| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোস্তফা সোহেল
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
বলতে গেলে ঘাড়ের উপর নির্বাচন।নির্বাচন নিয়ে ইতিমধ্যে মাঠ গরম হয়ে গেছে।পক্ষ বিপক্ষে চলছে নানান আয়োজন।সবে মাত্র তফসিল ঘোষনা হল।হয়তো কিছু দিনর মধ্যেই নির্বাচনে অংশগ্রহনকারী দলেরা তাদের নির্বাচনী ইশতেহার সবার সামনে পেশ করবেন।নির্বাচনে জেতার পরে একটা দল সেই ইশতেহারের কতটুকু পূরন করেন তা অবশ্য দেখার বিষয়।তবে সেটা ধৈর্য সহ দেখতে গিয়ে অনেকেই ভুলে যান ক্ষমতায় বসা দলটির নির্বাচনী ইশতেহার কি ছিল।
এদেশে যে কোন দলের নির্বাচনী ইশতেহার হল অনেকটা,মূখে মধু ভোজনে কাচ কলার মত।যাই হোক এত কথা বলতে আমি এই লেখা লিখছি না।সামনে নির্বাচনে সামুর প্রিয় ব্লাগার গন তিনাদের প্রিয় দলের কাছে নির্বাচনী ইশতেহারে কে কোন বিষয় দেখতে চান এটাই জানতে হাজির হয়েছিলাম সামুর বেশ কিছু ব্লগারের কাছে।আসুন একেক করে জানি তিনারা প্রিয় দলের কাছে কে কি নির্বাচনী ইশতেহার চান।
খায়রুল আহসান- বাংলাদেশের প্রতিটি জনগনকে আলাদা করে মূল্যবোধের উপর শিক্ষার ব্যবস্থা করতে হব।
কাল্পনিক ভালোবাসা- সামু ব্লগকে সরকারী করন করা হোক।
সেলিম আনোয়ার- দেশের প্রতিটি কবিকে আলাদা করে সরকারের পক্ষ থেকে কবি ভাতার ব্যবস্থা করতে হবে।
আখেনাটেন:দেশে ২০জির গতির নেট চালু করতে হবে।
নতুন নকিব- দেশের প্রতিটি মুসলিম নাগরিককে সরকারি খরচে হজ্বে পাঠাতে হবে।
আহমেদ জী এস- যারা ভুয়া ডাক্তারী করে মানুষের জীবন নিয়ে খেলা করে তাদের মৃত্যুদন্ডের আঈন করা হোক।
ডাঃ এম এ আলী- দেশের প্রতিটি জেলায় গবেষনালয় তৈরী করতে হবে।
প্রামানিক- অবিশ্বাসের এই দুনিয়াতে
বিশ্বাস করিব আর কারে
কিছুই চাই না আমি
প্রিয় দলের নির্বাচনী ইশতেহারে।
বিজন রয়- কবিদের মন নিয়ে গবেষনা ইন্সটিটিউট চাই।
সুমন কর- এই দেশে ভাল আছে যা তার কোন কিছুই যেন নষ্টদের দখলে না থাকে।
শায়মা- সাজুগুজুর উপর ৯৯% ছাড় চাই।
নূর মোহাম্মদ নূর- সমাজের বিশিষ্ট ব্যক্তিদের দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।
কি করি আজ ভেবে না পাই- যারে তারে আমি তো ভাই
করি নাতো বিশ্বাস
নির্বাচনী ইশতেহার মানে
সবই মিথ্যা আশ্বাস।
সামিয়া - রাজধানীকে যানযট মূক্ত করতে হবে।
নাঈম জাহাঙ্গীর নয়ন- যেই ক্ষমতায় যাক সবাই প্রতিহিংসার রাজনিতী থেকে বেরিয়ে আসুক।
টারজান ০০০৭- দেশের বন জঙ্গল ধ্বংসের পথে এগুলোকে বাঁচাতে হবে।
রেজা ঘটক- ঘটকালির উপরে ২১শে পদক দেওয়া হোক।
রাজীব নূর- যারা দিন রাত ব্লগে লেখে তাদের প্রতিটি লেখার জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে।
সোনাবীজ অথবা ধুলাবালি ছাই-দেশের প্রতিটি শহরকে নির্মল আর সচ্ছ দেখতে চাই।
মিথী মারজান- দেশের সব কালো মেয়েকে জাতীয় সুন্দরী হিসেবে ঘোষনা করতে হবে।
ধ্রুবক আলো- প্রতিটি নেতার সততা ও নিষ্ঠার ব্যাপারে গ্যারান্টি চাই।
উম্মে সায়মা- দেশের প্রতিটি নারীর অধিকার নিশ্চিত করতে হবে।
## সময় পেলে চেষ্টা করব ২য় পর্ব লেখার জন্য।
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ আর্কিওপটেরিক্স।
২|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
পদ্মপুকুর বলেছেন: সিনিয়র ব্লগারদেরকে সিনিয়র সিটিজেন হিসেবে সম্মানিত করা হোক ![]()
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া ব্লগে কিন্তু আমি ৯ বছর আছি তাহলে কি আমি সিনিয়র ব্লগারদের মাঝে পড়ব?
