![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিশের দাম এমনিতেই এখন চড়া। তার মানে এটা চৈত্র/বৈশাখ মাসে ভীষন বড়লোকি খাবার। শুধু চৈত্র/বৈশাখ মাস বলবো কেন সারা বছরই ইলিশ বড়লোকী খাবার। আর পান্তা গরীব মানুষের জ্বালানী খরচ বাচাবার খাবার মানে রাতে বেশী করে ভাত রান্না করে সকালের জন্য ভাতে পানি দিয়ে রাখে। এতে করে তাদের সকালের খাবার তৈরির সময়ও বেচে যায়। সকালে সেই পান্তা একটু নুন, পেয়াজ/কাঁচামরিচ (যদি ষ্টকে থাকে) দিয়ে খেয়েই কাজে ছুট। নইলে যে ঐ দিন না খেয়ে থাকতে হবে।
পান্তা-ইলিশের এই বড়লোকী বিলাসিতা কে এখন দেশীয় সংস্কৃতি হিসেবে চালানো হচ্ছে।
দিনে দিনে মশকরা ভালই জমছে।
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
মোস্তাক_আহম্মদ বলেছেন: ধনীক শ্রেনীর মশকরা
২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
কালীদাস বলেছেন: মেজাজ খারাপ হয়ে যায় এই ফাতরামি দেখলে। কিছু বলার নাই, বললে পাবলিক আনকালচারড বলে
১১ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২২
মোস্তাক_আহম্মদ বলেছেন: দিনে দিনে অপ-সংস্কৃতি কে দেশীয় সংস্কৃতি হিসেবে চালানো হচ্ছে। আর এর পিছনে কাজ করছে এক শ্রেনীর মিডিয়া। এই অবস্থার পরিবর্ত্ন জরুরী
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫
ইমরান আশফাক বলেছেন: অরণ্যে রোদন, এটা এখন ব্যবসায় পরিনত হয়েছে।