নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
কার্টুন-জাহিদ হাসান বেনু।
জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশী দেরি নেই।দিন যত যাচ্ছে ততই এগিয়ে আসছে নির্বাচন।আসন্ন নির্বাচন উপলক্ষে কে কি ভাবছেন এটাই জানতে স্বপ্নে হাজির হয়েছিলাম সামুর বেশ কয়েকজন ব্লগার বন্ধুর কাছে।আসুন একেক করে জানি তারা কে কি ভাবছেনঃ
রাকু হাসান- নির্বাচন এলেই আমার মনে আনন্দের জোয়ার বয়।এ সময় চায়ের দোকানে গেলেই প্রতিদিন ৮-১০ কাপ চা ফ্রি খেতে পারি।তাছাড়া সারা এলাকায় দলের পোষ্টার মারার কাজ করি।পকেটে কিছু মালপানি আসে।খুব ভালই কাটে নির্বাচনের সময়।
কি করি আজ ভেবে না পাই- এবার আমি ঢাকা-২ আসনে ফালতু পার্টির পক্ষ হতে নির্বাচন করছি।যে করেই হোক এবার নির্বাচনে আমাকে জিততেই হবে।দরকার হলে জাল ভোটের মাধ্যমে জিতব।আপনারা সবাই দোয়া কইরেন।
মাহমুদুর রহমান সুজন- ভোটের সময় আমার খুব আনন্দ লাগে।চারদিকে ঝলমলে পোস্টার মারা হয়।মিছিল-মিটিং হয়।এবার আমি ভোট সহজে কারও দিমু না।আগে যদি কোন দল অগ্রিম কিছু মাল-পানি দেয় তাহলে চিন্তা ভাবনা করব ভোটটা তাদের দেওয়া যায় কিনা।ভোটের সময় সবাই ধান্দায় থাকে।তাহলে আমি ধান্দায় থাকুম না কেন?
শাহরিয়ার কবীর- নির্বাচনের সময় আমার অনেক কাজ।এ সময় রাত জেগে লোকের বাড়ী গিয়ে গিয়ে নিজ দলের জন্য ভোট চাইতে হয়।অনেক গৃহস্থরা চোর মনে করে তাড়া করে।কিন্তু কি করুম,দলের স্বার্থে সব কিছুই করতে হয়।
কথার ফুলঝুরি- খুলনা -৩ আসনের গজব পার্টি হতে আমি এবার নির্বাচন করছি।এখানে আমিই একমাত্র নারী প্রার্থী।তাই বেশি চিন্তা করছি না।কারন ভোটে আমিই জিতব।কেউ ভোট না দিলেও জিতব।
মোঃ মাইদুল সরকার- সারা বছর যদি নির্বাচন হত তাহলে খুব ভাল হত।নির্বাচনের সময় নেতাদের চামচাগিরি করে প্রচুর টাকা পাই।তাছাড়া আমার একটা ছাপাখানার দোকান আছে।এখান থেকে ভোটের সময় প্রার্থীরা তাদের পোস্টার ছাপায়।আর আমি লাভ করি ৩-৪ গুন।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: হাসি সাস্থের জন্য ভাল।হাসতে থাকেন
২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: অতীব সুযোগ সন্ধানী চিন্তা ধারা , খুবই চমৎকার We Should Follow Them ............
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: এমন সুযোগ সন্ধানী চিন্তা করতে পেরে সামু ব্লগাররা গর্বিত
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
টিয়া রহমান বলেছেন: হা হা হা
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: যত হাসি তত কান্না হু
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০
শিখা রহমান বলেছেন: মজার পোষ্ট!! লেখকের ভাবনা কি নির্বাচন নিয়ে?
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টটি আপনার কাছে মজার লেগেছে জেনে ভাল লাগল।
সামনে নির্বাচন না ভেবে উপায় আছে।ভাল থাকুন শিখা আপু।
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪
কিরমানী লিটন বলেছেন: হা হা হা হা- মজা পেলাম- খু উ ব ..।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
মাহবুবুল আজাদ বলেছেন: আমি একটা কাগজের ঠোংগার ফ্যাক্টরি খুলব আহা পোস্টার আর পোস্টার ,
চোখের সামনে লাখো ঠোংগা , আমার ভাই তোমার ভাই ঠোংগা, জিলাপি মার্কা ঠোংগা ।
আহা আহা......
