![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হারানো সুরের খোঁজে এঁকে যাই নৈশ্বাব্দিক অপেক্ষার ছবি। যদি কখনো ফিরে পাই বিশ্বাসের সেই পুরোনো রঙ তুলি তবে আবার আঁকতে চাই ভালোবাসার পুরনো সেই ক্যানভাসে পুরনো সেই একই ছবি -একই বিশ্বাস ।
এখন আর লিখতে ইচ্ছে করেনা
কি নিয়েই বা লিখব?
তুমি বলেছিলে-
কবিতা তোমার
বাকী সব যদি কখনো হয়ও অন্য কারোর জন্য
আজো আমি কবিতা লিখি শুধু তোমার জন্য
তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে
তবে কিভাবে লিখি বলো
যখন কলমের ডগায়
উঠে আসো অস্পৃহ তুমি এখনো।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজো আমি কবিতা লিখি শুধু তোমার জন্য
তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে
তবে কিভাবে লিখি বলো
যখন কলমের ডগায়
উঠে আসো অস্পৃহ তুমি এখনো।.......
ভাল লাগা রইল।