৩|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
কপালে খারাপী থাকলে ব্লগ, ফ্লগ ব্যানড ও করে দিতে পারে।
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: কপালে কি আছে সেটা উপরওয়ালাই জানেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার পোস্ট!
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ মাহমুদুর ভাই।
৫|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি দাড়াই নাই ভাইয়া
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
মোস্তফা সোহেল বলেছেন: আপনি দাড়ান নাই ঠিক আছে কিন্তু আপনার প্রিয় দলের কাছে নির্বাচনী ইশতেহারে আপনি কোন বিষয়টি দেখতে চান তাড়াতাড়ি বলে ফেলুন আপু?
৬|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
সাইন বোর্ড বলেছেন: কিছু ব্লগারের মাথার মধ্যে ঢোকার চেষ্টা, ভাল প্রয়াস ।
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার এমন মনে হল কেন জানতে পারি?
কারও মাথার ভেতরে ঢোকার কি আছে? লেখাটি শুধু আনন্দের জন্য।
৭|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
সাইন বোর্ড বলেছেন: অামার কথায় অাপনারই বা এরকম প্রতিক্রিয়া কেন হলো, সেটা ভাবছি । কারন অাপনি যে সব ব্লগারের নাম ধরে উক্তিগুলো লিখেছেন তা তাদের ভাবনার সাথে কিছুটা হলেও মিলে যায় । অার চিন্তাটা তো সবার মাথা থেকেই অাসে, তাই নয় কি ?
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
মোস্তফা সোহেল বলেছেন: দুঃখিত আমি আপনার কথা ভুল বুঝেছি।
৮|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! চমৎকার ! এগুলো বাস্তবায়িত হলে সামহ্যোয়ার ইন বান্ধব একটি দেশ হবে !
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আমরা সামু ব্লগারবৃন্দ সকলেই চাই দেশটা সামু বান্ধব হোক ![]()
৯|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
ব্লগার_সামুরা বলেছেন:
লাইক।
![]()
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ব্লগার সামুরা।
১০|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
সুমন কর বলেছেন: বাহ............দারুণ সব ইশতেহার !! মজার এবং ভালো হয়েছে।
+।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল সুমন দা।
১১|
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: ভাইয়া ব্লগে কিন্তু আমি ৯ বছর আছি তাহলে কি আমি সিনিয়র ব্লগারদের মাঝে পড়ব?
না স্যার, পড়বেন না। যাদের বয়স ন্যূনতম ১০ বছর ১০ মাস, তারাই এই ক্যাটেগরিতে পড়বেন
(আমার এখন ১০ বছর ১০ মাস চলছে)
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
মোস্তফা সোহেল বলেছেন: সামনে আমারও দশ বছর দশ মাস হবে।
১২|
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: বড়ই মজার পোষ্ট।
দারুন বিনোদন পেলাম।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
১৩|
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
করুণাধারা বলেছেন: দারুন বিনোদন! সবগুলোই ভাল লেগেছে। কবিদের মন নিয়ে গবেষনা ইন্সটিটিউট চাই।
এই সবগুলোই নির্বাচনী ইশতেহারে দেখতে চাই।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: নির্বাচনী ইশতেহারে যদি ব্যাতিক্রম কিছু না থাকে তবে জনগন কি ভোট দিবে?
লেখা পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ আপু।
১৪|
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সব সময় ফান নিয়ে পড়ে থাকলে হবে?