কমেন্টে প্লাস+++
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: নির্বচনের সময় এমন একটা চান্স নিতেই পারেন।সুযোগ তো পাঁচ বছরে একবারই আসে
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা ! সবচেয়ে মজার লেগেছে শাহরিয়ার কবীর ভাইয়ার টা
আমিতো রাজনীতির র ও বুঝিনা সেক্ষেত্রে যদি আমি নির্বাচনে দাড়াই তাহলে তা সবার জন্য এক প্রকার গজবই হবে বৈকি টাই গজব পার্টি একদম সঠিক নাম আমার জন্য
শিখা আপু লেখকের ভাবনা জানতে চেয়েছেন । আমি কিছুটা চেষ্টা করলাম
"আমি বরিশাল ২ নং আসনের প্রার্থী । এখানে আমাকে সবাই আদর করে আদু ভাই ডাকে তিন তিন বার নির্বাচনে দাড়িয়ে ফেল মারিয়াছি তবুও হাল ছাড়ি নাই কবি বলেছেন -একবার না পারিলে দেখ শতবার"
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
মোস্তফা সোহেল বলেছেন: এ দেশে রাজনীতি না বুঝলে সে রাজনীতি করতে পারবে না সেটা তো সংবিধানে নেই।তাই না বুঝেই নির্বাচন করুন।
কত বুঝদাররাই তো রাজনীতি করছে কিন্তু জনগনের উপকারে আসছে কজন?
৮| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভোট নিয়ে আমার কোন মন্তব্য নেই।
আছে শুধু এক বুক দীর্ঘশ্বাস!
কি হবে এ দেশের!
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২
মোস্তফা সোহেল বলেছেন: কি আর হবে দেশের।নির্বাচন হবে আর দেশটা যে লাউ সেই কদু!
৯| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ রম্য। যাক প্রথমে কৃতজ্ঞতা লিস্টে রাখার জন্য। তারপর লাইক।
কিন্তু বাস্তবে এমন ভাবনা আমার মধ্যে নেই। আমি এরকম হতে পারবো না। হতে পারলে কিন্তু টাকা আর টাকা............হা হা হা.....
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই প্রথমেই বলেছি,স্বপ্নযোগে হাজির হয়েছিলাম আপনাদের কাছে।
স্বপ্নে তো কত কিছুই হয় তাই না?
১০| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
এবার আপনার ও ভাবীর ভোট খানা কলাগাছ মাকায় দিয়েন।
রম্য ভালো লেগেছে।।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: যদি কথা দেন যে কলাগাছ মার্কায় ভোট দিলে আঙুল ফুলে কলা গাছ হতে পারব তাহলে দুজনেই কলাগাছ মার্কয় ভোট দিমু
১১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: আমার ভাবনা কই?
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই স্বপ্নযোগে সবার কাছে যাওয়ার আগেই ঘুম ভেঙে গিয়েছিল।পরের বার স্বপ্নে আপনার কাছে যাওয়ার চেষ্ট করব
১২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আসন্ন নির্বাচনে, বাংলাদেশ প্রান্ত পার্টি থেকে আমাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ১ চাপুন।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২
মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত আমি ভুল করে দুই চাইপা ফেলাইছি এখন কি হবে?
১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মজা পেলুম বিরাট মজা পেলুম!
তবে আমি বলি,
নির্বাচনকালীন সময় যদি সব সময় থাকতো তাহলে রাস্তার গরিবেরা খুব হাসিখুশি থাকতো! আর বাজারে হেন্ড ওয়াশ সেম্পুর দাম বাড়তো। একই সাথে পুঁজিবাদী ও দরিদ্ররা শান্তি পেত!
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩
মোস্তফা সোহেল বলেছেন: সব সময় নির্বচনকালীন সময়!! হায় হায় এইটা কি কন।তবে এদেশে সবই সম্ভব
১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০
তারেক_মাহমুদ বলেছেন: আগে দেখতাম ভোটের আগে প্রার্থীরা বাড়ি বাড়ি এসে বিড়ি দিয়ে যেতো আর ভোট চাইতো, বাজারে এক এক প্রার্থীর এক একটা চায়ের দোকান থাকতো যেখান থেকে সবাইকে ফ্রি চা খাওয়ানো হতো।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫
মোস্তফা সোহেল বলেছেন: হু গ্রামে এ সব হয়।ওমুক দোকানে গেলে তমুক ভাইয়ের পক্ষ থেকে চা একদম ফ্রি।সামান্য চা খাইয়েও যে জনপ্রিয়তা পাওয়া যায় তা সত্যি বিরল
মন্তব্যের জন্য ধন্যবাদ তারেক ভাই।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি রাষ্ট্রপতি হবো
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬
মোস্তফা সোহেল বলেছেন: প্রান্ত তুমি রাষ্টপতি না হয়ে একটা পুতুল হয়ে যাও!!
