নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
তাপসী,
সময়ের সাথে আমাদের জীবনের অনুভূতি গুলো বড্ড পরিবর্তনশীল।তবে সেই অনুভূতি পরিবর্তনের যথেষ্ট কারনও থাকে প্রত্যেকের জীবনে।প্রত্যেকটি মানুষ কি নিজ থেকেই বদলে যায়?
নাকি তার চারপাশে থাকা মানুষ গুলোই তাকে বদলে দেয়।
দুটোই হয়।যারা নিজ থেকে বদলে যায় তারা খুবই স্বার্থপর।আর যারা অন্যর জন্য বদলে যায় তারা কিছুটা কম স্বার্থপর।
চারপাশে বদলে যাওয়া মানুষ আর নিজের বদলে যাওয়ার মাঝে আবেগ অনুভুতির তারতম্য আছে।
তোর চারপাশের মানুষ বদলে গেলে তুই তাৎক্ষণিক টের পাবি কিন্তু নিজের পরিবর্তন টের পাবি বেশ পরে।যখন টের পাবি তখন নিজেকে আর সেই আগের স্থানে কখনই নিয়ে যেতে পারবি না।অথচ তোর মন খারাপ হবে তুই সেই আগের মত নেই বলে।
আমরা যাদের ভালবাসি,যাদেরকে ভালবাসতাম ঘুরে ফিরে ঠিক তাদের কাছেই ফিরে যায়। কিন্তু একবার যার উপর প্রচন্ড অভিমান আসে তার কাছে ফিরে যাওয়া হয়তো আর এক জীবনে হয়না।কেউ অভিমান ভেঙে ফিরলেও সম্পর্কটা আর আগের মত থাকে না।
আমাদের কষ্ট কি জানিস,অনেক কষ্টের মাঝে থেকেও আমাদের সুখে থাকার অভিনয় করে যেতে হয়।মন খুলে কথা বলার মত একজন মানুষ খুজতে খুজতে আমাদের বেশিরভাগ মানুষের একটা জীবনই শেষ হয়ে যায়। আমরা মানুষের যতটা না আপন হই তার চেয়ে বেশি আপন হওয়ার ভান করি।তবে কেউ কেউ সেই ভনিতাকে সত্যিকারের ভালবাসা ভেবে ভুল করে বসে।
আমি নিজে কখনও ভনিতা করতে পারিনি।তবে ভালবাসার ভান করা অনেক মানুষ দেখেছি।
তবু কেউ কিছু দিক আর না দিক সত্যিকার অনেককে মন থেকে ভালবাসতে পেরেছি।সত্যিকারের ভালবাসার মাঝে তীব্র একটা আনন্দ আছে। যে বাসে শুধু সেই জানে সেই আনন্দের অনুভূতি কতটুকু।
আজ মন খারাপ বলে তোকে লিখতে বসেছি। আমিও কেমন স্বার্থপর দেখলি।শুধু কষ্টের সময় তোকে মনে করি।চারিদিকে স্বার্থের জন্য ছুটে চলা মানুষের মাঝে বাস করতে করতে নিজেও একটু স্বার্থপর না হলে কি চলে?
ছবিঃ আমার মোবাইলে তোলা।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২২
মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে ভাবি মাসে অন্তত একটা পোষ্ট দিব কিন্তু হয়ে উঠে না।
সামুতে পোষ্ট দেই আর না দেই থাকি সব সময়।
২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪
বিজন রয় বলেছেন: মানুষের মনের অনেক গভীর কিছু কথা বলেছেন চিঠিতে।
প্রথম লাইনেই সবকিছু বলা হয়েছে। এটার বলেছেন যে নিজরে জীবনে যখন ঘটে তখনই বোঝা যায় আসল ব্যাপার।
মানুষ এরকমই।
কি আর করা, এরই ভিতর জীবন চলে।
কথা হবে.............
১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: আশা করি আপনি ভাল আছেন?