যতোই ইশতেহার দদিক, বাংলাদেশে সহজে কোন কিছুরই পরিবর্তন হবে না। খেলা একই আছে, খেলোয়াড় বদলেছে মাত্র।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: প্রথমেই কিন্তু বলেছি,এদেশের নির্বাচনী ইশতেহার হল,মুখে মধু ভোজনে কাচ কলার মত।
১৫|
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
কবীর বলেছেন: কারে যে ভোট দিমু আর কে রাগ করবো, আর ভোটার তালিকায় আমার নাম খুইজ্জাই পাইলাম না !! ![]()
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিদের ভোটার হতে নেই শুধু কবিই হতে হয় ![]()
১৬|
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার মতামত কি হতে পারে? এনি আইডিয়া? ![]()
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: দেখি ২য় পর্বে আপনার মতামত প্রকাশ করা যায় কিনা ![]()
১৭|
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯
জাহিদ অনিক বলেছেন: কবি সেলিম আনোয়ারকে আমার ভোট দিলাম। কবি ভাতা দেয়া হোক
মিথী মারজান এর এজেন্ডা'টা একটু স্পষ্ট করে বলতেন যদি!
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: কবি ভাতা হলে মন্দ হবে না।যদি সরকার কবি ভাতা চালু করে তবে নিজেকে কবি খাতায় নাম লেখানোর চেষ্টা করব।
মিথী মারজান এর এজেন্ডা'টা একটু স্পষ্ট করে বলতেন যদি! এত ভেবে কিছু বলিনি অনিক ভাই যাষ্ট ফান!
১৮|
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো, তবে আমাদের জন্য আশা একমাত্র ভেলা।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: আশার ভেলাতে ভেসে আমরা না হয় স্বর্গে চলে যাব।
১৯|
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
নতুন নকিব বলেছেন:
মজার পোস্ট। সুন্দর লিখেছেন। অানন্দিত। ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে পোষ্টে আসার জন্য ধন্যবাদ নকিব ভাই।
২০|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
ধ্রুবক আলো বলেছেন: খুব মজা পেলাম পড়ে।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।
২১|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর পোস্ট। বেশ মজা পেলাম।
বিনোদনে ভরপুর।
++++++++++
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই,ইজিকাজে বিজি থাকি তো তাই পোষ্ট দেওয়ার সময় পাই না।
লেখাটা আপনাকে বিনোদন দিতে পেরেছে জেনে ভাল লাগল।
২২|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! চমৎকার একটি পোস্ট। কিন্তু বড্ড দেরিতে চোখে পড়ল ,একেবারে ব্যাকবেঞ্চার হয়ে গেলাম এটাই যা দুঃখ।
শুভকামনা প্রিয় সোহেলভাইকে ।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইল দাদা।
২৩|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩
মিথী_মারজান বলেছেন: ভাইয়াাাা!!!
আমাকে নিয়ে শেষমেশ এমনটা ভাবলেন!
হাহা।
ভুলেও এইসব এজেন্ডায় আমি নাই।
বরং আরো উল্টা এজেন্ডা হবে আমার।
বৈষম্যহীন সুন্দর সুখী একটি দেশ আমার চাই।
যেখানে থাকবেনা ধর্ম,বর্ণ,লিঙ্গ অথবা সামাজিক কোন বৈষম্য।
কবিতার মত স্বপ্নের এক দেশ।
আর কালো ফর্সার মত সিলি ব্যাপারগুলো তো আমি আরো আগে পাত্তা দেইনা।
আরেএএ! যে রূপ দেখে আমার প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ কৃষ্ণকলি ভেবে ভালোবাসায় পরিপূর্ণ করেছে সে গায়ের রঙ ফর্সা হোক এটাতো আমি দুঃস্বপ্নেও চাইবোনা।
রাজনীতিবিদ দের কি সাধ্য বলেন, এই রূপের কদর বোঝে!![]()
তবে যাই বলিনা কেন, ফানপোস্ট হিসাবে বেশ্ মজার ছিল।
আর, আমি সরল মনের মোস্তফা সোহেল ভাইটাকে চিনি তো!
প্যাঁচগোচ না ভেবেই সবাইকে আনন্দ দেয়ার উদ্দেশ্যটা তো ভালো করে জানি।![]()
ওহ্! উপরে দেখলাম আমার জাহিদ অনিক ভাইটাও আমার এজেন্ডা সম্পর্কে জানতে চেয়েছে!