হায় হায় কি কইলা এইটা!এই কথার জন্য আবার ফেঁসে যাব না তো।আমি কিন্তু কিছু বলি নাই।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪
করুণাধারা বলেছেন: অন্যরকম পোস্ট, মজার পোস্ট! কিন্তু চাঁদগাজী নেই কেন? নির্বাচন নিয়ে চাঁদগাজীর ভাবনাটা স্বপ্নে জানতে পারলে ভালো হতো
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫
মোস্তফা সোহেল বলেছেন: আপু অত জ্ঞানী মানুষের কাছে স্বপ্নে পৌছানো সম্ভব হয়নি পরের বার ট্রাই করব।
১৭| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪
বিজন রয় বলেছেন: ভাগ্যিস আমি নাই।
ব্লগে মাঝে মাঝে এরকম মজার দরকার আছে।
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
মোস্তফা সোহেল বলেছেন: হু মাঝে মাঝে মজা হলে মন্দ হয় না।
১৮| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
স্রাঞ্জি সে বলেছেন:
বাহবা বাহবা..... হাসাইয়া কুলাইতে পারলাম না।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: হাসেন মন খুলে।
পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
১৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
রাকু হাসান বলেছেন:
হাহাহাহাহাহহাহা আমার চরিত্রটি কঠিন ছিল । । ভালো লাগলো খুব । পড়ে হাসতে হাসতে শেষ
। খুব সহজে হাস্যরসে আমাদের নির্বাচনী সময়কার মানুষের কার্যকলাপ তুলে ধরলেন ।
সবগুলো সত্যা
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ হাসান ভাই।
২০| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও নেতা। গায়ে আমার খ্যাতা।
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: দেইখেন মামুন ভাই আপনার খ্যাতায় যেন কেউ আগুন না লাগিয়ে দেয়
২১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আর আমি যে বিনা ভোটে নির্বাচিত হবার তালে আছি সেইটাতো কইলেন না !!!
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: নেতারা বিনা ভোটে নির্বচিত হইয়া বড় বড় কথা কয়।
আমি যেখানে আছি সেখানকার এক নেতা কয় আমি কারও ভোটে নির্বাচনে জিতি নাই তাইলে জনগনের সেবা করুম ক্যান।
২২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন:
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯
মোস্তফা সোহেল বলেছেন: লেখা পড়ে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য ধন্যবাদ সুমন দা।
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: বেশ মজার পোস্ট লিখেছেন। চাঁদগাজী সাহেবের কথা থাকলে আরো মজার হতো।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটি পড়ে যাওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
২৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: হাস্যকর ছিলো। শুভ কামনা রইলো।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইল।
২৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৫
ধ্রুবক আলো বলেছেন: হ ভাই, আমার কোনো ভাবনা চিন্তা নাই!
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪
মোস্তফা সোহেল বলেছেন: আমিও আম আপনিও আম পাবলিক আসেন দুজনা গলাগলি করি।আমাদের নির্বাচন নিয়ে কোন চিন্তা নাই।
২৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
জুন বলেছেন: নির্বাচন জুন মাসে হতে হবে মোস্তফা সোহেল
নাহলে অলিতে গলিতে দুর্বার গন আন্দোলন গড়ে তোলা হবে
মজার লেখায় একটি ভালোলাগা দিয়ে মন ভরলো না
+
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২
মোস্তফা সোহেল বলেছেন: আন্দোলন করে কাজ হবে না আপু নির্বাচন ডিসেম্বর মাসেই হবে
সময় করে লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জুনাপি।
২৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
সনেট কবি বলেছেন: মজা পেলাম
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পাঠ ও মন্তব্য আন্তরিক ধন্যবাদ ফরিদ ভাইয়া।
২৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: এ নিয়ে আবারো স্বপ্ন দেখুন। এই ব্লগে যারা বেশী বেশী রাজনৈ্তিক পোস্ট লিখেন, তাদের বাড়ী বাড়ী গিয়ে তাদের ভাবনার কথা জিজ্ঞেস করে আমাদেরকে জানান। আর স্বপ্নগুলোকে আরেকটু দীর্ঘায়িত করবেন।
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: স্বপ্ন দেখতেও তো সময় লাগে ভাইয়া,আজকাল স্বপ্ন দেখারও সময় পাচ্ছি না
নির্বচনী ইসতেহার নিয়ে ব্লগ বন্ধুদের নিয়ে একটা লেখা লিখেছি কিন্তু সময় করে উঠতে পারছি না পুরোটা শেষ করার।
সময় করে লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
২৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
নজসু বলেছেন:
ব্লগার বন্ধুদের ভাবনাগুলো খুব মজার হয়েছে।
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কাছে লেখাটি মজার লেগেছে জেনে ভাল লাগল।
৩০| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
প্রামানিক বলেছেন: বেশ মজার পোষ্ট। ধন্যবাদ
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে লেখাটি পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, বেশ মজা পেলাম। তবে এত বড় একটি দেশে মাত্র এই কজন !! আরো বেশি হলে মন্দ হতো না।
শুভকামনা প্রিয় সোহেল ভাইকে।।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
মোস্তফা সোহেল বলেছেন: আসলে সময় করে উঠতে পারিনা পদাতিক দা।
তাই অল্প কথায় কাজ সারলাম আর কি।আপনি যে সময় করে লেখাটিতে চোঁখ বুলিয়ে মন্তব্য রেখে গেলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা হা