নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** লকডাউন খেলা ***

০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৭




মন্ত্রী মশায় জানেন নাকি
কারে কয় শাট ডাউন
কঠোর লকডাউনেও দেখি
সরগরম হাট-বাজার আর টাউন।


এক সপ্তার লকডাউন দিয়ে
দুই সপ্তা বাড়ান
রাস্তা ঘাটে কর্মজীবি মানুষ দেখলে
কেন আপনারা তাড়ান।


বন্ধ রেখে গন পরিবহন
অফিস রাখেন খোলা
আপনাদের এই লকডাউন
সহজে কি যাবে ভোলা।

লকডাউনের অজুহাতে
দ্রব্যমূল্য চড়া
আপনাদের যত সিদ্ধান্ত
মনে হয় মন গড়া ।

কি জানি কবে বন্ধ হবে
লকডাউনের এই খেলা
সব কিছু হবে স্বাভাবিক
আবার সুখে কাটবে বেলা।



মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৪৭

জুন বলেছেন: আমিও চিন্তা করছিলাম এমনটাই, ব্যাংক, শিল্প কারখানা, হাট বাজার, রেস্তোরাঁ খোলা কিন্ত মানুষ বের হলেই জেল জরিমানা। আর ওই সব জায়গায় লোক যাবে কি ভাবে? পায়ে হেটে ???

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:১৬

মোস্তফা সোহেল বলেছেন: এমন আজগুবি লকডাউনে সবাই কম-বেশি সমস্যায় আছে।

২| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১:২৪

হাবিব বলেছেন: লকডাউনের নামে অযথা হয়রানি।

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:১৭

মোস্তফা সোহেল বলেছেন: কবে যে এই হয়রানি বন্ধ হবে আল্লাহই ভাল জানেন।

৩| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১:৩৪

ফুয়াদের বাপ বলেছেন: লকডাউন!!! চলছে লকডাউন!!!
বড়লাটরা ঘরে দেখে মুভি
আর, পথশিশুর বুকে-পেটে
ছুটছে ক্ষুধার আগুন।

লকডাউন!!! চলছে লকডাউন!!!
সরকারী কর্মীর নাকে তেল-চোখে ঘুম
অন্যদের ঘুম-আরাম-হারাম
হেঁটে হেঁটেই চাকরী বাঁচান।

লকডাউন!!! চলছে লকডাউন!!!
কলকারখানা-গার্মেন্টস চালু
শিশুকানন-বিদ্যালয় বন্ধ
যেন ওখানেই করোনার ফাগুন।

লকডাউন!!! চলছে লাকডাউন!!!
উচ্চবিত্ত বিশ্রামে কাটায় দিন
মধ্যেবিত্ত অর্থে হিসেব কষে
নিন্মবিত্ত কর্মহীন তালু হুতাশন।

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনিও তো বেশ লিখেছেন।ধন্যবাদ।

৪| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আজকের লক ডা্ উন চলছে ঠিকমত। রাস্তায় গাড়ী অনেক কম।

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: তবে অনেক জায়গাতে লকডাউন কেমন চলছে সেটা দেখার জন্য নাকি ভিড় জমে গেছে।

৫| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



দুঃথজনক বিষয় হচ্ছে জনগণের নেতানেত্রী কখনো জনগণের সমস্যা দুঃখ ব্যথা বেদনা বুঝতে পারেন না। কবিতা খুবই ভালো হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:২৩

মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৬| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১০:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: একটা প্রাইভেট কার থাকলে কোনো ডাউনেই সমস্যা নাই। :D

০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: সাধারন মানুষদের তো আর সেটা থাকে না।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: লকডাউন হয়তো আবশ্যক ছিল, কিন্তু এর প্রয়োগ ও ব্যবস্থাপনায় সরকার, বিশেষ করে তার স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলো একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। আপনার কবিতায় সে চিত্রটা বেশ ভালোই ফুটে উঠেছে।

পোস্টে সপ্তম ভাললাগা। + +

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৮| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখা মাশাআল্লাহ

নতুন লিখা চাই

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু।ইনশাআল্লাহ নতুন লেখা লিখতে চেষ্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.