সামুতে থাকলে কথা তো হবেই।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল,
মানুষের সাথে মানুষের সম্পর্কের টানাপোড়েন নিয়ে চমৎকার একটি চিঠি। তাপসীকে লেখা খোলা চিঠির মতোই চিঠি লেখকের অনুভূতিগুলো খোলাখুলিই এতে পরিষ্ফুটিত।
ভালো লেগেছে চিঠিটা।
১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২০
মোস্তফা সোহেল বলেছেন: চিঠিটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
ধন্যবাদ ভাইয়া।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লেখার খোলা চিঠি পড়লাম...
১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাপসীকে লেখা সুন্দর চিঠি
পড়ে ভালো লাগলো
১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু।
৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩
মায়াস্পর্শ বলেছেন: সুন্দর আবেগঘন চিঠি। তাপসী চিঠির বার্তা পেয়ে যাক সেই কামনা করি।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর চিঠি।
আবেগ আছে, ভালোবাসা আছে। পাওয়া না পাওয়া আছে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: খোলা চিঠি পড়ে ভালোলাগলো।+++
১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬
ঢাবিয়ান বলেছেন: বাহ বেশ ভাল লাগলো চিঠি । তাপসী কি ব্লগে আসে ?
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
মোস্তফা সোহেল বলেছেন: না তাপসী ব্লগে আসে না।তবে তাপসী এই চিঠি পড়েছে!
১০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: চার পাশে বদলে যাওয়া মানুষ আর নিজের বদলে যাওয়ার আবেগ অনুভূতির মধ্যে তারতম্য আছে - সঠিক।
শিরোনামের ছবিটা খুব সুন্দর!
খোলা চিঠিটি তার গন্তব্য স্টেশনে পৌঁছাক!
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যর জন্য।
১১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৭
করুণাধারা বলেছেন: অনেক দিন পর ফিরলেন এক চিঠি নিয়ে। তাপসীকে লেখা চিঠির আবেগ মন ছুঁয়ে গেল।
আপনার তোলা ছবিটা সুন্দর। কোনো নদীর ওপর তোলা?
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
মোস্তফা সোহেল বলেছেন: সামুতে তো রোজই আসি । পোষ্টই যা দেওয়া হয়না।
ছবিটা রেল লাইনের উপরে বসে তোলা সন্ধ্যার পরে।
১২| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১০
জাহিদ অনিক বলেছেন: লাইফ আমাদের কে অনেক কিছুই দেয়। আবার খুব রূঢ়ভাবে অনেক কিছু নিয়ে যায়। এই নেয়া দেয়ার মধ্যেই কিছুটা সময় বেঁচে থাকি। কিছুটা আবার মরার মত বেঁচে থাকি।
এই আসলে লাইফ। এর মধ্যে তোমার সাথে, আমার সাথে, নিজেদের সাথে পরিচয় হয়। লাইফ চলে যায়।
কিছু সময় ভালো লাগে। কিছু সময় ভালো লাগে না।
অনেক কিছুই একান্ত অনিচ্ছা স্বত্তেও ছেড়ে যেতে হয়। আবার কেউ আমাদের ছেড়ে যায়, বুঝতেই পারি না কেন কেউ ছেড়ে গেলো।
তবুও - এও আমাদের মিংনিংলেস জীবন।
সয়ে নিতে হয়। বেঁচে থাকতে হয়। এই আর কি!!!
প্রার্থনা করি ভালো থাকা শিখে নিবেন
চিঠি ভালো লেগেছে সোহেল ভাই।
২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ কবি।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কত মনের গভীর হতে চিঠিটি লিখেছেন। জীবন চলে জীবনের নিয়মে--কিছুই করার থাকে না। কষ্টগুলো কেটে যাক--শুভকামনা রইলো সব সময়ের জন্য ---
২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইল লায়লা আপু।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
সামিয়া বলেছেন: ভালো লেগেছে
০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত পোস্ট দিলেন!!!
বাহ!!
আশাকরি নিয়মিত থাকবেন।
আপনাকে ব্লগে খুব মিস করি।