@জাহিদ অনিক, আমার অন্যতম এজেন্ডা হলো, জাহিদ অনিকের কবিতার বই চায় মিথী আপু।
এই বইমেলা তো মিস্ হলো, আগামী বারের জন্য সিরিয়াস না হলে মাইর একটাও মাটিতে পড়বেনা।![]()
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
মোস্তফা সোহেল বলেছেন: যাক মিথী আপু আপনি আসল ব্যাপারটা ধরতে পেরেছেন তার জন্য ধন্যবাদ।
এত্ত বড় কমেন্টে কি যে উত্তর দেই একটু ব্যস্ত আছি তো।
আমিও আপনার মত বলতে চাই,জাহিদ অনিকের কবিতার বই চায়।
২৪|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অধিকার বঞ্চিতদের সহায়ক যদি হয় তাতেই হবে।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
মোস্তফা সোহেল বলেছেন: এদেশে কোন দলের নির্বাচনী ইশতেহার অধিকার বঞ্চিতদের সহায়ক হয়েছে সুজন ভাই?
২৫|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
জাহিদ হাসান বলেছেন: ‘‘নোয়াখালী বিভাগ চাই। ’’
‘‘নোয়াখালী বিভাগ চাই। ’’
নোয়াখালী থেকে ঘুরে এলাম কয়েকমাস আগে। নীল পান্জাবি পরা ছেলেটা আমি-

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
মোস্তফা সোহেল বলেছেন: নীল পান্জাবী পরা ছেলেটিকে দেখে ভাল লাগল।
২৬|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
নীল আকাশ বলেছেন: মিথী আপুর এজেন্ডা টা বরং ইরাবতী দিয়ে দেয়া হোক। হাজার হোক এত কষ্ট করে ভালো একটা পোষ্ট দিয়েছে এই বিষয়ে.......।
মিথী আপু তো বলেই দিয়েছেন উনি কি চান - বৈষম্যহীন সুন্দর সুখী একটি দেশ আমার চাই।
ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: বৈষম্যহীন সুন্দর সুখী একটি দেশ আমার সবাই চাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৭|
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
হাবিব বলেছেন: আমিও কিছু চাই.............
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: কি চান স্যার বলে ফেলুন।না বললে কিছুই পাবেন না যে।
২৮|
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
নজসু বলেছেন:
রাজীব ভাইয়ের সাথে হাস্যবদনে একমত। ![]()
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ নসজু ভাই।
২৯|
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
জুন বলেছেন: অনেক মজার একট পোষ্ট মোস্তফা সোহেল।৷
ভালোলাগা রইলো
+
২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে পোষ্টে চোঁখ বুলিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জুনাপি।
অনেক দিন আপনার কোন লেখা পাচ্ছি না?আশা করি খুব দ্রুত আমাদেরকে নতুন পোষ্ট উপহার দিবেন।
৩০|
২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
জুন বলেছেন: সোহেল আমিতো সেই কবেই পোষ্ট দিয়েছি কক্সবাজার ভ্রমন নিয়ে ![]()
ওটাইতো পুরানো হয়ে গেছে ![]()
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: হু আপু আমি পোষ্টটি কিভাবে যেন মিস করে ফেলেছিলাম।
পড়ে মন্তব্য করে এসেছি।
৩১|
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: ওরে বাবা! আমাকে দিয়েই আপনার নির্বাচনী ইশতেহার শুরু করেছিলেন? অনেক, অনেক ধন্যবাদ এবং সেই সাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি লেখাটা এত দেরীতে পড়ার জন্য।
তবে, আমার ভাবনা সম্বন্ধে যেটুকু বলেছেন, তাতে আমি সন্তুষ্ট।
আবারো ধন্যবাদ এবং শুভেচ্ছা----
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
মোস্তফা সোহেল বলেছেন: দুঃখ প্রকাশ করার কিছু নেই ভাইয়া।সময়ের সল্পতার কারনে অনেক লেখায় আমাদের চোঁখ এড়িয়ে যায়।
এই ব্লগে আপনিই মনে হয় এক মাত্র যিনি পেছনের লেখা গুলো পড়ে সময় করে মন্তব্য রেখে যান।
এটা আমার মত লেখকদের জন্য অনেক বড় পাওয়া।
শুভ কামনা আপনার জন্য সব সময়।
৩২|
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
রূপম রিজওয়ান বলেছেন: গ্রোগ্রামে আসছেন আজকে?
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ভাবনা