হয়ে গিয়েছি।
এক বালতি পানি আনেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনি কি মরুভুমিতে থাকেন?বিকাশ নাম্বার দেন এক বালতি পানি পাঠিয়ে দিব
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
রঞ্জন রয় বলেছেন:
অহানে আবার দুর্নীতি হবে নাতো।।।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
মোস্তফা সোহেল বলেছেন: সেটা আবার বলতে হয়।এদেশে দূর্নীতি হয়না কোন হানে।
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
শাহাদাত নিরব বলেছেন: অনেকক্ষণ পর একটু হাসলা।।
মজার পোষ্ট বিশেষ করে উক্তি দাতা গুলো ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ শাহাদাত ভাই।
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
সুমন কর বলেছেন: হাহাহাহাহা.............মজা পেলাম। আসলেই সামুতে অনেক দিন ধরে নির্বাচন হয় না......
আগের মন্ত্রিপরিষদ এখনো বহাল আছে কিন্তু........বুঝেছ?.......
+।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: সামনে তো নির্বাচন নিশ্চয় সামুতেও এবার জোরসে নির্বাচন শুরু হয়ে যাবে।
আগের মন্ত্রিপরিষদ এখনো বহাল আছে কিন্তু........বুঝেছ?.... না সুমন দা ঠিক বুঝিনি।আপনি সামুতে যে ভাবে নিয়মিত সবসময় ছিলেন আমি ছিলাম না তো তাই আগের অনেক কিছুই জানি না।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯
নতুন নকিব বলেছেন:
মজার সাক্ষাৎকার। নিকগুলো দারুন।
প্রথম সিনিয়র নিকের খামখেয়ালিপূর্ন বক্তব্য এই ব্লগের জনৈক রাজনৈতিক পোস্টদাতাকে মনে করিয়ে দেয়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টি আপনার কাছে মজার লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ নকিব ভাই।
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১
মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ নীলপরি।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
বেপুক বিনুদুন পেলুম !!!!!!!!!!!!!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২
মোস্তফা সোহেল বলেছেন: কবি সাহেবকে যে আজকাল দেখায় যায় না!
এদেশে বিনুদুনের কুনু অভাব নাই।
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০
ওমেরা বলেছেন: নির্বাচন তো ভালই জমজমাট ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৩
মোস্তফা সোহেল বলেছেন: হু নির্বাচন জমে ক্ষীর!
ধন্যবাদ ওমেরা।
২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
মিথী_মারজান বলেছেন: হাহাহা
নিকগুলো কি মজার!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: নিক গুলো আপনার কাছে মজার লেগেছে জেনে ভাল লাগল।
ভাল থাকবেন মিথী আপু।
২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
মনিরা সুলতানা বলেছেন: সাথে থাকলাম
পরবর্তী আপডেটের
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: আপডেট দিতে গিয়ে পাপী বান্দা না জানি আবার চাপে পড়ে যায়
সাথে থাকার জন্য ধন্যবাদ মনিরা আপু।
২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাই তো রাজীব ভাই সামু না ভাবলে হবে। সামুর ব্লগাররা নির্বাচন নিয়ে ভাবা অলরেডি শুরু করে দিয়েছে।
ব্লগারদের কিছুটা দায়িত্ব তো আছেই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগারদের দায়িত্ব অবশ্যই আছে সত্যটাকে সবার সামনে উপস্থাপন করার।
ধন্যবাদ রাজীব ভাই।
২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
প্রামানিক বলেছেন: মজাদার
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ প্রামনিক ভাইয়া।
৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
ভুয়া মফিজ বলেছেন: নির্বাচন নিয়ে স্যাটায়ারধর্মী চমৎকার লেখা। মজার হয়েছে।
ময়লাপোতা বোধহয় খুলনায়, তাই না?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা ময়লা পোতা খুলনার একটা স্থানের নাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ মফিজ ভাই।
৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ !!!
বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম !!!! এখন থেকে নির্বােচনের গরমে ব্লগ চালাবো আরামে!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০
মোস্তফা সোহেল বলেছেন: হু বুঝছি নির্বাচনের গরম আপনার গায়েও লেগেছে।তা নির্বাচন নিয়ে কিছু পোষ্ট দিয়ে ফেলুন।
বিষয়টি নিয়ে কবিতাও লিখতে পারেন
৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
নষ্টজীবন® বলেছেন: ব্লগার আজব দুনিয়ার সাথে একমত।
যারা মানুষকে পুড়িয়ে গণতন্ত্রের ধোয়া উড়ায় তারা ইবলিশ
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
মোস্তফা সোহেল বলেছেন: ব্লাগার আজব দুনিয়ার সাথে একমত হওয়াতে তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন
৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একশতভাগ সুষ্ঠু সুন্দর ও স্বচ্ছ নির্বাচন হবে এতে কোন সন্দেহ নাই। বিএনপি আসুক বা নাই আসুক পল্টিবাজদের অংশগ্রহণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ থেকে বাঁচাবে। তাছাড়া দেশে তো বিএনপিই তো একটা দলনা যে তারা ছাড়া নির্বাচন বন্ধ থাকবে। নির্বাচনে আসা না আসা তাদের ব্যক্তিগত ব্যাপার।
ভালো পোস্ট
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২
মোস্তফা সোহেল বলেছেন: পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ নয়ন ভাই।
ভাল থাকুন।
৩৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬
সৈয়দ ইসলাম বলেছেন:
বেপক মজা পেলুম।
০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ সৈয়দ ভাই।
৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: ময়লা পোতা'র মোড় তো খুলনা শহরে!!
তাকে ব্লগে নিয়ে আসলেন!!
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে ব্লগারে সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই কি আর করব বিজন দা
৩৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: পাপী বান্দার রম্য পোস্ট বেশ ভাল হয়েছে!
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে পোষ্টটি পড়ে যাওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
সূর্যালোক । বলেছেন: মজা লাগলো ।